নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Oh Allah Plz Save Bangladesh

সৈয়দ মবনু

সৈয়দ মবনু

সৈয়দ মবনু, থাকি ছিলট

সৈয়দ মবনু › বিস্তারিত পোস্টঃ

হযরত রাসুল (স.) থেকে আমি পর্যন্ত নসবনামা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

হযরত রাসুল (স.) থেকে আমি পর্যন্ত নসবনামা



১) হযরত মুহাম্মদ (স.)

২) হযরত ফাতেমা (রা.)-হযরত আলী (রা.)

৩) হযরত ইমাম হোসাইন (রা.)

৪) হযরত ইমাম যয়নুল আবেদীন (র.)

৫) হযরত সৈয়দ ইমাম বাকির (র.)

৬) হযরত সৈয়দ ইমাম জা’ফর সাদিক (র.)

৭) সৈয়দ ইমাম মূছা কাসিম (র.)

৮) সৈয়দ ইমাম জাফর (র.)

৯) সৈয়দ খলীলুল্লাহ (র.)

১০) সৈয়দ হারুন (র.)

১১) সৈয়দ দাউদ (র.)

১২) সৈয়দ নিজামুদ্দীন (র.)

১৩) সৈয়দ আব্দুল হাই (র.)

১৪) সৈয়দ আব্দুল ওয়াহিদ (র.)

১৫) সৈয়দ শাহ শরফুদ্দীন (র.)

১৬) সৈয়দ আব্দুল্লাহ (র.)

১৭) সৈয়দ কুতুবুদ্দীন (র.)

১৮) সৈয়দ শাহ মাহমুদ (র.)

১৯) সৈয়দ শাহ আলা উদ্দীন (র.)

২০) সৈয়দ শাহ শামছুদ্দীন (র.)

২১) সৈয়দ শাহ হোছাইন

২২) সৈয়দ আহমদ

২৩) সৈয়দ আব্দুল্লাহ

২৪) সৈয়দ মুখতার

২৫) সৈয়দ ইসমাইল

২৬) সৈয়দ কুতুব

২৭) সৈয়দ মোনাইম

( সৈয়দ মোনাইম হয়ে ছিলেন সৈয়দপুরের ২৮ নং তালুকের অধিকারী)

২৮) সৈয়দ শাহ বাতির

২৯) সৈয়দ জয়নুল্লাহ

৩০) সৈয়দ আছদউল্লা

৩১) সৈয়দ সিদ্দীক আলী

৩২) হাজী সৈয়দ শমসেদ আলী

৩৩) আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান



আমার চাচারা হলেন

৩৩) সৈয়দ আব্দুল মন্নাফ

৩৩) সৈয়দ আব্দুল হান্নান

৩৩) সৈয়দ আব্দুর রহমান

৩৩) সৈয়দ লুৎফুর রহমান

৩৩) সৈয়দ মুজিবুর রহমান



৩৪) সৈয়দ মবনু









সূত্র: হযরত মুহাম্মদ (স.) থেকে সৈয়দ মুমিন আহমদ মবনু পর্যন্ত হযরত মাওলানা সৈয়দ সাদিকুল হক ওরফে লুলু মিয়া (র.), সৈয়দপুর কাজীবাড়ি, জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগ্রহকৃত।





সৈয়দপুর দরগাহ মসজিদের পাশে-ই ঘুমিয়ে আছেন আমাদের পূর্বপুরুষ হযরত শাহ জালাল (র.) এর অন্যতম সাথী শাহ সৈয়দ শামসুদ্দিন (র.)। তিনি তাঁর শ্রদ্ধেয় বাবা শাহ সৈয়দ আলাউদ্দিন এবং তাঁর আরও তিন ভাই শাহ সৈয়দ তাজ উদ্দিন (র.), শাহ সৈয়দ বাহা উদ্দিন (র.), শাহ সৈয়দ রুকুন উদ্দিন (র.) হযরত শাহ জালালাল (র.) এর সফর সঙ্গী হয়ে ছিলেন ইয়ামন থেকে। সৈয়দ আলাউদ্দিন (র.) সিলেটের কুইঘাটে শায়েখ বুরহান উদ্দিন (র.) এর বাড়িতে থাকতেন এবং এখানে ইন্তেকাল করেন। সুরমা নদীর তীরে তাঁর মাজার ছিলো, যা নদী ভাঙনে তলিয়ে গেছে। শাহ সৈয়দ শামসুদ্দিন (র.) ইসলাম প্রচারের উদ্দেশে জগন্নাথপুর উপজেলার বর্তমান সৈয়দপুর গ্রামে গিয়ে সেখানে বিয়ে করে স্থায়ী বসতি করেন। আমরা সৈয়দপুরের সৈয়দগণ বেশিরভাগে তাঁর-ই বংশধর। শাহ সৈয়দ তাজ উদ্দিন (র.) এর মাজার সিলেটের শেরপুরের কুশিয়ারা নদীর তীরে তাজপুর গ্রামে। সেখানে তাঁর বংশধরেরা আছেন। শাহ সৈয়দ বাহা উদ্দিন (র.) এর মাজার সিলেটের ভাদেশ্বরের মোকাম বাজারে। মোকাম বাজারে এবং শেরপুরে তাঁর বংশধরেরা আছেন। শাহ সৈয়দ রুকুন উদ্দিন (র.) এর মাজার মৌলভীবাজারের কদমহাটায়। সেখানে এবং আমাদের সৈয়দপুর গ্রামে তাঁর বংশধররা আছেন। মরমী কবি সৈয়দ শাহনুর এই বংশের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.