নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের দর্পণ

সোহাগ তানভীর সাকিব

বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষুদ্র প্রয়াস।

সোহাগ তানভীর সাকিব › বিস্তারিত পোস্টঃ

সিস্টেম!

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৫২

নীলক্ষেত মোড় হতে বাসে চড়েছি, মহাখালি যাব। ধানমণ্ডি খেলার মাঠের ওখানে এসে স্টপেজ ছাড়া বাস থামে। সামনের দিকের একযাত্রী চালক-কে জিজ্ঞেস করে, কি হইলো, গাড়ি থামাইলেন ক্যান?
- মোবাইল কোট বইছে। সারজেন থামতে কইছে লেইগ্যা থামছি।
কিছু সময় পর বিআরটিএ-এর এক কর্মকর্তা গাড়িতে ওঠে। পিছু পিছু কন্ডাকটর। বিআরটিএ-এর কর্মকর্তা বলেন, কি ব্যাপার গাড়িতে তো ভাড়ার তালিকা দেখছি না। কন্ডাকটর দুপাশে দুটি তালিকা দেখিয়ে দিয়ে বলে, এইযে স্যার। এইযে।
- পেছনের দিকে কই? পেছনে বসা যাত্রীরা ভাড়া দেখবে কিভাবে?
- ছিল, স্যার। ছিড়া ফ্যালাইছে। পাবলিকের কথা কি আর কমু গাড়িতে কিচ্ছু রাখন যায় না।
- ছিঁড়া ফেলার কোনো নমুনা তো দেখি না।
আমরাও গাড়ির মাঝের ও পেছনের অংশে ভাড়ার তালিকা ছিঁড়ে ফেলার কোনো নমুনা দেখতে পেলাম না। সুতরাং কন্ডাকটরের বলা, ছিল, স্যার। ছিড়া ফ্যালাইছে।" কথাটি যে অসত্য সেটা গাড়িতে আরোহিত সকল যাত্রীর কাছে স্পষ্ট ।
তারপর সেই কর্মকর্তা আমাদের অর্থাৎ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভাড়া কি তালিকা অনুযায়ী নিচ্ছে নাকি বেশি নিচ্ছে?
যাত্রীদের মধ্যে হতে জবাব দেয়া হয়, এখনও ভাড়া কাটা শুরু করেনি।
গাড়িতে পর্যাপ্ত পরিমাণে ভাড়া তালিকাযুক্ত চার্ট না থাকায় কি শাস্তি হয়েছে জানা যায় নি।
পাণ্থপথ গিয়ে ভাড়া নেওয়া শুরু করে। সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী। ইডেন কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফিরছে। ও হ্যাঁ, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মধ্যে ছয়টি কলেজের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ইডেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। একারণে নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীদের বাড়তি সমাগম দেখা যায়।
বাসের ওরা পরীক্ষা দিয়ে ফিরছে। যাবে তিতুমীর কলেজ।
কন্ডাটর ভাড়া নেওয়ার সময় ওদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। ওরা হাফ ভাড়া দিবে। কন্ডাকটর হাফের চেয়ে কিছু বেশি নিবে।
- হাফ পাশ নাই। ভাড়ার কার্ডে কি লেখা আছে স্টুডেন্ড হাফ ভাড়া দিব?
এক পর্যায়ে বাকবিতণ্ডা তুমুল আকার ধারণ করে হইহুল্লা সৃষ্টি হয়। যাত্রীদের মধ্য হতে একজন বলে, এই মিয়া, স্টুডেনেরা তো হাফ ভাড়াই দিব। চাডে নাই, লেইখ্যা ল।
- গাড়ির অর্ধেক-ই কইতাছে স্টুডেন। এতো স্টুডেন লইলে আমার চলবো? আমার তো মালিকের কাছে ঠিকই হিসাব দিতে অইবো। মালিক টিপ গুইনা গুইনা ট্যাকা লইবো। তারপর আবার ত্যালের দাম বাড়চে।
- না চললে চালাইতে আইসোস ক্যান?
এবার চূড়ান্ত ভাবে মেজাজ হারিয়ে ফেলে কন্ডাকটর।
- উস্তাদ গাড়ি সাইড করেন। এইভাবে, গাড়ি চালাইলে মালিক-কে ট্যাকা বুঝাই দিবেন ক্যামনে? গাড়ি সাইডে লইয়া অফ করেন। আর আপনরো সবাই নাইম্মা পড়ে। গাড়ি আর যাইবো না।
- ওই মিয়া, গাড়ি চালাই বে না তো যাত্রী তুললা ক্যান? এহন লস লাভ যাই হোক তোমাকে যাইতেই অইবো।
- এই ভাবে আপনেরা ভাড়া দিলে যাইবো ক্যামনে? যাইতে পাড়বো না। আপনেরা নাইম্মা অন্য গাড়িতে যান।
এবার যাত্রী ও কন্ডাকটরের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে যায়। যাত্রীদের কেউ মারতে উদ্যাত হয়। এমন সময় পকেট থেকে কার্ড বের করে কন্ডাকটর বলে, আমিও স্টুডেন। ৯২ তে ডিগ্রি পাস কইরা এহন এইডা করি। আমার বাবা মুক্তিযোদ্ধা আছিল। আমি মুক্তিযোদ্ধার সন্তান। জিগাতলার সবাই আমার বাবারে চিনে।
মুক্তিযুদ্ধার সন্তান জেনে হট্টগোল থামে।

অবশেষে যাত্রীগণ ও কন্ডাকটর দেশের সিস্টেমকে দোষারোপ করে শান্ত হয়।


-সোহাগ তানভীর
লেখক

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

গফুর মিয়া১৯১ বলেছেন: মুক্তিযোদ্ধা নামক বর্ম পরিধান করে সবার মাইর থেকে বাচলো সে।

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুধু সে একা নয় অনেকেই আছেন।

লেখাটি পড়ে মন্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ কি এতই গরীব যে সামান্য ২০/৩০ টাকা ভাড়া দেওয়ার ক্ষমতাও নাই??/

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমরা অজান্তে বড়লোক না হলে এমন সমস্যা হতো বলে মনে হয় না।

৩| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: যেখানে সমাজের রথি-মহারথী এবং আমরা কেউ কি নিয়মের ধার ধারিনা বা নিয়ম মেনে চলিনা সেখানে মটর গাড়ীর কর্মীদের কাছে শতভাগ নিয়ম মেনে চলার আশা কততা বাস্তবসম্মত?

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সমস্যা তো সেখানে! রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আপনি আমি সাধারণ পাবলিক কি করার আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.