![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি যাবে আমার সাথে
আমার গাঁয়ে,
আকাবাকাঁ মেঠো পথের কাদায়ঁ
ভিজবে তোমার নগ্ন পা।
তোমার পায়ের উল্কি আকাঁ হবে
আমার বাড়ির বারান্দায়।
তুমি কি আমার হাত ধরবে?
হাত ধরে পাড় হবে
বাশেঁর ভাঙ্গা সেতু।
বিকেল বেলা কি যাবে
ঐ পাশের নির্জন ঝিলে,
যেখানে হাজার রঙ্গের শাপলা আর পদ্ম ফুল ফোটে,
আমি তুলে এনে গুজেঁ দেব
তোমার চুলের খোপায়ঁ।
তুমি কি যাবে আমার সাথে
বৃস্টিস্নানে,
দুজনে মিলে ভিজব সারাবেলা,
জ্বর এলে গায়ে তোমার
সেবা করব জ্বর সেরে যাওয়া অবধি।
তুমি কি যাবে
কলসি কাখে নদীতে,
নুপুর পায়ে হাটঁবে
আর নদীর জল ভরে আনবে
আমার বাটিতে,
আমি মুগ্ধনেত্রে চেয়ে থাকব।
২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
সূশণ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: লিখতে থাকুন। শুভকামনা রইলো।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
ইমরুল_কায়েস বলেছেন: ভালো হয়েছে
৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪২
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: শাপলা পদ্ম কি খোপায় গোজা যায়??
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫
মোজাদ্দেদ অলি বলেছেন: মন ভালো করার জন্য হলেও কবিতা পড়া উচিত। ধন্যবাদ আপনাকে