![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎকাল
-সোহাগ তানভীর সাকিব
আকাশে শুভ্রমেঘ বাতাসে করে খেলা
মাঠে মাঠে ধানক্ষেত সবুজের মেলা।
ঝিকিমিকি করে চাঁদ রাঁতের আকাশে
বিলের জলে শাপলা ভাসে।
রোদ কখনো, কখনো বৃষ্টি
ছবির মতো দেখা মেলে দিলে দৃষ্টি।
দক্ষিণা বাতাস বহে নড়ে গাছের পাতা
পাখিরা মহাখুশি নেই নীরবতা।
নদীর কূলে ঝিলের ধারে ফোঁটে কাঁশফুল
ভরা নদী জোয়ারে ভাসে দু'কূল।
শিশির ফোটা ভোরের ঘাসে করে ঝলমল
উড়ে উড়ে খেলা করে ফড়িংয়ের দল
গোধূলীর ঘোলা রোদে বকের সারি
সারাদিন পরে তারা ফিরে যায় বাড়ি।
সন্ধ্যার আগমনে ভূবন উতাল
সজীব বাংলাদেশ এলে শরৎকাল।
©somewhere in net ltd.