| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাব্দিক হিমু
অদ্ভুত সত্যের মুখোমুখি!
তুই আমার ঘোড়ার গাড়ি, বধুর আড়ি
সাপলুডুতে মই
তুই আমার জৈষ্টে দুপুর, মিঠা পুকুর
ঘরে পাতা দই।
তুই আমার সন্ধেতে ভোর, স্বপ্ন বেঘোর
তালপাতাতে সুখ,
তুই আমার জুয়ার পাশা, কেঁদেও হাসা
রঙতুলিতে মুখ।
১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। তুই কাব্যের কথা স্মরনে আছে জেনে অনুপ্রানীত হলুম। ![]()
২|
১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫৬
দুপুরের সন্ধে বলেছেন: খুব মজারতো ![]()
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০৮
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ![]()
৩|
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: সুন্দর ![]()
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:১০
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, কুঁড়ে মশাই।
আপনার নামখানা কিন্তু আমার বেশ পছন্দ ![]()
৪|
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। পড়েই লগ ইন করলাম
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, কবি। আপনিও ভালো লেখেন। প্রফাইল ঘুরে আসলুম মাত্র। সময় করে লেখাগুলো পড়বো। অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা। ![]()
৫|
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫
কুঁড়ের_বাদশা বলেছেন: তাহলে আপনিও কৃতজ্ঞতা জানবেন ।।
এখন দেখি কুঁড়ে মশাইদের জন্য কিছু করতে পারি কিনা। ![]()
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮
শাব্দিক হিমু বলেছেন: করুন করুন। কুঁড়ের তালিকায় যাবার মত আমি একবারে বেমানান নই, দিব্যি এটে যাবো। ![]()
৬|
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এত সুন্দর একটা লেখা এত ছোট কেনো???অনেকদিন পর একটা কবিতা বুঝতে পারলাম। ![]()
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫০
শাব্দিক হিমু বলেছেন: এটা তুই কাব্যের ৮ নং পর্ব, পর্বগুলো ছোট বড় আছে।। শত পর্বের করার ইচ্ছে।
ভয়েজ ভাই, থুক্কু, দ্যা ফেজ ভাই, ভাবিরে সালাম জানাইয়েন, আর কাব্য খানা ভাবিকে আমার পক্ষ থেকে উপহার দিয়েন। ![]()
৭|
১৬ ই জুন, ২০১৭ রাত ১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: অবশ্যই, কোন সমস্যা নেই তালিকা করবো ।।
আর এ ব্লগে আপনি ‘‘শাব্দিক হিমু ও ভ্রমরের ডানা’’ আপনার এ দুজনের খুব
ভালো কবিতা লেখেন এবং আমি দুজনের কবিতার ভীষণ ভক্ত কিন্তু দুই জনে মাঝে, মাঝে নিরুদ্দেশ হন ।। আশা করি , এখন থেকে বেশি বেশি কবিতা ব্লগে দিবেন ।
ভাল থাকুন ।
১৬ ই জুন, ২০১৭ রাত ১:০৪
শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, নিরুদ্দেশ হবার অভ্যেস আমার আছে। সময়ের চাকায় পিষ্ট জীবন, ঘড়িতে তাকাবার সময় কই।
ভ্রমরের ডানাতো অনেক ভালো লেখেন। আমি ওনার লেখে পড়েছি। ওনার সম্ভাবত একটা কবিতা সিরিজ আছে 'জলকাব্য' নামে। বেশ মিষ্টি।
আসবো ব্লগে, আসিতো। তবে লেখা কম হয়। ঐ ফেসবুকের দেয়ালে পড়ে থাকে লেখা। এখানে তুলে দেয়া হয়না। ![]()
৮|
১৬ ই জুন, ২০১৭ রাত ২:২৩
উম্মে সায়মা বলেছেন: বাহ হিমু খুব সুন্দর লিখেছো। মিষ্টি ভালোবাসা ![]()
১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯
শাব্দিক হিমু বলেছেন: কবি সায়মা, দেখো দেখো তোমার নামের বানানটা একদম ঠিক ঠাক লিখেছি
অনুপ্রেরনার জন্যে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আছো এখনো দু--বাংলার সেই গ্রুপে?
৯|
১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৪০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কাব্য, ভালো লাগলো ++
১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২
শাব্দিক হিমু বলেছেন: আরেহ আলোর ঝলকানি, এক্কেবারে ধ্রুবক আলো! কৃতজ্ঞতা জানবেন কবি। সঙ্গে ভালোবাসা। ![]()
১০|
১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ !! চমৎকার আটপৌরে তুই ।
মুগ্ধতা ।
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫০
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি, সাথে দুমুঠো ভালোবাসা রইলো। সময় করে তুলে নেবেন। বড্ড রঙ চটা ভালোবাসা।
১১|
১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নতুন নকিব বলেছেন:
ভালোই তো!
১২|
১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দ ভালো লাগছে
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫১
শাব্দিক হিমু বলেছেন: মাঝে মধ্যে ছন্দে বাঁধি কাব্য। সেই মাঝে মাঝের একটা সৃষ্টি। অনুপ্রেরনার জন্যে কৃতজ্ঞতা ।
১৩|
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৫
শূন্য-০ বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। ++++
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩
শাব্দিক হিমু বলেছেন: শূন্যতেই যত পুর্ণতা।
অনুপ্রেরনার জন্যে ভালোবাসা জানবেন। ভিষন কৃতজ্ঞতা ও শুভকামনা থাকলো।
১৪|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১১
উম্মে সায়মা বলেছেন: বাহ বাহ শেষ পর্যন্ত আমার নামের বানান শিখতে পেরেছো! ওয়েল ডান ![]()
আছো এখনো দু--বাংলার সেই গ্রুপে?
মনে তো হয় আছি
সেই নাম্বারটা এখন আর ব্যবহার করিনা। তুমি নেই নাকি?
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯
শাব্দিক হিমু বলেছেন: আমারও একই অবস্থা, ঐ নম্বরটা মাঝে মধ্যে খুলি, তখন উঁকি মারি। তোমার নামের বানান শিখতে পারাই আমাকে খাওয়ানো উচিত তোমার। ![]()
১৫|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১২
সুমন কর বলেছেন: আরো একটু হলে মন্দ হতো না....
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫
শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, তা হতো না। ৯ নং এ পুষিয়ে দেব। ধন্যবাদ।
১৬|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১৩
পারভেজ রশীদ বলেছেন: তুই আমার সন্ধেতে ভোর, স্বপ্ন বেঘোর
তালপাতাতে সুখ,
তুই আমার জুয়ার পাশা, কেঁদেও হাসা
রঙতুলিতে মুখ।
২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৮
শাব্দিক হিমু বলেছেন: আমারও পছন্দের অংশ। ভালোবাসা জানবেন।
১৭|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুনতো ![]()
+++
২৪ শে জুন, ২০১৭ রাত ১:২১
শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরনার জন্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা। ![]()
১৮|
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:০৩
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট মিষ্টি কবিতা।
২৪ শে জুন, ২০১৭ রাত ১:২২
শাব্দিক হিমু বলেছেন: ডায়াবেটিস প্রুফ ![]()
১৯|
২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৪
উম্মে সায়মা বলেছেন: কি খেতে চাও বল?
ছোট মানুষ নাও আইসক্রিম খাও

২৪ শে জুন, ২০১৭ রাত ১:২০
শাব্দিক হিমু বলেছেন: আরেহ আরেহ, এ কি কথা, আইসক্রিম খাবোনা।
আমি বড় হয়ে গেছি। আর ভার্চুয়াল না, এক্কেবারে স্বশরীরে, স্বচোখে ও স্বজিহ্বায় খেতে চাই। ![]()
২০|
২৪ শে জুন, ২০১৭ রাত ২:২০
উম্মে সায়মা বলেছেন: চোখে আর শরীরে কিভাবে খায়?
সত্যিকারে খেতে চাইলে এক কাজ কর। এখানে এসে ঘুরে যাও। ঘোরাও হল, খাওয়াও হল ![]()
২১|
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: তুই কাব্য আমার সবসময়েই পছন্দ!

অনেক ভালো লাগা ভাইয়া!