![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইছামতি
-সোহাগ তানভীর সাকিব
আমাদের গাঁয়ের পাশে ইছামতি নদী
নৌকা চলে এদিক সেদিক বর্ষা আসে যদি।
সকাল হলে গাঁয়রে বধূ কলসি নিয়ে কাঁখে
জল আনতে ছুটে যায় ইছামতরি বাঁকে।
মা-চাচীরা থালা-বাটি করে পরস্কাির
ইছামতি সবার তরে, ইছামতি সবার।
দুপুর হলে গাঁয়ের মানুষ না'য় দলে দলে
গাঁয়ের মাঠের ফসল ফলে এই নদীর জলে।
আমাদের গাঁয়ের পাশে নদী ইছামতি।
লাভ ছাড়া কভু সে করে না কারো ক্ষতি।
আষাঢ় মাসে কানায় কানায় নদী ভরা জল
ভরা নদীতে লাফিয়ে পড়ে দুষ্টু ছেলের দল।
সারা বছর এই নদীতে থাকে না পানি
চৈত্র মাসে শুকিয়ে যায় জল সবখানি।
কাদা জলে পরে তখন মাছ ধরার ধুম
মাছের নেশায় রাতে কারো আসে না চোখে ঘুম
এই নদীতে মাছ ধরে অনেকের সংসার চলে
ইছামতির ছোঁয়ায় তারা দুঃখ ব্যথা ভোলে
©somewhere in net ltd.