| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাব্দিক হিমু
অদ্ভুত সত্যের মুখোমুখি!
আমি চোখের জলে তোমাকে মুছে ফেলবো,
দির্ঘশ্বাসের দেয়ালে দেয়ালে বসাবো নতুন স্বপ্ন,
অভিমানগুলোতে লাগাবো কালো রঙ,
না পাওয়াগুলোকে ফাঁসিতে ঝুলাবো বর্তমানের আদালতে!
বিশ্বাস করো আমি ভালো থাকবো, থাকতে চাই।
স্মৃতিগুলোকে মাটি চাপা দেব অমাবস্যা পূর্ণিমায়,
আবেগগুলোকে বানাবো মুড়িয়ে যাওয়া ঝাটার কাঠি,
তুমি হবে ঘুমন্ত স্বপ্নের মত আমার কোন অতিত,
ভালোবাসারা দল বেঁধে উড়াল দেবে শুন্যতায়,
বিশ্বাস করো আমি ভালো থাকবো, থাকতে চাই।
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৪
শাব্দিক হিমু বলেছেন: ভালো থাকতে চাই।
ধন্যবাদ জানবেন।
২|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৩
মার্কো পোলো বলেছেন:
৩|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৫
মার্কো পোলো বলেছেন:
চমৎকার।
ভাল লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৫
শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসারা দল বেঁধে উড়াল দিক শুন্যতায়।
ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।
৪|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩১
সুর বেসুর বলেছেন: দারুন
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২১
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৩
দুপুরের সন্ধে বলেছেন: অভিমান ভরা ![]()
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
শাব্দিক হিমু বলেছেন: ![]()
৬|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২২
বিন্দু বিসর্গ বলেছেন: তুমি হবে ঘুমন্ত স্বপ্নের মত আমার কোন অতিত,
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
শাব্দিক হিমু বলেছেন: কষ্টদের চিরায়ত চাওয়া
৭|
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: তবে আমার মনে হয় অভিমানগুলোতে গোলাপী রঙ লাগালে ভালো হতো ![]()
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
শাব্দিক হিমু বলেছেন: ![]()
৮|
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
কবীর বলেছেন: ![]()
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২০
শাব্দিক হিমু বলেছেন: ![]()
৯|
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কতটা ভালোবাসলে চোখের জল ঝরে কেও যদি বুঝতো তবে কেও কাওকে কাঁদাতোনা।
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২০
শাব্দিক হিমু বলেছেন: কাঁদা আর কাঁদানো এদুটোর বাহিরের জগতটা যেন কমে যাচ্ছে আমাদের চারপাশে, ভেতর-বাহিরে।
১০|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
শরতের ছবি বলেছেন:
ভাল হয়েছে ।
১১|
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: The Man That Can't Be Moved
আপনার কবিতার সম্পূর্ন বিপরীত গানটা। শুনে দেখতে পারেন।
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
শাব্দিক হিমু বলেছেন: গানটা শুনলাম ও দেখলাম। কথাগুলো বেশ ছুঁয়ে যায়। ভেতর থেকে। মিউজিকটা অসাধারন।
১২|
২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
একজন সৈকত বলেছেন: "অভিমানগুলোতে লাগাবো কালো রঙ,
না পাওয়াগুলোকে ফাঁসিতে ঝুলাবো বর্তমানের আদালতে!
বিশ্বাস করো আমি ভালো থাকবো, থাকতে চাই। " - অনেক ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্যে।
শুভেচ্ছা জানবেন। দেখা হবে বারবার।
১৩|
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৫
মনিরা সুলতানা বলেছেন: শেষ ইচ্ছা শক্তিটুকু দিয়ে হলে ও ভালো থাকা চাই ![]()
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২০
শাব্দিক হিমু বলেছেন: ভালও থাকার বিকল্প যে নেই
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো হয়েছে।