নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

সকল পোস্টঃ

অগোছালো-২

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

গভীর রাতে হলে ফিরি,
মাছের শরীরের ওম নিয়ে শুয়ে আছে শীত আমার বিছানায়।
আমি তাকে শুয়ে থাকতে দিই।
টেবিলের সাদা আলো জ্বালাই।
জ্বলে কেমন নিঃশব্দে।
টেনে নিই কাগজ, ম্যাটাডোর হাইস্কুল কলম।
মাথার ভেতরে...

মন্তব্য২ টি রেটিং+০

অগোছালো-১

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

মুঠো মুঠো সময় পুড়াই
বিষাদ আগুনে,
মন খারাপের বৃষ্টি আসে
বিস্বাদ ভুবনে।

ভর দুপুরে সন্ধ্যা লাগে
সন্ধ্যা নামে মনে,
কোথাও তবু রোদ রয়েছে
লুকিয়ে গোপনে।

তবু ভাবি, ভাবতে যে হয়
আকাশ হবে নীল,
রোদ চড়াবে আকাশ জুড়ে
ভুবন জয়ী...

মন্তব্য৩ টি রেটিং+২

নীল দুপুর

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

দুপুর ভর্তি রোদ । পৌষ আসি আসি করছে। পিঠ চিড়বিড় করা এই রোদের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে বেশিক্ষণ থাকা যায় না, আবার না থেকেও পারা যায় না। উভয় সংকট...

মন্তব্য৪ টি রেটিং+২

হাপিত্যেশ

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কাছের মানুষ
কাঁচের মানুষ
যাচ্ছে কেবল দূর দূরে,

বুকের মানুষ
সুখের মানুষ
জানেওনা কার বুক পুড়ে...

এই যে কেবল
বেঁচে থাকা
এই যে কেবল দিনগোনা,

এই যে কেমন
চোখের পাতায়
স্বপ্ন নামের ঋণ বোনা .....

মানুষ গুলো
ভালো থাকুক
মানুষগুলো মানুষ...

মন্তব্য৪ টি রেটিং+১

শুভ সকাল

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১

ঘুলঘুলিতে চড়ুই ডাকে,
আমার ভাঙে ঘুম..
বিছানা ছাড়ার মানেই হয়না
চাইনা ছাড়তে উম।

তবু জানি উঠতেই হবে
সময় বড় কম,
দিনে দিনে কমছেই কেবল
প্রাণ ঘড়িটার দম...

যত পারো যাও খেটে যাও
আঁকো একটা দাগ...
পৃথিবীটা তোমার না হোক
থাকবে একটু...

মন্তব্য২ টি রেটিং+০

আহা শৈশব

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কতদিন পর টিনের চালে বৃষ্টির শব্দ শুনছি। ঘর অন্ধকার করে শুয়ে থাকতে ইচ্ছে করছে। সেই ছেলেবেলার মতন। যখন সন্ধ্যা হলেই ঘরে ঢুকতে হতো বাধ্য ছেলের...

মন্তব্য৫ টি রেটিং+১

ভবিষ্যতের গান

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

রাত বাড়ে
ভাত বাড়েনা কেউ...
জানালা দিয়ে
ঘরে ঢুকে পথের ঘেউ ঘেউ...

রাত বাড়ে
হাত বাড়ে না কারো,
কেমন যেন
যাচ্ছে দূরে গভীর অন্ধকারও...

রাত বাড়ে
রাগ ঝাড়েনা কেউ,
মখমলি মেঘ গলে গলে
আসেনা অশ্রু ঢেউ...

রাত বাড়ে
ঘুম বাড়েনা...

মন্তব্য৩ টি রেটিং+০

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

সমাবর্তনের পোশাক জমা দিইনি বাড়ি গিয়ে ছবি তুলব বলে৷ ব্যাগ গোছানোও শেষ। রাতের ট্রেনে চড়ার ইচ্ছে ছিল। শরীর আমায় যেতে দিচ্ছে না।

সমাবর্তনের শেষটা সুন্দর হলো না।

মন্তব্য২ টি রেটিং+০

চিঠি দিও

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

চিঠি দিও হলুদ খামে
ভালবাসা ভরে,
চিঠি দিও প্রতিদিনই
ঘুম ভাঙানো ভোরে....

চিঠি দিও আমার কাছে
তোমার চাওয়া যত,
চিঠি দিও জানতে চেয়ে
কেমন আছে "ক্ষত"...

চিঠি দিও সাদা পাতায়
কালো অক্ষরে,
চিঠি দিও বিরক্তিতে,
কিংবা সখ করে...

চিঠি দিও এঁকে দিও
একটা...

মন্তব্য২ টি রেটিং+০

ইচ্ছে কিচ্ছে ০০১

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

ইচ্ছেগুলো ইচ্ছেমতো হয়না পূরণ কারো,
বিকেলগুলো বিক্রি করে ইচ্ছে কিনি আরো।
রোদ মরে যায়, সন্ধ্যে নামে, ইচ্ছে মরে না,
মেঘ জমে যায়, ক্লান্তি নামে, ইচ্ছে সরে না।

এক দুপুরে হারিয়ে যাব, রোদ...

মন্তব্য৮ টি রেটিং+২

এই আমিটা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

এই আমিটা অন্য আমি,
এই আমিটা আমি না...
এই আমিটা বিকোচ্ছে খুব
এই আমিটা দামি না।

এই আমিটা পথ চেনেনা,
এই আমিটা চোখ কানা,
এই আমিটা সুযোগ পেলেও
\'কানা\'ই তোলে \'ছক্কা\' না।

এই আমিটা কেমন যেন
ছন্নছাড়া, পাড় মাতাল,
এই...

মন্তব্য১৪ টি রেটিং+১

সন্ধ্যার বেদনারা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

নিজের মুখোশ নিজের কাছেই
অচীন অচীন লাগে,
নাক চেপে রই, তবু বাঁচি
বিষণ্ণ বৈরাগে...

কার চেহারায় কাকে দেখি
কাকে করি খোঁজ,
হাতটা ধরার ইচ্ছেটা ক্যান
যাচ্ছে মরে রোজ।

সন্ধ্যেগুলো ভাবায় এখন,
সন্ধ্যেগুলো বিষণ্ণ,
কার গ্লাসে দিচ্ছি চুমুক
চুমু মাখা বিষ অন্ন।

আমার...

মন্তব্য৬ টি রেটিং+০

অসমাপ্ত লেখা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

পরনে লাল সালু। মাথায় বাঁধা আরেক টুকরো লাল কাপড়। কাঁধে ঝোলা। এক হাতে ত্রিশূল অন্য হাতে মন্দিরা। কালো কালো আঙুলগুলোতে নানারঙের পাথর বসানো ভারি ভারি ধাতুর আংটি। পাড়ায়...

মন্তব্য১০ টি রেটিং+১

কাকবেদনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ডানপায়ের বুড়ো আঙুলটা ব্যথা করছে। পা ফেলতে পারছিনা। ঘুম ভাঙার পর থেকেই ব্যথা। বুঝতে পারছিনা কেন! খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। টিএসসির দিকে যাব। আজ একটা পরিক্ষা ছিল। লাস্ট সেমিস্টার এর মিডটার্ম।...

মন্তব্য১০ টি রেটিং+২

শেষের আগে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

পানসে কিছু বিকেল আছে। কোন কিছুই ভাল লাগে না এইসব বিকেলে। কেমন একটা মন খারাপ করা বিষণ্ণ আলো ছড়িয়ে থাকে চারপাশে। প্রকৃতিও যেন কেমন একটা ক্লান্ত - শ্রান্ত রূপ নেয়।...

মন্তব্য৩ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.