নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের দর্পণ

সোহাগ তানভীর সাকিব

বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষুদ্র প্রয়াস।

সোহাগ তানভীর সাকিব › বিস্তারিত পোস্টঃ

পয়সাওয়ালা পুরুষ

১১ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪১

পয়সাওয়ালা পুরুষ
-সোহাগ তানভীর

আমি তোমাকে এক বোতল মদ কিনে দিলাম।
তোমার বাসায় গেলাম। মদ খেলাম।
বন্ধুদের ডেকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দিলাম।
ইচ্ছে হলেই তোমাকে সঙ্গী করে দেশে বিদেশে ঘুরলাম।
আমি তোমাকে ভালোবাসি বা না বাসি।
তুমি আমাকে ভালোবাসো বা না বাসো।
তাতে কি! কিছুই আসে যায় না।
আমার মনোরঞ্জন তো হলো!
তোমারও কিছু প্রয়োজন মিটলো।
ভোগ বিলাশের ব্যবস্থা হলো।
সুন্দর সুন্দর কিছু ছবি ও সেলফি তোলা হলো।
ফেসবুকে সবাই দেখলো। বাহবা পেলে।
আমরা দু'জন মজা মাস্তি ও রাত্রি যাপন করলাম।
সকালে ভেজা কাপড় মেলে দিতে গেলে।
লোকে আড় চোখে তাকাল।
তুমি অপরাধী। আমি নিষ্পাপ!
আমি পয়সাওয়ালা পুরুষ আমার পাপ নাই।
আমি ক্ষমতাবান মিনসে আমার পাপ ধরবে কিসে?
তুমি পাপী। হ্যাঁ, হ্যাঁ তুমি একটা পাপী। তুমি বেশ্যা।
তোমার ক্ষমা নাই। সমাজে ঠাঁই নাই। কটুকথার শেষ নাই,
কোন লাভ নাই করে তপস্যা।
আমি সাধু।দান খয়রাত করি। সমাজে কত দাম আমার!
আমার পাপ নাই! সম্মান মলিন হয় নাই,
তাই নতুন বেশ্যার ঘরে যাই আবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.