![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রিটিশ ভারতে ডেন্টাল কলেজ ছিল সবে ধন নীলমণি একটি - " De'MnteMorency College of Dentistry; Lahore, Punjab এ। অতি প্রাচীন প্রতিষ্ঠালন। তবে বিডিএস না - এলডিএসসি (Licentiate in Dental Science) . সাটি'ফিকেট দেওয়া হতো। ডেন্টালেই শুধু না, মেডিকেলেও এমবিবিএস হয়নি - এলএমএফ (Licentiate in Medical Faculty). ম্যাট্রিক (এসএসসি) পাশের পর ৩ বছরের কোস'। অবশ্য পরবতী'তে ভারতের কয়েক যায়গায় অনুরূপ প্রতিষ্ঠাণ চালু হয় - যেমন কোলকাতায় ক্যাম্বেল মেডিক্যাল স্কুল।
যাহোক, এ সব সেকালের কথা। একালে এলএমএফ কে উন্নীত করে এমবি (পরে এমবিবিএস) ও এলডিএসসিকে কে বিডিএস 'ডিগ্রী' ধায্য' করা হয়। ভতি' যোগ্যতা আইএসসি (এইচএসসি)। মেয়াদ কাল ৫ ও ৪ বছর। ঢাকা মেডিক্যাল স্কুলকে আপগ্রেডেড করে কলেজ এবং এমবিবিএস চালু হয় ব্রিটিশ শাসনের শেষের দিকে - ১৯৪৬ সালে।
অনেকে জানতে চেয়েছেন "ঘণিভূত বিডিএস" কি। Condensed BDS. এটা এমবিবিএস পাশ ব্যক্তিদের জন্য বিডিএস পড়ার বিশেষ সুযোগ, মাত্র ২ বছর মেয়াদী। পাকিস্তানে এ সুযোগ ছিল এক মাত্র লাহোরে। তাই পূব' পাকিস্তান থেকে ওখানে ঘণীভূত বিডিএস পড়তে যেত; তদ্রুপ পূণ' মেয়াদী বিডিএস কোসে'ও। তবে বত'মানে কন্ডেন্সড বিডিএস-এর সুযোগ আর নাই। বরং ৪ বছর মেয়াদী বিডিএস কোস' আগামী সেশান খেকে ৫ বছর হতে যাচ্ছে । [চলমান]
©somewhere in net ltd.