![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া ছোট ছোট কিন্তু স্পর্শকাতর বিষয়গুলো সবার দৃষ্টিগোচর করাটাই হবে আমার দৃষ্টিপাতের মূল উদ্দেশ্য। যদি সারা বাংলার মানুষ এক হয়ে প্রতিহত করি এবং রুখে দাঁড়াই তাহলে একদিন তা গণজাগরণ হয়ে উঠবে।
মাদারীপুরের শিবচর উপজেলার একটি হিন্দু মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও শিবচরের অনেক জায়গায় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙ্গচুর করেছে এবং এর কোন বিচার হয়নি। তাই এসব ঘটনার উপযুক্ত বিচার হওয়া উচিত।
কেন মুসলিম ঐক্য পরিষদ ক্ষোভ প্রকাশ করেন নি? কেন তাদের বিচার হচ্ছে না? এই কাজটি যারাই করে থাকুক না কেন, তাদের নিজস্ব কোন ধর্ম আছে বলে আমাদের বা আমার মনে হয় না? তারা মানুষের মধ্যে পড়ে না। কেননা কোন ধর্মেই, অন্য ধর্মকে অসম্মান প্রদর্শন করতে বলা হয়নি। বরং মানুষ হিসাবে সম অধিকার এবং মূল্যায়ন করতে বলা হয়েছে। ধ্বংস করতে না। জুলুম করতে না।
আশা করি, আমরা এইসব বিষয়গুলোকে অন্তত সবার সামনে তুলে এনে সচেতনা সৃষ্টি করতে সক্ষম হব।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: আমিনুর রহমান আপনাকে
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আমিনুর রহমান বলেছেন:
আপনি তো ভালোই ভাবেন ! আরো বড় করে মৈলিক লিখা আশা করছি আপনার কাছে। ভালো থাকবেন।