![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভালোবেসেছি
-সোহাগ তানভীর সাকিব
এতদিন এতটা পথ এসেছি
কখনও বুঝিনি তোমাকে ভালোবেসেছি।
ছিলাম মোরা একই সাথে একই আঙিনাতে
একই রুমে পাশাপাশি বসেছি,
তবুও বুঝিনি তোমাকে ভালোবেসেছি।
গল্প আর গানের আসরে
তুমি ছিলে সবার উপরে।
হাসি মুখে বলেছো কথা
কাউকে দাও নি ব্যথা।
অবাক হয়ে দেখেছি,
তবুও বুঝিনি তোমাকে ভালোবেসেছি।
সেদিন হেমন্তের দুপুরে হাজার লোকের ভিরে
ব্যস্ততম বাজারে তোমাকে খুঁজে পাই নতুন করে।
তোমার হরিণী চোখ হাসি মাখা মুখ
আর কথার ফুলঝুড়ি।
আমার হৃদয় কুচিকুচি করেছে হয়ে তরবারি।
ক্ষত-বিক্ষত হয়ে যখন প্রাণেতে মরেছি,
তখন-ই বুঝেছি তোমাকে ভালোবেসেছি।
মনে দ্বিধা-ভয় আর সংশয় কি জানি কি হয়,
জয় না পরাজয়। তবুও তোমাকে বলেছি।
তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি।
©somewhere in net ltd.