![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।
''আল্লাহ নবি জির নাম ভিক্ষা দিয়া যান.................''
বেলকনি থেকে দেখলাম ভিখারিনি মেয়ে টা আমার বয়শি ।
রমজান মাসে দান খয়রাত করা অনেক সওয়াব কাজ,
তাই কিছু জামা কাপর দান করার নিয়ত করলাম।
''আই তুমি উপরে আসো ভিক্ষা নিয়া যাও ''
মেয়ে টি সুন্দর মত উপরে আসলো।
'' কিছু কাপর আসে নিবা??''
''হ, দেন''
.................
পুরনো কাপর দেখেই তার কথা শুরু............
''এগুলা এত ঢোলা কেন আফা,
এগুলাত আমার হইবনা আমিতো এত মোটা না''
'' হাতার উপ্রে তো সিরা''
''আহহা এটা ছিরা না ডিজাইন ''
''আফা আফনে পইরা আসেন যে ঐরকম দেন ''
''এগুলা নিলে নাও নাইলে যাও ''
''টেকা ভিক্কা দেন কাপর নিমুনা ''
এবার সত্যি মেজাজ টা খারাপ হয়ে গেল
ভিক্ষা নিবে তাও আবার এত আবদার এত নখরামি
রাগ হয়ে বললাম,'' যাও গা যাও ''
পাল্টা রাগ দেখায়া বলল ,
'' কষ্ট কইরা তিন তলায় উডাইলেন ক্যা তাইলে''
তারপর গট গট করে সিঁড়ি বেয়ে নেমে গেল, ...
আর আমি হাবা হয়ে দাড়ায় থাকলাম
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯
সিফাত সারা বলেছেন: ভাইয়া , এগুলা ডিজিটাল ভিক্ষুক
ভিক্ষা এদের বিজনেস , প্রয়োজনীয়তা না
নতুন আর সুন্দর কাপর গুলো ওরা পরেনা বিক্রি করে।
বুঝলেন .......
তাই পুরাতন গুল নিতে চায়নাই
কমেন্ট করার জন্য ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
বেঈমান আমি. বলেছেন: তোমারে এখনো সেফ করে নাই?
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
সিফাত সারা বলেছেন: না ভাইয়া এখনো করেনাই
উয়াআ
উয়াআ
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
অপ্রচলিত বলেছেন: ব্যাপক মজা পেলাম
ভালো লিখেছেন তো, এখনো সেইফ করে নি?
না করলে হতাশ হবেন না, লিখতে থাকুন সেইফ হয়ে যাবেন অতিসত্বর।
শুভ কামনা নিরন্তর।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
সিফাত সারা বলেছেন: জেনারেল হয়েছি । ইন শা আল্লাহ ভাল লেখার চেষ্টা করব ।
ধন্যবাদ । ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি সাংঘাতিক দেখেনত ভিক্ষাও নিবে না। আসলে ওরা ভিক্ষুক বলে কি হইছে ওরাও মানুষ।