![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে দেখেছি
-সোহাগ তানভীর সাকিব
তোমাকে দেখেছি শিশির ভেজা ভোরে
বারান্দায় দাঁড়িয়ে হেসে ছিলে আলতো করে।
বাগিচায় ভমর গুঞ্জরন
পুলকিত আমার মন
মুখরিত সে প্রভাত পাখিদের সুরে।
পাগলা হাওয়া এসে দেয় দোল
সেই হাওয়ায় ভাসে তোমার চুল।
অবুঝ সমিরণ
মানে না বাড়ন
খোপার ফুলগুলি তোমার যায় উড়ে।
আমি দাঁড়িয়ে অদূরে।
ফুলগুলি উড়ে আসে আমার চরণ কাছে
কুড়িয়ে চুমু দিয়ে রেখে দিই বুকের কাছে।
লজ্জায় লাল হলে আঁখির পাতা বুজলে
আমার চুমু দেখে।
আবার এল বাতাস
সাথে বকুলের সুভাষ
সেদিন তোমায় দেখি পরাণ ভরে।
লজ্জা পেয়ে চলে গেলে ঘরে।
যে থেকে ভোর হলেই যাই তোমা আঙিনায়
তুমিও এসে মিষ্টি হেসে দাঁড়াতে বারান্দায়।
চেয়ে থাকি আমি
চেয়ে থাকো তুমি
তবুও কখনও কথা না হয়।
কত পাখি গায় গান কত ফুল বিলায় ঘ্রাণ
একটু কথা বলতে আমার আকুল মন-প্রাণ।
সুযোগ হয় না
মন মানে না
গেটে থাকে গোঁফ ওয়ালা দারোয়ান।
একদিন ফাঁদলাম প্রাচী
মরি কি বাঁচি!
তোমাদের দুষ্টু কুকুর আমায় দিল তাড়া
এক দৌড়ে আমি তোমা আঙিনা ছাড়া।
আমার দৌড় দেখে তুমি হেসে দিশাহারা।
তবুও যাই যেথা
হয় যদি একটু কথা
(সংক্ষেপিত)
-সোহাগ তানভীর সাকিব
অক্টোবর-২০১৭
তেজগাঁও, ঢাকা
©somewhere in net ltd.