| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
সবাইকে শারদীয় দুর্গাপূজো এবং কোরবানী ঈদের শুভেচ্ছা। খুশির এই আমেজে আপনাদের আনন্দের মাত্রায় নতুন এক সংযোজন; আমার এই ফান পোস্ট। আমি এই ফান পোস্টটিতে শুধুমাত্র যারা নিক নাম ব্যবহার করে, তাঁদের কিছু নিক নাম এবং প্রোপিকের উপর ভিত্তি করে এই পোস্টটি তৈরি করেছি। সময়ের স্বল্পতার জন্য অনেকের নাম ব্যবহার করতে পারিনি। তবে ব্লগে ইদানিং যাদের মোটামুটি দেখা যায়, তাদের নিয়ে ফান পোস্টটি তৈরি। যারা নাম বা অর্ধেক নাম (স্বপ্নবাজ অভি, টুম্পা মনি ইত্যাদি) ব্যবহার করে, তাদেরকে এই পোস্টে রাখা হয়নি। আশা করি, পরবর্তীতে তাদের নিয়ে অন্য একটি পোস্ট দিব।
আসুন দেখে নেয়া যাক কিছু ব্লগারদের নিক নেইম এবং প্রোপিক আমাদের কি নির্দেশ করে:  
জানা                                       উনি রিকশায় করে সব ব্লগারের আইডি সনাক্ত করবেন,                        
                                            জানবেন এবং দেখবেন মাল্টি আাছে কিনা, তারপর         
                                জেনারেল করবেন। তাইতো নতুন ব্লগারদের র্ধৈয্য ধরতে  
                               হবে। জানার আছে বাকি! তাড়াহুড়া করা যাবে না।
আরজুপনি                                    কোন প্রকার আর্জি করলে উনি মুষ্টিবদ্ধ হাতে আপনার      
                                       চোয়ালে একটা ঘুষি দেবার জন্য প্রস্তুত হয়েই আছে। 
                                        তাই সাবধান!! আর উনার সহকারী মডু হবার জন্য 
                                       অনেককে হোপ দিয়েও তা পূরণ করেননি! সো নো 
                                        হোপ!! 
মাননীয় মন্ত্রী মহোদয়                                  উনি রাজাবিহীন রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়। 
                                                   চিৎকার করে হাত-পা ছড়িয়ে বলতে চায়, আমিই 
                                                   রাজা। তাই একবার রাজ্যের রাণী সাহেবা উনাকে 
                                                   ব্যান করে দিয়েছিল!! তাই ভয়ে উনার চোখ খুলে 
                                                  গেছে। আর নো রাজা, মন্ত্রীতেই উনি খুশি।
বিদ্রোহী ভৃগু             দেশের স্বার্থ রক্ষায়, উনি সেই পৌরাণিক কাল  
                                                থেকে বিদ্রোহ করে যাচ্ছে। কোন আপোশ করা    
                                               যাবে না! এগিয়ে যান, আমরা আছি পিছু পিছু।
মাগুর                                     উনি দেশী মাগুর খেতে পছন্দ করতেন। কিন্তু আজকাল আর       
                                   চাষের মাগুর ছাড়া পাওয়া যায় না। তাই উনি নিশিরাতে 
                                 বাল্বের আলোয় দেশী মাগুর খুঁজতে বের হয়।
প্রোফেসর শঙ্কু                                     এই জীবনে অনেক মাষ্টারী করেছেন। প্রোফেসরও                                                                                                                                                                                                                                                                                 
                                            হইছেন। এখন সকলে উনাকে বলে, মাষ্টারী করতে  
                                            করতে মাথাটা গেছে! তাই মনের কষ্টে দু’হাত দিয়ে  
                                            নৌকা চালিয়ে অচিন দ্বীপে চলে যাচ্ছেন!!
শুঁটকি মাছ                                            কাঁচা আর রান্না মাছ তো অনেক খাইলাম!! এখন আর    
                                              শুঁটকি মাছ ছাড়া কিছুই ভালো লাগে না! সমস্যা হলো 
                                              শুঁটকি মাছ তো বাসায় প্রতিদিন রান্না করা হয় না। 
                                              তাই আজকাল পাতাও খাইতে শিক্ষতাচ্ছি!!
ইষ্টিকুটুম                                                জীবনে অনেকবার পাখি (বেনেবউ) হয়ে বহু বাড়িতে    
                                              কুটুম হয়ে কাঁটিয়েছি!! মাঝে মাঝে এর তার সাথে                 
                                             একটু একটু ইষ্টপুষ্ট করেছি!! আগে অনেক ভালো রঙিন  
                                             দিন কাঁটাইছি।
নেক্সাস                                                 উনি আনলকড নেক্সাস অলটাইম ব্যবহার করত আর      
                                               দুধ ছাড়া চা খেতে খেতে সামুতে পোস্ট দিতেন এবং দেন!!
কাল্পনিক_ভালোবাসা                                         উনি কল্পনায় অনেক রমনীর ভালবাসার পাত্র 
                                                        হয়েছিলেন!! কিন্তু বাস্তবে কারো হাতে ধরা দেয়   
                                                        নাই, তাইতো অলয়েজ মুখে মুচকি হাসি!!
ঢাকাবাসী                                              উনি আবার একটু খুঁতখুঁতের প্রকৃতির! ঢাকার হাওয়া,  
                                               খাবার, পানি, যানজট, লোডশেডিং... ছাড়া চলতে পারে  
                                               না। তাই পণ করেছে মৃত্যুর আগ পর্যন্ত ঢাকাবাসী হয়ে      
                                               থাকবে।
গোর্কি                                                 ছোটবেলায় যখন রুশ সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘মা’  
                                               পড়েছিলেন, তখন থেকেই স্বপ্ন ছিল, একদিন গোর্কির 
                                               মত একটা উপন্যাস লিখবেন!! সেই থেকেই উনি গোর্কি 
                                                নামটি নিয়েছেন!!
কান্ডারী অথর্ব                                         উনি শক্ত হাতে সামুর কান্ডারী হবে এটাই আমাদের        
                                                প্রত্যাশা। নতুন ব্লগার যারা জরাগ্রস্ত ও অকর্মণ্য 
                                               তাদের উনি উৎসাহ ও আশা দিয়ে ব্লগের দরজা  
                                               খুলে দেবেন। শুভ ব্লগিং।
দুঃস্বপ্০০৭                                          ব্লগিং করতে এসে উনি সাত, সাতবার দুঃস্বপ্ন দেখেছে!!
                                              ভয়ে উঠে, আয়নায় গিয়ে দেখেন চেহারার অর্ধেক পাট               
                                              নাই!! সাতশো বার দুঃস্বপ দেখলে উনার ভয় কেঁটে     
                                              যাবে, এই দোয়া করি।
খাটাস                                                  উনি ব্লগে আসার পর, ভয়ে বাকি সব ব্লগার দৌঁড়ে                    
                                              পালাইছে!! এহন, উনি খালি রাস্তায় সবাইকে খুঁজতাছে। 
                                              অবশ্য ভাইজান মনে মনে, একটু খুশিও হইছে! কারণ, 
                                              এখন থেকে উনি খালি মাঠে গোল দিবে!!
বটবৃক্ষ                                               উনি বটবৃক্ষের মতো শতবর্ষ, হাজার বর্ষ সামুকে আগলে  
                                              রাখবেন, আমরা এই প্রতাশা করি। ব্লগারা উনার গাছের ছায়ায়     
                                                          বসে, মাথা ঠাণ্ডা করে হেসে খেলে ব্লগিং করবেন।
বোকামন                                         উনি সামুতে মাল্টি নিক আর ফ্লাডিং দেখে বোকামনের  
                                           মানুষ হয়ে গেছেন!! তাই উনাকে দরজার ভিতরের বন্ধ  
                                          করে রাখা হয়েছে। কিন্তু কবি মনকে অবরুদ্ধ করে রাখা      
                                          যায় না, এটা মনে রাখবেন !
ভোরের সূর্য                                       নতুন ভোরের সূর্যের আলোয় সামুর সব অন্ধকার দূর  
                                           করে দেবার জন্য ইনি আমাদের মাঝে এসেছেন। 
                                          উনার আলোয় সামুর সব অমাবস্যা কেঁটে যাবে এই 
                                         প্রত্যাশা করি।
পোস্টের শুরুতেই বলে নেয়া হয়েছে, এটি একটি ফান পোস্ট। তাই আমার ভুল এবং ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পূজো এবং ঈদকে সামনে রেখে, একটি পোস্ট দেবার কথা ছিল। তাই সবার সাথে একাত্মা হয়ে আনন্দ শেয়ার করা জন্য আমার এই ফান পোস্ট। যদি একজন ব্লগারকেও একটু আনন্দ দিতে পারি, তাহলেই সার্থক আমার পোস্ট। 
সবাইকে আবারও ঈদ-উল-আযহা এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। সবার পূজো, ঈদ এবং ছুটি আনন্দে কাঁটুক এই কামনা করি। কারণ, ঈদের পর দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, বলা যাচ্ছে না!!! তা ভবিষ্যতই বলে দেবে।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  হা হা!!! দারুন হইছে.............. কাল্পনিক ভালোবাসা!!! 
ঈদের শুভেচ্ছা রইল ....... 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৫
সুমন কর বলেছেন: মজা পাইলে আমিও খুশি। আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
৩| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৩
শায়মা বলেছেন: মজার!![]()
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।  
 
৪| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ফান পোস্ট দারুণ! 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
পুজো এবং ঈদের শুভেচ্ছা।
৫| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৯
 আমিনুর রহমান বলেছেন: 
গ্রেট পোষ্ট ব্রাদার !!!
পোষ্ট প্রিয়তে এবং অবশ্যই প্লাস পরিশেষে ফেবুতে শেয়ার। 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:০৮
সুমন কর বলেছেন: মন্তব্য, প্রিয়তে নেওয়া এবং প্লাসের জন্য ধন্যবাদ। 
সকালে ফেবুতে গিয়ে, দেখুব!! যদি না পাই, তবে কিন্তু খবর আছে!!!!
ফান পোস্ট, তাই ফান করলাম.......... 
  
  
  
 
৬| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫১
ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ ভাই। ফান পোস্ট হলেও আমার বিষয়ে ফান কিছু লেখেননি।সঠিক কমেন্ট করেছেন।আপনাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা।ভাল থাকবেন। চেষ্টা করবো ভোরের সূর্যের আলোয় সামুর সব অন্ধকার দূর করে দেবার।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৩০
সুমন কর বলেছেন: আসলে লেখার জন্যই আপনারটা নিয়ে ফান করা গেল না। বলতে পারেন এটাও এক ধরণের ফান। কারণ এখানে নিক নাম এবং প্রোপিকটা ব্যবহার করেছি।
ভালো থাকবেন।
পুজো এবং ঈদের শুভেচ্ছা।
৭| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো ভাই। তবে কি জানেন আমি অথর্ব তাই সামুর হাল ধরা আমার কাজ নয়। এটা যাদের কাজ তারাই করুক। কারন তাদেরকেই এই কাজ শোভা পায়। আমি খুব সাধারন অথর্ব আমাকে সাধারন হয়েই থাকতে দিন নাহয়। 
পূজার শুভেচ্ছা রইল এবং ঈদ মোবারাক। আপনার এই পোস্টটি কাল আমার পোস্টে এড করে নেবো। 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৪৪
সুমন কর বলেছেন: আমি নিক নাম এবং প্রোপিক ব্যবহার করেছি। সবগুলো একটু সময় করে পড়ে দেখবেন শুধু নিক নাম আর প্রোপিক। এখানে সেন্স অফ হিউমার আসেনি!!! 
এবার মনে হয় আপনি রাগ করেছেন!! কারণটা, আমাদের মধ্যেই থাকুন!!
অন্যদিন হলে হয়তো বলতেন, দারুণ পোস্ট।
এড করে নেবার জন্য অগ্রীম ধন্যবাদ দিয়ে রাখলাম। কাল দেখব।
ভালো থাকবেন।
পুজো এবং ঈদের শুভেচ্ছা।
৮| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আইডিয়া টা চমৎকার!
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৪৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থেকো।
পুজো এবং ঈদের শুভেচ্ছা।
৯| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
ভাল লাগল। 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৫০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
পুজো এবং ঈদের শুভেচ্ছা। 
১০| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৪১
শুঁটকি মাছ বলেছেন: আমারে এম্নে কইরা পচানী দিলেন সুমন দা?নেক্সট ঈদ আহুক।আমিও দেখায়া দিবামনে!!!! 
  
  
  
 
পোস্ট অত্যান্তিক মজা হইছে!!!!!!!!
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৫৯
সুমন কর বলেছেন: মুই ভয় পাইছি!!! অনেক ধন্যবাদ। 
আপনি পোস্টটি পড়েছেন এবং ফানটা বুঝতে পেরেছেন। আসলে একটু ঈদের মজা দেবার জন্য ফান করলাম। আপনার নিক নাম আর প্রোপিকের সাথে মিল রেখে লাইনগুলো হয়েছে।
আমি এর মাধ্যমে সবাইকে বলতে চাই, আমার পোস্টের শুরুতেই বলা আছে, আমি নিক নাম ও প্রোপিকের সাথে মিল রেখে কিছু আনন্দ বা লাইন দেবার চেষ্টা করেছি। তাই কেউ রাগ বা অভিমান না করে শুধু ফানটা গ্রহণ করবেন। দয়া করে ভুল বুঝবেন না।
ভালো থাকবেন।
পুজো এবং ঈদের শুভেচ্ছা।
১১| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ৩:৫৪
শ্যামল জাহির বলেছেন: ঈদ-পূজোর শুভেচ্ছা! পোস্ট-এ প্লাস।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা।
১২| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ৭:৪১
বশর সিদ্দিকী বলেছেন: বটবৃক্ষরে তো বুড়ি বানাইয়া দিলেন।
কাল্পনিক_ভালোবাসা র পিকটা বেশি ভাল লাগে।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৬
সুমন কর বলেছেন: পূজো এবং ঈদের ফান পোস্ট, সো খানিক মজা দেবার জন্য........ধন্যবাদ।
১৩| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের ফান পোস্টে দুঃস্বপ্ন ভা ইকে ঢুকিয়ে খুব খারাপ করলেন।ওনাকে দেখলে ই মনে হয় এই বুঝি বলে ওঠবেন আজকে মহাপ্রলয় হবে ব্লা ব্লা ব্লা। 
  
 পুরো ঈদ ই মাটি।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:২০
সুমন কর বলেছেন: পূজো এবং ঈদে কোন ভেদাভেদ নেই। সকলে আমরা সকলের তরে। আর ফান পোস্ট তৈরি করার সময় উনার নাম মনে পড়ে গেল, তাই........ 
ঈদ মাটি হবে কেন? সবাই আনন্দ একসাথে শেয়ার করব।
ভালো থাকবেন এবং শুভেচ্ছা নিবেন।
১৪| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লাগলো- বিশেষ করে ‘খাটাস’কে ![]()
ধন্যবাদ 
 এবং শুভ কামনা।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:২১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা নিবেন। 
 
১৫| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লাগল। বিজয়ার শুভেচ্ছা।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:২২
সুমন কর বলেছেন: ভালো থাকবেন।
পুজো এবং ঈদের শুভেচ্ছা। 
১৬| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:২৪
গোর্কি বলেছেন: 
হা! হা!! হা!!! আমি ইহজন্মে কস্মিনকালেও গল্প, কবিতা লিখি নি। গল্প কবিতায় মন্তব্য করতে গিয়ে প্রায়শই কুপোকাত হই। কোনরকমে প্রবন্ধ/নিবন্ধ জাতীয় ছাইপাশ দাঁড় করাই অবসর সময় কাটাতে। নিকটা পরিবর্তন করব কিনা ভাবছি? (মাথা চুলকানোর ইমো হইবেক) 
পোস্টে ভাললাগা। শারদীয় এবং ঈদ শুভেচ্ছা রইল। 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৫
সুমন কর বলেছেন: আপনার প্রবন্ধ/নিবন্ধ ভালো লাগে। আর নিক পরিবর্তন করবেন কেন!!
পূজো এবং ঈদে একটু মজা না করলে কি হবে?? 
ভালো থাকবেন এবং শুভেচ্ছা নিবেন।
১৭| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৯
আরজু পনি  বলেছেন: 
সবাই খালি ঘুষিটাই দেখে  
 
ওতে যে আশা জাগানিয়া  hope 5 আছে তা কেউ দেখে না !  
  
 
পোস্ট অনেক মজার হয়েছে  সুমন ।
শারদীয় শুভেচ্ছা রইল ।
কাল্পনিক_ভালোবাসা কৈ ?
স্মৃতি স্বরূপ পোস্ট প্রিয়তে রাখলাম
 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৪০
সুমন কর বলেছেন: ছিঃ, ছিঃ, এটা কি বললেন!!!  
  
   আপনার আশায়, আমরা জেগে আছি। ব্লগ সুন্দর এবং গঠনমূলক হোক - আমরা এই আশাই করি। 
উনাকে তা আমিও হারিকেন দিয়ে খুঁজতেছি!!! মনে হয়, গরুর হাটে!!
অনেক ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা।
১৮| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৫৫
আরজু পনি  বলেছেন: 
থাক আর কাঁদে না  
 
আমি বুজবার পারছি যে, আপনারা বুজবার পারছেন আরজুপনি 'আশা জাগানিয়া'  
 
 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১০
সুমন কর বলেছেন: আবার মন্তব্য করার জন্য বববববড়ড়ড়ড়ড়ড় একটা ধন্যবাদ।  
  
 
ভালো থাকবেন।
১৯| 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৫৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা, পোস্ট অনেক মজার হয়েছে সুমন । 
 
ক্যান যে একটা নিক নিলাম, মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে  
  
  
পোস্ট প্লাসায়িত ।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:২১
সুমন কর বলেছেন: আপনি নিক নিলে, অবশ্যই আপনারটা থাকত!! কারণ আপনি আমার একজন প্রিয় ব্লগার।
চুল ছিঁড়েন না!!  
  
  
 সবার সাথে আনন্দ শেয়ার করে নিবেন।
মামুন ভাই, পূজো এবং ঈদের শুভেচ্ছা নিবেন।  
  
 
২০| 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৫৬
মামুন রশিদ বলেছেন: 'ক্যান যে একটা নিক নিলাম না' হবে
 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: না ভাই, আপনি নিক নেবেন না। এটা আমার অনুরোধ।
আমাদের মতো মানুষদের কি নিক নেবার দরকার পড়ে!!! 
ভালো থাকবেন। 
২১| 
১৪ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:০৫
রহস্যময়ী কন্যা বলেছেন: মজার পোষ্ট ![]()
 
১৪ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:২০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা নিবেন।  
 
২২| 
১৪ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৩৭
কুমার মিজান বলেছেন: সুন্দর একটি রম্য পোষ্ট। লেখককে ধন্যবাদ। ++
 
১৪ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: ভালো থাকবেন এবং শুভেচ্ছা নিবেন।
২৩| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০২
এম ই জাভেদ বলেছেন: সিডির দোকানের ভাষায় বলাম- ভালা হইছে রে .....।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:১৬
সুমন কর বলেছেন: আমি ধন্য, ভাইজান......... 
  
 
২৪| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
আমি বিদ্রোহী ভৃগু
ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন!!!!  
(এই দু লাইনের অর্থ বুঝতে সেই পুরাণের কাহিনী পুরোটা জানতে হবে; নজরুর গবেষকের কথা শুনে পরে..কাহিনী জেনে তবে মহা বিস্মিত হয়েছি.. মহাকবির মহাজ্ঞান আর প্রতিভায়। কি অবলীলায় দুটো লাইন লিখে দিলেন যা বুঝতে পুরাণের আগা মাথা পর্যন্ত জানতে হয়। সেই গুরু কবির জন্য অশেষ কল্যান কামনা। )
যবে উৎপীড়িতের ক্রন্দনরোল
আকাশে বাতাসে ধ্বনিবেনা
অত্যাচারী খড়গ কৃপান
ভিম রণভূমে রণিবে না
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হবো শান্ত!!!
মহাকবির সেই অমিয় সাহসের বাণীইতো আমাদের প্রেরণা। 
সেই দিন পর্যন্ত সাথে থাকুন। 
ফান করতে করতে, গান করতে করতে
মান-অভিমান সবই সই...
শুধু দেশ মাকে ভালবেসে
মানুষ আরে মানবতাকে সেবার শর্তে।। 
বিসর্জনতো হয়েই গেল তবু শারদীয় শুভেচ্ছা।
ঈদ মোবারক।
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:০৮
সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমার এই পোস্টের জন্য আপনার কাছ থেকে, সুন্দর কিছু লাইন আমরা পেলাম। 
ভালো থাকবেন এবং শুভেচ্ছা নিবেন। 
২৫| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লেগেছে ফান পোস্ট!
 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: পড়া জন্য ধন্যবাদ।
২৬| 
২৭ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! বেশ মৌলিক আইডিয়া বের করেছেন।
আর আমার কথা কি আর বলব, আপনি এত্ত গুলো দুষ্ট!! একেবারে সঠিক জায়গায় হাত দিয়ে ফেলেছেন। আপনাকে সিআইডিতে ট্রান্সফার করা হোক 
 
  
  
 
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:২৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। 
এই আর কি  
  
 , একটু মজা হইল.........হিহিহিহিহিহি
২৭| 
০২ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:১৯
নেক্সাস বলেছেন: বাহ আমি এই পোষ্ট দেরিতে দেখলাম কেন?
অনেক ইউনিক আইডিয়া।
ঈদ পুজা এবার সত্যই আনন্দময় হয়েছে ।
ধন্যবাদ সুমন ভাই। চায়ের দাওয়াত অলওয়েজ
 
০২ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: দাওয়াত গ্রহণ করা হইল। ভাল থাকবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২৮| 
১৪ ই জুন, ২০১৬  সকাল ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: দারুণ মজার একটা পোস্ট দিয়েছেন, খুবই উপভোগ করলাম। এবারে প্রকৃ্ত নাম আর প্রকৃ্ত ছবি নিয়ে যারা লেখেন, তাদের ব্যাপারেও কিছু বলুন।
 
১৪ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:২৮
সুমন কর বলেছেন: হাহাহা.........আসলেই মজার একটি পোস্ট ছিল। তখন প্রায় নতুন, তবুও অনেক ব্লগারকে সাথে পেয়েছিলাম। 
আসল নাম নিয়ে করাটা মনে হয় ঠিক হবে না। নতুন কিছুর চেষ্টা থাকবে। 
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সামুর অমাবস্যা কেটে যাক