![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুরুপী প্রেম
-সিয়াম মাহমুদ
প্রকারভেদী প্রেম বড়ই অতভূত
বিশ্বাসের দোহায়ে সারাক্ষন অবিশ্বাসী কান্ড
কথায় কথায় ভোগ বিলাসী উপমা
আর ছলনার ঘনঘটা নারীর কান্ড।
পুরুষেরাই বা কম কিসে? হাজারো বাহানা
আর মিষ্টি দুটো কথায়ই তুষ্ট নারী।
বিবেকের দ্বারে যেনো আজ নষ্ট তালা
মন প্রানে শুধুই প্রতিযোগিতার মেলা।
তেমনি হায় বন্ধু মহোল
বাহবা দিয়ে জানায় সম্ভাষণ।
শুনেছি অভিনয় হয় যাত্রাপালায়
নয়তো মঞ্চে বা কোন পর্দায়
একই সবই তো মতিভ্রম
অভিনয়ের স্বরুপ তো বাস্তবতায়।
বদ্ধ ঘরে হাজারো নোংরামি খেলা
সদরের সামান্য বুলি নাকি নারী অবহেলা।
উত্তেজনায় নারীই আপন আহ কি সুদর্শন
সতিত্ততে সেই নারীটি ঘরনি বর্জন।
কবিতাটি লিখেছে স্নেহের ছোট ভাই সিয়াম মাহমুদ।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
ধন্যবাদ অফুরন্ত।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
রাজীব নুর বলেছেন: দার্শনিক রুশো বলেছিলেন-- সখি, আমাকে বুঝতে হলে ''রুশোর অভিধান'' বলে একটা জিনিস আছে, আগে সেটা বুঝতে হবে।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
হয়তো বা।
কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬
অস্বাধীন নাগরিক বলেছেন: মন ছুঁয়ে গেল।