![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই: ধুম্রজাল (গল্পগ্রন্থ)
লেখক: সোহাগ তানভীর সাকিব
প্রকাশনী: হরিৎপত্র প্রকাশন (অমর একুশে বইমেলা, ঢাকা। স্টল নং ২০৯)।
প্রচ্ছদ : আহ্সান রাব্বি।
মূল্য: ১৫০ টাকা।
প্রকাশকাল: অমর একুশে বইমেলা-২০২০
ধূম্রজাল গল্পগ্রন্থে মোট সাতটি গল্প স্থান পেয়েছে। বাস্তবতা অবলম্বনে রচিত গল্পগুলো পাঠক/পাঠিকাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতিকে ইঙ্গিত দেবে। বইটিতে একই সাথে প্রেম, বিরহ, অর্থনৈতিক বৈষম্য এবং নানা প্রকার সামাজিক অসঙ্গতির গল্প পড়তে পারবে পাঠক/পাঠিকা।
আমাদের জীবনে ঘটেছে বা ঘটছে কিংবা আমরা চারপাশে দেখছি এমন সব গল্প-ই তুলে ধরা হয়েছে। বইটিতে যেমন ভার্সিটি পড়ুয়াদের গল্প আছে ঠিক তেমনি ভাবে আছে একজন বয়োজেষ্ঠ্য মুক্তিযুদ্ধার বর্তমান জীবন-যাপনের গল্প। দেশের বর্তমান নানা অনিয়মন আর অসঙ্গতি একজন বীরমুক্তিযোদ্ধার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আশা করি, বইটি সবার ভালো লাগবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বইটি চোখ দিয়ে বা দৃষ্টিপাত করে যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই। তবে যদি বইটি পড়ে ভালো না লাগে তাহলে, কেন ভালো লাগেনি সেটা জানার চেষ্টা করবো। ভালো না লাগার যুক্তিযুক্ত কারণ জানলে পরবর্তী বইয়ের ক্ষেত্রে সর্তক হবো।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন বইয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইলো।
আপনার বইয়ের বহুল প্রচার ও প্রসার কামনা করছি।
রাজীব নুর বলেছেন: বইটি ভালো না লাগলে কি করবেন?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বইটি ভালো না লাগলে কি আর করা; পরবর্তী বইয়ের জন্য সর্তক হবো।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯
নেওয়াজ আলি বলেছেন: । শুভেচ্ছা সতত ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: বইটি ভালো না লাগলে কি করবেন?