![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
বিকেল হবার একটু আগে, রোদ-ছায়া মাখা আলোতে গাছের নীচে রিকশা করে ঘোরার আনন্দটা অন্যরকম। কেমন জানি সব চুপচাপ? লোকজন তখনো ঠিক তেমনভাবে বের হয়নি। সূর্যের তেজটা আস্তে আস্তে শীতল হচ্ছে। রাস্তার দু’পাশে স্কুল-কলেজের ছুটির আনন্দে ছেলেমেয়েরা ছুটা-ছুটি করছে আর দোকানগুলো তার ব্যস্ততা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। গাছ থাকার কারণে একটু পর পর ঠান্ডা বাতাস এসে আমার চোখ-মুখ-বুক ভরে দিচ্ছিল।
তুমি এখনো এসে পৌঁছো নি। যদিও তোমার দেরী হয় না। আমি নাকি রাগ করি? তাই তুমি আগেই এসে পর। মাঝে মাঝে আমি ৬/৭ মিনিট আগে এসে পরি। তুমি আসো, তাই ভুলে যাই সেই অপেক্ষার কথা। কখনো আমরা প্রায় একসাথে এসে পরি, তখন দু’জনের চোখের ভাষাটা অসাধারণ। কি? ঠিক বলেনি?
তারপর তোমার সাথে সেই রোদেলা বিকেলে রিকশা চড়ে ঘুরে বেরানো। কেন জানি তোমার এটাই পছন্দ? আমারও। দু’জনের মিল এক হয়ায় আমরা অনেক খুশি। তোমার দু’টো হাত আমার একটা হাতকে জড়িয়ে থাকে। মৃদু বাতাসে তোমার চোখে উড়ে আসছিল তোমারই চুল। তুমি বিরক্ত হয়ে হাসিমাখা মুখে হাত দিয়ে তা সরিয়ে নিচ্ছিলে। আমার কিন্তু বেশ লাগছিল। কথা তেমন হতো না। নিস্তবদ্ধতারই মাঝে থাকত সব লুকিয়ে। শুধু এই মুহূর্তটা-কে উপভোগ করা।
এরপর কোথাও নেমে একটু বসা আর কিছু ভক্ষণ করা। কথা বলা। হাসি-মুখ আর চোখে। তোমার সময়ের কাঁটা ঘড়িটা বেশ দ্রুত চলে। একটুপর বাড়ি ফিরে যাওয়ার জন্য শুরু হতো তোমার দৌড়-ঝাঁপ, যা দেখে বসে থাকাটা অসম্ভব। তাই আমি ডাক দেই, “এই রিকশা, যাবে নাকি”?
-কি রে...ওঠ? ভার্সিটিতে যাবি না...? আজ কিন্তু ল্যাব ক্লাস আছে?
বন্ধুর ডাক শুনে এক লাফে উঠে বুঝলাম, সেটা ছিল আমার; স্বপ্ন বিকেল।।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন:
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর গুছিয়ে লিখেছেন। ভালো লাগা রইল।
আপনি যখন কারো কমেন্টস এর রিপ্লাই দিবেন তখন যার কমেন্টসের রিপ্লাই দিবেন তার কমেন্টস ঘরের উপরে ডান পাশে চারটা বাটন পাবেন তার সর্বডানেরটায় ক্লিক করে কমেন্টস রিপ্লাই দিন তাতে সকলের বুঝতে সুবিধা হবে। নিচে আমি একটা স্ক্রীন শর্ট দিলাম।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: আপনার উপদেশের জন্য অনেক ধন্যবাদ। স্ক্রীন শর্ট দেওয়ার জন্য আরও একটা বিশেষ ধন্যবাদ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো ভাইয়া
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: একটা সুন্দর বিকেলের সুন্দর স্বপ্ন। ভালো লেগেছে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: পুরনো একটি লেখায় মন্তব্য পেয়ে ভালো লাগল।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
