![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
ব্লগে আজকাল খুব সুন্দর সুন্দর ছবি ব্লগ দেখি। যার প্রতিটি অপরূপ। তাই আমারও ইচ্ছে হলো একটি ছবি ব্লগ দেই। এই পোস্টটি যারা ছবি ব্লগ এবং গাছপালা পছন্দ করে, তাঁদের সবাইকে উৎসর্গ করলাম।
আমার বারান্দায় যত্ন আর একটু অবহেলায় বেড়ে ওঠা কিছু গাছ :
১. ক্যাকটাস
২..........
৩. চায়না চামেলী ও নয়ন তারা
৪...........
৫...........
৬...........
৭. তুলশি ও
৮...........
৯............
১০.........
১১. ক্যাকটাস
১২.........
১৩.........
১৪. ক্যাকটাস
১৫. ক্যাকটাস
১৬. নয়ন তারা
১৭. মানি প্ল্যান্ট্ ও ফার্ণ
১৮. মানি প্ল্যান্ট্
গাছগুলোর নাম জানিনা। পাতাবাহার নামেই পরিচিত এবং কিছু ক্যাকটাস প্রজাতি। নাম্বার দিলাম কারণ, কারো যদি নাম জানা থাকে বলে দিবেন। এডিড করে দিব।
সবাইকে ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: বাংলার মাঠে নয়; এ আমার ছোট বারান্দায় দেখিতে মিলিবে।
অনেক ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
নীল সুমন বলেছেন: সব ছবি যে পাহাড় পর্বতের হতে হবে এমন কোন কথা নেই।
ভালো পোষ্ট।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
সুমন কর বলেছেন: আসলেই নিজের হাতের র্স্পশ মাখা, যে কোন কিছু একটু বেশী পছন্দ!!
আর এগুলো বিশাল নয়, একটু একটু করে আমার সামনে বড় হওয়া।
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর আপনার বাগানের গাছগুলো।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: ঢাকা শহরে ভাড়া বাড়িতে বাগান তো দূরের কথা, বারান্দাই নাই!!
এ বাসায় বড় বারান্দা পেয়েছি তাই পারলাম। বাসা ছাড়লে এদের কি হবে, ভাবলে মনটা খারাপ হয়ে যায়! তাই এই পোস্টটি স্মৃতি হয়ে থাকবে।
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
হিমু্_017 বলেছেন: সুন্দর
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভালো লাগলো ছবি ব্লগ । সবগুলো গাছ আমার আছে । ৪ নং গাছটি আমার ভীষণ প্রিয় ।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: তার মানে আপনিও, আমার মতো গাছপ্রিয়!! জেনে ভাল লাগল।
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমার বাগানের ফুল নিয়ে একটা পোস্ট দেবার ইচ্ছে অনেক দিনের । আপনার পোস্ট দেখে আবার লোভ লাগছে ।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
সুমন কর বলেছেন: গুড, অপেক্ষায় থাকলাম।
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: আপনার বারান্দাটা সুন্দর । আর গাছ দিয়ে এত সুন্দর করে সাজানোতে আপনার সুরুচির পরিচয় পেলাম ।
চমৎকার ছবি ব্লগে ভালোলাগা ।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন ভাই।
ভালো থাকবেন।
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
গোর্কি বলেছেন:
পুষ্প দেখিয়া জুড়াইলো প্রাণ
খুশিতে কেবল আসে গান।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
সুমন কর বলেছেন: আপনার মনে গান এনে দেবার জন্য, পোস্ট সাথর্ক হল।
গানটি সুন্দর। ধন্যবাদ।
ভালো থাকবেন।
৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সুন্দর পাতায় লতায় ফুলে ডালে!
একটা প্রশ্ন করি দেখি উত্তর দিতে পারেন কিনা- এই গাছগুলোর মাঝে একটা গাছ আছে কোটি টাকা (বা তার চেয়েও বেশি) মূল্যের। কোনটি এবং কেন!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
উত্তর হলো: তুলশি। কারণটা আমরা সবাই জানি। তাই আর বললাম না।
ভালো থাকবেন।
১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: গাছপালা নিয়ে কোন প্রশ্ন থাকলে এই ব্লগারকে জিজ্ঞেস করতে পারেন। উনি হয়ত আপনাকে নাম খুঁজে দেয়ার বিষয়ে সাহায্য করতে পারবেন।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
সুমন কর বলেছেন: আপনাকে আবার ধন্যবাদ। এমজেডআই এর ব্লগে গিয়ে দেখলাম!!
আসলেই, উনাকে একদিন জিজ্ঞেস করতে হবে।
ভালো থাকবেন।
১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার ছবি ব্লগ। তোমার কাছ থেকে কিছু ডাল পালা ছিড়ে নিয়ে আসতে হবে। আমি আমার নতুন বাসার বারান্দায় ও ছাদে বাগান করার চিন্তা করছি।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
সুমন কর বলেছেন: অবশ্যই আসবেন। যদি ততদিন গাছগুলো টিঁকে যায়, নিয়ে যাবেন। আর আপনার বাগানের অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫
হৃদয় রিয়াজ বলেছেন: ভাল লাগল। আপনি যেগুলোর নাম জানেন না সেগুলো আমারও জানা নেই। জানতে পারলে ভাল লাগত। ভাল পোস্ট।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০২
শ্যামল জাহির বলেছেন: দারুণ ছবি ব্লগ!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩
ডরোথী সুমী বলেছেন: তেমন বিশাল কিছুনা কিন্তু বিষয়টা আমার কাছে খুব স্পেশাল কারন এই গাছ লতাপাতা গুলোতে আপনার স্পর্শ, ভালবাসা জড়িয়ে আছে। সেই সাথে এটা আপনার জন্যও একটি স্পেশাল পোস্ট। ঈর্ষা হচ্ছে! আমারও যদি এমন স্পেস থাকতো!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
সুমন কর বলেছেন: আসলেই, মাঝে মাঝে মনটা খারাপ লাগে যদি গাছগুলোকে না রাখতে পারি!
জায়গার অভাবে!! অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার সুমন দা!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ, অভি।
ভালো থাকবে।
১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭
সুফিয়া বলেছেন: Wow ! Very nice. +++++++++
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ছবিগুলো শেয়ার করায় আমাদের জন্য আপনার আন্তরিকতা ও ভালবাসা খুঁজে পেলাম। ভালো লাগলো।
যত্ন আর একটু অবহেলায় বেড়ে ওঠা কিছু গাছের ছবিগুলোতে প্লাস!
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩
সুমন কর বলেছেন: আপনাদের জন্যই শেয়ার করলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
আমি ইহতিব বলেছেন: দারুন কালেকশন আপনার। ছবিগুলোও ভালো হয়েছে।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
২০| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: বারান্দায় এত এত গাছ!
ফুল-ছবি দেখে মুগ্ধ।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
সুমন কর বলেছেন: কি করব বলুন!! প্রোফেসর সাহেব। তাইতো বাসা ছাড়ার কথা মনে হলে, খুব খারাপ লাগে।
ভালো থাকবেন।
২১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার গাছের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো! নাম না জানাটা আমার মধ্যেও, গাছ ভালো লাগলে নিয়ে আসি, কিন্তু নাম জানি না!
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে জায়গা কম, তাই আর কিনতে পারি না। পরে কিনতে হবে।
ভালো থাকবেন।
২২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: Nope
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: হলো না!!
তাহলে, আপনি বলে দিন!!
২৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নয়ন তারা
নয়নতারা থেকে এন্টিক্যান্সার ড্রাগ পাওয়া যায়, ভিনক্রিস্টিন এবং ভিনব্লাসটিন।
২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
শান্তির দেবদূত বলেছেন: বাহ! চমৎকার!
প্রায় সবগুলোই তো দেখছি ফুলবিহীন গাছ! আপনি কি খুব কঠোর প্রকৃতির মানুষ ভাই? হা হা হা ।
২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৭
সুমন কর বলেছেন: আসলে ফুল গাছ লাগানো হয়েছিল কিন্তু থাকে না!! তাই আর কেনা হয় না।
৩, ১৪ এবং ১৬ নং গাছে কিন্তু ফুল ফুটে। ভালো থাকবেন।
২৫| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার সব ছবিতে অনেক ভালোলাগা রেখে গেলাম।
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
এহসান সাবির বলেছেন: দাদা আমার কিছু গাছ আছে আপনার মতো। সব গুলোর বয়স ২০+, ভাবছি আমিও একটা ছবির ব্লগ দেবো আপনার মতো। পোস্টে ভালো লাগা।
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: আপনারও আছে, জেনে খুশি হলাম। আর আপনার ছবি ব্লগের অপেক্ষায় থাকলাম।
ভালো থাকবেন।
২৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
গোকুল নাগ বলেছেন: ভালো লাগলো.।।
০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
অনিকেত নন্দিনী বলেছেন: আপনার গাছগুলি আসলেই খুব সুন্দর!
১৪ নাম্বার ক্যাকটাস আমারও একখানা আছে। ওইটা ভারী বজ্জাত। এই পর্যন্ত একটাও ফুল ফোটায়নি
একই গাছ ছাদে অন্যজনের একটা আছে। ওইটায় কি সুন্দর ফুল ফোটে!
১৫ নাম্বার ক্যাকটাসের মতো ক্যাকটাসখানা তো প্রায় ছাদ ছুঁয়ে ফেলেছে। ওইটা আমার বাগানের সবচেয়ে প্রাচীন গাছ
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
সুমন কর বলেছেন: ১৪নং টায় এখন প্রায় ১৩টি ফুল আছে।
শীতকালে হয়।
১৫ নংটা জানালার পাশে রাখা।
আপনি হয়তো খেয়াল করেননি। আমার ব্লগে আসায় ধন্যবাদ।
২৯| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: খুব ভালো লাগলো আপনার এ ছবি ব্লগ দেখে ও পড়ে। আমার স্ত্রী বাসার ছাদে ও বারান্দায় গাছ লাগিয়েছেন এবং তার নিয়মিত পরিচর্যা করে থাকেন। এই ব্লগের প্রায় সবগুলো গাছই তার সংগ্রহে আছে। ক'দিন থেকেই ভাবছিলাম, আমিও এখন থেকে তার সাথে নিয়মিত এ কাজে যোগ দিব। বৃক্ষমেলাও তো এসে গেল। সেখান থেকেও নতুন কিছু সংগ্রহের ইচ্ছে আছে। য়াপনার এ ব্লগ পড়ে এসব ইচ্ছে আবার নতুন করে দেখা দিলো।
২২ শে জুন, ২০১৬ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: ভাবীর গাছ সংগ্রহের সখ আছে এবং আপনি নতুন সংগ্রহ করবেন জেনে, ভালো লাগল। কিনে ফেলুন, কিছু গাছ।
এ ছবি ব্লগের প্রায় সবকটি গাছ এখনো বেঁচে আছে। ৫টি মরে গেছে। এসেছে নতুন কিছু। দেখি সময় করে আরো একটা ছবি পোস্ট দিয়ে দেবো।
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৩০| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৫
মাদিহা মৌ বলেছেন: এককালে আমারও বাগান করার খুব শখ ছিল। সিডরে সব নষ্ট হয়ে যাওয়ায় শখ উবে গেছে …
আপনার বারান্দার এক চিলতে বাগান খুব ভালোলাগলো।
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: দেখার জন্য ধন্যবাদ।
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
স্রাঞ্জি সে বলেছেন:
আপনার ছবিব্লগ সিরিজ দেখার জন্য আসছিলাম।
পাঁচ বছর হয়ে গেল, এখন যদি জিজ্ঞেস করি গাছ গুলো কেমন আছে.. তাহলে তা বোকামি ছাড়া কিচ্ছু না।
তো এখন প্রশ্ন হল, আপনার বারান্দায় কি এখন গাছবন্ধুদের সখ্যতা আছে ত।
ছবিব্লগে +++ নেন.....
আমার ছাদে একখণ্ড ছবি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: ছবি ব্লগ দেখে যাবার জন্য ধন্যবাদ। 4, 9, 11, 14, 16, 18 এখনো টিকে আছে। বাকিগুলো স্থলে নতুন গাছ এসেছে। গাছদের সাথে আমার সখ্যতা সব সময়ই থাকবে। কিন্তু নতুন বাসায় গেলে এতো বড় বারান্দা পাবো না, তাই ভেবে পাই না; টপ, মাটি আর গাছগুলোর কি হবে... দেখি পরে আরো একটা গাছ-পোস্ট দেবো।
ছাদ থাকলে তো আরো মজা। বেশি জায়গা, বেশি গাছ। ঐগুলো কি গাছ? নতুন কিছু গাছ সংগ্রহ করে লাগিয়ে নিন।
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
স্রাঞ্জি সে বলেছেন:
খুশি হলাম। এখনো যে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছেন।
পরেরবার যদি দেন, তাহলে ছবিগুলো আরেকটু সুন্দর করে তুলবেন।
হ্যাঁ- কিছু ঢেঁড়স আর কয়েকটা বেগুন চারা,
বাড়তে একটা সমস্যা। সব্জি গাছ ছাড়া অন্য গাছ রোপণ করতে দেয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: ওকে, সুন্দর এবং বড় করে দিতে চেষ্টা করব। তখন বড় করে দিতে পারতাম না।
সব্জি, গুড। ফ্রেশ খেতে পারবেন। না বলে, ২/৩টি পাতা বাহার ছাদে লুকিয়ে রেখে আসবেন। পরে আবার.........
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: সুমন কর,
সাম্প্রতিক মন্তব্যের ঘরে আপনার এই ছবিব্লগের কথা দেখে উঁকি দিলুম । বৃথা যায়নি উঁকি দেয়া । নিকোনো উঠোনের মতো সুন্দর গাছগুলো ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: উঠোন নেই তো কি হয়েছে, বারান্দায় আমি গাছ লাগাব..........হাহাহাহাহা। গাছ সংগ্রহ করতে ভালো লাগে। কিন্তু ঢাকা শহরে জায়গা কই !! সবই তো ১০/১২ ফিট বাই ১০/১২ ফিট !!
ব্লগে ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
স্রাঞ্জি সে বলেছেন:
আব্বু ওই গাছগুলো উপড়ে পেলে দিবে।।।। এই আর আর কি...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
সুমন কর বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ছবি বাংলার মাঠে
দেখিতে মনোহর বিস্ময় ফুটে