![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
১। বসবাস
তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে। আমি বলেছিলাম, সে'তো আমার চোখেই আছে। তাহলে আকাশ দেখবো। গাঢ় নীলাভ আকাশ। সাদা সাদা মেঘে ঢাকা। দূর, বোকা মেয়ে! এ যে, তুমি যেদিন আমায় ছেড়ে চলে যাবে, তখন আমার মনের আকাশ সাদা নয়, কষ্টের নীলাকাশ হবে। তখন দেখতে এসো। কাষ্ঠহাসী হেসে বললে, তাহলে পাহাড় দেখাও। পাহাড় ! সে'তো ছোট-বড় পাথরকে জড়ো করে গড়া। তুমি দেখতে পারলে না। সত্যি বলতে, তোমার দেখা হল না। বুকের ভিতর বিশাল পাহাড় নিয়ে করছি বসবাস। আর তুমি, শূন্যবাসী।
২। কিংকর্তব্যবিমূঢ়
এ যেন হঠাৎ করে, ভর দুপুরে রোদের মধ্যে দুম করে বৃষ্টি নেমে পড়া ! প্রকৃতিও মাঝে মাঝে বিরূপ আচরণ করে ! নিজেকে তখন অসহায় মনে হয়। কিছু করার থাকে না। দরুন, আপনি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি কাছে। তাই রিকশা নেবার প্রয়োজন মনে করেন নি। হাতে ছাতাও নেই। কারণ, আসার সময় এবং এখনও আকাশ পরিষ্কার। রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। ছোটবেলা এমন হলে আমরা বলতাম, শিয়াল মামার বিয়ে হচ্ছে ! হাতে ব্যাগ, বাড়ি কাছে। দৌড় দেয়া যাচ্ছে না। দৃষ্টিকটু। কিংবা আশে-পাশে কোন দোকানও নেই। তাই অগত্যা বৃষ্টিতে ভিজে হেঁটে বাড়ি যেতে হবে। যদিও পাশে কোন এক জায়গায় একটু দাঁড়ানো যেত, তবে মেজাজ খারাপ হওয়াতে সেটাও ইচ্ছে করছে না।
৩। অভিলাষ
গুণে রাখা হয়েছিল। একে একে নিরানব্বইটা হলো। এবার শততম এবং নিজের। প্রতিবার মাটির ঘরের দেয়ালে খুন্তি দিয়ে দাগ দিতাম এবং প্রতিরাতে গুণে ঘুমাই। আমাদের গ্রামের সবার প্রিয় ঠাকুরমা বলেছে, আজ চাঁদনী রাত। এমন রাত নাকি দশ বছরে একবারই আসে। গ্রামে গোর খোদকার হিসেবে নাম-ঢাক আছে। অন্যদের চেয়ে আমি বেশী যত্ন করে কবর খোদাই করতাম, তাই মৃত ব্যক্তির স্বজনরা বেশ খাতির করত। আলাদা ডেকে দু'চার পয়সা দিত। একলা মানুষ, চলে যেত।
বউ ছেড়ে গেছে বহুদিন হল। বাবা-মা সে'তো আরো আগেই চলে গেছে, অন্ধকার ঘরে। সবাই মিলে তৈরি করে দিয়েছিলাম। আজ একাই খোদাই করছি নিজেরটা, তাঁদের পাশে। যাতে কারো কষ্ট করতে না হয় ! তাছাড়া শেষ ঠিকানাটা অন্তত নিজেই করে যাই। বাড়ির পিছনে, বড় আম গাছটার নীচে। এক সহকর্মী দেখে চেঁচিয়ে ওঠে, কিরে, আজ আবার কে মরল? মুচকি হেসে বললাম, মরতে কতক্ষণ!
আজ চাঁদনী রাতে পসরা সাজলেই আম গাছের বড় ডালটায় ঝুলবে আমার জীবনের ফলাফল।
♠♠ আমার পঞ্চাশতম পোস্টটি উৎসর্গ করা হল আমিনুর রহমান ভাইকে। যার উৎসাহে আজ আমি সামহোয়্যার ইন ব্লগে ব্লগিং করছি এবং ভবিষ্যতেও করে যাবার চেষ্টা করবো।
অল্প গল্প: এক
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
সুমন কর বলেছেন: অামি পাঠক হিসেবেই থাকতে চাই। মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করি। হয় না। পারি না।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫
বলেছেন: +
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: অাপনার নিক নেম কিছুই বুঝা যায় না।
+ দেবার জন্য অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮
মামুন রশিদ বলেছেন: হাফ সেঞ্চুরির শুভেচ্ছা
প্রথম গল্পটার কাব্যিক দ্যোতনা বেশি ভালো লেগেছে । দ্বিতীয়টা তেমন ভালো লাগেনি । শেষেরটা ভাবিয়েছে, তার এই আত্মহনন অভিলাষের কারণ বুঝতে পারিনি ।
দ্বিতীয় গল্পে "দরুন, আপনি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন" টাইপো ঠিক করে দিয়েন ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: অামি জানি, ২য়টি ভাল হয়নি বা হচ্ছে না। শুধু ঐ মুহূর্তের কথাটা মাথায় রেখে লিখেছিলাম। সরাসরি বলার জন্য অান্তরিক ধন্যবাদ। এভাবেই অাপনাকে পাশে চাই।
কিছু ছোট গল্পের শেষটা পাঠকের হাতেই তুলে দিতে হয়। তাঁদের মতোই শেষ করুক।
অার অামি প্রথমে ধরুন লিখেছিলাম, পরে সার্চ দিয়ে পেলাম না। কিংবা অভিধানেও নাই।
অাপনি কি একটু কষ্ট করে দেখে দিতে পারবেন ? অামি ঠিক করে নিতাম। ভুল দেখতে ভাল লাগে না।
যদি ঠিকও থাকে একবার সময় করে হেসে যাবেন অার দেখে জানাতে ভুলবেন না।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
অামি যেটা পেলাম।
দরুন: অব্য. অনু. জন্য, হেতু, নিমিত্ত (অসুস্হতার দরুন)। [ফা. দরুন্]।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮
গোর্কি বলেছেন:
অর্ধশত পোস্ট। অভিনন্দন ও শুভেচ্ছা।
ছোট ছোট কথামালা'র ভাবের খুব সুন্দর প্রকাশ।
শুভকামনা সবসময়।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাফ সেঞ্চুরির শুভেচ্ছা রইলো সুমন ভাই। অল্প গল্প ভাল লেগেছে। +++++
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১
আমি তুমি আমরা বলেছেন: শেষ গল্পটা ভাল লেগেছে।
হাফ সেঞ্চুরীর শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: একটি ভাল লাগলেও চলবে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭
দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন অজস্র অর্ধশততম লেখা উপলক্ষে।
প্রতিটি লেখাই ভিন্নস্বাদের। ভিন্ন রসের।
ভালো লাগা অনেক।
শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই। সবসময়।
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮
পার্থ তালুকদার বলেছেন: শুভেচ্ছা রইল -----------
আপনার এই শুভযাত্রা অব্যাহত থাকুক ।
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: অনুভূতির অল্প গল্পগুলো খুব ভালো লাগলো । শেষেরটা বেশী জোশ ।
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০০
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম। অনেক ধন্যবাদ।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫১
প্রবাসী পাঠক বলেছেন: ৩। অভিলাষ - গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
অর্ধশত পোস্টের জন্য অভিনন্দন সুমন ভাই। দ্রুতই শতক দেখতে চাই।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
অামি লিখতে পারি না, পাঠক হিসেবেই ভাল লাগে। মাঝে মাঝে পোস্ট দিয়ে জানান দেই, অামি অাছি।
তাই শতক মে.......লা......দূ..........র।
রিপ্লাই দেরী হবার কারণটা সবাই জানে।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১১
সকাল রয় বলেছেন:
আপনি অনেক ভালো লিখেন। আমার পড়তে ভালো লাগে। আপনার সুন্দর সব লেখা পড়বার জন্য অপেক্ষা থাকবে সবসময়।
এবারও দারুন লিখলেন।
অনেক শুভকামনা
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: অামার লেখা অাপনার ভাল লাগে, জেনে সত্যিই অানন্দিত হলাম।
অনেক ধন্যবাদ।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
ঢাকাবাসী বলেছেন: অনুভুতির গল্প, ভাল লাগল।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে গল্পগুলো... শেষেরটা এদের মধ্যে সেরা...
শুভকামনা...
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম। অনেক ধন্যবাদ।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা ।
অনেক শুভেচ্ছা
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২
সুমন কর বলেছেন: এবার হয়তো তেমন ভাল লিখতে পারিনি।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
আলম দীপ্র বলেছেন: পঞ্চাশতম পোস্টের শুভেচ্ছা ।
বেশ ভালো লেগেছে !
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থেকো।
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
ডি মুন বলেছেন: প্রথম দুটো কবিতা হয়ে গেছে বলে আমার ব্যক্তিগত মতামত
তৃতীয়টি অল্প-গল্প হয়েছে।
সপ্তম ভালো লাগা ++++
পঞ্চাশতম পোস্টের জন্যে অভিনন্দন। আর উৎসর্গেও অনেক অনেক ভালো লাগা
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩
সুমন কর বলেছেন: অাপনাদের ভাল লেগেছে জেনে, ভাল লাগছে। তবে অনুরোধ, ভাল না হলে, ভুল হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ব্লগিংটা এমন হওয়াই উচিত।
উৎসর্গ কেন করলাম, অামিনুর ভাইকে যখন উত্তর দেবো, দেখে নিয়েন।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আজ চাঁদনী রাতে পসরা সাজলেই আম গাছের বড় ডালটায় ঝুলবে আমার জীবনের ফলাফল।’’----------- অসাধারণ লাগলো লাইনটি ।
শুভকামনা রইল
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পাঠকের সময়ে নিম্নতম করারোপ করে উচ্চতম অনুভব দিলেন, সুমন কর!
শেষের গল্পটিতে সুপার লাইক!
উৎসর্গ অংশে জনদরদি সহব্লগার আমিনুর রহমানকে আরেকটু চিনতে পারলাম।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: অাপনাদের মতো সিনিয়র ব্লগারদের উৎসাহ এবং মন্তব্য পেলে ভাল লাগে। একটিও ভাল লাগলে সার্থক।
অার উনি, অাসলেই জনদরদি ব্লগার।
অনেক ধন্যবাদ।
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
তুষার কাব্য বলেছেন: হাফ সেঞ্চুরির শুভেচ্ছা । ভালো লাগলো দুটোই...শেষের টা বেশি ভালো
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: সময় করে দুটোই পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২০| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০
আবু শাকিল বলেছেন: সুমন দা চমৎকার।
পড়ে মুগ্ধ হইলাম।
সুন্দর লেখনশৈলী।
৫০তম পোষ্টে র শুভেচ্ছা।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: অারে অাপনি দেখি, মুগ্ধ হয়েছে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২১| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩
জাফরুল মবীন বলেছেন: অল্প গল্প ভাল লেগেছে।
ব্লগ পোস্টিংয়ে হাফ সেঞ্চুরী করায় অভিনন্দন।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: অল্প গল্প ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
ডট কম ০০৯ বলেছেন: পঞ্চাশতম পোস্টের শুভেচ্ছা ।
ব্লগীয় জীবন দীর্ঘতর হোক।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
সুমন কর বলেছেন: ব্লগীয় জীবন দীর্ঘতর হোক - ভালো বলেছেন। সহমত। চেষ্টা থাকবে।
অনেক ধন্যবাদ।
২৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্প গল্প -অল্প নয় বেশীই ভাল লেগেছে!
হাফ সেঞ্চুরির শূভেচ্ছা। উৎসর্গিতের প্রতি উৎসর্গ হোক সকলের ভালবাসা!
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: অল্প নয় বেশীই ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
মাহমুদ০০৭ বলেছেন: ডি মুন বলেছেন: প্রথম দুটো কবিতা হয়ে গেছে বলে আমার ব্যক্তিগত মতামত
তৃতীয়টি অল্প-গল্প হয়েছে।
- আমিও একই কথা বলব। তবে বাক্যবুনন সুন্দর।
আপনার প্রথম সিরিজটাই বেশি ভাল লেগেছিল।
একটা ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ।
সামুতে এ মুহূর্তে যে কয়জন গুণী ব্লগার আছেন
তার মধ্যে আপনিও একজন ।
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসী বিরল একজন যোদ্ধা ।
অভিনন্দন জানাচ্ছি ।
তা কেক টেক খাওয়ানো ত জরুরত ছিল
আরো লিখে যাবেন , পাশে থাকবেন এই কামনাই রইল ।
ভাল থাকবেন ভাই।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: অামারও মনে হয়েছে, প্রথমটির মতো করতে পারিনি। চেষ্টা থাকবে।
প্রশংসা একটু বেশীই করে ফেললেন।
তবে অামি সবসময় অনিয়ম, অসুন্দর, অগ্রহণযোগ্য, অস্বাভাবিক, অসত্য, ........থাকলে বলতে দ্বিধা করি না। এটা অামার স্বভাব।
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসী বিরল একজন যোদ্ধা । ভাল বলেছেন।
পাশে ছিলাম, অাছি এবং থাকবো।
কেক জমা রাখলাম, একদিন পেয়ে যাবেন।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
অশ্রুত প্রহর বলেছেন: বুকের ভিতর বিশাল পাহাড় নিয়ে করছি বসবাস।
কঠিন অনূভুতি .:-)
ভাল লাগল। :-)
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
এহসান সাবির বলেছেন: গল্পকার, উৎসর্গ সবাই কে শুভেচ্ছা।
রোদ হলো বৃষ্টি হলো
খেক শিয়ালের বিয়ে হলো......
মনে পড়ে গেল ছোট বেলার কথা....
শুভ কামনা দাদা।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭
সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
মামুনূর রহমান বলেছেন: তিনটাই সুন্দর । পঞ্চাশতম পোষ্টের শুভেচ্ছা ।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
হাফ সেঞ্চুরী'র শুভেচ্ছা।
অতি মনোযোগ সহকারে প্রথম ২টি গল্প পড়া শেষ করে যেই ৩য়টি পড়া শুরু করবো নিচে বোল্ড কৃত একটা নাম দেখে সব মনোযোগ উবে গেলো
আমি সাহিত্যের ব্যকরন নিয়ে অতশত জানি না। তবে আমার কাছে প্রথম ২টিতে গল্প থেকে ক্যাবিকতাই বেশি পেয়েছি তোমার লিখায়। বেশ দারুণ লিখছো তুমি।
পোষ্টে প্লাস ও প্রিয়তে।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯
সুমন কর বলেছেন: অামি কখনো কাউকে বলিনি, অামার পোস্টটি পড়ে অাসুন। এবার নিশ্চিত বুঝতে পারলেন কেন বলেছি ??
এক সময় খুব পড়তাম। লেখার চেয়ে পড়ার ইচ্ছাই বেশী ছিল এবং অাছে। মাঝে মাঝে লিখতে তো, সবার ইচ্ছে হতেই পারে।
তাই একদিন সামুতে নিক খুলি কিন্তু সেটা অনেক অাগে। তখন এতো তাড়াতাড়ি প্রথম পাতায় লেখা বা জেনারেল হওয়া যেত না। তাই অাশাহত হয়ে ফিরে যাই।
এরপর ২০১৩ সালে হঠাৎ একটি পোস্ট দিয়ে, ব্লগে প্রকাশ করুন ক্লিক করতেই দেখতে পাই, লেখা ১ম পাতায় ! অবাক হয়ে যাই। কিছুটা লজ্জাও পাই। তেমন করে লিখিনি। জাস্ট, ১ম পাতায় যায় কিনা, সেটা দেখার জন্যই দেয়া।
সে পোস্টে শুধু আহমেদ জী এস ভাই এবং অাপনি মন্তব্য করেছিলেন। খুব ভাল লেগেছিল।
অাপনি হয়তো, অাপনার নামটি জানতেন (সেটা এখানে বলার দরকার নাই)। তাই অামার প্রতিটি পোস্টে মন্তব্য করে এবং পরবর্তীতে অামাকে মেইল করে অারো উৎসাহ এবং ব্লগিং নির্দেশনা দিয়েছেন। যা একজন সহ ব্লগারের কাছে কাম্য।
এখন অার মেইল করেন না !! (ফান)
অামার ব্লগার হয়ে ওঠার পিছনে অাপনার অবদান অশেষ।
ভালো থাকুন এবং সাথে থাকুন।
অ.ট.: অাজ সবাইকে বলে দেই, উনি অার অামি কিন্তু এক স্কুলের ছাত্র।
২৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০
সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩০| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
এমএম মিন্টু বলেছেন: আগেই পড়েছি মোবাইল থেকে ভালো হয়েছে ++++++
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১
সুমন কর বলেছেন: মোবাইল থেকে পড়া এবং অাবার এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন , বিশেষ করে প্রথমটা আর শেষেরটা।
১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
সুমন কর বলেছেন: সময় করে পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৩২| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অর্ধ শতক মুবারক, পূর্ণ শতকের অপেক্ষায় প্রথমটায় পাঠে তৃপ্তি, শেষেরটায় ভাবনার তৃপ্তি।
শুভকামনা জানবেন।
২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: বন্ধুর মন্তব্য পেয়ে ভাল লাগল।
তৃপ্তি পেয়েছেন জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
৩৩| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিলাষ ভালা লাগছে!
৫০ তম পোষ্টের শুভেচ্ছা
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
সুমন কর বলেছেন: মাঝে মাঝে কোথায় হারিয়ে যান !!! অাশা করি, ভাল অাছেন।
অাপনার মন্তব্য অবশ্যই কাম্য। তাই অপেক্ষায় থাকি।
একটি ভাল লেগেছে, জেনেও খুশি হলাম।
শুভেচ্ছা গ্রহণ করলাম।
৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। .......................................
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
সুমন কর বলেছেন: অাপনি তেমন লিখতে পারিনা। মাঝে মাঝে অাপনাদের জানান দিয়ে যাই।
ভালো থাকুন এবং সাথে থাকুন।
৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: হাফসেঞ্চুরীতে শুভেচ্ছা রইলো সুমন দা!
অল্প গল্প ভালো লেগেছে!
ভালো থাকবেন!
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: তুমি এসেছ, মন্তব্য করেছ, লাইক দিয়েছ এবং ভালো লেগেছে - বলেই খুশি হলাম। (মনে হয়, তুমি করেই বলতাম)।
ভালো থেকো-সব সময়।
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
ব্লগার মাসুদ বলেছেন: মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: আপনি কি সবাইকে-একই মন্তব্য করে যাচ্ছেন। কেন?
৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল। অভিনন্দন রইল পঞ্চাশ পূর্তিতে ।
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২
অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা খানিকটা কিংকর্তব্যবিমূঢ়
হইয়া গেলুম। আপনার লেখনি ক্রমশই সুন্দর হইয়া উঠিতেছে....
তিনখানা ভালো লাগিল।
৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: অাপনার মতো কবি এবং গুণী ব্লগারের মন্তব্য পেয়ে ভাল লাগল। যা লেখার উৎসাহ হিসেবে কাজে অাসে।
ভালো থাকুন কবি।
ধন্যবাদ।
৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
খেলাঘর বলেছেন:
পৃথিবীটা মগজের ভেতর?
০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪০| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭
অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
অল্প করে গল্প করেন, পাহাড় দেখান শূন্য-বুকে
রোদ বৃষ্টির খেলা-শেষে একলা মানুষ চাঁদনী রাতে !
পড়লুম এবং ভাবনার আকাশে অগত্যা শেষ ঠিকানার দৃশ্য ...
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
সুমন কর বলেছেন: চমৎকার মন্তব্য। +
কবিতা দারুণ হয়েছে।
অামার ভাবটি ধরার জন্য অনেক ধন্যবাদ।
৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: অভিলাষ আসলেই খুব ভালো হয়েছে। পুরনো পোস্ট। তাই শুধু উঁকি মেরে গেলাম।
দেরিতে হলেও পঞ্চাশতম পোস্টের জন্য অভিনন্দন জানিয়ে গেলাম।
আমিনুরকে অভিনন্দন জানাচ্ছি।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: উঁকি মেরে মন্তব্য করে যাওয়াতে ধন্যবাদ জানবেন।
৪২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
নীল লোহীত বলেছেন: প্রতিটা গল্পই অসাধারণ হয়েছে।
তবে অভিলাষটাকে খুব বেশী নিজস্ব মনে হয়েছে।
পঞ্চাশতম পোস্টের শুভেচ্ছা।
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬
সুমন কর বলেছেন: সময় করে পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
সোজা কথা বলেছেন: পঞ্চাশে অনেক অনেক শুভেচ্ছা।
১ম টা খুব বেশিই ভাল লাগলো। আসলেই, প্রেমিকারা প্রেমিককে যত্নসহকারে উপলব্ধি করতে পারেনা!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
সময় করে পুরনো একটি লেখা পড়ার জন্য ধন্যবাদ।
অ.ট.: ব্লগে এখন কম দেখা যায়। ব্যস্ত?
৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে। আমি বলেছিলাম, সে'তো আমার চোখেই আছে।
এটা ছিলো শুরু । বুকের ভিতর বিশাল পাহাড় নিয়ে অপেক্ষমান কারো জীবন কাহিনী । আর শেষ হয়েছে এখানে -
আজ চাঁদনী রাতে পসরা সাজলেই আম গাছের বড় ডালটায় ঝুলবে আমার জীবনের ফলাফল।
মর্মান্তিক .............
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: অাপনার উপস্থিতি সব সময়ই ভাল লাগে। বাড়তি প্রাপ্য। কারণ অাপনি অামার প্রথম মন্তব্যকারী।
সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৬
মৌসুমী মালা বলেছেন: Durdanto lekha apnar.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: এতো রাতে পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
মৌসুমী মালা বলেছেন: Its my pleasure dear
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৭| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯
আল ইমরান বলেছেন: শেষেরটা দারুন। বিশেষ করে শেষ ডায়লগটা। বেশ ভালো লাগলো।
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: ৩। অভিলাষ
-------ভাললাগল। ভাল থাকবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১
সাহসী সন্তান বলেছেন: সব গুলো গল্পই ভাল লেগেছে। একটা জিনিস সব থেকে ভাল লাগলো যে গল্পগুলোর মধ্যেই যেন আপনি নিজের অভিব্যক্তিকেই ফুটিয়ে তুলেছেন।
ভাই দ্বিতীয় গল্পটার নাম করন বিশ্লেষন করলে হয়তো এমন দাড়ায়ঃ- কিংকর্তব্যবিমূঢ় অথ্যাৎ কিনে এনে দাও গুড়! হা...হা...হা!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যে এবং পড়ার জন্য ধন্যবাদ।
আর অর্থটা কিন্তু দারুণ হয়েছে।
শুভ দুপুর।
৫০| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৭
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: *অভিলাস* অসাধারন লেগেছে।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১
খায়রুল আহসান বলেছেন: একেবারে প্রথম মন্তব্যটিতে স্বপ্নবাজ অভি ঠিক কথাটিই বলেছেনঃ ছোট্ট ছোট্ট গল্প নয় ঠিক এগুলোকে কবিতাও বলা যায়।
আপনার এ লেখার প্রথম বাক্য দুটি পড়েই একটু থমকে দাঁড়ালাম। এ টুকুই তো একটা অনু কবিতা!
যাহোক, আপনার এই দুটো লাইনের সাথে আরো কিছু কথা যোগ করে ঝটপট নিজেই একটা কবিতা লিখে ফেললাম, নাম চোখের সমুদ্র। সেটা আর কিছুদিন পর এখানে পোস্ট করবো। লক্ষ্য রাখবেন আশাকরি।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: আপনার কবিতাটি অবশ্যই পড়বো।
ভালো লেগেছে জেনে, খুশি হলাম। ধন্যবাদ।
৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: টাইপোঃ কিংকর্তব্যবিমূঢ় এর ২য় লাইনে- দরুন< ধরুন হবে। 'ধরুন' আপনি অভিধানে নাও পেতে পারেন। কিন্তু 'ধরা' পাবেন, যা থেকে ধরুন। যেমন বলা থেকে বলুন।
মাহমুদ০০৭ এর চমৎকার মন্তব্যটা পড়ে (২৪ নং) মুগ্ধ হ'লাম।
৫০ তম পোষ্টের বিলম্বিত শুভেচ্ছা!
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
সুমন কর বলেছেন: ধরুন'ই হবে। ওটা আমার ভুল হয়েছিল। দুঃখিত।
পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ৫০ তম পোষ্টের শুভেচ্ছা সুমন দা !
ছোট্ট ছোট্ট গল্প নয় ঠিক এগুলোকে কবিতাও বলা যায় , কিছু একটা বলার চেষ্টাটা চমৎকার হয়েছে !