| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাব্দিক হিমু
অদ্ভুত সত্যের মুখোমুখি!
তুই আমার টাপুর টুপুর মধ্য দুপুর,
পাগল করা রাত।
তুই আমার সুর বেহালা, পুষ্প মালা,
লাকি নম্বর সাত!
তুই আমার বৃষ্টি বাদল, সুখের আদল,
শান্তি পুরের ঝি।
তুই আমার শিতের পিঠা, ঝাঝে মিঠা,
গরম ভাতে ঘি।
তুই আমার সর্ষে ফুলের জৈষ্ট মধু,
আকাশ জোড়া নীল,
তুই আমার চিলে কোঠার বৃষ্টি বিলাস,
জোড়া দিঘির বিল।
তুই আমার সূর্য ছাড়া আলোর ধারা,
সুর ভুবনের নীড়,
তুই আমার পদ্ম বকুল, শিউলি মালা
সুখ সাগরের তীর!
২|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। শেষটুকু বাদে।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ![]()
৩|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। শেষটুকু বাদে।
৪|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। শেষটুকু বাদে।
৫|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১
অপ্সরা বলেছেন: হা হা মজার লেগেছে ভাইয়া! ![]()
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ রে ![]()
৬|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
প্রামানিক বলেছেন: অসম্ভব ভালো লাগল। ধন্যবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেণীত হলুম। শুভেচ্ছা জানবেন।
৭|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা বেশী ভাল লেগেছে, যদিও লাকি নম্বর সাত কথাগুলোকে স্বাভাবিক ছন্দের চেয়ে বরং আরোপিত বলে মনে হয়েছে।
টাইপোঃ বীল<বিল, সুর্য্য<সূর্য, ভূবনের<ভুবনের
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
শাব্দিক হিমু বলেছেন: লাকি নম্বর সাত দিয়ে আমি নিছক সৌভাগ্যের প্রতিক বুঝাতে চেয়েছি।
টাইপোগুলো ঠিক করে নিচ্ছি
ধন্যবাদ।
৮|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
অনুভূতির স্পর্শ্ব বলেছেন: সুন্দর বেশ সুন্দর
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেণীত হলুম। শুভেচ্ছা জানবেন।
৯|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
মানবী বলেছেন: সুন্দর মুচমুচে "তুই কাব্য" ভালো লেগেছে পড়ে :-)
ধন্যবাদ শাব্দিক হিমু।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
শাব্দিক হিমু বলেছেন: এই আঁকিবুকি আর কি। ছন্দের ধারাপাত।
ধন্যবাদ মানবী।
১০|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: আমি নিছক সৌভাগ্যের প্রতিক বুঝাতে চেয়েছি -- সেটা ঠিকই বুঝেছিলাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
শাব্দিক হিমু বলেছেন: সেটা বুঝাতে লাকি নম্বর সাত ছাড়া অন্য কিছু মাথায় আসেনি ![]()
১১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
নাজনিন সন্ধি বলেছেন: মজার
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
শাব্দিক হিমু বলেছেন: ভালো লাগলো যেনে ভালো লাগলো। ![]()
১২|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
শরতের ছবি বলেছেন: ভাল লেগেছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
শাব্দিক হিমু বলেছেন: ভালো লাগাতে পেরে ভালো লাগলো ![]()
১৩|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
কানিজ রিনা বলেছেন: মেয়েটা কি আপনারি? মনে হচ্ছে ঝড় বয়
মেঘনায়।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
শাব্দিক হিমু বলেছেন: নিঃসন্দেহে ছবির মেয়েটা আমার কেউ নয়। পিন্টারেস্ট থেকে ছবিখানা ধার করা। ![]()
১৪|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ! সাবলীল, ভালোলাগা অ-নে-ক
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ! অনুপ্রাণীত হলুম। শুভেচ্ছা জানবেন।
১৫|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: 
১৬|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন। ![]()
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ রঙ্গমেলা ![]()
১৭|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
অবনি মণি বলেছেন: তুই আমার সূর্য ছাড়া আলোর ধারা,
সুর ভুবনের নীড়,
তুই আমার পদ্ম বকুল, শিউলি মালা
সুখ সাগরের তীর!
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। শেষটুকু বাদে।