| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
আজ আমার জন্মদিন!! কিন্তু কত তম এটা বলা যাবে না। চুপ। কোন প্রশ্ন হবে না! 
সবাই ভাল থাকবেন।
                                  আমার চলে যাওয়া
আমি হয়ত যাব চলে
         চিতার আগুনে জ্বলে পুড়ে 
আমার স্মৃতিও যাবে উড়ে
         পুড়ে যাওয়া ছাই হয়ে।
আমি হয়ত আর আসব না ফিরে
         ঐ দূর গগনের জাল ছিঁড়ে
আমিও হারিয়ে যাব সবার মত শূন্যে
         যেথায় আমি থাকব অনেক দূরে।
ফেল জল একটু আমায় মনে করে
         ভুলে যেও আমি নেই তোমাদের তরে
আমার স্মৃতিটুকু রেখ ধরে, বুকের মাঝে
         কোন এক গোপন ব্যথা মনে করে।
যদি নাইবা রাখ মনে আমায়, দু:খ কিসে!
       দেখব না’তো চোখটি মেলে
আমি হয়ত যাব চলে 
       চিতার আগুনে জ্বলে পুড়ে।
এর সাথে দিও পুড়ে, যদি থাকে!
       তোমাদের যতসব দু:খ, আমায় ঘিরে
যাবে হয়ত এমনি করে
       একদিন আমায় সবাই ভুলে।।
২৯.০৩.১৯৯৮
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৮
সুমন কর বলেছেন: মজা করে অনেক আগে লিখা ছিল।  
  
 তাই দিয়ে দিলাম। তারিখটা এডিড করে এ্যাড করে দিয়েছি। 
ধন্যবাদ। 
আর আমরা সবাই অভিনয় করে যাই বা চেষ্টা করি !!
শুভ রাত্রি।
২| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৮
অদ্ভুত_আমি বলেছেন: শুভ জন্মদিন ... .. .
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৪
মশিকুর বলেছেন: 
শুভ জন্মদিন
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৫১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৪
শাপলা নেফারতিথী বলেছেন:  একটা বছর জীবন থেকে চলে গেল!! 
জন্মদিনের অনেক শুভেচ্ছা..  
কবিতায় ভালো লাগা রইলো.
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: জন্মদিন শুভ হউক! 
অনেক দিন সুস্হ এবং সুখে  বাইচ্যা থাকেন!
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:১০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
শুভ জন্মদিন !! 
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:১২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:১১
 আমিনুর রহমান বলেছেন: 
শুভ জন্মদিন ব্রাদার। আমি সবাইকে বলে দিবো কততম ![]()
কবিতায় +++
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:২০
সুমন কর বলেছেন: কবিতা দেবার ইচ্ছে ছিল না। ভাবলাম একটু ফান করি। শুধু উপরের কথাগুলো লিখেই পোস্ট করতে গিয়ে, মনে পড়ল ঐ ফাইলটার কথা। তাই পেস্ট করে দিলাম। 
আর কাউকে কইয়েন না!!!!! 
  
 
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:১৪
সদয় খান বলেছেন: শুভ জন্মদিন । ভাল থাকুন অনন্ত...
 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:২০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১:৩৫
শ্যামল জাহির বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১০| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ২:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন: 
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। 
কিন্তু এত বিষণ্ণতা কেনরে ভাই ? 
জীবনটাকে উপভোগ করুন।
 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৫
সুমন কর বলেছেন: মন ভাল নাই রে, অভি!!
১১| 
২৪ শে অক্টোবর, ২০১৩  ভোর ৪:০৯
এহসান সাবির বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১২| 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ৮:১৩
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন সুমন  
 
জন্মদিনে আপনাকে ফুলেল শুভেচ্ছা ।
 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১১:২৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন ভাই। 
ভাল থাকবেন সবসময়।
১৩| 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৫
একজন আরমান বলেছেন: 
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় সুমন দা। ![]()
ইয়ে মানে আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করলে বৌদির বয়সটা আর বৌদির সাথে আপনার বয়সের পার্থক্যটা বলে দিন তাহলেই হবে। আপনার বয়স আর বলতে হবে না। 
  
 
২৪ শে অক্টোবর, ২০১৩  সকাল ১১:৩০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান।
বিয়েটা করা হয়ে গেছে ১.৪বছর আগে। 
 
আর কিছূ কইবার পারুম না, বুইঝা ল.... 
 
১৪| 
২৪ শে অক্টোবর, ২০১৩  দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
শুভ জন্মদিন।
এমন দিনে চলে যাওয়ার কথা কেন? বেঁচে থাকুন অনেক অনেক দিন। 
এমনদিনে বরং এ গানটা শুনুন ![]()
 
২৫ শে অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: গান উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৫| 
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  মিসাইছি!!!!! এহনো আধা ঘন্টা বাকি আছে......... 
শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
২৫ শে অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: আমারও দেরী, হয়ে গেল!!
অনেক ধন্যবাদ। 
ভালো থাকবেন।
১৬| 
২৩ শে জুন, ২০১৬  সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানিয়ে গেলাম। দীর্ঘজীবি হউন, জীবন সাফল্য আর সমৃদ্ধিতে ভরে উঠুক।
চলে যাওয়াটাই যে গন্তব্য, সেকথাটা আবার মনে করিয়ে দিয়ে গেলেন।
 
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: চলে যাওয়াটাই যে গন্তব্য......এটাই সত্য। 
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
কিন্তু এত বিষণ্ণতা কেনরে ভাই ?
জীবনটাকে উপভোগ করুন।