নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমেনপাল।

এককথায় আমি হলাম রূপান্তরিত আমি যে বদলে যায়, বদলাতে ভালবাসে,যে অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে, যে হেঁটে চলছে বিবর্তনের পথে পথে । বিবর্তনের চেয়ে ক্রমবিকাশ শব্দটাই ভাল লাগে। বিবর্তন চক্রাকার আর ক্রমবিকাশ অগ্রসরমান। আমি তাদের দলে নই যারা এই পরিবর্তনকে অস্বীকার করে! যারা পরম সত্যের অলীক ভাবনায় বিভোর! যারা বন্দী ফেলে আসা অতীতের কোন ধংসস্তুপে, কোন গুণে ধরা পুঁথিতে কিংবা কোন জীর্ণ সংস্কারে।আমি নোংরামি ঘৃণা করি, উগ্র চলন বলন মনন সব কিছুই ঘৃণা করি। তাই উগ্রদের থেকে থেকে দূরে থাকাই নিরাপদ মনে হয়। ছোটবেলায় স্বপ্ন দেখতাম নভোচারী হব।যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় এর চেয়ে রহস্যময় আর কিছুই নেই। রহস্যগুলো ছিন্ন করব। আর এখন স্বপ্ন দেখি সফল প্রেমের কবি হব, সারাবিশ্বে ছড়িয়ে দিব সেই প্রেমের বাণী,রূপরস। কবিতা লেখার মত আবৃত্তি করে শুনাতেও ভাল লাগে,তবে গান গেয়ে শুনাতে ভয় হয়:-/বৃষ্টিতে ভিজতে আর রাতে তারা গুণতে সবচেয়ে ভাল লাগে। অপরাজিতা এনে দাও।একটি অপরাজিতা এনে দাওশুধুই নীল।এই ভোগবাদী সমাজেরনানা অনুসর্গের মাঝেনোংরা রাজনীতিরজাঁতাকলে,উচ্চ শব্দের উদ্দামতায়হারিয়ে যাওয়া সেইআদিকালের একটি অপরাজিতা।শুধুই নীল।।চারপাশের হাজারো স্কাইস্ক্রেপার আর ইটের স্তুপে পিষ্টসেই.অপরাজিতাকে খুঁজে এনে দাওনগরীরজানা অজানা, প্রাচীন নবীনগলি থেকে।ছলনাময়ীর ফরমালিনমেশানো হিশেবিভালবাসার পাপী বনথেকে এনে দাওআমার ষোড়শী আবেগের সেইঅপরাজিতা।শুধুই নীল।একটি জমিনযেখানে এখনো মরুভূমির চাষকরে নি কোনো যন্ত্রমানব,একটি অরণ্যযেখানে এখনো সরলরৈখিকচেতনায় বিভোর মানবসেইখান থেকেই এনে দাওএকটি অপরাজিতা।শুধুই নীল!

সৌমেনপাল। › বিস্তারিত পোস্টঃ

পত্র দিও

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৭

ছোটবেলায় আমার আকাশ ছিল...আর আজকে আমার কিছুই নেই....নেই আকাশ, নেই মাট নেই ভুবন নেই ছোটবেলার বন্ধ! কোথায় যেন হারিয়ে গেল? কোথায় যেন মিলিয়ে গেল???
আমি বারবার তাদের খুঁজে বেড়াই! হাই ভগবান পাই না কেন? দূরসন্ধ্যার মতো পরবাসী হয়ে গেল সবই.....মনের আড়ালে আদৌ যায় নি কেউ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.