নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের দর্পণ

সোহাগ তানভীর সাকিব

বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষুদ্র প্রয়াস।

সোহাগ তানভীর সাকিব › বিস্তারিত পোস্টঃ

কবিতা: সুস্মিতা আমার সুস্মিতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪


সুস্মিতা আমার সুস্মিতা
-সোহাগ তানভীর সাকিব

সুস্মিতা,
তোমার হাসি যেন ধান ক্ষেতে বাতাসের ঢেউ।
শত বছর সাধনায়ও এমন হাসি পারবে না কেউ।
সুস্মিতা,
রেশমের মত ঠোঁট তোমার
যেন ভোরের টাটকা গোলাপ।
কণ্ঠে তোমার মধুর ধ্বনি
লাগেনা কখনও খারাপ।
সুস্মিতা,
তোমার চোখ যেন সোনার থালায় মুক্তার দলা
শতবার দেখার পরেও মেটেনা মনের জ্বালা।
সুস্মিতা,
দীঘল কালো কেশ তোমার
যেন মেঘের ফালি।
মৃদু হাওয়ায় দোলে যখন
পরীরা পায় চুনকালি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: একাদশ লাইনে "জ্বালা" কথাটা বোধহয় ঠিক হলোনা। মুক্তার "দলা" (এ শব্দটাও ঠিক হয়নি) দেখে তো কেউ মনের জ্বালা মেটায় না, মেটায় মনের আশা বা সাধ। তাই একাদশ এবং দ্বাদশ লাইন দুটোকে এভাবে লেখা যায় কিনা ভেবে দেখতে পারেনঃ
"তোমার চোখ যেন সোনার থালায় মুক্তার দানা,
শতবার দেখার পরেও যেন মনের সাধ মেটে না।"
কবিতার শেষের লাইনটিকেও সম্পাদনা করে নিলে ভাল হয়। পরীরা পায় চুনকালি - কথাগুলোকে খুব একটা অর্থবোধক এবং কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছেনা।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলে কবিতা লেখায় আমি খুব-ই কাঁচা। এজন্য বেশি একটা কবিতা লিখিও না।
একটা কথা কি, নিজের লেখার ভুল নিজে ধরা যায় না। আপনি আমার লেখাটি পড়ে ভুল ধরিয়ে দিয়েছেন এতে আমি খুশি এবং আপনার প্রতি কৃতজ্ঞ।
আশা করি, এমন গঠন মূলক পরামর্শ আপনার নিকট থেকে আরো পাবো।
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.