| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

পূজো আর ঈদের ছুটিতে ঘুরে এলাম রাঙ্গামাটি এবং বান্দরবান। ইচ্ছে ছিল ভ্রমণ পোস্ট আগে দেবার। কিন্তু ভ্রমণ শেষে ঢাকা ফিরে এলে,  ভ্রমণের ক্লান্তি আমায় চেপে ধরে।  
 কেননা জায়গা পরিবর্তন হলে আমার আবার ঘুম আসে না।  
 কেমন কেমন জানি, অচেনা লাগে ! তাই ছেড়ে দে ভ্রমণ মামা, একটু ঘুমিয়ে নেই।  
 তার ওপর ছিল ঈদের প্রোগ্রাম দেখতে যাবার বিলাসিতার দরুন, বিজ্ঞাপনের নীরব অত্যাচার সহ্য করা।  
 এছাড়া ৫/৬ দিন সামুতে না থাকার কারণে অনেক পোস্ট পড়া হয়নি। এখন সময় করে পড়ার চেষ্টা করছি। 
 

আজ থেকে আবার অফিসও খুলে গেছে। তাই ভাবলাম আপাতত একটা ভিডিও পোস্ট দেই। পরে সময় করে ভ্রমণ পোস্ট তৈরি করা যাবে।  
 অনেক দিন ধরে কোন পোস্ট দেয়া হচ্ছে না।
 

ভ্রমণ করার সময় অনেক ছবি তোলা হয়েছে। কিন্তু ভিডিও করা হয়েছে মাত্র ৬টি। সবগুলোই এ পোস্টে দিয়ে দিলাম। তেমন ভাল হয়নি।  
 তবুও বাংলার অপরূপ সৌন্দর্যের নিদর্শন স্বরূপ এগুলো সংগ্রহ করে রাখলাম। স্মৃতি হিসেবে। শুনেছি বর্ষাকালে এখানে বেশী জল থাকে। তখন দেখতে আরো সুন্দর লাগে। যা হোক, আমি যেমন দেখলাম কিংবা পেলাম তেমনই সবার সাথে শেয়ার করলাম। 
০১. জলঝিরি, সুবলং, বরকল। ০১
 
০২. জলঝিরি, সুবলং, বরকল। ০২
০৩. শৈলপ্রপাত বান্দরবান। ০১
০৪. শৈলপ্রপাত বান্দরবান। ০২
০৫. শৈলপ্রপাত বান্দরবান। ০৩
০৬. শৈলপ্রপাত বান্দরবান। ০৪
 
♦ ♦  রাঙ্গামাটির ভিডিও ২টি Canon PowerShot A3300 ক্যামেরা দিয়ে সংগ্রহ করা।
 
♦ ♦  বান্দরবানের ভিডিও ৪টি Symphony Xplorer W85 মোবাইল দিয়ে সংগ্রহ করা। 
 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:২০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা থাকবে।
২| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:১৮
জাফরুল মবীন বলেছেন: ভ্রমণ ব্লগ বলতে বিস্তারিত বর্ণনাসহ বুঝিয়েছি  
 
 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:২৫
সুমন কর বলেছেন: বিস্তারিত লেখার ইচ্ছাই অাছে। তবে অামি খুব শটকার্ট ভাবে ভ্রমণ করেছি।  
 
ইদানিং সামুতে পোস্ট দেয়া খুব কঠিন। ব্লগ বডিতে গ্যাপ দেখায় না কিন্তু প্রিভিউতে বিশাল বিশাল গ্যাপ দেখায়। কিছু বুঝা যায় না।  
  
 
৩| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:৪৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । দারুন একটা ট্রিপ দিলেন । 
ভিডিও গুলোর স্টিল ছবি দেখেই দুধের স্বাদ ঘোলে মেটালাম । ইন্টারনেট স্পিডের যে অবস্থা, ওপেন করতে গেলে পুরো ল্যাপ্পি হ্যাং হয়ে যাবে 
 
আরো ছবি দেখার অপেক্ষায় রইলাম ।
 
১০ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:১৬
সুমন কর বলেছেন: ভাবলাম একটা ট্রিপ দিয়েই দেই !  
 
আপনি চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে, বলতে পারবেন?
অনেক ছবি তুলেছি। ভাবছি বর্ণনা কম দিয়ে ছবির মাধ্যমেই ভ্রমণ পোস্ট তৈরি করব কিনা ??
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৪| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ভ্রাতা +++++++
বিস্তারিত ভ্রমণ পোষ্টের অপেক্ষায় থাকলাম 
 
ভালো থাকবেন 
 
 
১০ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৫৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।   
 
সময় করে দিয়ে দেবো। 
৫| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:১৭
মৃদুল শ্রাবন বলেছেন: ভিডিওগুলো দেখতে পাইনি। মোবাইল থেকে ব্লগে আছি। 
পরের পোষ্টের অপেক্ষায় রইলাম। 
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
পিসি থেকে সময় করে দেখে নিতে পারেন।
সাথে থাকুন।
৬| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:২৬
নাসরিন চৌধুরী বলেছেন: দেখলাম ভিডিও গুলো। খুব সুন্দর। ভ্রমন পোষ্টের অপেক্ষায়।
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
সুমন কর বলেছেন: অাপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।  
 
সাথে থাকুন। ধন্যবাদ।
৭| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:২৯
শুভ্র গাঙচিল বলেছেন: জায়গা গুলো সত্যি অসাধারন।কিন্তু মে মাসের মাঝামাঝিতে যাওয়ায় আমরা আমরা শুভলং এর পানির ধারা মিস করেছিলাম ।  
  
  কিন্তু টিকটিকির মত পাহাড়ের গা বেয়ে ঝরনার মুণ্ডুতে ওঠা টা মিস করিনি। যদিও ওটাই ছিল সবথেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভিডিও গুলো বারবার বাফারিং করছে। সম্ভবত নেট স্পিড এর প্রব্লেম। প্রিয়তে রাখলাম পরে দেখে নিব আর পুরো ভ্রমন ব্লগের অপেক্ষায় রইলাম সুমনদা। ভালো থাকবেন। 
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৮
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্য। তবে ঝরনার মুন্ডুতে ওঠাটা খুব বিপদজনক। পিচ্ছিল।
পরে সময় করে দেখে নেবেন।  
 
সাথে থাকুন। ধন্যবাদ।
৮| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৬
টুম্পা মনি বলেছেন: বাহ অসাধারণ! আপনার ভিডিও গুলোর সুবাদে আমাদেরও বেড়িয়ে আসা হল।
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৯| 
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:২৩
এম এম করিম বলেছেন: +++++++
ভ্রমণ পোস্টের অপেক্ষায় থাকলাম। 
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ
সাথে থাকুন।
১০| 
১০ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:৫১
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ভিডিও ভ্রমন ।  
 
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৪
সুমন কর বলেছেন: দেখে অাসার জন্য ধন্যবাদ।  
 ভালো থাকুন। 
১১| 
১০ ই অক্টোবর, ২০১৪  রাত ১:১০
আবু শাকিল বলেছেন: ছবি গুলা অসম্ভব সুন্দর ।
ভিডিও শট গুলাও ভাল লেগেছে।
বিস্তারিত জানার আশায় আছি............
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
সুমন কর বলেছেন: অাপনার ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
বিস্তারিত পেয়ে যাবেন। ভালো থাকুন। 
১২| 
১০ ই অক্টোবর, ২০১৪  সকাল ৮:৪৮
কয়েস সামী বলেছেন: ভ্রমন পোস্টটি তাড়াতাড়ি লিখুন। আমার ম্যাগাজিনে দিব।
 
১০ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
অামার লেখা অাপনার ম্যাগাজিনে দেবেন জেনে ভাল লাগল। কিন্তু অামি তেমনভাবে ভ্রমণ করিনি। সৌভাগ্যক্রমে অামার সাথে গাড়ি ছিল তাই ভেঙে ভেঙে যাওয়া হয়নি। যেটা ভ্রমণ পোস্টের জন্য দরকার। অামার পোস্টে ছবি থাকবে হয়তো বেশী। তবুও যদি অাপনার পছন্দ হয়, দিয়ে দেবেন। দিলে বলবেন, ম্যাগাজিনটা সবাইকে কিনতে বলব।  
 
তবে একটা অনুরোধ, সবার জন্য। যাদের লেখা দিবেন তাঁদেরকে অবশ্যই জানিয়ে নেবেন। স্বচ্ছতা থাকে। 
ভালো থাকুন। 
১৩| 
১০ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪০
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টে সপ্তম ভালো লাগা। 
সম্পূর্ণ ভ্রমণ পোস্টের অপেক্ষায় রইলাম। 
 
১০ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:০১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। 
অাপনার ঈদ পোস্টটি চমৎকার হয়েছে। হাসি অার মজা।  
  
 
সাথে থাকুন। 
১৪| 
১০ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্টে ভালো লাগা।
 
১০ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:০৩
সুমন কর বলেছেন: অাপনার মন্তব্য অনেকদিন পর পেলাম। অাশা করি, ভালো অাছেন। 
পোস্ট ভাল লেগেছে, জেনে ভাল লাগল।
১৫| 
১১ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড ভিডিও, ভ্রমণ পোস্টের অপেক্ষায় রইলাম। বিদায় বন্ধু হে....
 
১১ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:২৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।
১৬| 
১২ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:০৩
এহসান সাবির বলেছেন: সব গুলি ভিডিও দেখনি এখনো.... 
সময় করে দেখে নেব দাদা....
শুভ কামনা।
 
১২ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। 
১৭| 
১২ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:১৪
পার্থ তালুকদার বলেছেন: আপনার পোস্ট দেখে বান্দরবন ভ্রমনের স্মৃতিটুকু মনে পড়ে গেল !! 
ভিডিও গুলো দেখা হয়নি। পরে দেখে নিব দাদা ।
ভাল থাকবেন।
 
১২ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৭
সুমন কর বলেছেন: ঠিক অাছে।  অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। 
১৮| 
১২ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: ভিডিওর কোয়ালিটি খুব ভালো হৈসে।
 
১২ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৮
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
১৯| 
১২ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৪:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
ফটো যদি হাজার শব্দের কথা বলে, তবে ভিডিও বলবে হাজার পৃষ্ঠার কথা......
ছবি ও ভিডিও উভয়ই সুন্দর!
এর চেয়ে অথেনটিক ভ্রমণ পোস্ট হতে পারে না......
 
১২ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪০
সুমন কর বলেছেন: ফটো যদি হাজার শব্দের কথা বলে, তবে ভিডিও বলবে হাজার পৃষ্ঠার কথা.....
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। 
২০| 
১৩ ই অক্টোবর, ২০১৪  রাত ২:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এমন সুন্দর একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
 
১৩ ই অক্টোবর, ২০১৪  সকাল ১০:৪৬
সুমন কর বলেছেন: অাপনার কাছে ভাল লেগেছে, জেনে ভাল লাগল। 
ভাল থাকুন সবসময়।
২১| 
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।
 
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:০৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২২| 
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:৫২
অন্ধবিন্দু বলেছেন:  
সুমন, 
দেখলাম জলঝিরি শৈলপ্রপাতের ভিডিও ব্লগটি। রূপসী বাংলা আমাদের প্রশান্তির বরষ বইয়ে দেয় হৃদিপ্রদেশে। স্মৃতিচিহ্ন তাঁর অমলিন ... 
বিজ্ঞাপন ছাড়াই ভালোলাগা দেওয়ার জন্য ধন্যবাদ !
হাহ হাহ হা। ভালো থাকা হোক।
 
১৪ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:১৫
সুমন কর বলেছেন: ভাল লাগা রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন সর্বদা।
২৩| 
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৭
লিরিকস বলেছেন: ১০ নং লাইক 
 
 
১৫ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: খুশি হলাম।  
 
অাজকাল লাইক খুব দুষ্প্রাপ্য !  
 
২৪| 
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:২০
 আমিনুর রহমান বলেছেন: 
দেখলাম। ভিডিও গুলো খারাপ না বেশ ভালোই হয়েছে ![]()
 
১৫ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: অাপনার মন্তব্য পাবো ভাবিনি, পেয়ে ভাল লাগল।  
 
২৫| 
১৫ ই অক্টোবর, ২০১৪  সকাল ১০:১৬
এহসান সাবির বলেছেন: ছোট ছোট ভিডিও দেখে ফেলেছি। ভালো লেগেছে।
 
১৫ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: সময় করে দেখেছেন বলে, খুশি হলাম।  
 
২৬| 
১৫ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:৫৭
খেলাঘর বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে; সুন্দর দেশ আমাদের!
 
১৫ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:১৯
সুমন কর বলেছেন: সত্যিই অনেক সুন্দর-অামাদের এই দেশ।
ভাল থাকুন।
২৭| 
১৫ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৪১
তারাবেষ্ট বলেছেন:  সুমন কর ভাইয়ার জন্যে:
 
ছোট ভিডিও দেখে ফেলেছি। ভালো লেগেছে।
অনেক অনেক ভালো থাকবেন।  
 
১৫ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:২৩
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ। 
ছবি উপহার দেবার জন্য বাড়তি ধন্যবাদ-বেলা শেষে / শেষ বেলা!  
 
২৮| 
১৬ ই অক্টোবর, ২০১৪  রাত ১:২৫
তারাবেষ্ট বলেছেন: Yes , we understand us more better then others! Thenk so much!!
 
১৬ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৯| 
১৬ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৩
এমএম মিন্টু বলেছেন: কিছু পিকচার দিলে ভালো হোতো আমার পিসিতে বিডিও দেখা যায়না ।খুব হয়েছে +++++
 
১৬ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:০৩
সুমন কর বলেছেন: অাশা করি, পরবর্তী পর্বে অনেক ছবি পাবেন। 
ভাল থাকুন এবং সাথে থাকুন।
৩০| 
১৭ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:১৫
তুষার কাব্য বলেছেন: অসাধারণ সব জায়গার ভিডিও দিয়েছেন ...এর মধ্যে অনেক গুলো ঘুরে দেখার সৌভাগ্য আমার ও হয়েছে... 
 
 
১৭ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৪৯
সুমন কর বলেছেন: অামার তেমন যাওয়া হয় না, এবার ঈদে বের হয়েছিলাম। ভাবলাম অাপনাদের সাথে শেয়ার করি এবং সংগ্রহে রাখি।
অাপনি গিয়েছেন এবং অাবার এখানে এসে ঘুরে গেলেন, ভাল লাগল। 
৩১| 
১৮ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:২৪
মাসুদ ০০৭ বলেছেন: খুব ভালো লাগলো অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম , পোস্ট ও দারুন হয়েছে । আপনার পোস্ট না দেখলে ভালো লাগে না ।
 
১৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
সুমন কর বলেছেন: অামার ব্লগে এসে ঘুরে গেছো বলে, খুশি হলাম। 
ভালো থেকো।
৩২| 
২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:১৫
যমুনার চোরাবালি বলেছেন: বাহ্, সুন্দর। আমি রাঙ্গামাটি গিয়েছি।বান্দরবনটা এখনো যাওয়া হয়নি। শুভেচ্ছা।
 
২১ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৪৭
সুমন কর বলেছেন: সময় করে একবার ঘুরে আসুন। 
অনেক ধন্যবাদ। 
৩৩| 
২১ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:৫৪
ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম সুমন ভাই 
দারুন পোস্ট ++++ 
 
২১ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: প্রিয়তে নেওয়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩৪| 
২২ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:৫৭
ইমিনা বলেছেন: সবাই ই রাঙ্গামাটি এবং বান্দরবান ঘুরতে যায়। আমারই শুধু যাওয়া হয়না 
 ![]()
 
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: সময় করে একবার ঘুরে অাসুন, ভাল লাগবে।  
 
অামিও তেমন কিন্তু বের হই না।  
 
ভাল থাকুন। 
৩৫| 
২৩ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:০৩
মন ময়ূরী বলেছেন: সুন্দর ভ্রমণ পোস্ট!
 
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: অামার ব্লগে স্বাগতম।  
 
অনেক ধন্যবাদ, ভাল থাকুন। 
৩৬| 
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৩৫
খেলাঘর বলেছেন: 
বান্দর বন যাওয়ার কথা মনে এলে, ওখানকার সন্ত্রাসের কথা ভেবে যাওয়া হয় না।
 
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:০০
সুমন কর বলেছেন: এখন অনেকটা নিরাপদ। লোকজনের সমাগম প্রচুর। 
ঘুরে অাসতে পারেন, ফ্রেশ লাগবে। 
ভাল থাকুন। 
৩৭| 
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৫৩
লিরিকস বলেছেন: কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) এর গান নিয়ে পোস্ট দেবার আগে, তার গাওয়া আপনার ভালোলাগা কয়েকটা গানের কথা বলুন ভাইয়া।
 
২৫ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩০
সুমন কর বলেছেন: উনার প্রায় সব গানই প্রিয় (কয়েকটা ছাড়া)। তাই বলা কষ্টকর। তবুও অাপনি বলেছেন বলে কয়েকটা বললাম,
আমেরিকা প্রবাসী বাঙালির গান, ক্যাকটাস, যত দূরে যাবে, সারারাত জ্বলেছে নিবিড়, আবছায়া, বয়স আমার মুখের রেখায়, উত্তর তো জানা, এটাই এখন কাজ, এই তো বাঁচা, জাতিস্মর, কখনো সময় আসে, রোববার, প্রথম সব কিছু, কার দেশ, হাল ছোড়ো না .....................অারো
ভালো থাকুন।
৩৮| 
২৭ শে অক্টোবর, ২০১৪  সকাল ৯:০২
জুন বলেছেন: সুন্দর  ছবি 
 
 
২৭ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৫২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৯| 
৩০ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব
 
৩০ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:০২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪০| 
০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৫২
মাহমুদ০০৭ বলেছেন:  বাহ ! সময় ত ভালই কাটছে 
 
 মাইনুল ভাইয়ের কমেন্টে ঝাঝা 
 
 প্রিয়তে । সময় করে ভিডিওগুল দেখে নেব / 
 ভাল থাকবেন । 
 
০২ রা নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৯
সুমন কর বলেছেন: সময় করে দেখবেন বলে, খুশি হলাম।  
 
পাশে থাকার জন্য ধন্যবাদ।
৪১| 
০২ রা নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
মাহমুদ০০৭ বলেছেন:    আমিও (চোখ  টিপ )  
   দিবার পারি ।  
  
   
 
 
০২ রা নভেম্বর, ২০১৪  রাত ৮:১১
সুমন কর বলেছেন: খুশি হলাম।  
 
৪২| 
০৪ ঠা নভেম্বর, ২০১৪  সকাল ১১:৫৭
লিরিকস বলেছেন: সরি ভাইয়া পোস্ট ঠিকই ছিল কিন্তু আমি ভাবছিলাম পোস্ট দেখা যাচ্ছে না  
 
 
০৪ ঠা নভেম্বর, ২০১৪  বিকাল ৪:৫১
সুমন কর বলেছেন: বুঝতে পেরেছি !  
  
 
৪৩| 
০৫ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:১৭
ফা হিম বলেছেন: যাবার ইচ্ছে আছে।
 
০৫ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে অাসুন।  
  
৪৪| 
০৪ ঠা এপ্রিল, ২০১৫  সন্ধ্যা  ৭:০৩
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লাগল আপনার বান্দারবন ও রাঙামাটি ভ্রমনের ভিডিও গুলি। প্রিয়তে নিয়ে নিলাম। ধনবাদ লেখক।
 
০৫ ই এপ্রিল, ২০১৫  সন্ধ্যা  ৬:০৬
সুমন কর বলেছেন: অামার ব্লগে স্বাগতম।  
 
সময় করে দেখা এবং প্রিয়তে নেবার জন্য অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন।
৪৫| 
০৪ ঠা এপ্রিল, ২০১৫  রাত ৮:১৮
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর..
 
০৫ ই এপ্রিল, ২০১৫  সন্ধ্যা  ৬:১০
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন। 
৪৬| 
০৭ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার এ ভিডিও ব্লগটি। স্বচ্ছ জলের প্রবাহ দেখে চোখ জুড়িয়ে যায়।
 
০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৭| 
০৯ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: খুব ভাল লাগল ভিডিও পর্ব। এসব পয়েন্টে যেমন ভিড় থাকে, তেমন মনে হলো না।  
আমি ব্লগে ভিডিও পোষ্ট করতে পারি না, শিখিয়ে দেবেন!!!   ![]()
 
০৯ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫৩
সুমন কর বলেছেন: আগে ইউটিউবে আপলোড করে, লিংকটা সামুতে এ্যাড করে দিলে হয়ে যাবে। 
সময় করে দেখার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:১৩
জাফরুল মবীন বলেছেন: চমৎকার!আশা করি সময় করে একটা ভ্রমণ ব্লগও উপহার দিবেন।