| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাব্দিক হিমু
অদ্ভুত সত্যের মুখোমুখি!
পেশায় ফটোগ্রাফার নই আমি। পাগলামি থেকে ফটোগ্রাফি স্কুলে ভর্তি হয়ে হাতে ক্যামেরা তুলে নেয়া। আমার কাছে ছবি তোলাটাও একধরনের কবিতার লেখার মত মনে হয়। তাই ভাবলুম কয়েকখান ছবি একটু শেয়ার করা যাক।
প্রশান্তি!
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা।
২|
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,
অনবদ্য । কবিতার মতোই ।
একটা দুইটা লাইনে কিছু বলে যাওয়াটা "ফরজ" ছিলো । কারন এরকম ধ্রপদী ছবির একটা ক্যাপশান থাকা উচিত ।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩
শাব্দিক হিমু বলেছেন: হ্যা, তা ছিল। ক্যাপশনগুলো আসলে ইংরেজিতে ছিল। তাই এখানে দেয়া হয়নি। পরবর্তিতে মাথায় থাকবে বিষয়টা।
৩|
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন সব ছবি। শুভ কামনা। ![]()
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। অনুপ্রানীত হলুম।
৪|
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ছবি ভালোই তুলেছেন।
আজ ১২ বছর ধরে ফোটোগ্রাফী করছি। কিন্তু ভালো ছবি তেমন উঠাতে পারিনি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২
শাব্দিক হিমু বলেছেন: সেতো অনেকগুলো বছর। এতদিনে অনেক ভালো ছবি কালেকশনে থাকার কথা। কোন লিংক থাকলে একটু দেবেন, দেখার ইচ্ছে থাকলো।
শুভ কামনা ও ভালোবাসা জানবেন।
৫|
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
অনন্য! প্রতিটি ছবি খুব ভাল লেগেছে!
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অনুপ্রেরনা নিলাম।
৬|
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল ফপোগ্রাফি
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা চৌধুরী সাহেব। ![]()
৭|
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ক্যাপসন মিস করেছি।
তবে ছবিগুলো অসাধারণ সুন্দর। ![]()
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬
শাব্দিক হিমু বলেছেন: ক্যাপসন নিজের মত করে মনের মধ্যে বসিয়ে নিন। দর্শকের ভাবনার জায়গাটাকে সিমাবদ্ধ না করে ইনফিনিটি করে রাখলাম। ![]()
৮|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬
ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো অসাধারণ লাগলো +++
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৭
শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা। অনুপ্রেরনার জন্য অসংখ্য ধন্যবাদ।
৯|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮
শরীফুর রায়হান বলেছেন: সাধারণ দৃশ্যগুলোই অসাধারণভাবে দেখলাম আপনার ফটোগ্রাফিতে,,, ধন্যবাদ
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯
শাব্দিক হিমু বলেছেন: আপনাদের মত চোখগুলোর জন্যই ফটোগ্রাফাররা স্বার্থকতা খুঁজে পায় হয়তো।
ভিষন ভালোবাসা জানবেন।
১০|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮
সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ ফটোগ্রাফির হাত আপনার! চমৎকার!
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৬
শাব্দিক হিমু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
১১|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪
সুমন কর বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে। প্লাস।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭
শাব্দিক হিমু বলেছেন: ভিষন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিগুলো যেন কথা বলছে।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৪
শাব্দিক হিমু বলেছেন: চেষ্টা করেছি, যতটা আমার পক্ষে সম্ভব। আশির্বাদ প্রার্থী।
১৩|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৭
উম্মে সায়মা বলেছেন: ওয়াও হিমু! অসাধারণ! তোমার ছবি তোলার হাত তো চমৎকার!
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৩
শাব্দিক হিমু বলেছেন: অবশেষে তুমি এলে? সেই সাত সকাল থেকে তোমাকে মিস করছিলাম
কৃতজ্ঞতা সায়মা। আসলে খুব একটা ছবি আজকাল আর তুলিনা। গত মাস তিনেকের মধ্যে তোলা ছবি এগুলো। তোমরা এভাবে অনুপ্রেরনা দিলেতো আবার ছবি তোলা শুরু করতে হবে। ![]()
১৪|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০
পোটলা ভরা জল বলেছেন: ছবি গুলো সুন্দর
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৫
শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
১৫|
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১
উম্মে সায়মা বলেছেন: তোমাকে মিস করছিলাম
হাহাহা তাই নাকি?
হুম শুরু করে দাও আবার। খুব ভালো তোল। আর এডিটিংও বেশ ভালো হয়। শুভ কামনা।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৭
শাব্দিক হিমু বলেছেন: আরে হ্যায়, ভাবছিলুম কৈ গেলো মেয়েটা।
ফটোগ্রাফির উপর পড়ালেখা, তাই টুকটাক শিখেছি।
১৬|
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৮
উম্মে সায়মা বলেছেন: টুকটাক না।ভালোই শিখেছ। আর বিনয় দেখাতে হবেনা
ভালো থেকো।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৮
শাব্দিক হিমু বলেছেন:
তুমিও ভালো থেকো। এক্কেবারে আলুর তারকারির মত। ![]()
১৭|
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৪
এস এম জহিরুল ইসলাম স্যার বলেছেন: জয়! শাব্দিক হিমুর ফটোগ্রাফির জয়!!
১৮|
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮
মোস্তফা সোহেল বলেছেন: প্রতিটি ছবি থেকে একেকটি কবিতা লিখে ফেলুন। সত্যি খুব সুন্দর ছবি গুলি।
১৯|
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩০
একটি পেন্সিল বলেছেন: ছবিগুলো অসাধারন লেগেছে। দারুন ।