![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মী সোনা চাঁদের কণা
-সোহাগ তানভীর সাকিব
লক্ষ্মীসোনা চাঁদের কণা কেঁদো না আর
যাদুমণি সোনারখনি হাসো একবার।
গোমড়া মুখ দেখে তোমার হাসে চাঁদ তারা
ময়না টিয়া বাবুই চড়ুই হেসে দিশাহারা।
আব্বু একটু বকেছে তাতে কি হয়েছে!
ওরে অভিমানি মুছো চোখের পানি।
হেসে ভরাও মন আমার।
আব্বু তোমার মন্দ একটু বকা দিয়ে ভারী।
এই কারণে রাগ করেছো? এই জন্যে আড়ি?
আর কখনো বকবে না বলবে না কটু কথা।
আর কখনও মারবে না, দেবে কভু ব্যথা।
চোখ-মুখ মুছে এবার, হেসে হেসে কথা বলো আবার।
তবে জুড়াবে প্রাণ আমার।
কাঁদলে তুমি আমার মনে বহে ঝড়-তুফান
তোমার চোখে পানি দেখলে ব্যথা পায় প্রাণ।
তুমি আমার মানিক রতন তুমি স্বর্গ সুখ
সকল কষ্ট ভুলে যাই দেখলে তোর-ই মুখ।
সেই মুখে বেদনা মেখে দুঃখ দিয়েছো আমার বুকে।
ওরা পরাণ পাখি খুলো এবার আঁখি
জুড়িয়ে দাও হৃদয় আমার।
©somewhere in net ltd.