![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
বাস্তবতা আর কল্পনার মাঝে
থাকে এক অদৃশ্য দেয়াল
চুন-পলেস্তারা খসে পড়ে গেছে
তবুও ভাঙ্গা হল না দেয়াল !
দেয়ালের ওপাশে রয়েছো তুমি, তাই
তোমাকে আর জড়িয়ে ধরা হল না
বলা হল না, ভালবাসি।
কোন অনুভূতি এখন আর
আমাকে স্পর্শ করে না।
বড় বেরঙ্গিন লাগে আজকাল
আমার সবকিছু।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
সাদা কাশ হয়ে দুলব - দু’জন
সবুজ মাঠে।
সে মাঠ আজ বিশাল মরুভূমি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার আবেগী কবিতা।
অফ টপিকঃ তোমার মেইল দেখেছি ব্যস্ত থাকায় রিপ্লাই দিতে পারিনি। কাল দিবো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনার উৎসাহে লিখছি।
অ. ট.: আমি কিন্তু কৌতুহল বশে প্রশ্ন দু'টো করেছি। উত্তর না দিলেও হবে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
মায়াবী ছায়া বলেছেন: বেশ সুন্দর ।।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হবে হবে একদিন তার সনেই কথা হইবে.
একটা গান রবীন্দ্রনাথের গান শুনতে ইচ্ছে করছে আপনার কবিতা পড়ে..
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
সুমন কর বলেছেন: যাক তাহলে, আমার কবিতা পড়ে আপনার গান শুনতে ইচ্ছে হয়েছে। শুনুন। সুন্দর গান।
অনেক ধন্যবাদ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
একজন আরমান বলেছেন:
কোন অনুভূতি এখন আর
আমাকে স্পর্শ করে না।
বড় বেরঙ্গিন লাগে আজকাল
আমার সবকিছু।
বেশ লাগলো সুমনদা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: আমি ভাল লিখতে পারি না। তারপরও আমার কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
দেয়ালের ওপাশে রয়েছো তুমি, তাই
তোমাকে আর জড়িয়ে ধরা হল না
বলা হল না, ভালবাসি।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
আরজু পনি বলেছেন:
সম্পর্ক গুলো অনেক সময় এমনই হয় ।
কবিতায় ভালো লাগা রইল ।
বেরঙিন শব্দটার পরিবর্তে আর কিছু কি দেয়া যায় ?
-------
আপনি যুক্তি , প্রমানে বিশ্বাসী । কিন্তু ঠিক কোন যুক্তিতে বা কোন প্রমাণে মনে হলো আপনাকে আমি ঠেস দিব ? আমি সত্যিই বিব্রত বোধ করছি । কারণ যাদের ব্লগে নিয়মিত যাই, তারা অন্তত এই অপবাদ দিবে না । আর কোন কিছু পছন্দ না হলে সরাসরিই বলতে পছন্দ করি । রাখ ঢাক রাখার প্রয়োজন বোধ করি না । কাজেই ঠেস দেবার প্রশ্নই উঠে না ।
আর ব্লগে প্রায় দেড় লক্ষাধিক নিকের সবার পোস্টে যেমন একজনের যা্ওয়া সম্ভব না ...আর ব্লগে যে সীমাবদ্ধ সময় নিয়ে ব্লগিং করে তার পক্ষতো আরো সম্ভব না ।
আমাকে পরিবারের বাচ্চাদের পড়া থেকে শুরু করে বাসার অনেক কাজ করতে হয়, বাইরের অনেক দায়িত্ব পালন করতে হয়, তার মধ্যে চাকরীতো আছেই ।
আমি আপনার ব্লগ মিস করেছি, জানি ভালো লেখে এমন অনেকের ব্লগেই আমার এখন্ও যা্ওয়া হয় নি । আর এটা কি আমার একারই সমস্যা ? তা না কিন্তু ....আমি গিয়েছি এমন অনেকেই কিন্তু আমার পোস্টে আসেনি । সেদিক থেকে আমার পোস্টে যারা আসে আমি চেষ্টা করি তাদের সবার পোস্ট পড়তে এবং মন্তব্য দিয়ে পাশে থাকতে, তারা যেমন করে আমার পাশে থাকে । এভাবেই তো আন্তরিকতা বাড়ে ।
এখন যদি নতুন কেউ এসে অপনাকে ব্লগে আপনি তার পোস্টে যান নি? তার লেখা নিশ্চয়ই আপনার ভালো লাগে না ...এমন কথা তখন আপনার জবাব কী হবে দেখতাম ।
-----শেষে আমার জীবনের সত্যি একটা ঘটনা বলি, ঢাবিতে পড়ার সময়, সিনিয়র এক ভাইকে দেখলেই হাসি মুখে 'আসসালামু্ওয়ালাইকুম' বলতাম । কিন্তু অবাক হয়ে খেয়াল করতাম উনি আমার কাছ থেকে সালাম পেলেই ক্ষেপে যেতেন । অনেকদিন পর উনি স্বীকার করেছেন যে, উনি ভাবতেন আমি উনাকে ইচ্ছে করে উপহাস করতেই এমন করে সালাম দেই । কিন্তু অনেকদিন পর বুঝতে পেরেছেন আমি এভাবেই সবাইকে সালাম দেবার চেষ্টা করি ।কারণ এভাবেই প্রকৃত সালাম দেয়া উচিত ।
উনি এখন সরকারী বেশ উচু পদে আছেন, বর্তমানে ঢাকাতেই পোস্টিং ।
আমাদের পরিবারের সাথে উনার পরিবারের বর্তমানে খুবই ভালো সম্পর্ক ।
আশা করি, সেই দিন খুব বেশি দূরে নেই, যেদিন আপনার সাথে আমার ব্লগিয় ইন্টারেকশান খুবই ভালো হবে ।
সহ ব্লগারদের সাথে আমার কোন প্রতিযোগিতার সম্পর্ক নেই । বা সম্পত্তির কোন হিসেব নেই ।
এখানে আসি মনের কথা গুলো প্রকাশ করতে ।
জানি না, এতো কথা বললাম, তবু্ও ভুল বুঝে বসে আছেন কি না
আর ধন্যবাদ জানাই, আমার ব্লগ দেখতে যা্ওয়ার জন্যে । ভিজিটর লিস্টে আপনাকে দেখে ভালো লেগেছে ।
শুভকামনা রইল সুমন ।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
সুমন কর বলেছেন: সে সময় বেরঙ্গিন শব্দটা মাথায় এসেছিল। আমি আগেই বলেছি, আমি ভালো লিখতে পারি না। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
...............
জেনে খুশি হলাম, আমি আর আপনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনার লাইফের সাথে আরো একটা মিল আছে। আমাকেও পরিবারের একটি ৪.৯বছরের একটি বাচ্চাকে পড়াতে হয়। আমার বড় বোনের ছেলে, আমার কাছেই থাকে। মা-বাবা ছাড়া।
বাসা বা বাইরে তেমন কাছ থাকে না। অফিস আছে, এই যা। তবে সেটা অনেক ঝামেলার বা সারাদিনের।
আমার নাম আসল, কোন নিক নেম না। আমার লোগোর কথাটা বদলে কোন লাইন দেওয়া যায় কিনা দেখি? আমার নিজের সর্ম্পকে সত্য কথাটা সবাইকে বিরক্ত করছে। মাঝে মাঝে আমাকেও। আপনার কথা দিয়ে শেষ করছি:
আশা করি, সেই দিন খুব বেশি দূরে নেই, যেদিন আপনার সাথে আমার ব্লগিয় ইন্টারেকশান খুবই ভালো হবে ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
আরজু পনি বলেছেন:
আমার ব্লগ নিকটাও নিজের নামেই ।
যেহেতু ব্লগের নামকে সবাই নিক বলে তাই আমিও তাতেই অভ্যস্থ হয়ে গেছি ।
আর আপনার কবিতাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তা বললে আপনি যদি আবার ভুল বোঝেন সেই ভয়ে সংযত মন্তব্য করার চেষ্টা করেছি
আর বেরঙ্গিন এর জায়গায় বর্ণহীন পড়ে দেখলাম আমার ভালোই লাগছিল ।
আপনার জবাবটাতে স্বস্তি পেলাম ।
শুভকামনা রইল ।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
সুমন কর বলেছেন: স্বস্তি পেয়েছেন শুনে খুশি হলাম।
সুস্থ থাকুন।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
অর্থনীতিবিদ বলেছেন: কবিতাটির শেষ লাইনটি পড়ে শেষ করা মাত্রই বুকের মধ্যে এক ধরণের হাহাকার অনুভব করলাম। মনে হলো নিজের জীবনের অপ্রাপ্তিগুলোকে দেখতে পাচ্ছি। সবুজ মাঠে একজনকে সঙ্গে নিয়ে সাদা কাশ হওয়ার স্বপ্ন ছিল, কল্পনা ছিল। স্বপ্ন আর কল্পনাগুলো কেন যেন কখনো সত্যি হতে চায়না। তাইতো সবুজ মাঠের পরিবর্তে এখন সেখানে শুধুই মরুভূমির শুন্যতা। আপনার কবিতাটি ছোট্ট অথচ কী ভীষণ আবেদনময়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: আমি যা বুঝাতে চেয়েছি, ঠিক তা বুঝতে পেরেছেন। তাই ধন্যবাদ।
পড়ার জন্য আরো একটা ধন্যবাদ।
ভালো থাকবেন, সব সময়।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো কবিতা।
শুভকামনা।।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫
তাসজিদ বলেছেন: অপ্রাপ্তি নিয়েই আমাদের পথচলা, ভাবনা, কম্পনা, সপ্ন এবং পরিশেষে প্রথান।
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭
সুমন কর বলেছেন: মন্তব্য এবং পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১
মাহতাব সমুদ্র বলেছেন: চুন-পলেস্তারা খসে পড়ে গেছে
তবুও ভাঙ্গা হল না দেয়াল !
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:০৫
খায়রুল আহসান বলেছেন: বলা হল না, ভালবাসি -- হায়! এমনি করে কত মানুষের কত কথা অব্যক্ত থেকে যায়!
কবিতা ভালো লেগেছে।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
বোকামন বলেছেন:
কোন অনুভূতি এখন আর
আমাকে স্পর্শ করে না।
বড় বেরঙ্গিন লাগে আজকাল
আমার সবকিছু।
সুন্দর কবিতা :-)
অনুভূতিগুলো রঙিন হোক ...
শুভকামনা রইলো কবির জন্য।।