নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশ্যে গোপন

মমিন মুকুট

আমার বলার কিছু নেই।

মমিন মুকুট › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একতরফা হামলার বিরুদ্ধে পুতিনের হুঁশিয়ারি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

মস্কো: সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের একতরফা হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



তিনি বলেছেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো সামরিক হামলা ‘আগ্রাসন’ বলে বিবেচিত হবে।



এর আগে দামেস্কে রাসায়নিক হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার–আল আসাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।



গত মাসের শেষ দিকে ওই হামলায় ১ হাজার ৪২৯ জন নিহত হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।



যুক্তরাষ্ট্রের সিনেটে সিরিয়ায় হামলার একটি প্রস্তাব অনুমোদন করা হবে বলে ধারণা করা হচ্ছে।



জি-২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এসোসিয়েটেড প্রেস ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে পুতিন ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট আসাদ দামেস্কে রাসায়নিক হামলার জন্য দায়ী প্রমাণিত হলে তিনি হামলার বিরোধিতা করবেন না।



এটাকে পুতিনের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলেই ধারণা করা হচ্ছে।



তবে আসাদ হামলা চালিয়েছে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে বলে জানান পুতিন।



জাতিসংঘের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালানে রাশিয়া কী ব্যবস্থা নেবে সে সম্পর্কে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে পুতিন বলেন, এ সম্পর্কে কথা বলার সময় এখনও আসেনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.