নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Oh Allah Plz Save Bangladesh

সৈয়দ মবনু

সৈয়দ মবনু

সৈয়দ মবনু, থাকি ছিলট

সৈয়দ মবনু › বিস্তারিত পোস্টঃ

কবিতার জন্য আমাদেরকে সমকাল ধারণ করতে হবে------- কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭









নব্বই দশকের শক্তিমান কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া বলেন-সাহিত্য হলো আত্ম-উপলব্ধির শৈল্পিক মাধ্যম। আর সাহিত্যের সবচাইতে শ্রেষ্টতম শিল্প হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে আত্ম-উপলব্ধির শৈল্পিক ভাষায়ন। শুধু মনের ভাষাকে ছন্দবদ্ধ করে প্রকাশ করার নাম কবিতা নয়। তা অতি প্রাচীনকালে ছিলো। আজ আর ছন্দমিল-আন্তমিলের সরল বক্তব্য দিয়ে কবিতা হয় না। সমকালে কবিতা অনেক কিছু। কবিতার জন্য আমাদেরকে সমকাল ধারণ করতে হবে। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ মবনুর সভাপতিত্বে এবং মামুন হোসেন বেলালের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ কেমুসাস হলে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান আলোচকের বক্তব্যে নব্বই দশকের শক্তিমার কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া একথাগুলো বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট্য কবি মুকুল চৌধুরী, কেমুসাসের সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সদস্য কবি মুহিত চৌধুরী, জিটিভির সিলেট প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী দিপু। আহমদ আলী সিদ্দিকের কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে সর্বজনাব কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, রাশেদ মাকসুদ অনিদ, শরিফ আবু বকর, মামুন হোসেন বেলাল, সৈয়দ কামরুল হাসান, মাসুদা সিদ্দিকা রুহী, সৈয়দ মুকতদা হামিদ, শামীমা কালাম, সুফিয়া জমির ডেইজি, সৈয়দ মবনু, সিরাজুল হক, ইনজিনিয়ার নাসির উদ্দিন, আব্দুশ শহিদ মাটি প্রমূখ। সাধু ভাষায় রম্য রচনা পাঠ করেন কবি মুহিত চৌধুরী, প্রবন্ধ পাঠ করেন সালেহ আহমেদ ফুয়াদ এবং মাহবুব হোসেন। গান গেয়ে আসরকে প্রাঞ্জল করে তোলেন সৈয়দ মাহবুব এলাহী এবং মিসবাহ উদ্দিন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.