![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানি ঐতিহ্যময় কোলকাতা । আমার খুব পরিচিত একটা শহর । বেশ কিছু আত্মীয়স্বজন কলকাতায় থাকার সুবাদে আমাদের ওখানে
৩ / ৪ বার যাওয়া হয়েছে ।
২০১৪ সালের ১ লা জানুয়ারী থেকে প্রায় দেড় মাস আব্বু আম্মুর সাথে কলকাতায় ছিলাম আম্মুর চিকিৎসার দরুন ।
এই স্বল্প সময়ে শহরটির সাথে এক হৃদ্যতা গড়ে উঠেছে ।
কলকাতা এখন আমার কাছে ঢাকার মতই অনেক পরিচিত অনেক আপন ।
কলকাতা অনেককিছুর জন্যই প্রসিদ্ধ একটা শহর সেই কথা নতুন করে বলার কিছু নেই । তবে আমি বলব কলকাতার বিচিত্রময় খাবার দাবারের কথা ।
প্রথম প্রথম কলকাতার লোকাল খাবারের গন্ধ ও স্বাদ আমার কাছে ভাল লাগছিলনা। এটা জানতে পেরে আমার " কলকাতার নিবাসী " বাপ্পি আঙ্কেল ও তার স্ত্রী চন্দনা আনটি আমাকে বেশ কয়েকবার ট্রিট দিয়েছেন । এছারা কাজিন আর বন্ধুদের সাথে ঘুরো ঘুরির সুবাদে আমার পরিচিতি ঘটে কলকাতার স্ট্রিট ফুডস এর সাথে ।
সেটা আমার জন্য সুস্বাদু চমৎকার একটি অভিজ্ঞতা ছিল
সকালে ডিমটোস্ট খেতে হত কারন অন্যসব খাবার আমার সহ্য হতনা , কেমন জানি একটা গন্ধ আসে
আব্বু আম্মুর সাথে নিউ মার্কেট - এসপ্ল্যানেড এরিয়ায় ঘুরতে ঘুরতে চটপটির মত একটা খাবার দেখে খুব লোভ লাগল ।
এটি হল " ঘুগনি চাঁট " । টেস্টের দিক থেকে আমাদের দেশের চটপটি থেকে অনেক পেছনে কিন্তু " অনাহারী আমি " তখন খুব তৃপ্তি নিয়েই খেলাম
রাস্তার মোড়ে মোড়ে " পানিপুরির " স্টল । দাম খুবি সস্তা । মাত্র ১০ রুপিসে ৪ পিস । ইচ্ছেমত খাওয়া
নিউ মার্কেটের বিচিত্রময় ইন্ডিয়ান লোকাল খাবারের স্টল রয়েছে ।
আমরা একেকদিন এক খাবার টেস্ট করতাম ।
'' ফ্রায়েড রাইস , চাওমিন , পেস্ট্রি , চিকেন বিরিয়ানি ,
কাঠী রোল , বিভিন্ন ফলের জুস ''
একদিন "দই বড়া " টেস্ট করলাম ।
খারাপ না
চন্দনা আনটি আমাকে জিজ্ঞেস করল আমি কি খেতে পছন্দ করি।
আমি উত্তর , " চাইনিস কুজিন "
আঙ্কেল ও আনটি কলকাতার পার্ক স্ট্রিটের পপুলার চাইনিজ রেস্টুরেন্ট " টুং ফুং " এ নিয়ে গেল ।
বিভিন্ন ধরনের সুস্বাদু চাইনিজ ফুডস খেলাম ।তবে টেস্ট আমাদের দেশের চাইনিজ ফুডস থেকে একদমি ভিন্ন
সবচেয়ে মজাদার ছিল " সাংহাই প্রন " ।
পুরো বাটি আমি একলাই সাবাড় হিহি
কলকাতার বিভিন্ন রাস্তার মোড়ে খুব সস্তায় " ফ্রুট সালাড " পাওয়া যায় । দাম খুবি কম , মাত্র ১০ / ২০ রুপি
প্রায় বিকেলে আব্বু আম্মুর সাথে ঘুরতে যেতাম ।
৩/এ বাস স্ট্যান্ডের মুখরোচক নাশতাগুলো এখনো মনে পড়ে
মাটির ভাঁড়ে চা । সুধুমাত্র কলকাতাতেই পাবেন
রবীন্দ্র সদনের হালদিরামস রেস্টুরেন্ট ।
ভারতীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের জন্য এটি খুবি জনপ্রিয় ।
বেশ কয়েকবার খাওয়া হয়েছে এখানে ।
অনেক সৃতিময় , প্রিয় হয়ে রইল "হালদিরামস " :#>
"রাজ কাচোরি " অনেক মজাদার ।
নেক্সট দিন খেলাম সাউথ ইন্ডিয়ান " দোসা " ।
কিন্তু ভাল্লাগলোনা , তাই অর্ধেক অপচয় করলাম
" কাচরি চাট " এ বিভিন্ন রকমের চাটনি ও ক্রিস্পি মিশিয়ে টক- ঝাল ও মিষ্টির একটা জিভে জল আনা কমবো তৈরি করা হয় ।
আমার জন্য খুব্বি দারুন ছিল
আমার চাঁট পছন্দ শুনে এক ফ্রেন্ড আমাকে আরেক ধরনের চাঁট খাওয়ালো।
"পাপড়ি চাট " অনেক ক্রিস্পি
" ফোরাম কোর্ট ইয়ার্ড " শপিং মল রবীন্দ্র সদন পশ এরিয়াতে অবস্থিত । এখানে ফুড কোর্টের খাবার খুবি উন্নত আর
মুখরোচক ।
সুইট একটা ফ্রেন্ড ট্রিট দিল ।
আড্ডা দেয়ার ফাকে ফাকে আমরা পাল্লা দিয়ে
'' ফ্রাইড রাইস , ফ্রাইড চিকেন , চিলি চিকেন , ফ্রেঞ্চ ফ্রাইজ আর
কোকা কোলা '' সাবাড় করলাম
কলকাতায় যদি কখনো যাওয়া হয় তাহলে এই খাবার গুলো
অবশ্যই একবার চেখে দেখতে ভুলবেননা যেন :!>
আশা করি , ভাল লাগবে ।
(( কিছু পিক আমার নিজের তোলা , আর কিছু পিক নেট থেকে কালেক্ট করে দিয়েছি কারন সেসময় আমি খেতে এতই বেস্ত ছিলাম যে পিক তুলতে মনেই ছিলনা :#>
))
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৩১
সিফাত সারা বলেছেন: পিক গুলা ডাওনলোড করে খেয়ে নিন
২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৫১
মুহামমদল হািবব বলেছেন: অন্য সবগুলি খাবার না হলেও কিছু কিছু খাবার আর অন্তত চা টা পান করেছি তবে বাংলাদেশের চা ই বেস্ট মনে হয়েছে।
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৩২
সিফাত সারা বলেছেন: হুম । ধন্যবাদ
৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৭
rakibmbstu বলেছেন: খালি খেয়েই গেছেন........আপনার মায়ের যত্ন নিয়েছেন তো?
আপনার সস্তা ফুড টাকায় কনভার্ট করে দেখেন কত সস্তা......
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৩৮
সিফাত সারা বলেছেন: না। আমার মায়ের যত্ন তো আপনি নিয়েছেন ।আর আমি তো
শুধু খাওয়ার মধ্যেই বিজি ছিলাম তাইনা
আমার সস্তা ফুড ১০ রুপি টাঁকায় কনভার্ট করলে ১২ /১৩ টাঁকা হয় , জানেননা?
বুঝলাম আপনি অনেক জ্ঞানী মানুষ (!!!)
৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:১৮
চুক্কা বাঙ্গী বলেছেন: জয়পূরে খুব আগ্রহ নিয়ে পানিপুরি খেয়েছিলাম। খেয়ে হতাশ হয়ে গেলাম। ফুসকার ভেতর হালকা টক। আর কিছু নাই। এর চেয়ে আমাদের ফুসকা অনেক মজার।
ওদের ভেজিটেবল আইটেমগুলা আমার কাছে ভাল লেগেছে। পালক পনির, মটর পনির এইসব ভাল বানায়।
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৩৩
সিফাত সারা বলেছেন: ওহ আচ্ছা । ধন্যবাদ
৫| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:৪৬
দালাল০০৭০০৭ বলেছেন: জিভেতে জল চলে আসল। আমার ত চাট মাসালা হেব্বি প্রিয় । থ্যাঙ্কস ফর পোস্ট।
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৫১
সিফাত সারা বলেছেন: ওহহো জিভে জল চলে আসলো অথচ আপনাকে
ট্রিট দিতে পারছিনা দুঃখিত
আপনাকেও ধন্যবাদ
৬| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:৫৪
ডার্ক ম্যান বলেছেন: কেন যে লোভ দেখাইলেন??? এইবার খাওয়ানোর ব্যবস্থা করেন
০২ রা মে, ২০১৪ দুপুর ২:৫৬
সিফাত সারা বলেছেন:
৭| ০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৪০
সাইফুল আজীম বলেছেন: মাটির ভাঁড়ে চা আমি দেরাদুনেও প্রায় খাই
০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৫১
সিফাত সারা বলেছেন: ওহ আচ্ছা । ধন্যবাদ ।
৮| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:২৫
েবনিটগ বলেছেন: oh calcutta
৯| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:০৭
এনামুল রেজা বলেছেন: খাবারগুলো খুব চেনাজানা। ওরাও তেমন ভিন্ন কিছু খায়না।
১০| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৩১
ডার্ক ম্যান বলেছেন: ঐ মাইয়া! ইমো দেখাস কিল্লাই?
১১| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৩১
রেজাউর রাতুল বলেছেন: তুমি এত্তোগুলা পচা । এমনিতেই মাসের শেষ, পকেট পুরাই ফাঁকা । তারউপরে দিলা খাবারের লোভ ! কাজটা একদম ঠিক হয় নাই কিন্তু
০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৪০
সিফাত সারা বলেছেন: তুমি যে এতো দ্রুত জেনারেল হলে
কিভাবে ম্যান ???? মিষ্টি খাওালেনা যে
১২| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খেতে মন চাচ্ছে।
০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২
সিফাত সারা বলেছেন: খাওয়াতে পারছিনা বলে দুঃখিত
১৩| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৫৮
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কিছু বলবো না :/
০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
সিফাত সারা বলেছেন:
১৪| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পুরান ঢাকার খাবার অলরেডি খাওয়া শুরু করছি । খেতে মন চাইতেছে খাবারগুলো !!!
০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
সিফাত সারা বলেছেন: আপনি আমার মতো অনেক ভোজন বিলাসী মনে হচ্ছে
১৫| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই খাবারগুলো কতটুকু হাইজেনিক?
০২ রা মে, ২০১৪ রাত ৯:০৫
সিফাত সারা বলেছেন: '' হালদিরামস '' , ''ফোরাম কোর্ট ইয়ার্ড '' আর ''টুং ফুং চাইনিজ রেস্টুরেন্ট '' পশ এরিয়াতে অবস্থিত । এখানকার খাবারের দাম যেমন বেশি তেমন মান ও যথেষ্ট ভাল ।
১৬| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জিভে-জল-আসা খাবার...
হাইজিনিকের গোষ্ঠি কিলাই
০২ রা মে, ২০১৪ রাত ৯:০৭
সিফাত সারা বলেছেন: ধন্যবাদ । তবে আমাদের দেশের তুলনায় ওরা হাইজেনিক বেশি মেইনটেইন করে ।
১৭| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মাঈনউদ্দিন মইনুল,
এই নিয়ে 'একুশের চোখ' এর একটা পর্ব আছে। ওইটা দেখলে আপনি আর কোনোদিন রাস্তার খাবার খেতে চাবেন না। নরমালি আমরা এরকমই বলি, কারণ আমরা জানি না, দেখতে ভাল আর মজার খাবারের পিছনে যে কি থাকতে পারে। কল্পনাতীত!!!
১৮| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
একজন ঘূণপোকা বলেছেন:
কিপটারা এত্তো খাওন যায়
০২ রা মে, ২০১৪ রাত ৯:১১
সিফাত সারা বলেছেন: আমি কিপটা না
১৯| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা... অনেক ধন্যবাদ। শতভাগ সহমত। আমার একটু আশঙ্কা হচ্ছিলো... আপনি প্রতিক্রিয়া করবেন। শুনুন, আপনি নিশ্চিত থাকবেন যে, আমি ২০০% আপনার পক্ষেই।
কিন্তু বাঙালি কি আমার কথা শুনে, নাকি শুনবে?
তারা আগে খাবার খায়, পরে খায় ওষুধ। অথবা আগে
আগে ভুড়ি, পরে কী করি! আমার সাথে পাল্লা দিয়ে ভুড়িওয়ালারা সকাল-বিকাল দৌড়ায়... আহা কী সচেতনতা!
(আমারও একটু ভুড়ি আছে কিন্তুক! কারণ: ১ম মন্তব্যে দ্রষ্টব্য)
বাঙালি সময়ে ভালো খাবে না, ডাক্তারের কথাও শুনবে না।
কিন্তু অসুখ হবার পর জমি-জমা বিক্রি করে দে দৌড় সিঙ্গাপুর
[সবই বলেছি... মজা করার জন্য... মাইন্ড খাবেন না কিন্তুক।]
২০| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
জিউরানা বলেছেন: জিভেতে জল চলে আসল।
০২ রা মে, ২০১৪ রাত ৯:০৯
সিফাত সারা বলেছেন: ধন্যবাদ
২১| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মাঈনউদ্দিন মইনুল,
আমি সচেতনতার জন্য বলেছি, আর কিছুই না।
গুড।
২২| ০২ রা মে, ২০১৪ রাত ৮:১৪
আনোয়ার ভাই বলেছেন: ভাল লাগল। প্রিয়তে রাখলাম। গেলে স্বাদ নিব।
০২ রা মে, ২০১৪ রাত ৯:১০
সিফাত সারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২৩| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৮
ভ্যাগবন্ড বলেছেন:
০২ রা মে, ২০১৪ রাত ৯:৫০
সিফাত সারা বলেছেন: হাহাহা হিহিহি ... দারুন তো
২৪| ০২ রা মে, ২০১৪ রাত ১০:০৯
ক্ষুদ্র খাদেম বলেছেন:
লোভ ক্যানে দেখাচ্ছেন বাহে?? আমাগের কি খাইবার ইচ্ছা করে না???
০২ রা মে, ২০১৪ রাত ১০:১৩
সিফাত সারা বলেছেন: আমে বাহে না , আমি বোন ।
লোভ দেখানোর জন্য দুঃখিত , আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করেছি
২৫| ০২ রা মে, ২০১৪ রাত ১১:১৫
সাইফুল আজীম বলেছেন: কফি হাউজের প্রতিটি খাবারও কিন্তু সুস্বাদু। সেই রেল স্টেশনের ফুড প্লাজাগুলোর ফুডও। চেখে দেখেছেন নিশ্চয়ই।
০২ রা মে, ২০১৪ রাত ১১:১৭
সিফাত সারা বলেছেন: হ্যাঁ, গিয়েছিলাম। কফি হাউসের কফি আর ফিস কাটলেট আমার খুব প্রিয় । তবে ছবি তোলা হয়নি বলে দিতে পারলাম না ।
ধন্যবাদ
২৬| ০২ রা মে, ২০১৪ রাত ১১:২৪
সাইফুল আজীম বলেছেন: আমার মোঘলাই পরোটা এবং মাটন কাটলেট ভালো লেগেছিল। আপনার পোস্টে নানা রকম চাঁট দেখে ভাবছি কাল চেখে দেখব। দেরাদুনে নানা রকম চাঁট পাওয়া যায় কিন্তু কখনওই খাওয়া হয়নি। পোস্টের কল্যানে যদি খাওয়া হয়!
০২ রা মে, ২০১৪ রাত ১১:২৯
সিফাত সারা বলেছেন: আমার কাছে চাট - ভাজা পোড়া এসব জাঙ্ক ফুড একটু বেশিই ভাল লাগে :!>
আপনার কাছে ভাল না লাগলে কিন্তু আবার আমাকে দোষ দিতে পারবেননা
২৭| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৫২
সচেতনহ্যাপী বলেছেন: আমি ঘুগনী চাট,সিঙ্গারা আর প্রথমবারের মত বাসমতি চালের বিরিয়ানী খেয়ে দেখেছি।। আসলেও ভিন্ন স্বাদের,অন্ততঃ আমাদের দেশের তুলনায়।।
সেইভপুরানো দিনেভ ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ।।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৩
সিফাত সারা বলেছেন: স্বাদের দিক দিয়ে অবশ্য ওঁরা আমাদের থেকে পিছিয়ে
কিন্তু নতুন ফ্লেভার ট্রাই করতে ভালই লেগেছে ।
ধন্যবাদ আপনাকে
২৮| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৫২
সবুজসবুজ বলেছেন: আকাশের চোখ দিয়ে নিজের পৃথিবীকে দেখতে দারুণ লাগলো।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৪
সিফাত সারা বলেছেন: অ্যাঁঅ্যাঁঅ্যাঁঅ্যাঁ
:-<
২৯| ০৩ রা মে, ২০১৪ সকাল ৯:০২
মোমের মানুষ-২ বলেছেন: আপু জিহ্বায় তো পানি এসে গেল...........
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৫
সিফাত সারা বলেছেন: তাহলে আমার ব্লগ সার্থক
৩০| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:০৫
সাইফুল আজীম বলেছেন: জাঙ্ক ফুড এবং সাইফুল আজীম....একে অপরের প্রান! শনিবার এবং রবিবার তো আমার জাঙ্কফুড খেয়েই পার হয়ে যায়। তালিকায় কে.এফ.সি, ম্যাক.ডির সাথে রাস্তার পাশে বানানো শর্মাও থাকে! চাঁট খাওয়া হয়নি এই যা! ভালো না লাগলে দোষ চাঁটওয়ালার ।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৯
সিফাত সারা বলেছেন: নিউ মার্কেটের কে এফ সি আর
সাউথ সিটি মল এর ফুড কোর্টেও খাওয়া হয়েছে।
কিন্তু পিক তুলিনাই , ধ্যাত :-<
আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই , '' জাঙ্ক ফুড এবং সিফাত সারা ......একে অপরের প্রান! '' :#>
৩১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পানিপুরি খেয়েছি। কলকাতায় না যদিও, ওয়েস্ট বেঙ্গলের অন্য ১টা শহরে। আমাদের ফুচকার মত না একেবারেই, তবে ওটার ১টা আলাদা মজা আছে।
কলকাতার খাবারে আমারও কেমন যেন একটা গন্ধ লাগতো। খেতে পারতাম না। তবে ওদের পালং পনিরটা মজার। আর রাজস্থানে খেয়েছিলাম আলু পরটা, লেবু আর পিঁয়াজ দিয়ে। ওটা অসাধারণ ছিল।
আপনার এই পোস্ট দেখে এখন এসব খেতে ইচ্ছে করছে।
০৩ রা মে, ২০১৪ রাত ১০:২১
সিফাত সারা বলেছেন: অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ
আমিও নেক্সট টাইম ওগুলো ট্রাই ।।্্,
আর খাওয়াতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত
৩২| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯
সোহানী বলেছেন: ইন্ডিয়া যাওয়া হয়নি তবে বার্লিনে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে মনে হয়েছে ওর থেকে আমি ভালো রাধতে পারি.....
তবে আপনার ছবিগুলো সহ লিখা আকর্ষনীয়..... খেতে ইচ্ছে হচ্ছে..
০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
সিফাত সারা বলেছেন: তা ঠিক বলেছেন । আমাদের দেশের তুলনায় ওরা খাবারের দিক থেকে অনেক পিছিয়ে আছে । আমাদের দেশি খাবারই বেষ্ট ।
ধন্যবাদ আপু
৩৩| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৯
মাঘের নীল আকাশ বলেছেন: ছবি আর লেখার চোটে ক্ষুধা লেগে গেল যে...
০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৭
সিফাত সারা বলেছেন: তাহলে তো আমার লেখা সার্থক হয়েছে
খাওয়াতে পারছিনা বলে দুঃখিত
৩৪| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
নীল-দর্পণ বলেছেন: খাবার দাবার দেখার চাইতে খেতে বেশী ভাল লাগে
০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৯
সিফাত সারা বলেছেন: আমার তো খেতেও ভাল লাগে , দেখতেও ভাল লাগে , খাওয়াতে ভাল লাগে আবার অন্য কাউকে খেতে দেখতেও ভাল লাগে
৩৫| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এতো রাতে ক্ষিধা জাগিয়ে দিলেন?
মাইনাস।
০৬ ই মে, ২০১৪ রাত ১২:১২
সিফাত সারা বলেছেন:
৩৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২১
নীল ভোমরা বলেছেন: অার রসগোল্লা?!
১৪ ই মে, ২০১৪ রাত ১:৫৩
সিফাত সারা বলেছেন: রসগোল্লা খেয়েছিলাম । পিক তুলতে মনে নেই
৩৭| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬
দাদা- বলেছেন: ?
৩৮| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪
bakta বলেছেন: Valo Laglo...................besh.
দেখতেও ভাল লাগে ।
৩৯| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:১৯
টেকনিসিয়ান বলেছেন: কলকাতার এই 'ঘুগনি চাঁট' এর স্বাদ নেই কথা সত্য। তার চেয়ে আমাদের চটপটী হাজার গুণ ভালো। অন্য সব স্ট্রীট ফুড আমি যত্ন করে ঘরে তৈরী করি যা চট্টগ্রামের অনেক দোকানেও তৈরী করতে পারে না ।
সময় হলে আপনার দেওয়া সব রেসিপি ব্লগে শেয়ার করবো।
ধন্যবাদ স্ট্রীট ফুড বিষয়ে লেখার জন্য।
৪০| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৪
রেজা এম বলেছেন: অনেক দিন আগে সাম্বর বড়া খেয়েছিলাম লোকাল রেসটুরেন্ট এ। সব কিছুই লস । i dont like south indian foods.
৪১| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
মুগলী নন্টে বলেছেন: আসলেই অসাধারন।
৪২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
তুষার কাব্য বলেছেন: আমারও চমত্কার লাগে কলকাতার স্ট্রিট ফুড...যতবার গেছি ঝাপিয়ে পড়েছি প্রতি সন্ধায়...
৪৩| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮
সিফাত সারা বলেছেন:
৪৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"কলকাতায় যদি কখনো যাওয়া হয় তাহলে এই খাবার গুলো
অবশ্যই একবার চেখে দেখতে ভুলবেননা যেন :!<"
এরপর কোলকাতায় গেলে এ পোস্টের একটা প্রিন্ট নিয়ে যেতে হবে দেখছি...
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ দুপুর ১:৪৭
মশিকুর বলেছেন:
পুরাই ক্ষুধা লেগে গেল! এখন দায়িত্ব আপনার