| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
 
অসীমের মাঝে খুঁজে পাই পরিপূর্ণতা। অজানাকে জানার ইচ্ছে ছিল আপ্রাণ। আলো-আঁধারে খেলা করে আঁধখানা চাঁদ। আশা দিয়েছিল কিছু প্রিয় মুখ। অকপটে মেনে নিয়েছি নিজের ভুল। অক্লেশে হেঁটে যাই বহু দূর। অতঃপর শূন্যে হারিয়ে যাওয়া। অনাহূত হয়ে আবির্ভাব করিনি কারো হৃদয়ে! অনুভূতিগুলো আজ স্তূপাকার পাথর। আর্জিগুলো অনর্ঘ হয়ে থাকে আজীবন। অপার্থিব কোন কিছু ছুঁতে চায়নি আমার অবুঝ মন। অনুজ্জ্বল হয়ে জ্বলছি সারাজীবন।। 
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৮
সুমন কর বলেছেন: এমনি একটু লিখলাম এবং আপনি ঠিঁক ধরেছেন। 
অনেক ধন্যবাদ। এডিট করে দিয়েছি। 
২| 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:৩৩
গোর্কি বলেছেন: 
শিরোনাম ছাইপাঁশ হলেও কবিতা কিন্তু ভীষণ সুপাঠ্য হয়েছে। ভাললাগা জানিয়ে গেলাম। 
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট হলেও সুন্দর ছিল।
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ১০:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
ভালো থাকবেন।
৪| 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: খুব ভাল লেগেছে । মুক্তগদ্যের পুরো ফ্লেভারই পেয়েছি ।
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:২৭
সুমন কর বলেছেন: এমনি ইচ্ছে হলো তাই একটু লিখলাম। জানি পঁচা বা ফাউ!!
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| 
২৯ শে অক্টোবর, ২০১৩  রাত ১২:১৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন:  আনন্দের খুব কাছে যেওনা । 
ওখানে আকুল হয়ে কাঁদছে বিষাদ । 
++++++++++++++++++++++++++
 
২৯ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৩
সুমন কর বলেছেন: থেঙ্কু থেঙ্কু..........
৬| 
২৯ শে অক্টোবর, ২০১৩  রাত ১:১৬
নাসরীন খান বলেছেন: বিষাদের কবিতা,ভাল লাগল।
 
২৯ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| 
২৯ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
একজন আরমান বলেছেন: 
বিষাদময় মুক্ত গদ্য ! 
 
২৯ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
সুমন কর বলেছেন: জি হ্যাঁ.....
অনেক ধন্যবাদ।
৮| 
২৯ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:২৬
মোঃ ইসহাক খান বলেছেন: ছোট হলেও বেশ ভারী কথা।
 
০২ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫২
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৯| 
২৯ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:০৫
মশিকুর বলেছেন: 
"অনুজ্জ্বল হয়ে জ্বলছি সারাজীবন।।"  -আপনার শুধু একটা স্পার্ক দরকার। উজ্জলতায় সবাইকে ছাড়িয়ে যাবেন হয়তো।।
 
০২ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫২
সুমন কর বলেছেন: ভাই এই আশায় তো আছি!!! পড়ার জন্য ধন্যবাদ।
১০| 
৩১ শে অক্টোবর, ২০১৩  রাত ২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো!
 
০২ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
সুমন কর বলেছেন: এমনি একটু লেখলাম !!! পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১১| 
৩১ শে অক্টোবর, ২০১৩  দুপুর ১২:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ছাইপাঁশ ভাল্লাগছে।। 
 
০২ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি খুশি হইলাম। অনেক ধন্যবাদ।
১২| 
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
বোকামন বলেছেন: 
হৃদয়ের গভীর থেকে উঠে আসা শব্দমালাকে আমি ছাইপাঁশ বলতে রাজী নই । তাই পোস্টে প্লাস দিলুম ।। 
অনুভূতিগুলো সবুজের ছোঁয়া পাক । অজানাকে জানার ইচ্ছে থাকাটা অতি উত্তম । তবে আমাদের চেনা-জানা যেনো অচেনা না হয়ে যায় ... :-) 
ভালো থাকুন লেখক ।। 
শুভকামনা ।
 
০৪ ঠা নভেম্বর, ২০১৩  দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: আপনার মত একজন কবির মন্তব্য ও প্লাস পেয়ে খুব ভাল লাগছে। 
অনেক ধন্যবাদ। পাশে থাকবেন সব সময়।
১৩| 
১৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: অকপটে মেনে নিয়েছি নিজের ভুল - এটা একটা বিরাট গুণ। সবার থাকেনা, অর্জন আয়াসসাধ্য। 
অনুজ্জ্বল হয়ে জ্বলছি সারাজীবন - আপনার লেখাগুলো মোটেই অনুজ্জ্বল নয়, যেমন এ লেখাটি।
মুক্তগদ্য শ্রুতিমধুর হয়েছে। 
 
১৬ ই জুলাই, ২০১৬  দুপুর ১:১৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প কথায় বিষাদ কথন। ভালো হয়েছে। আরো খানিকটা কথন হলে হয়ত তা বিষাদ অনুভূতির পূর্ণ বিস্তৃতি ঘটত।
আচ্ছা অক্লেষে বানান কি যা লিখেছেন সেটা নাকি এটা "অক্লেশে"
আমিও ঠিক জানি না, একটা সম্ভবনার কথা জানালাম।