নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই আপেক্ষিক তবে......

সকল প্রশংসাই সৃষ্টি কর্তা মহান আল্লাহ্‌র

সিফাত সারা

আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।

সিফাত সারা › বিস্তারিত পোস্টঃ

হিমছড়ি দিয়ে ইনানির পথে .........

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪





কক্স বাজার ঘুরতে গিয়েছেন অথচ ইনানি বীচ দেখতে যাননি

এরকম মানুষ খুব কমই আছেন।



আমারও সুযোগ হয়েছিল বাবা মা ও

ছোটবোনের সাথে একবার কক্সবাজার ভ্রমনের। সেখান থেকেই একদিন আমরা ইনানি ঘুরতে

যাব বলে রওয়ানা হলাম ।



আমরা যাচ্ছিলাম হিমছড়ি দিয়ে আঁকা বাঁকা পথ ধরে । হিমছড়িতে এক পাশে সারি সারি পাহাড় আর অপর পাশে সুগভীর নীল সমুদ্রের সৈকত ।

চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাকিতিক দৃশ্য ।

হিমছড়ির সৌন্দর্য অবলোকন করছিলাম আর মুগ্ধ হয়ে ভাবছিলাম

যে কত সুন্দর আমাদের এই দেশ টা , কতটুকুই বা আমরা ভাল করে দেখেছি ।



যাইহোক ,আমি অভিভূত হয়ে গিয়েছিলাম যেসব দৃশ্য দেখে তার কয়েকটি আমার ফোন গ্যালাক্সি ইয়ং এর ফালতু ক্যামেরায় ধারন করার চেষ্টা করলাম । :) :D







সবুজ আর সবুজ , চারিদিকে সবুজ সজীব প্রকৃতির মেলা











কোথাও কেউ নেই বালুকাবেলায় ।



, সুধু মাত্র দু একটা সাম্পান পরে থাকতে

দেখা যায় ।অদ্ভুত সুন্দর সেই দৃশ্য ।









বিস্তীর্ণ খোলা সমুদ্র তট

মনটা কথায় যেন হারিয়ে যায় /:)











যাওয়ার পথে পরল হিমছড়ি পাহাড় ।



বহু কষ্টে সিঁড়ি বেয়ে উপরে পাহাড়ে উঠলাম , উঠেই ধপ করে

মাটিতে বসে পরলাম কারন আমার শ্বাস কষ্ট হচ্ছিল ।







কিন্তু সেখান থেকে সামনের গভীর খাদ এর অপর পাশে দেখলাম

সেই সুনীল সমুদ্র তট ।

আমার মনটাই ভাল হয়ে গেল :)







পেছনেই সবুজ পাহাড়ের পাদদেশে সবাই ঘুরে বেরাচ্ছে ।







পাহাড় থেকে নামলাম , এরপর আবার সেই স্বর্গ রাজ্যের পথ ধরে ছুটে চলা ......







অবশেষে পৌছুলাম বহুল আকাঙ্খিত ইনানির বীচ এ :#)







ইনানিতে রয়েছে পাথুরে সমুদ্র সৈকত । সুনীল সাগরের পানিতে

কিছুক্ষন ঝাপাঝাপি করে বসে থাকলাম বড় প্রবাল পাথরের

উপরে আর সাগরের গর্জন শুনতে থাকলাম ।



ইনানি বীচে রয়েছে একটি সুন্দর রিসোর্ট ।

কিন্তু আমরা পর্যটকরা কি সেটাকে নোংরা করে ফেলছি ??/:)







সূর্য্যি মামা ধীরে ধীরে ঢলে পরছে । অপলক চোখে তাকিয়ে

দেখছি ...।।







এবার ফিরতি পথ ধরার পালা :( :(

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

এম মশিউর বলেছেন: ছবিগুলো অসম্ভব রকমের ভালো লেগেছে। :)


শীতটা একটু কমলেই কয়েকজন বন্ধু মিলে কক্সবাজার যাবো ভেবেছি। সাথে সেন্টমার্টিন দ্বীপ ও হিমছড়ি।

ইনানী বিচে যেতে হবে দেখছি। ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

সিফাত সারা বলেছেন: ইনানি বীচ আর হিমছড়ি না দেখলে আসলে জীবনটাই

ষোলোআনা মিছে :P

হ্যাঁ , ঘুরে আসুন , ভাল লাগবে । ধন্যবাদ :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

প্রিন্স হেক্টর বলেছেন: সুন্দর ছবি ব্লগ। ভালো লাগলো :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সিফাত সারা বলেছেন: ধন্য ধন্য ধন্য !:#P !:#P !:#P !:#P


বাদ বাদ বাদ B-) B-)

ধন্যবাদ ভাইয়া ,ইনশাআল্লাহ সামনে আর ছবি ব্লগ লিখব।
সাথে থাকবেন । :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

রুপম শাহরিয়ার বলেছেন: শেষ ক্লাস ফাইভে গিয়েছিলাম কক্সবাজার। তখন হিমছড়ি পর্যন্ত গিয়েছিলাম। ইনানি বিছ যাওয়া হয়নি তখন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

সিফাত সারা বলেছেন: ও তাই :D

মিস করলেন :|

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে! :) :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

সিফাত সারা বলেছেন: ইনানি বীচ এ তোলা আমার নিজের ছবি গুলো কিন্তু
আরও বেশি সুন্দর :P

হাহাহা ।

ধন্যবাদ বর্ষণ :) :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

তার ছেড়া বলেছেন: অসাধারণ ! প্রিয়তে নিলাম !

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৬

সিফাত সারা বলেছেন: অম্মা তাইইই :!>

হি হি হি হি । অনেক ধন্যবাদ :) :D !:#P !:#P

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইখতামিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

সিফাত সারা বলেছেন: লেট নববর্ষের শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর সব ছবি, সুন্দর পোস্ট।

কক্স বাজার ঘুরতে গিয়েছেন অথচ ইনানি বীচ দেখতে যাননি
এরকম মানুষ খুব কমই আছেন।
- বাহ, আমি দেখি রেয়ার !!

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

সিফাত সারা বলেছেন: হাহা হিহি হুহু

রেয়ার হয়া তো গুড ফর হেলথ :P :P :P

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: হিমছড়ি নদীটা নামের মতই হিম হিম সুন্দর সারাহমনি!!!:)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

সিফাত সারা বলেছেন: ধন্যবাদ মিষ্টি আপুমনি :#>

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ্! বেশ চমৎকার তো! মনে হয় নিজের হাতে তোলা ছবি? তা ছবি তোলার হাত অনেক ভাল।



অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪২

সিফাত সারা বলেছেন: দেখেন ভাইয়া এত ভাল ব্লগ লিখেও এখনো আমি ওয়াচে ।

লিখতে আর মোটিভেশন পাইনা ।

ধন্যবাদ ,আপনিও ভাল থাকবেন ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

বেঈমান আমি. বলেছেন: হুম ;)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

সিফাত সারা বলেছেন: দেখেন ভাইয়া এত ভাল ব্লগ লিখেও এখনো আমি ওয়াচে

:-& :( :((

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

এম এ কাশেম বলেছেন: ছবিতার সাথে বর্ণনা - অপূর্ব
গিয়েছি একবার,

ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

সিফাত সারা বলেছেন: থেঙ্কু :-B :-B

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: গত রোযার ঈদে গিয়েছিলাম আমারা ৪ বন্ধু

অনেক অনেক মজা করে এসেছি স্মৃতি হয়ে থাকবে চিরকাল

অনেক সুন্দর ছবি পোস্ট ভালো লাগলো
পুরনো দিন গুলোর কথা মনে পরে গেল

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

সিফাত সারা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !:#P !:#P

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

রাজ০০৭ বলেছেন: অসাধারণ ছবি উঠাইছেন। পুরোনো স্মৃতি মনে করে দিলেন। ভাল লাগল ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

সিফাত সারা বলেছেন: ধন্যবাদ । আর অনেক জায়গার ছবি তুলেছিলাম । কিন্তু আমি এখন জেনারেল হইনাই । তাই আপাতত আর দিচ্ছিনা ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

শোভ বলেছেন: হে আললাহ আমাকে যাওয়ার তৌফিক দাও । ছবি দেখে খুব ভাল লাগল।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

সিফাত সারা বলেছেন: ইন শা আল্লাহ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.