![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়জন
সোহাগ তানভীর সাকিব
তুমি নেই বলে এলোমেলো হয়ে গেছে সব
তোমার শূন্যতা আমার চারদিকে করে কলরব।
আমি এখন অনেক অগোছালো,
খবর রাখি না বাগানে কি ফুল ফুটলো।
হেমন্তের শুভ্রমেঘ আর কাঁশফুল
ভালো লাগে না মোটেও একচুল।
যা করি, যা কিছু বলি; সব-ই শুধু ভুল তুমি বিহনে।
চাঁদ ওঠে না আর আমার গগনে।
একাকিত্বের অন্ধকারে দিন যায়।
ভালো নেই আমি।
ভুলে গেছি, কেমনে ভালো থাকতে হয়।
আমার একাকিত্বের ক্যানভাস জুড়ে শুধু তুমি।
স্মৃতির চরন আকড়ে ধরে বেঁচে আছি আমি।
যতদিন হবে না মরণ তোমারে করিব সরণ।
কারণে কিবা অকারণ দিনে রাতে সারাক্ষণ।
একাকিত্বে মানুষ যাকে বেশি সরে,
যাকে বেশি মনে পড়ে। সে তার প্রিয়জন।
আপনার চেয়েও আপন।
তুমি ছিলে আমার তেমন। ছিলে আমার প্রিয়জন।
চিত্রাঙ্কন: আহসান রাব্বি
২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।