![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- অফিস থেকে কখন এসেছো?
- সাড়ে ৯ টার দিকে।
- সাড়ে ৯ টার দিকে এসেছো আর এখন বাজে ১২ টা। ফেসবুকেও দেখলাম না; এতো সময় কি করলে? আর ফোন দাও নি কেন?
- কিছু-ই করলাম না। বসে ছিলাম।
- বসে ছিলে আর ফোন দাও নি?
- হুম।
- হুম, মানে কি!! আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ফোন রাখলাম আমি এখন ঘুমাবো।
- রাগ করছো কেন?
- আমি রাগ করছি না। রাগের কি আছে। তোমার সাথে কথা বলার জন্য সেই সন্ধ্যা থেকে ওয়েট করছি। ভাবছি, অফিস থেকে বাসায় গেলেই ফোন দিবে কিংবা নেটে এসে নক দিবে। তুমি দাও নি। ভালো কথা। কাল সকালে আমার প্রাইভেট আছে। ফোন রাখলাম।
- আচ্ছা।
কিছু সময় পর............................
- আবার কি হলো?
- কই?
- নক দিলে কেন?
- এমনি। দেখলাম, তুমি ঘুমাইছো কিনা।
- ওহ্।
- জানো, আমাকে নিয়ে একজন কবিতা লিখেছে। তোমাকে পড়ে শোনাচ্ছি দাঁড়াও। শুনবে?
- বলো।
- কবিতার নাম " নিশাচর"
সমস্ত দিনের শেষে পশ্চিম আকাশে ডুবে যায় রবি।
পাখিরা ফেরে নীড়ে কর্মক্লান্ত মানুষ ফেরে ঘরে
আঁধারে ঢেকে যায় সবি।
থেমে যায় কোলাহল জেগে উঠে কল্লোল
আর জেগে থাকি আমি।
এখন আমি অনেক রাত জেগে থাকতে পারি।
আমার এই নির্ঘুম রাত,
ফুলের সুভাষে বিমোহিত হতে নয়;
জোছনার অপরূপ সৌন্দর্য দেখার জন্যও নয়।
হৃদয়ে দিবে দোল সাগরের কল্লোল
আসবে সোনালী প্রভাত,
এজন্যও নয় নির্ঘুম রাত।
আমার নির্ঘুম রাত বা জেগে থাকা
শুধু পরাণ প্রেয়সী পপির জন্য।
রূপ লাবণ্যে অন্যন্য অপ্সরি পরী।
তার কারণেই জেগে থাকি তার তার কারণেই নিশাচরি।
ফেসবুকে যাই পপিকে খুঁজি।
এই এসেছে বা আসলো বুঝি!
আসে পপি হাসে পপি কথা কয় মিষ্টি করে।
শুনে মুগ্ধ হই অপলক চেয়ে রই হৃদয় যায় ভরে।
পপি,
তোমার নেশায় হয়েছি মাতাল
হয়েছি নিশাচর কাঙ্গাল
ডুবে গেছি গহীন অতল
খুঁজে পেয়েছি বাঁচার সম্বল
ভালোবেসে দিব পারি অনন্তকাল
ভাসিয়ে সুখের তরী।
এখন আমি অনেক রাত জেগে থাকতে পারি।
-এই কবিতা তুমি কোথায় পেলে?
- সিয়াম দেছে।
- ওহ্। আমি ত সিয়ামকে দিতে নিষেধ করেছিলাম। তাও দেছে!!
- তুমি ওকে মেসেঞ্জারে লিঙ্ক দেওয়ার সাথে সাথে ও আমাকে দেছে।
- তাই?
- হুম।
- তুমি যখন বললে না, আমাকে নিয়ে একজন কবিতা লিখেছে; তখন আমার বুকের ভেতর ছ্যাত করে উঠেছে।
- কেন, তুমি ভেবেছিলে অন্য কোন ছেলে হবে হয়তো; তাই না?
- হুম।
- তুমি একটা পাগল।
- কেন?
- অফিস থেকে এসে রেস্ট না নিয়ে কেউ কবিতা লেখে?।
- হুম লেখে।
- কে?
- কেন, আমি।
-উম্ম, তুমি যে পাগল।
- আজ কয়েকদিন ধরেই কবিতাটি মাথার ভেতর কিলবিল করতেছিল। এখন খাতায় উগ্রা দিলাম। তাছাড়া ঘুমাতে পারতাম না।
- অনেক, অনেক সুন্দর হয়েছে। আমার খুব ভালো লেগেছে।
- তাই?
- হুম।
- অমন শব্দ হয় কিসের?
- ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারছি তো তাই শব্দ হচ্ছে।
- তুমি কোথায়?
- বারান্দায়।
- এতো রাতে এতো শীতের ভেতর বারান্দায় থাকতে হবে কেন?
- বুঝো-ই তো, ব্যাচেলর বাসায় থাকি। রুমে রুমটেদের সামনে তোমার সাথে কথা বলতে ইতস্তবোধ হয় তাই বারান্দায় এসে কথা বলি।
- তাই এই শীতে?
- সমস্যা নাই, কম্বল জড়িয়ে বসে আছি।
- তুমি একটা পাগল। সত্যি তুমি পাগল।
- তাই।
- তাই নয় তো কি। এই পাগলামির কোন মানে হয়?
- হ্যাঁ হয়।
- কী?
-এই পাগলামির অপর নাম-ই তো ভালোবাসা।
- তাই?
- হুম।
- লাগবে না আমার এমন ভালোবাসা। যাও রুমে যাও।
-এখনও একজন ঘুমায় নি। তাই রুমে টকিং করতে পারবো না কিন্তু চ্যাটিং করবো; ওউম?
- পারবো না।
- কেন?
- রাত কয়টা বাজে হিসাব আছে?
- না।
- তিনটা বাজে। ঘুমাবে না তুমি?
- না।
- সত্যি তুমি পাগল হয়ে গেছো। আর আমাকেও পাগল করে ছাড়বে।
- তুমি কি ছেলে? যে, পাগল হবে। তুমি তো হবে পাগলি।
- ভালো হচ্ছে না কিন্তু।
- হা...হা...হা..হাহা...হাহাহা।
মেয়েটি ছেলেটিকে পাগল বললেও মেয়েটিও কিন্তু পাগলী কম নয়। ওরা দু'জন একে অপরের জন্য পাগল।
সেই রাতে আর তাদের টকিং বা চ্যাটিং কিছুই হয় না। দু'জন-ই ঘুমিয়ে পারে। কারণ, সকাল হলেই একজনের অফিস আর আরেকজনের প্রাইভেট ও ভার্সিটিতে ক্লাস আছে।
-সোহাগ তানভীর সাকিব
মার্চ-২০১৯
তেজগাঁও, ঢাকা-১২১৫
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, একদিক দিয়ে ঠিকই বলেছেন।
২| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৫
আরোহী আশা বলেছেন: ভালোবাসা ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অন্তরের গহীন থেকে ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল আমি আট ন বার চেষ্টা করে দুবার লগইন করতে পেরেছি। সেই আশঙ্কায় আগে উপস্থিতির জানান দিই। পোস্ট পড়ে মন্তব্য করার সুযোগ হবে না বলে মনে হচ্ছে।
শুভকামনা জানবেন প্রিয় সাকিবভাই।
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: উপস্থিতির জানান দিয়েছেন, এতেই আমি খুশি।
সময় পেলে গল্পটি পড়বেন।
আর সব সময় ভালো থাকবেন। রইল শুভ কামনা।
৪| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২৭
হাবিব বলেছেন: ভালোবাসা বেঁচে থাক
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: জ্বী স্যার, সেই প্রার্থনা কাম্য।
৫| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২২
মা.হাসান বলেছেন: ভালবাসা দীর্ঘজীবি হোক। ভাল লেখা।
আগে আমিও পাগোল ছিলাম, বিয়ের পর সেরে গেছি।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
নিশ্চয় আপনাদের ভালোবাসা দীর্ঘজীবি হয়েছে বলেই, বিয়ের পর পাগল সেরে গিয়েছেন।
যাই হোক, লেখাটি পড়ে মন্তব্য করেছেন বলে খুশি হয়েছি।
৬| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২২
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: মাঝে মধ্যে এরকম পোস্টের দরকার আছে।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
সেই জন্যে মাঝ মধ্যে এমন পোস্ট দিয়ে থাকি।
ভালো থাকবেন সব সময়।
৭| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৬
দেবদাস বাবু বলেছেন: ভালোবাসা অবিরাম চির অম্লান
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালোবাসা শ্বাশ্বত আর অমর।
৮| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬
কিশোর মাইনু বলেছেন: আমি আসলে প্রেম-ভালবাসার পুরো ব্যাপারটা নিয়েই কনফিউজড।।।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলে যার ভেতর মন আছে তার ভেতর নাকি প্রেমও আছে।
তবে আপনার কনফিউজের কারণ বুঝতে পারলাম না।
৯| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: গল্পটা পড়লাম বেশ ভালো লেগেছে।
তবে বেশ কিছু টাইপো চোখে পড়লো। ফুলের সুবাস, উগরে, ইতস্ততবোধ ,
শুভকামনা জানবেন।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
গল্প পড়ে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাই। কষ্ট করে গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আর ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য অন্তরের গহীন থেকে জানাই কৃতজ্ঞতা।
সব সময় ভালো থাকবেন প্রত্যাশা রইল।
১০| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
যাযাবর রাহাত বলেছেন: তরুণ বয়স এখন আমার। পোস্ট পড়ার পর একটাই হাহাকার না পারলাম ভার্সিটিতে ভর্তি হতে না পারলাম কাঊকে লাইফে। সুন্দর লিখছেন ভাই।
০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
১১| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
মাহমুদুর রহমান বলেছেন: এক নম্বর মন্তব্যের সাথে সহমত।
০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমিও তাই
ধন্যবাদ।
১২| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: অসাধারন
১৩| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১:০৩
কিশোর মাইনু বলেছেন: ভালবাসা কাকে বলে???
প্রয়োজন নাকি আকর্ষণ?!?!?
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আকর্ষণ এবং প্রয়োজন একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। যখন বাড়লেই প্রয়োজন দেখা দেয়া। আবার প্রয়োজন দেখা দিলে আকর্ষণ বাড়ে। বলা যায়, একে অপরের পরিপূরক।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০
রাজীব নুর বলেছেন: আসলে প্রেম ভালোবাসার সময়টাই জীবনের সবচেয়ে আণন্দময় সময়।