নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনে চাটনি দিয়ে গরুর মাংসের সাথে ভূনা খিচুড়ী খেতে চাইলে কোথায় যাবেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪


অর্থমন্ত্রী স্মৃতিচারণ করে বলছিলেন "১৯৫৪ সালে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তখন ঢাকার রাজপথে আমি সাঁতার কেটেছি। ঢাকার ছাত্ররা সাঁতার কেটেছে। যতই উন্নত হই না কেন, প্রাকৃতিক দুর্যোগ হবেই " তাই বলে ২০১৫ সালে এসে ঢাকার রাজপথে সাতার কাটার কোনো ইচ্ছা আমার একদম নেই।অল্প বৃষ্টিতেই ঢাকা নোংরা ড্রেনের পানিতে ডুবে যাচ্ছে এটাকে প্রাকৃতিক দুর্যোগ ভাবলে পুরো বর্ষা কাল রাজপথে সাতার কাটা ছারা আর কোনো উপায় থাকবে না।সেন্ডেল হাতে নিয়ে ময়লা পানিতে হাটার মাঝে সুখ না থাকলেও বৃষ্টির দিনে আচার দিয়ে ভুনা গরুর মাংসের সাথে খিচুড়ী হলে কিন্তু বিষয় টা মন্দ হয় না। সময় সুযোগ হলে ঢাকার কিছু খিচুড়ী দোকানে খেয়ে দেখতে পারেন যেমন মতিঝিলের ঘরোয়া রেস্তরা এবং হীরাঝীলের নাম শুনেন নি এরকম লোক পাওয়া কঠিন যদি সময় পান অবশ্যই তাদের ভূনা খিচুড়ী খেয়ে দেখবেন ,যারা ধানমন্ডিতে আছেন তাদের জন্য সোবাহান বাগ মসজিদের পাশে রয়েছে তেহারি ঘর নাম তেহারি ঘর হলেও খিচুড়ী কিন্তু তারা খুব ভালো বানান এছারাও রয়েছে ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী যারা একটু কম বাজেটে খেতে চান তাদের জন্য রয়েছে মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পাশের মামার খিচুড়ী এছাড়াও রয়েছে নীলক্ষেতের বটতলার দোকান যেখানে তেহারি ছারাও পাবেন খিচুড়ী।আরো রয়েছে কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ী যদি পুরান ঢাকার দিকে যান তে হলে যেতে পারেন বংশালে সেখানে পাবেন শমসের আলীর ভূনা খিচুড়ী আর চানখারপুলে গেলে আফতাব হোটেলের উটের মাংসের খিচুড়ী খেয়ে দেখতে পারেন মন্দ নয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

আল ইমরান বলেছেন: আমি যে সাতার জানি না...... ওরে আমার কি হবে....... =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

শিশির খান ১৪ বলেছেন: ভাই আমিও সাতার পারি না সমস্যা নাই ২ জন এক লগে ডুইবা মোরুম

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

আল ইমরান বলেছেন: বালা খইছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.