![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
।১।
আমি শিক্ষিত। শহর-গ্রাম-গঞ্জে সম্মানিত এক ব্যক্তি। স্ব-প্রতিষ্ঠিত। সম অধিকার, সুষম বণ্টন এবং সুশাসনে প্রবল বিশ্বাসী। উদারতা ও মানবতা আমার অনেক ঊর্ধ্বে। আমি নাকি সমাজের আলোর দিশারী। আমি প্রতিবাদী, দৃঢ় আর বিজ্ঞানসম্মত। অথচ এই আমি সবসময়, ধর্মের কাছে অন্ধ।
।২।
আমার প্রেমিকা সেদিন আমাকে বলল, চলো পালিয়ে যাই। আমি বললাম, যাবে কোথায় ! পৃথিবীর ব্যাসার্ধ মাত্র ৬,৩৭১ কিলোমিটার। বরং আমাদের ভাগ্য খারাপ। জন্মেছি এ দেশে। যে দেশ এখনো রক্তের লাল রঙে বিশ্বাসী নয়। নামের স্পর্শকাতর অংশটুকুতে তাদের বেশী নজর। যেন শকুনের দৃষ্টি। তাই প্রেমিকা আমার, তাঁর জীবনকে ছুটি জানিয়ে পালিয়ে গেল। আর আমি হয়ে গেলাম, কাপুরুষ দলের স্থায়ী সদস্য।
।৩।
আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না। বলুন, এর মধ্যে কি মানুষের হাত থাকে !! অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
বিষয়বস্তু ভাল লেগেছে জেনে খুশি হলাম।
২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প গল্প ভালো লেগেছ। উচ্চমার্গীয়।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
সুমন কর বলেছেন: আপনার মতো লেখকের ভাল লেগেছে জেনে বেশী আনন্দিত হলাম।
প্রশংসা পেলে কার না ভাল লাগে !!
অনেক ধন্যবাদ।
৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ৪ নং ভাল লাগা
আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হলে গেল ! অস্বীকার করা গেল না। বলুন, এর মধ্যে কি মানুষের হাত থাকে !! অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল।
আসলেই তাই
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: আল্প গপ তিনটিই ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অামি খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৫| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৭
আরজু মুন জারিন বলেছেন: আমার প্রেমিকা সেদিন আমাকে বলল, চলো পালিয়ে যাই। আমি বললাম, যাবে কোথায় ! পৃথিবীর ব্যাসার্ধ মাত্র ৬,৩৭১ কিলোমিটার। বরং আমাদের ভাগ্য খারাপ। জন্মেছি এ দেশে। যে দেশ এখনো রক্তের লাল রঙে বিশ্বাসী নয়। নামের স্পর্শকাতর অংশটুকুতে তাদের বেশী নজর। যেন শকুনের দৃষ্টি। তাই প্রেমিকা আমার, তাঁর জীবনকে ছুটি জানিয়ে পালিয়ে গেল। আর আমি হয়ে গেলাম, কাপুরুষ দলের স্থায়ী সদস্য।
++++++++++
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৬| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২
বৃশ্চিক রাজ বলেছেন: অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল।
নিজ ধর্মের বাইরে যদি কাউকে ভাল লেগে যায় তবে তাকে বিয়ে করতে হলে ধর্ম চেঞ্জ করে নিতে হয়। কিন্তু কেউ যদি ধর্ম চেঞ্জ করতে না চায় তাহলে তারা যদি বিয়ে করে তাহলে শুনেছি সেই বিয়ে নাকি ধর্মীয় ভাবে বৈধ হয় না। কিন্তু এর কি কোন সমাধান নাই ?
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫
সুমন কর বলেছেন: কিন্তু এর কি কোন সমাধান নাই ?
অামার জানা নাই !! অাপনারা কেউ কি জানেন ????
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২
ইমিনা বলেছেন: তিনটিই অন্য রকম।
বিষন্নতা, বাস্তবতা কিংবা বিষন্ন বাস্তবতার ছাপ অথবা নিষ্ঠুর বাস্তবতার ভয়াল থাবা। ভয় হয়, দুঃখ হয় আবার অভিমান জাগে মনে। সেই সাথে কেমন যেন ঘৃণাও বুঝতে পারি ...
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
সুমন কর বলেছেন: চমৎকার বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনাদের ভাল লাগছে কিংবা বুঝতে পারছেন জেনে, খুব ভাল এবং কিছুটা হালকা লাগছে।
ভালো থাকবেন।
৮| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫
সুমন কর বলেছেন: দাদা, যতটুকু মনে পড়ে অামাকে করা, এটি অাপনার ২য় মন্তব্য।
বেশ ভাল লাগল।
ভালো থাকুন সব সময়।
৯| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭
বৃশ্চিক রাজ বলেছেন: না ব্রো জানা নাই। তবে আমারও জানার খুব ইচ্ছা।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
সুমন কর বলেছেন: এত জানা-জানির কাজ নাই, চুপ করে থাকাই ভাল।
জানতে কার না, ইচ্ছে হয় !!!
১০| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাব্যিক গদ্যে লেখা ছোট ছোট গল্প।
ভালো লাগলো। ধন্যবাদ, ভাই সুমন কর।
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
সুমন কর বলেছেন: আপনার মতো গল্পকারের মন্তব্য পেয়ে ভাল লাগল।
ভালো থাকবেন।
১১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
এহসান সাবির বলেছেন: বেশ লিখেছেন দাদা।
এক গুচ্ছ +
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
১২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হইছে। তিন নম্বরটা সব থেকে ভালো।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৩নং টা প্রথমে ১নং দিতে চেয়েছিলাম। পরে নতুন করে সাজালাম।
১৩| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: তিনটি গল্পেই ভিন্নতা থাকলেও একটা কমন জিনিস ছিল ধর্ম।
অল্প গল্পে ভালো লাগা রইল।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: আমি সেটাকে উদ্দেশ্য করেই লিখেছি।
অাপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন।
১৪| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। অণুগল্প হিসেবে সার্থক।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
সার্থক হয়েছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন।
১৫| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
টুকরো গল্পগুলো ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
১৬| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
মামুন ইসলাম বলেছেন: কেমন করে জানি হলে গেল । মনে হয় সুমন কর ভাইয়া খেয়াল করেন নাই একটু কষ্ট করে হলে পরিবর্তে হয়ে টাইপটি করে দেন ।
পোষ্টি ছোট হলেও কাহিনী কিনতু বড়। ধন্যবাদ সুমনকর ভাইয়া ।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
এভাবে আমরা একে অন্যকে সাহায্য করলে ব্লগিং সার্থক হয়। সব সময় এমনভাবে পাশে চাই। ঠিক করে দিয়েছি।
ভালো থাকুন।
১৭| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: অল্প কয়েকটা বাক্যে অসাধারণ তিনটা গল্প পড়লাম । সমাজ সভ্যতার বিকাশ, শিক্ষার প্রসার আধুনিকমনস্ক জীবনবোধ- কিছুই পারেনি আমাদের এই ক্ষুদ্রতাকে অতিক্রম করতে ।
চমৎকার এই অল্পগল্প সিরিজটা চালিয়ে যাওয়ার অনুরোধ রইলো । ভালো থাকবেন সুমন ।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: চমৎকার বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। একদম মূল কথাটি বলে দিয়েছেন।
সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ।
অামি তেমন লিখতে পারি না। তবে চেষ্টা করে যাব।
ভালো থাকুন।
১৮| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
খাটাস বলেছেন: ভাল লাগল সুমন দা। কম কথায় গভীর ভাব। +++
তবে শেষের টা নিয়ে মিশ্র অনুভূতি আছে। সেদিকে না যাই।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
অামি-তুমি-অামরা কেউ ১০০% না। তাই মিশ্র অনুভূতি থাকবে। অামরা যেমন কাউকে ১০০% খুশি করতে পারবো না। তেমনি কোন যুক্তির শেষ নেই।
ভাল থেকো।
১৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের সমাজ ব্যাবস্থা এখনো ভালোবাসার জন্য এমন চড়া মূল্য দেয়া শেখেনি , তাই এমন কাপুরুষ অনেক !
শুভেচ্ছা সুমন দা !
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: ভালো বলেছো।
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।
২০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।দারুন কিছু বলে ফেললেন ।সবচেয়ে ভাল ভালবাসার মানুষকে ধূমধূমের সঙ্গে বিয়ে করে সুখি দাম্পত্য জীবন।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: কবি যা বলেছেন, সব সময় তা করা যায় না। !!!
মন্তব্য করা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: তিন গল্পে তিন রকম স্বাদ । তিন নাম্বার গল্পটা বাদে বাকি দুটির ঝাঁকুনি যথার্থ ছিল । ভালো লাগলো ।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২০
সুমন কর বলেছেন: অনেক দিন পর, অামার ব্লগে অাপনাকে পেয়ে ভালো লাগলো।
ঝাঁকুনি ছিল কিনা জানি না ! অাপনাদের ভাল লাগলেই হবে।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২২| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩০
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার অনুকল্প। দ্বিতীয়টা কয়েকবার পড়লাম, অসাধারন! স্বার্থক অল্প গল্প। শুভেচ্ছা নিরন্তর।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬
সুমন কর বলেছেন: বহুদিন পর আমার ব্লগে এলেন। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
২৩| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১২
জুন বলেছেন: ভালোলাগলো আপনার গল্পগুলো
+
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
সুমন কর বলেছেন: প্লাস দেয়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৪| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১
মাসুদ ০০৭ বলেছেন: অল্প কয়েকটা লাইনের মধ্যে দিয়ে অনেক কিছুর বহিঃর প্রকাশ । নিধারুন বাস্তবতা।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো।
২৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩
মোঃ ইসহাক খান বলেছেন: লেখনীচেষ্টায় সাধুবাদ।
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: ++++
লেখা তিনটা ভিন্ন কিন্তু , প্রত্যেকটা তেই প্রতিবন্ধকতার বিষয়বস্তু ধর্ম ।
ভালো লাগলো অল্প গল্প ।
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৭| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭
মায়াবী ছায়া বলেছেন: জীবনই গল্প,,,,গল্পই জীবন,,,,।।
ভালো লাগলো।।
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২৮| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না। বলুন, এর মধ্যে কি মানুষের হাত থাকে !! অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল"
জীবনের এমন অনেক গল্পই থমকে যায়..থেমেও যায়...কিংবা থামিয়ে দিতে হয়..যাকে আমরা বাস্তবতা বলে মেনে নেই কিংবা মানিয়ে নেই..
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: জীবনের এমন অনেক গল্পই থমকে যায়..থেমেও যায়...কিংবা থামিয়ে দিতে হয়..যাকে আমরা বাস্তবতা বলে মেনে নেই কিংবা মানিয়ে নেই..
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো খাকুন।
২৯| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১
পার্থ তালুকদার বলেছেন: একটু দেরিতে হলেও ভাল লাগা জানিয়ে গেলাম।
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯
এ্যামালগাম বলেছেন:
প্রথম ব্যাক্তিরতো সবই ভালো তবে কেন ধর্ম দিয়ে তাকে অন্ধ বানালেন ???
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: একটু সময় নিয়ে চিন্তা করুন, হয়ত বুঝতে পারবেন। কিংবা অামি বুঝাতে পারিনি।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১০
ডট কম ০০৯ বলেছেন: গল্প নম্বর দুই
মন ছুয়ে গেল!!
আসলে প্রয়োজনের সময় সবাই সাহসী হতে পারে না।
আফুসস।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
অার যা বলেছেন, সত্যই বলেছেন।
ভালো থাকবেন।
৩২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫
আহসানের ব্লগ বলেছেন: প্রথম অংশ টুকু দারুণ ছিল।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: অামার ব্লগে অাসা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬
আরজু পনি বলেছেন:
আমার কাছে তো একটা গল্প মনে হলো !
ধর্ম আর প্রেম...
শুভেচ্ছা রইল, সুমন ।।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: গল্প অাকারে ছোট করেই লেখিলাম।
ভালো থাকুন।
৩৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোবাসার আর এক নাম পাশে থাকার সাহস ! ++++++++++++++
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০০
সুমন কর বলেছেন: এ সাহসকে জয় করা সবার পক্ষে সম্ভব হয়ে উঠে না।
প্লাস দেবার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬
বান০০৭ বলেছেন: অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল।...
কিন্তু- আমি থমকাই নি- আঘাতের পর প্রতিঘাত করে- আমার মেহেদির রং লালে লাল করে নিয়েছি! আপনার লিখা আমাকে স্পর্শ করেছে!!!
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: অাপনাকে স্পর্শ করেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
আবু শাকিল বলেছেন: ।।
কম সময়ে অধিক ভালা লাগছে।দারুন লেখনী...
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: অামার ব্লগে স্বাগতম।
অাপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
যাযাবর বেদুঈন বলেছেন: ছোট ছোট করে কত সুন্দর করেইনা লিখেছেন জীবনের কঠিন বাস্তবতার কথা। মানুষের ভালবাসার মাঝে ধর্ম, বর্ণ, জাতির যে দেয়াল এসে দাঁড়ায়, সেই দেয়াল ভাঙা কি আমাদের মত মানুষের পক্ষে সম্ভব ?
অনেক ভাল লাগল আপনার এই অসাধারন জীবন বোধ। প্রেমের জন্য মহান ভাবনা এভাবে কতজনইবা ভাবতে পারে। আপনার জন্য মন থেকে দোয়া রইল। প্রেমের জয় হোক। মুছে যাক সকল কালো অন্ধকার।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: অামার ব্লগে স্বাগতম।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য অাপনাকে অনেক ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন।
৩৮| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৪
যাযাবর বেদুঈন বলেছেন: ধন্যবাদ আপনাকে। যদিও ব্লগিংটা একেবারেই নতুন নয়। আগেও আনাগোনা ছিল এই ব্লগে। কিন্তু আপনাদের সাথে আসলে ব্লগিংটা সেভাবে করা হয়ে উঠেনি। আসলে প্রথম আলোতেই বেশিরভাগ সময় কেটেছে। জানিনা কেন ব্লগটি বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক আপনাদের সাথে চমৎকার কিছু সময় কাটানোর প্রত্যাশায়। অনেক ভাল লাগল আপনার ভাল লাগা জেনে। আপনার প্রতি শ্রদ্ধা রইল সুমন দা।
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১২
সুমন কর বলেছেন: অাশা করি, এখানেও অাপনার কাছ থেকে অামরা অনেক ভাল লেখা পাবো।
ভালো থাকুন সব সময়।
৩৯| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১
আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১
দুঃখ বিলাস বলেছেন: আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না।
অস্বীকার করতে পারিনি আমি।
সুন্দর।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪১| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে! তিনটা গপের মাঝে কোথায় যেন একটা লিংক আছে!
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২২
সুমন কর বলেছেন: অাপনার ভাল লেগেছে, জেনে খুশি হলাম।
লিংক একটা অবশ্যই ছিল!!!
ভালো থাকবেন।
৪২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো অনুগল্প অসম্ভব সুন্দর --- এমনটি আমি আগে পড়ি নাই ---- ভীষণ সুন্দর ----অসাধারণ
৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
৪৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রেম ভালোবাসা হিসেব করে হয় না। কিন্তু হিসেবী না হলে পরে অনন্ত যন্ত্রণা।
৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
ভালো থাকবেন।
৪৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: রক্তের রঙ একটাই- লাল, মানুষে মানুষে - ভালোবাসা! অথচ আলাদা আলাদা ধর্মে বিভেদের দেয়াল!
ভালো লাগলো সুমন দাদা!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১
সুমন কর বলেছেন: সুন্দর এবং বাস্তবধর্মী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
মাহমুদ০০৭ বলেছেন: গল্প ছোট , এর ব্যাখা বড় , ধর্মে ফোকাস । সুন্দর , ছিমছাম গদ্যভাষা ।
ভাল থাকবেন সুমন ভাই ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
ভালো থাকুন।
৪৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
লিরিকস বলেছেন: ভাইয়া আপনার ৩ টা নিয়ে আমি আরো কিছু লিখে যাব, কথা দিয়ে গেলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: অামার পোস্টে, অাপনার প্রথম মন্তব্য পেয়ে ভাল লাগল।
অামিও বিশাল করে লিখতে চাচ্ছিলাম। কিন্তু পরে মাসুম ১৪ ভাইয়ের মতো চেষ্টা করলাম। হয়ত, পারিনি। তবে ৩টি ঘটনাই কিন্তু চরম সত্য!!
অাপনার পোস্টের অপেক্ষায় রইলাম।
অার, অফিসের ব্যস্ততার কারণে অাপনাকে কেন্দ্র করে নির্বাচিত পাতার ঘটনাটি অামি একটু দেরীতে জেনেছি। তাই কোন কথা বলতে পারিনি। অাশা করি, সব ভুলে অাপনি অাবার নিয়মিত থাকবেন।
অামার ব্লগ বাড়িতে অাসার জন্য অাবারও ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: তাই প্রেমিকা আমার, তাঁর জীবনকে ছুটি জানিয়ে পালিয়ে গেল। লাইনটি একটু উন্মনাই করে তুললো।
অনেক গভীরে চেপে রাখা স্মৃতিগুলি ঝাপটাতে লাগলো।।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
সুমন কর বলেছেন: সময় করে পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
জুন বলেছেন: তাই প্রেমিকা আমার, তাঁর জীবনকে ছুটি জানিয়ে পালিয়ে গেল। সত্যি হলে অত্যন্ত দুঃখজনক সুমন কর । ভালোলাগলো আত্মজিজ্ঞাসার স্মৃতিচারণ ।
+
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার একটা লেখ!! প্লাস!!
৫১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার একটা লেখ!! প্লাস!!
৫২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার একটা লেখ!! প্লাস!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: সময় করে পড়া, মন্তব্য করা এবং প্লাস দেবার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩
লিরিকস বলেছেন: আপনার ৩ নং টা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম।
''আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না। বলুন, এর মধ্যে কি মানুষের হাত থাকে !!''
আসলে লাইন গুলি পড়ার পর থেকে কেন জানি মাধুকরীর কয়েকটা লাইন ঘুরতেছিল মাথা দিয়ে, আবার মনেও পড়তেছিল না ঠিক মত। তারপর একটু খোঁজ লাগালাম পেয়েও গেলাম। আপনি হয়ত লাইন গুলি আগেও পড়েছেন তারপরও আমি লিখলাম।
ভালোবাসাতো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না। ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনার ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা কুরতে থাকে। তারপর হঠাৎ'ই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দূরারোগ্য ক্যান্সারের মতই ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রনার সংগে শুধু নীরব অপেক্ষা তখন।কেউ যেনো কাউকে ভালো না বাসে। জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তীতেই গড়িয়ে দেয়। তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে।
আপনার সবাই অনেক ভালো লিখেন।
কিছু মনে করবেন না ভাইয়া প্লিজ, আমি আপনার ঈদ পোস্টে কিছু লিখেছিলাম বলে মনে পড়ে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: মাধুকরী পড়েছিলাম, সেই ঢাবি-তে ঢোকার শুরুর দিকে। প্রায় ১৪বছর আগের কথা। কোন লাইনই মনে নেই।
আর এ পোস্টটি আমি লিখেছি-একদম বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। সত্য।
জীবন এ রকমই। মাঝে মাঝে নাটক-উপন্যাসকে ছাড়িয়ে যায়।
আর এখন, কাজের জন্য বই পড়ার সময়ই পাই না। আমি যা লিখি, বাস্বব জীবনকে ঘিরেই লিখি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আর, হ্যাঁ আপনার একটা লেখা আমার ঈদ সংকলনে ছিল।
৫৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার খুবই ভালো লেগেছে। অনুগল্প হিসেবে সার্থক! তাছাড়া আপনার লেখাতেও বেশ একটা বৈচিত্র আছে। সব মিলিয়ে দারুন সুমন ভাই!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
সুমন কর বলেছেন: অাপনার ভাল লেগেছে, জেনে অনেক খুশি হলাম। সত্যি বলতে, অাপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছিলাম।
একটি প্রশ্ন, অাপনি কি সামুতে অাসা বন্ধ করে দিয়েছেন? মন্দ লোকে বলে, অাপনি নাকি সামু ছেড়ে দিয়েছেন !!!
উত্তর এখানে দেবার দরকার নাই। ফেবুর ইনবক্সে দিলে হবে।
ভালো থাকবেন।
৫৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬
ডট কম ০০৯ বলেছেন: প্রথমটা এপিক!!
খুব ভাল হইছে। ধর্মই অনেক কিছু কেড়ে নিয়েছে অনেকের জীবন থেকে। যদি সত্যি মানুষ ধর্মের মানে বুঝত তবে কিছুই হারাতে হতো না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: অাপনি কিন্তু অাগে, অামার এ পোস্টে মন্তব্য করেছেন
এবং বলেছিলেন ২য়টা মন ছুঁয়েছে।
অাজ মনে হয়, ভুলে অাবার করে দিলেন
ভালো থাকবেন।
৫৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: অল্প শব্দে বিস্তারিত মনোভাব। বেশ চমৎকার লাগে এরকম অণুগল্পগুলি। বিশেষ করে প্রথমটা।
শুভেচ্ছা রইল সুপ্রিয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: অনেক দিন পর, অাপনাকে ব্লগে দেখে ভাল লাগল। অাশা করি, নিয়মিত হবেন।
একটি হলেও, আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।
৫৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
ডট কম ০০৯ বলেছেন: প্রথমদিন হুসে ছিলাম বইলা মনে হয় না।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: যাক, এখন হুস হয়েছে জেনে খুশি হলাম।
অাবার এসেছেন বলে ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
গোর্কি বলেছেন:
যে রাজা প্রজাকে দাস করে রাখতে চেয়েছে সে রাজার সর্বপ্রধান সহায় সেই ধর্ম যা মানুষকে অন্ধ করে রাখে। অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে, তবেই সভ্যতা সমুচ্চে থাকবে এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে।
অনবদ্য। পাঠে তৃপ্তি।। শুভকামনা।।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: অতি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
অাপনি ব্লগে ফিরে এসেছেন দেখে খুশি হলাম। অামি অাপনার শেষ পোস্টে প্রশ্ন করেছিলাম, কই হারাইলেন? অামরা অাপনাকে মিস করেছি। অাশা করি, ভালই অাছেন।
ভাল থাকুন।
৫৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা পোস্ট...
ব্লগে না থাকায় দেরীতে চোখে পড়লো...
২২ টোম ভালোলাগা...
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: অামি ব্লগে কিছুটা অনিয়মিত হয়েছি। অাজ দেখলাম, অাপনি মন্তব্য করছেন তাই অাপনার ব্লগে গিয়েছিলাম নতুন কোন পোস্ট দিয়েছেন কিনা সেটা দেখার জন্য !!
অাপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ফান, ২২ তম কই?
৬০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১২
সুলতানা সাদিয়া বলেছেন: এত অল্পকথায় অনেক গল্প বলে গেলেন। ভালো লাগলো। ভাল থাকুন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৬১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
তিনটি অনুগল্পই একই সূতোয় গাঁথা ।
প্রথমে ব্যক্তি মানুষটি , মাঝে তার কাপুরুষ হয়ে ওঠা আর শেষে তার নিয়তির গল্প ।
সবটাই "ধর্ম" নামের এক ফাঁসের দড়িতে আটকানো ।
শুভেচ্ছান্তে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: প্রথমে ব্যক্তি মানুষটি, মাঝে তার কাপুরুষ হয়ে ওঠা আর শেষে তার নিয়তির গল্প ।
যথার্থ বিশ্লেষণমূলক মন্তব্য।
অামাদের মাঝে মাঝে এর ফাঁসে দম অাটকে যায়!!
ভাল থাকুন।
৬২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫
ডি মুন বলেছেন: বাহ, সুন্দর তো।
আর ধর্ম যেখানে থাকবে সেখানে ধর্মান্ধতাও থাকবে। কেননা অনেক মানুষই যুক্তি প্রাপ্তিতে ব্যর্থ হয়ে অথবা যুক্তিগ্রহণে অক্ষম হয়ে ধর্মান্ধতা বরণ করে নেয়। কট্টোর বিশ্বাসী মানুষ ধর্মান্ধ হতে বাধ্য।
শুভকামনা সতত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
৬৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
যমুনার চোরাবালি বলেছেন: আমার কাছে গল্পগুলো খুবই সাধারন মানের মনে হলো। পড়তে ভালো লেগেছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: আমি সাধারণ মানুষ, তাই হয়তো সাধারণ !!!
ভাল থাকুন।
৬৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
যমুনার চোরাবালি বলেছেন: ধর্মকে নিয়ে ইদানিং দেখি সবাই লিখছে। না পজিটিভ কিছুতো নয়ই, বেশিরভাগই নেগেটিভ। আর খেয়াল করে দেখুন মানুষদের মাঝে অস্থিরতাও দিনকে দিন বাড়ছে। কারন, মানুষ নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছে, নিজেই নিজেকে বা অন্যকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা সব ক্ষত্রেই।
মানুষের প্রত্যাশা সীমাহীন। কিন্তু জীবন খুবই অল্প। সুতরাং স্রর্ষ্ঠাই ঠিক। আমরা তার নিয়ম বা নির্দেশনাগুলো ভাঙতে চেয়ে তার প্রতি বিশ্বাস ভাঙতে চেয়ে সমাজে বা জীবনে ও মনে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করছি।
আর সাধারণ (?) মানুষই সব থেকে ভালো মানুষ হয়। আপনিও ভালো থাকবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: আমি আপনার মন্তব্যে ভুল বুঝিনি। ধর্ম নিয়ে, আমাদের সীমাবদ্ধতা নিয়ে লিখেছি। আমি ব্যক্তিগত ভাবে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। একটু আগেই ধর্মের পজিটিভ নিয়ে কথা হচ্ছিল।
আমি আপনার সাথে সহমত।
মানুষ নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছে, নিজেই নিজেকে বা অন্যকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা সব ক্ষত্রেই।
মানুষের প্রত্যাশা সীমাহীন। কিন্তু জীবন খুবই অল্প।
৬৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: ভাল লাগল। প্রতিটাই দারুণ। এক সুতোয় গাঁথা।
ভালো থাকুন। শরতের শুভেচ্ছা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
শুভ দুপুর।
৬৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
ফা হিম বলেছেন: হুম্, ইন্টারেস্টিং।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
টুম্পা মনি বলেছেন: আমরা শৃঙ্খল ভাঙ্গার কথা বলি, অথচ শৃঙ্খল এমনভাবে লালন করি যেন ওটাই আমাদের অস্তিত্ব। আর তাই অনেক শৃঙ্খল আমাদের চোখে ধরা দেয় না।
ভালো অনুগল্প।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৬৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: নতুন কোন পোস্ট নাই কেন দাদা?
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০
সুমন কর বলেছেন: কিছুই যে লিখতে পারি না!!!
একটু দৌড়ের উপর অাছি। সময় করে দেবার চেষ্টা থাকবে।
৬৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: উক্তি গুলু সুন্দর ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
অতিন্দ্রিলা বলেছেন: ভাবছিলাম , কাকে প্রথম মন্তব্যটি দেওয়া যায় । আপনি আমার ব্লগে প্রথম মন্তব্যকারী , তাই আপনাকেই দিলাম
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
সুমন কর বলেছেন: আপনার ১ম মন্তব্য আমি পেলাম, জেনে খুশি হলাম।
ভাল ভাল পোস্ট পড়ুন এবং মন্তব্য করুন। আপনাকে সবাই জানবে। দেখবেন ব্লগিংটা ভাল লেগে যাবে।
পড়া এবং মন্তব্য কার জন্য ধন্যবাদ।
৭১| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭
এম এম করিম বলেছেন: তিনটা অণুগল্প মিলে একটা ছোটগল্প হয়ে গেলো।
ভালো লাগা এবং শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
লেট ঈদ মোবারক।
৭২| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা দাদা।
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: আপনার এই আন্তরিকতাটা বেশ ভালো লাগে।
লেট ঈদ মোবারক।
৭৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এহসান ভাইকে অনুসরন করে ধরা গেল বন্ধুকে। কেমন কাটলো পূজো আর ঈদের মিলে লম্বা উৎসব সময়গুলো। আশা করি ভালো। দেরীতে শুভেচ্ছা জানালাম, একটু ফরমালিন মিশ্রিত
ভালো থাকা হোক সবসময়।
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
সুমন কর বলেছেন: পূঁজো এবং ঈদে আপনার মতো ভ্রমণে বের হয়েছিলাম।
তাই ব্লগে আসতে পারিনি।
সবাইকে লেট ঈদ মোবারক।
৭৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১
মিনুল বলেছেন: অল্পেই তৃপ্ত হলাম! এবং অতি অল্পেই হল সবটুকু বলা।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সুমন কর বলেছেন: সময় করে পড়েছেন এবং মন্তব্য করেছেন-অনেক ধন্যবাদ।
তৃপ্তি পেয়েছেন জেনে খুশি হলাম।
৭৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬
আরাফাত হোসেন অপু বলেছেন: অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল........................।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৪১
সুমন কর বলেছেন: হুম ! মাঝে মাঝে সব থমকে যায়।
পড়ার জন্য ধন্যবাদ।
৭৭| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২
আল ইমরান বলেছেন: ভালো।
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
মো: আশিকুজ্জামান বলেছেন: আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না।'
-----------বড় বড় ঘটনাগুলো এভাবেই ঘটে যায়। ভাললাগল ভাল থাকবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫২
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: লেখাগুলো কেমন যেন, নিশ্বাস ভারী করে তোলে।।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪
সুমন কর বলেছেন: হুম !!! লেখাটি অল্প বটে কিন্তু আসলেই নিশ্বাস ভারী করে তোলার মতো !!
ভালো থাকুন।
৮০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে তিনটে অনুগল্প। গল্প মানুষের অনুভূতিকে নাড়া দেয়ার এক শক্তিশালী মাধ্যম, তা এই অনুগল্পগুলো পড়ে বোঝা যায়। অনেকের মন্তব্য এবং তদুত্তরে আপনার প্রতিমন্তব্য ভাল লেগেছে।
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল।
অল্প কথায়, কি হাহাকার টাই না তুলে এনেছেন !!! কী যে যাতনা !!! লেখার চেয়ে ও ভয়ংকর
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: কাল আপনার পোস্টটি পড়ার সময়, এ গল্পের কথা মনে পড়ে গিয়েছিল, তাই লিংক দিয়ে এসেছিলাম।
পোস্টে আসা এবং মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০
মৃদুল শ্রাবন বলেছেন: অনুগল্পগুলো ভালো লাগলো। আরো ভালো লাগল গল্পের বিষয়বস্তু।