![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় বন্ধু আয়
-সোহাগ তানভীর সাকিব
আয় বন্ধু খেলতে যাই ফুল বাগানে
ফুল দিয়ে চুল বেঁধে মেতে উঠি গানে।
কি ফুল নিবে তুমি? কি ফুল নিবে?
তাড়াতাড়ি বলো আমায় কিছু না ভেবে।
একটা ফুল পেলে তুমি মুগ্ধ হবে ঘ্রাণে।
সেথা গেলে পাবে তুমি প্রজাপতির দেখা
এদিক সেদিক ঘুরছে সে উড়িয়ে রঙিন পাখা।
দু'টি পাখায় আছে তার হরেক রং মাখা।
সেই রং চুরি করে খেলবো দু'জনে।
আয় আয়, বন্ধু আয়, আর দেড়ি নয়
মোদের জন্য ফুলবাগে বন্ধু বসে রয়।
সেথা গেলে শুনবে তুমি ভ্রমর গুঞ্জরন
দেখবে আরো ফড়িংদের উড়তে সারাক্ষণ।
খুশির ঢোল বাজবে, নাচবো দু'জনে।
ভোরে গেলে শিশির তোমার ধুয়ে দিবে পা
শীতল বাতাস এসে তোমার জড়িয়ে ধরবে গা।
কত রকম ফুল ফুটবে গাইবে পাখি গান
কত মজা হবে তখন বইবে খুশির বান।
আয় বন্ধু আয়, ফুল বাগে যাই
ফুলের পরাগ মেখে চল তনু সাজাই।
দু'জন মিলে মালা গেঁথে রেখে দেব তুলে
আমার কথা পড়বে মনে মালাখানি দেখলে।
যাবে, বন্ধু যাবেআমার সাথে আজ?
হোমওয়ার্ক শেষ করেছি আর নেই কাজ।
©somewhere in net ltd.