| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
(১)
হাসি-কাঁদি, জলে ভাসি
যেমন ছিলাম, তেমন আছি।
(২)
লোভ আর বিষের মধ্যে থাকি
কি জানি ! কে কখন !
বাঁজায় তার, চেনা বাঁশি।
(৩)
আমি চলি পথের দিকে
পথ আমায় দেখে, মুচকি হাসে!!
অবুঝ মন তবু বলে 
সামনে আছে, নতুন পথ।
(৪)
আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।
(৫)
আমি বড্ড ভঙ্গুর 
ভেঙেছি বারবার, তবুও
তোমায় নিয়ে গড়া হয়নি নতুন ভুবন।
(৬)
গল্প, 
সে'তো তোমার আমার জীবনের ঘটনা 
শুধু, 
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা।
  
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:০৪
সুমন কর বলেছেন: আপনার মতো কবির মন্তব্য পেয়ে ভাল লাগল।
২| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:১৮
এম এ কাশেম বলেছেন: সুন্দর........।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:২১
ঢাকাবাসী বলেছেন: সবগুলোই ভাল লাগল।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: সবগুলোই অসাধারণ।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৫| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪০
মামুন রশিদ বলেছেন: ২, ৪, ৬ বেশি ভালো লাগছে ।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫০
সুমন কর বলেছেন: আপনারা যাতে মার্ক করতে পারেন, সেজন্যই নম্বর দিয়েছিলাম। একটিও যদি ভাল লাগে মন্দ কি !
পাশে থাকা এবং পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৬| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল লাগলো অনুকাব্য গুলো! শুভ কামনা!
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫০
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৭| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন ভাই ভালো লিখেছেন। শুভেচ্ছা রইলো।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ লাগল!
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫১
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৯| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
অন্তর্দৃৃষ্টিতে পূর্ণ প্রায় সবগুলোই![]()
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:৫৭
সুমন কর বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১০| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:২৪
গোর্কি বলেছেন: 
বাহ! চমৎকার তো। অর্থবহুল নতুন শৈলীতে লেখা সবগুলোই ভাল লেগেছে। পোস্টে +++++++ 
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৩২
সুমন কর বলেছেন: পাশে থাকা এবং পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১১| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৩৫
মোঃ ইসহাক খান বলেছেন: ৬ নম্বর পড়ে একটু ধাক্কা খেতে হয়েছে বৈকি! 
শুভেচ্ছা রেখে গেলাম, প্রতিটি অণুকাব্যে। 
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: ধাক্কা দিতে পেরে ধন্য !
অনেক ধন্যবাদ। 
১২| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৪৭
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ভালো লেগেছে।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৫৪
এম আর ইকবাল বলেছেন: ভাল লাগল।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ১০:০৫
এহসান সাবির বলেছেন: সব গুলই ভালো....।
আমি বড্ড ভঙ্গুর
ভেঙেছি বারবার, তবুও
তোমায় নিয়ে গড়া হয়নি নতুন ভুবন
এইটা আমার মতন...
শুভেচ্ছা....
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ১০:৪০
সুমন কর বলেছেন: কারো না কারো সাথে'তো মিলবে !
পড়ার জন্য অনেক ধন্যবাদ। 
১৫| 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ১০:৩৬
আরজু পনি  বলেছেন: 
বাহ্ খুব সুন্দর, সুমন ।।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ।
১৬| 
১০ ই মার্চ, ২০১৪  রাত ১২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল
 
১০ ই মার্চ, ২০১৪  রাত ১২:০৬
সুমন কর বলেছেন: কবি বন্ধুর, মন্তব্য পেয়ে ভাল লাগল।
১৭| 
১০ ই মার্চ, ২০১৪  সকাল ৯:১২
ডট কম ০০৯ বলেছেন: অতীব ও সুন্দর!!  
 
 
১০ ই মার্চ, ২০১৪  দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।  
 
১৮| 
১০ ই মার্চ, ২০১৪  সকাল ৯:২৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।
 
১০ ই মার্চ, ২০১৪  দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| 
১০ ই মার্চ, ২০১৪  বিকাল ৪:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: লোভ আর বিষের মধ্যে থাকি
কি জানি ! কে কখন !
বাঁজায় তার, চেনা বাঁশি। 
বাহ , খুব ভালো লাগলো সুমন দা ! 
মাত্র কয়েক লাইনে অনুভূতি ফুটিয়ে তোলা অনেক জটিল কাজ , অবলীলায় কাজটা করে ফেলেছেন! 
 
১০ ই মার্চ, ২০১৪  রাত ৯:২৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। 
তোমাকে বলি, আসলে অনেক কষ্ট করেই ফুঁটিয়ে তুলেছি। কিন্তু পোস্টটি নির্বাচিত পাতায় নেয়া হয়নি। তেমন ব্যাপার না।  কিন্তু অনেক ব্লগারের পোস্ট ঐ পাতায় যায়, যারা মাসের ১/২দিন শুধু পোস্ট দেবার আগে ব্লগে আসে। পোস্ট দিয়ে চলে যায়। আরো একটি ব্যাপার খেয়াল করলাম, তারা বেশির ভাগ মেয়ে ব্লগার। আবার কিছু ব্লগার আছে, তাদের শুধু নামটাই যথেষ্ট বা কিছু বই বের হয়েছে। 
আবার এমন হয়, যারা একটু আড্ডা বা মডুদের সাথে পরিচয় আছে, তাদের পোস্ট সরাসরি ঐপাতায় যায়। 
তুমি ভুল বুঝো না, ঐ পাতা নিয়ে মাথা ব্যাথ্যা নাই। কারণ তোমরা আছো সেটাই ভালো লাগে। 
আমার মনে হয়, ৬টি অণুকাব্যের ভাষা বেশ জোড়ালো ছিল। ঐ পাতায় থাকার মতো।
২০| 
১০ ই মার্চ, ২০১৪  রাত ৯:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ছোট ছোট লেখা লিখতে ও পড়তে অনেক ভালা পাই!
আপনার অনুকাব্যও ভালা পাইছি
 
১০ ই মার্চ, ২০১৪  রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: বরাবরের মতো, অনেক ধন্যবাদ।
২১| 
১১ ই মার্চ, ২০১৪  দুপুর ১:৪৫
নিশাত তাসনিম বলেছেন: আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।
আমি বড্ড ভঙ্গুর 
ভেঙেছি বারবার, তবুও
তোমায় নিয়ে গড়া হয়নি নতুন ভুবন।
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৩৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২২| 
১১ ই মার্চ, ২০১৪  দুপুর ১:৫২
 আমিনুর রহমান বলেছেন: 
বেশ হয়েছে তো ! ছন্দময় ![]()
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৩৯
সুমন কর বলেছেন: শুধু কি ছন্দ !! আভ্যন্তরিক অর্থগুলো দেখলেন না?
অনেকদিন পর আমার ব্লগে। কেমন আছেন? মাঝে মাঝে মন্তব্য করতে দেখা যায়। মনে হয়, ব্যস্ত। 
আপনি কি কিছু করেছেন? উত্তরটা এখানে না, পারলে মেইলে বা ফেবুর ম্যাসেজে দিয়েন। সময় করে পরে দেখে নেব। আর যদি না করেন, তাহলে অফ।
ভালো থাকবেন।
  
২৩| 
১১ ই মার্চ, ২০১৪  বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৪০
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে, খুশি।
২৪| 
১১ ই মার্চ, ২০১৪  রাত ৯:৫১
আদনান শাহ্িরয়ার বলেছেন: ২,৪ আর ৬ বেশি ভালো লেগেছে । ১ একেবারেই ভালো লাগেনি । 
শুভেচ্ছা সুমনদা , ভালো থাকবেন । ![]()
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৪৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। সবসময় এমন গঠনমূলক মন্তব্য চাই। যাতে, বুঝতে সুবিধে হয়। 
আসলে, আমরা মাঝে মাঝে একাকী হাসি-কাঁদি। পরে আবার রোবট জীবনে ফিরে যাই।
২৫| 
১২ ই মার্চ, ২০১৪  রাত ১২:৪৫
খাটাস বলেছেন: ভাল লাগল সুমন দা।
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পর, ভালো লাগল।
২৬| 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১০:০১
অদৃশ্য বলেছেন: 
বেশ হয়েছে সবগুলোই...
শুভকামনা...
 
১২ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২৭| 
১৩ ই মার্চ, ২০১৪  রাত ৩:২৪
রাসেলহাসান বলেছেন: বেশ মিলিয়ে লিখেছেন। পড়তে ভালো লাগলো।
 
১৩ ই মার্চ, ২০১৪  দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২৮| 
১৪ ই মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০৬
মিমা বলেছেন: ছন্দ আর দর্শনের অপূর্ব সংমিশ্রণ প্রতিটি অনুকাব্যে। ভাঙা হৃদয়, ভাঙা স্বপ্ন, ভাঙা সম্পর্ক, আর তার মাঝেও এগিয়ে যাওয়া। জীবনের শেষ ধাপ পর্যন্ত যেতেই হয় যে!
ভালো লাগা রইলো সুমন'দা। ৪নম্বর টা অসাধারণ লেগেছে!
শুভকামনা। ![]()
 
১৪ ই মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:২৩
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
ভালো থাকবেন। 
২৯| 
১৪ ই মার্চ, ২০১৪  রাত ৮:৩৬
নাছির84 বলেছেন: আমার এ দুটি গুচ্ছ পছন্দ-
'আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।'
'গল্প,
সে'তো তোমার আমার জীবনের ঘটনা
শুধু,
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা।' ................অণুকাব্যে ভাল লাগা।
 
১৪ ই মার্চ, ২০১৪  রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩০| 
১৫ ই মার্চ, ২০১৪  সকাল ৯:১৭
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।
 
১৫ ই মার্চ, ২০১৪  দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১| 
১৫ ই মার্চ, ২০১৪  রাত ৮:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা নিরাশা মনোব্যাধি মিলে মিশে একাকার। ছোট্ট হলেও প্রত্যেকটির অন্তর্নিহিত ব্যাপ্তি আনন্দ দিল।
শুভেচ্ছা। 
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।   
একটু বিরতিতে যাচ্ছি! তাই বিলম্ব! ফিরে আসবো, দুই মাসের মধ্যে।
৩২| 
১৭ ই মার্চ, ২০১৪  রাত ১:৩০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ্ খুব সুন্দর............
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৩| 
১৯ শে মার্চ, ২০১৪  সকাল ১০:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৪| 
২০ শে মার্চ, ২০১৪  রাত ৩:৩৬
আমিই মিসিরআলি বলেছেন: ১ আর ৪ বেশি ভালো লাগছে,
একটু ছড়ার আঙ্গিকে ছিল বলে  
 
অণুপদ্য ভালা পাইছি  
 
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: যাক, শেষ পর্যন্ত, ১ কারো ভাল লাগল।   
 
অনেক ধন্যবাদ। 
৩৫| 
২৪ শে মার্চ, ২০১৪  রাত ১০:৪৭
মাসুদ ০০৭ বলেছেন: আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।
(কেন জানি মনে হয় , লাইনটা আমার জন্যে লিখেছেন স্যার)
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: এই লাইনগুলো তো, আমার !!! কাউকে উদ্দেশ্য করে লিখিনি। 
অনেক ধন্যবাদ।  
৩৬| 
২৬ শে মার্চ, ২০১৪  রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: কই হারালেন??
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: 
একটু বিরতিতে যাচ্ছি!! ফিরে আসবো, দুই মাসের মধ্যে।  
ভালো থাকবেন। 
৩৭| 
০১ লা এপ্রিল, ২০১৪  রাত ১০:৪৫
মাহমুদ০০৭ বলেছেন:  ভাই রে সবই ত ভাল লাগছে কি করি !!
 ৬ নং টা অনেক  গভীর একটা কথা বলে ফেলেছেন । 
 যাক আপ্নিও এলেন আমিও এলাম ।  
  
 ভাল থাকুন সুমন ভাই । 
  শুভেচ্ছা রইল । 
 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
দেরী হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
৩৮| 
০১ লা এপ্রিল, ২০১৪  রাত ১০:৫২
মাহমুদ০০৭ বলেছেন:  ভাই রে সবই ত ভাল লাগছে কি করি !!
 ৬ নং টা অনেক  গভীর একটা কথা বলে ফেলেছেন । 
 যাক আপ্নিও এলেন আমিও এলাম ।  
  
 ভাল থাকুন সুমন ভাই । 
  শুভেচ্ছা রইল । 
৩৯| 
০৩ রা এপ্রিল, ২০১৪  সকাল ৯:৪৮
প্রিয় সবুজ বলেছেন: বেশ চমৎকার অল্প কোথায় সুন্দর পরকাশ
 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
দেরী হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 
৪০| 
০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০৪
মশিকুর বলেছেন: 
সব গুলোতেই বুদ্ধিদীপ্ত মস্তিস্কের ছোঁয়া আছে। এদের মধ্যে ১, ২, ৪, ৬ বেশী ভালো।
 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
দেরী হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 
৪১| 
১৪ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:৪৪
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
দেরী হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত।  
আমি ব্লগে অনুপস্থিত থাকার পর ও, আপনি আমার ব্লগে এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন এবং খুঁজে গেছেন। খুব ভাল লেগেছিল। 
আমি ব্যক্তিগত জীবনে কাউকে কথা দিয়ে রাখিনি, এমনটি হয়নি। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে সারাজীবন মনে থাকবে। ভালো থাকবেন।
৪২| 
২২ শে এপ্রিল, ২০১৪  রাত ২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে দেখি না অনেক দিন। আশা করি ভালো আছেন।
 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:৩২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
দেরী হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 
সাবির ভাইকে দেয়া মন্তব্যের মাধ্যমে আপনাদের জানিয়ে, একটু বিরতিতে গিয়েছিলাম। আপনি খুঁজেছেন, ভালো লেগেছে। 
আবার আপনাদের মাঝে ফিরে এলেম। কিছুদিনের মধ্যে আশা করি, নিয়মিত হয়ে যাবো।
৪৩| 
১৬ ই মে, ২০১৪  রাত ১০:৩৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো অনুকাব্য। শুভেচ্ছা।
 
১৭ ই মে, ২০১৪  দুপুর ১২:২৭
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। ভালো থাকবেন।
৪৪| 
১৭ ই মে, ২০১৪  রাত ১২:১৪
এহসান সাবির বলেছেন: সুমন'দা!!!!! কেমন আছেন? কবে ফিরলেন? কোথায় ছিলেন? ফিরে আসুন আমাদের মাঝে।
শুভকামনা।
 
১৭ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: এইতো মোটামুটি আছি! আর, আমি তো হারাইনি বা চলেও যাইনি। কেন,  আপনাকে তো বলেই গেলাম, ফিরে আসবো দু’মাসের মধ্যে। একটু ব্যস্ত ছিলাম। যা হোক, আপনাদের মাঝে ফিরে আসলাম এবং ফিরে এসে ভাল লাগছে।  
 
আশা করি, আপনিও ভাল আছেন? 
৪৫| 
১৭ ই মে, ২০১৪  বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: মজার কাব্য!!!
 
১৯ শে মে, ২০১৪  রাত ১২:১৯
সুমন কর বলেছেন: আপনার মজা লেগেছে, জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৪৬| 
১৮ ই মে, ২০১৪  রাত ৮:১০
সপ্নাতুর আহসান বলেছেন: বাহ চমৎকার, কোনটা ছেড়া কোনটার কথা বলি!! 
গল্প,
সে'তো তোমার আমার জীবনের ঘটনা
শুধু,
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা। - এটা অনেক ক্ষেত্রেই চরম সত্য।। লেখকের জীবনের কিছু ঘটনা এদিক ওদিক করে লিখেই তৈরি হয় গল্প, বিশেষ করে যারা মৌলিক গল্প লিখেন।। 
 
 
১৯ শে মে, ২০১৪  রাত ১২:২১
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে প্রতিটি গল্পে কোন কোন জীবনের ছোঁয়া থাকে। ভালো থাকবেন।
৪৭| 
১৯ শে মে, ২০১৪  রাত ৯:৫৫
রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ!সুন্দর ![]()
 
১৯ শে মে, ২০১৪  রাত ১১:২৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৮| 
২০ শে মে, ২০১৪  রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: সুমন কর , 
২, ৩, ৪ লাইনের অণুকাব্য !
পড়বো আর ভাববো ? 
ভাবছি বসে তাই 
যে যা বলুক ভাই  
লোভ আর বিষের মধ্যে কিন্তু নাই ।
যা কিছু সুন্দরতর 
যদিও তা ভাঙবার
সেখানেই তো যাওয়া বারবার , 
আর কি আছে এছাড়া হারাবার ? 
শুভেচ্ছান্তে । 
 
২১ শে মে, ২০১৪  দুপুর ১:০২
সুমন কর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আপনাকে দেখে ভাল লাগল।
আপনার ২,৩, ৪ লাইনের অণুকাব্য আরো বেশী ভাল হয়েছে। অর্থের মিল খুঁজে পাওয়া যায়। 
সময় করে সুন্দর একটি মন্তব্য করার জন্য বিশেষ ধন্যবাদ। 
ভালো থাকবেন।
৪৯| 
২০ শে মে, ২০১৪  রাত ১০:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল ৷
 
২১ শে মে, ২০১৪  দুপুর ১:০২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫০| 
২১ শে মে, ২০১৪  বিকাল ৫:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য।  
এইটা আমার সবথেকে ভালো লাগলো! 
আর এইটা এইভাবে পড়ে ছন্দে আরাম পেলুম বেশি- 
আমি চলি পথের দিকে
পথ আমায় মুচকি হাসে!!
অবুঝ মন তবু বলে
সামনে নতুন- পথ আছে।
শুভেচ্ছা রইলো! 
 
২২ শে মে, ২০১৪  রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: বহুদিন পর, আমার ব্লগে আসলেন ! 
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। আর যে ভাবে, আপনি চার লাইন লিখেছেন, সেটাও খুব সুন্দর হয়েছে। একেক জনের চিন্তা একেক রকম। তাই তো ভিন্নতা।
ভালো থাকবেন। 
৫১| 
২২ শে মে, ২০১৪  রাত ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি। 
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
 
২২ শে মে, ২০১৪  রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: আমিতো আমার আসল নামই ব্যবহার করি। সুমন কর নামেই পাওয়া যাবে। এছাড়া, আমি সামুর অনেক ব্লগারের সাথে ফেবুতে আছি। আমি একটু পরে ফেবুতে যেয়ে, অনুরোধ পাঠাবো।
আমিতো তেমন কিছুৃ লিখতে পারি না। তবুও আপনি আমাকে মনে করেছেন, এতেই আমি ধন্য। 
পাশে আছি, সব সবসময়। পাঠিয়ে দেবো। ভালো থাকবেন। 
 
২২ শে মে, ২০১৪  রাত ১১:০৭
সুমন কর বলেছেন: কিছু মনে করবেন না, আমি ফেবুতে গিয়ে দেখলাম, আপনি আমার ফ্রেন্ডলিস্টে ফেব্রুয়ারীতে থেকে আছেন। ব্যাপারটি কি হলো!! আপনি আমাকে খুঁজে পেলেন না !!!
৫২| 
২২ শে মে, ২০১৪  রাত ৯:২০
একজন ঘূণপোকা বলেছেন: 
অস্থির 
 
২২ শে মে, ২০১৪  রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫৩| 
২৩ শে মে, ২০১৪  সকাল ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে সার্চ দিয়ে পাওয়া যায় না। কোনো অপশন হয়তো ডিসএবল করে রেখেছেন না জেনেই ![]()
যা-ই হোক, একটা মেসেজ দিয়েন অন্তত।
 
২৪ শে মে, ২০১৪  রাত ৮:১২
সুমন কর বলেছেন: আমি রাতে ফেবুতে, আপনাকে ম্যাসেজ দেবো।
৫৪| 
১১ ই জুন, ২০১৪  রাত ২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: 
গল্প,
সে'তো তোমার আমার জীবনের ঘটনা
শুধু,
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা। 
সুন্দর বলেছেন। 
ভালো লাগলো। 
 
১১ ই জুন, ২০১৪  রাত ১১:২৪
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। 
ভালো থাকবেন। 
৫৫| 
১১ ই জুন, ২০১৪  রাত ১০:১৫
চড়ুই বলেছেন:  আরও অনেক টাইপো আছে _
তবু,
গল্প,
সে'তো তোমার আমার জীবনের ঘটনা
শুধু,
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা।
ভালো লেগেছে। চালিয়ে যান। 
 
 
১১ ই জুন, ২০১৪  রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: আপনার মন্তব্যে "আরও অনেক টাইপো আছে _
তবু," ...এইটুকু ছিল, আপনার পোস্টে আমার মন্তব্যের কিছু অংশ। সেটা উল্লেখ করে দিলে ভাল হতো। কারণ তা না হলে অন্য পাঠকরা ভাববে, আমার পোস্টে টাইপো আছে। এটা ঠিক নয়।
টাইপো মানে, বানান ভুল টাইপ করা হয়েছে। আপনার ঐ পোস্টে কিছু বানান ভুল টাইপ ছিল। আমি সেটা বুঝাতে চেয়েছিলাম। আপনার ভুল ধরিয়ে দেবার জন্য, আপনি ভুল বুঝলে, আমি দুঃখিত। 
পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫৬| 
১৬ ই জুন, ২০১৪  রাত ৮:৫৫
ফা হিম বলেছেন: 
আমি বড্ড ভঙ্গুর
ভেঙেছি বারবার, তবুও
তোমায় নিয়ে গড়া হয়নি নতুন ভুবন।
 
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫৭| 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ১:১০
স্বাধীনতা_bd বলেছেন: সল্প কথায় আসাধারন ভাব প্রকাশ! ধন্যবাদ
৫৮| 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ১:১১
স্বাধীনতা_bd বলেছেন: সল্প কথায় আসাধারন ভাব প্রকাশ! ধন্যবাদ
৫৯| 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ১:১৪
স্বাধীনতা_bd বলেছেন: সল্প কথায় আসাধারন ভাব প্রকাশ! ধন্যবাদ
 
১৬ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৬
সুমন কর বলেছেন: পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬০| 
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:২৫
আমি তুমি আমরা বলেছেন: 
আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য। 
চমৎকার 
 
 
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:২৮
সুমন কর বলেছেন: পড়া ও আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
৬১| 
১১ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার । ভাল থাকুন সব সময় ।
৬২| 
১১ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার । ভাল থাকুন সব সময় ।
 
১১ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।  
ভালো থাকবেন। 
৬৩| 
২২ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০১
বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর, অল্প কথায় একটা পূর্ণঙ্গ চিত্র তুলে এনে আবার তার উপসংহার আনতে পারাটা অনেক সময় খুব কষ্টের, আপনি যেটা করেছেন
 
২২ শে আগস্ট, ২০১৪  রাত ১২:১৪
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
ভালো থাকবেন। 
৬৪| 
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:০৯
ফাহিম আহ্মেদ বলেছেন: চমৎকার অণুকাব্য। বেশ ভালো লাগলো। ![]()
শুভেচ্ছা। ![]()
 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:০৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬৫| 
১৪ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
আলম দীপ্র বলেছেন: সবগুলাই ভালো লেগেছে সুমনদা !
 
১৪ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৪
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
৬৬| 
২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১৮
কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ হয়েছে তো ! ছন্দময়।
 
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫০
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
৬৭| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: দুই আর চার বেশ অর্থবহ । বাকীগুলোও ভাল লেগেছে, অল্প কথায় যেন বিশাল গল্প !!
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৮
সুমন কর বলেছেন: প্রথম চেষ্টা ! পড়ার জন্য ধন্যবাদ। 
শুভেচ্ছা...
৬৮| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪২
কালনী নদী বলেছেন: (৬)
গল্প, 
সে'তো তোমার আমার জীবনের ঘটনা 
শুধু, 
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা।
   ![]()
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪৯
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৬৯| 
১৫ ই মার্চ, ২০১৬  রাত ১১:০৯
রুদ্র জাহেদ বলেছেন: (২)
লোভ আর বিষের মধ্যে থাকি
কি জানি ! কে কখন !
বাঁজায় তার, চেনা বাঁশি।
অণুকাব্যে দারুণ ভালো লাগা।ব্লগবাড়ি খুলছি দেরিতে তাই কিছু অসাধারন পোস্ট পড়ছি দেরিতে,এভাবে সময়করে সব প্রিয় পোস্ট পড়ে ফেলব
 
১৫ ই মার্চ, ২০১৬  রাত ১১:১৮
সুমন কর বলেছেন: হাহাহা.....সময় করে পুরনো লেখা পড়ার জন্য ধন্যবাদ। 
শুভ রাত্রি।
৭০| 
১০ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: এক জোড়া করে আপনার এই ২, ৩ ও ৪ লাইনের অণুকাব্য পড়ে মুগ্ধ হ'লাম। সবগুলোই ভাল লেগেছে, তবে ৪ নম্বরটা শ্রেষ্ঠ।
'লাইক'- চতুর্দশ + + দিয়ে গেলাম।
 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৭১| 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৫৬
ঋতো আহমেদ বলেছেন: 1. আছি যদি থাকি হত
2. থাকি যদি আছি হত আর চেনা অচেনা 
3. ভাল হয়েছে
4. ভাল হয়েছে
5. তবুও টা মিলছে না 
6. ভাল লাগল খুব 
শুভ কামনা
 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১১:০০
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৭২| 
০৫ ই জুন, ২০১৭  সকাল ১১:৩৬
প্রথমকথা বলেছেন: (৪)
আমি অপূর্ণ, হই চূর্ণ
হিসেবের খাতায়, ফলাফল শূন্য। 
 
ভাল লেগেছে দাদা, শুভ কামনা।।
 
০৫ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:২৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৭৩| 
০৫ ই জুন, ২০১৭  সকাল ১১:৪০
সামু পাগলা০০৭ বলেছেন: বেশ লাগল! 
ধন্যবাদ।
 
০৫ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৮:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গল্প,
সে'তো তোমার আমার জীবনের ঘটনা
শুধু,
মিছে মিছে কিছু চরিত্রের বর্ণনা।
ভালো লাগলো সবগুলোই। শুভেচ্ছা।