| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
 
আজ থার্টি ফাস্ট নাইট ! কিছুক্ষণ পর শুরু হবে নতুন ইংরেজী বছর। ২০১৫ সাল ! সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর পরিবার-পরিজনকে নিয়ে "থার্টি ফাস্ট নাইট" উদযাপন করা হয়ে গেলে বা করতে না পারলে, আমরা যারা এ মুহূর্তে সামুতে আছি আসুন, কিছুক্ষণের জন্য সব কাজ পাশে সরিয়ে নতুন বছরের আনন্দ ব্লগে কিছুটা ভাগাভাগি করে নিতে আড্ডায় মেতে উঠি।
গত বছর ২০১৩ সালে এ রাতেই আমি প্রথম আড্ডা পোস্ট দিয়েছিলাম। তাই ভাবলাম এবারও দেয়া যাক। 
আড্ডায় নির্ধারিত কোন বিষয় নেই। যে কোন গ্রহণযোগ্য বিষয় নিয়ে আড্ডা হতে পারে।
তাহলে শুরু হয়ে যাক আড্ডা :  
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: অাপনার মন্তব্য প্রথমেই পেয়ে ভাল লাগল।
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। 
তা অাজ কোথায় এবং কয়জনকে নিয়ে যাচ্ছেন  
  
 
২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৬
আলম দীপ্র বলেছেন:  ইশ ! ফার্স্ট হইতে পারলাম না !  
  
   
হাহহা ! 
ইংরেজী নববর্ষের  অনেক শুভেচ্ছা সুমনদা । 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: এখানে কোন নাহিদ মন্ত্রী নাই !!  
  
 
কোন ফাস্ট বা লাষ্ট নাই !!!
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।  
পড়াশুনার অবস্থা কেমন? 
৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৭
প্রামানিক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫০
সুমন কর বলেছেন: কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা থাকলো।
৪| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা সুমন  
 
আছি আছি ![]()
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫২
সুমন কর বলেছেন: অাপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। 
থাকতেই হবে। তা এখন কোথায় ?? পাহাড়ে / বনে / ঝর্ণায়........ 
 
ভাবী এবং বাবুরা কেমন অাছে?
৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫১
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: 
শুভ নববর্ষ সুমন। সহ নিক দিয়ে হাজিরা দিয়ে গেলাম। মুল নিক দিয়ে আসতেছি আবার 
 ![]()
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: বুঝতে পারলাম  
  
  
তা রাতের খাওয়া হয়েছে? 
মূল নিকে শীঘ্রই অাসেন, নয় কিন্তু ...........
৬| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫২
বশর সিদ্দিকী বলেছেন: ভাই কেমন আছেন?? নতুন কবিত লেখলাম পরে আসেন।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। 
একটু অাড্ডা দিয়ে নেই, পরে কবিতা অবশ্যই পড়ব।
এইতো মোটামুটি আছি। 
৭| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: অাপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। 
সেখানে ঠাণ্ডা কেমন? 
৮| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
নববর্ষের শুভেচ্ছা সুমন দা। 
আমিও আড্ডার জন্য একটা পোস্ট দিয়া দিছিলাম। দিয়া দেখি আপনে আমার আগেই পোস্ট দিয়া দিছেন। তাই আমারটা মুছে দিলাম।
আড্ডা আপনারটাতে হবে। 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
সুমন কর বলেছেন: অামিতো অাজ দুপুরে ফেবুতেই বলে দিয়েছিলাম। 
অাপনি না সরালেও পারতেন। 
তবে যাই হোক অাড্ডায় চাই।
৯| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
ডি মুন বলেছেন: 
হ্যাপি নিউ ইয়ার সুমন ভাই 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। যদিও এখনো শুরু হয়নি। অাসলে গতবার দিয়েছিলাম তাই এবারও দিলাম। সামুর সাথেই নতুন বছর শুরু করি।
সেখানে ঠাণ্ডা কেমন? 
১০| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৬
ডি মুন বলেছেন: 
প্রবাসী ভাই, আপনার এইখানে তো এখনো হ্যাপি নিউ ইয়ার শুরু হয় নাই। 
সুতরাং আপনি বাদ 
 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০২
সুমন কর বলেছেন: অারে এখনো থার্টি ফাস্টের রাত.........
প্রবাসীর মাথায় অাড্ডা, মুন উনারা দুধভাত করেই রেখে দাও  
  
 
১১| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ নতুন দিন , আসবে জানি রঙ্গিন 
কেউ ভাংবে মাথায় কাঁঠাল 
কেউ দিবে হরতাল ।।  :>  
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৪
সুমন কর বলেছেন: কবি, অাগাম নতুন বছরের শুভেচ্ছা। 
কাল কিন্তু ৫.৩০ পর্যন্ত হরতাল , বাহিরে বের হবেন না  ।। 
 
১২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
আলম দীপ্র বলেছেন: এইতো আবার শুরু হইতেসে নতুন বছরের পড়ালেখা  
  
  
  
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৫
সুমন কর বলেছেন: ওখানে কিন্তু ফাস্ট হতেই হবে।
১৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: @ মহান ব্লগার ডি মুন, 
আমাকে বাদ দেয়ার ষড়যন্ত্র ঝাতি মেনে নিবে না। 
মুন এর কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৬
সুমন কর বলেছেন: প্রবাসী ভাই যেখানে অামরা অাছি সেখানে। 
ঝাতি নতুন কিছু থুক্কু নতুন কাউকে চায়  
  
 
১৪| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা সুমন কর। ভাল থাকুন সবসময় এই কামনা ।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৭
সুমন কর বলেছেন: কবি, অাগাম নতুন বছরের শুভেচ্ছা।
অাপনার পড়াশুনার কি অবস্থা? দেশে কবে অাসবেন?
১৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: ভাবী বাবুরা টিভি দেহে, আর আমি থার্টিফার্স্টের বোলগ পান করি ![]()
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
সুমন কর বলেছেন: হেতানগো......টিভি চাইবার দ্যান 
  
অামি অার অাপনি বোলগ পান করি  
  
 
বড়ই সুমিষ্টি......
১৬| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: @ সুমন দা, 
আমি গরমের দেশের বাসিন্দা। এখানে ঠাণ্ডা বেশি পরে না ভাই। গরমের সময় বাইরে চাল রেখে দিলে ভাত রান্না হয়ে যায়। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১১
সুমন কর বলেছেন: ঐ ভাত খাইতে মুন চায়  
  দেশে অাসার সময় ফরমালিন মাইরা লইয়া অাইসেন..........
১৭| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস--কাজ গুছাতে গুছাতে দেরী হয়ে গেল---- তা কেমন আছেন---- নতুন বছরের শুভেচ্ছা ---হুমম অগ্রিম -----
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১২
সুমন কর বলেছেন: কোন দেরী হয়নি, অাপনি সময় করে অাড্ডায় যোগ দেন। 
অনেক রাত চলতে পারে .....
তা কেমন আছেন? 
১৮| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ওকে আছি আড্ডায়। প্রবাসী ভাই মনে হয় চেইতা গেছে। 
 
ডি মুন ভাই সাবধান 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৫
সুমন কর বলেছেন: প্রবাসা ভাই বড্ড ভাল মানুষ, চেতে নাই....... 
 
মুন, সাবধানে থাকিসসস.....বঙ্গভূমি নইড়া-চইড়া অাইবার লাগছে.. 
 
প্রবাসী ভাই ও মুন, বঙ্গভূমিকে কিছু বলেন...............
১৯| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা........ !  :#P 
২০০০, ২০০৫, ২০১০, ২০১৫ ..... এরকম ৫ দিয়ে বিভাজ্য সালগুলোতে কেউ কি কোন মিল খুঁজে পান?.....
পেলে জানাবেন....আরকি! 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৮
সুমন কর বলেছেন: মইনুল ভাই, অাগাম নতুন বছরের শুভেচ্ছা। 
ঐ চারটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল হয়: ৪০০, ৪০১, ৪০২, ৪০৩। 
 
নতুন কিছু থাকলে বলতে হবে।
২০| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: প্রেমিকার বিবাহ হইয়া গেছে কেমনে হ্যাপি নিউ ইয়ার পালন করুন কন !  
  
 
 আবার হ্যাপির নাম নিলে রুবেলের নাম চলে আসার ভয় আছে ![]()
![]()
  
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২০
সুমন কর বলেছেন: অাপনি এসেছেন বলে খুশি হলাম।
নতুন একটা প্রেমিকা (রহস্য.........) জোগাড় করে ফেলেন 
 
হ্যাপি-ট্যাপি বাদ দিয়ে শুভ নববর্ষ বলেন। 
রাতে বাইরে (পার্টি) যান নাই?
২১| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: @ মহান ব্লগার ডি মুন,
আমাকে বাদ দেয়ার ষড়যন্ত্র ঝাতি মেনে নিবে না।
মুন এর কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও। 
হরতাল মনে হয় সামুতেও  এই যে তার প্রমান 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২২
সুমন কর বলেছেন: মুন পোলাডা কিন্তু বেশ ভালা.......ওরে ছাইড়া দ্যান.......... 
 
২২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৯
কলমের কালি শেষ বলেছেন: আড্ডায় আই এম হাজির !!.. লুঙ্গিটা পড়তে গিয়ে একটু লেইট হয়ে গেল !!..  
  
  
  
  
  
  
  
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৪
সুমন কর বলেছেন: হাজির হতেই হবে। 
লুঙ্গি টাইট কইরা বেঁধে অাড্ডয় বসুন। রাতের খাওয়া হয়েছে? 
২৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: ডিনার খেয়ে এসে আড্ডায় চা খাব ।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৬
সুমন কর বলেছেন: চা রেডি...........
২৪| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৬
ডি মুন বলেছেন: 
আমি ঠিকই ধরেছিলাম। এমনটাই হবে। 
আমার পিসি একটু ঝামেলা করতেছিল আর সেই সুযোগে প্রবাসী ভাই দল পাকাইতেছে !!!!!! 
আপনারে ফাটাইয়া ফালামু প্রবাসী ভাই ওয়েট, আমি মাহমুদ ভাই, তুষার ভাই আর পার্থ দা রে ডাকতেছি। 
 
দরকার হইলে জার্মানি হইতে ক্যাপ্রিসিয়াস ভাইকে ধইরা আনুম। তবু আপনার চক্রান্ত সফল হইতে দিমু না 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৮
সুমন কর বলেছেন: সাবাশ মুন-এইতো অামার ছোট ভাইয়ের গলা শুনা যায়.... 
 
ওদের তাড়াতাড়ি ডেকে অানা হোক..........
রাতের খাওয়া হয়েছে? 
২৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৭
প্রবাসী পাঠক বলেছেন: @ বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই, মুনের বিরুদ্ধে লড়াই চলবে। 
@ পরিবেশ বন্ধু ভাই, আমাকে বাদ দেয়ার ষড়যন্ত্র হলে শুধু হরতাল না অবরোধ চলবে। 
@ মাঈনউদ্দিন মইনুল ভাই, কি ধাঁধা দিলেন। মাথায় তো কিছুই আসছে না। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩১
সুমন কর বলেছেন: এই অাধাবেলা হরতাল ভাল লাগে না......... ২৪/৪৮/৭২ ঘণ্টার চাই। 
 
মইনুল ভাইয়ের উত্তর দিয়ে এলাম.... 
 
২৬| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৮
ডি মুন বলেছেন: 
বঙ্গভূমি ভাই টেনশন খাইয়েন না । 
প্রবাসী ভাইরে ফ্লেক্সিলোড কইরা কাতারে পাঠাইয়া দিতাছি এক্ষুনি 
  
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: ফ্লেক্সিলোড কইরা দিয়ো না..... 
 
২৭| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২০
আবু শাকিল বলেছেন:  এক্টু দেরি হইলেও হাজিরা দিতে আইসা পড়লাম।
সবাইকে  ইংরেজী নববর্ষের শুভেচ্ছা 
 
আগামীকাল কার কি প্লান ???
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: কোন দেরী হয় নাই !!! 
অামার কোন প্লান নাই  
 
বিকালে একটু অফিসে চেহারা দেখাই চলে অাসুম......
কেমন আছেন? 
২৮| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২১
ডি মুন বলেছেন: @ মইনুল ভাই 
আমি মিল খুঁজে পেয়েছি 
সবগুলোই ৫ দিয়ে ভাগ করা যায় 
 
ওয়াও , মাশাআল্লাহ আমার মাথায় কি বুদ্ধি 
 অস্থির  ট্যালেন্টেড আমি 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: বুঝলাম, মুন বড় হয়ে গেছে... 
 
২৯| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৪
এম মশিউর বলেছেন: আড্ডায় দেরী করে ফেলেছি। 
হ্যাপি নিউ ইয়ার!  
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
সুমন কর বলেছেন:  কোন দেরী হয় নাই !!!
তোমাকেও অাগাম নতুন বছরের শুভেচ্ছা। 
পড়াশুনার অবস্থা কেমন? শেষ?
৩০| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: সুমন দা , ঝাতি অন্য কাউকে বেঁছে নিলে বেঁচে যাই। ২০১৫ সালে তাহলে বিবাহ করতে কোন বাঁধা থাকবে না।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪০
সুমন কর বলেছেন: দাওয়াত না দিলে কিন্তু কাজি চুরি করে নিয়ে যাবো  
  
 
অামাদের কুনু দোষ নাই।
৩১| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৭
নিমচাঁদ বলেছেন: সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা । 
আড্ডার আয়োজনের জন্য সুমনকে ধন্যবাদ । 
মাঝে মাঝে এসে হাজিরা দিয়ে যাবো 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪২
সুমন কর বলেছেন: অাপনি এসেছেন বলে খুশি হলাম। কেমন আছেন? দেশে নাকি বাহিরে?
অাগাম নতুন বছরের শুভেচ্ছা। 
হাজির দিলে ভালই হবে। 
ব্লগ ডে'তে পরিচয় হয়ে ভাল লাগল।
৩২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৮
প্রবাসী পাঠক বলেছেন: @ কলমের কালি শেষ ভাই, 
লুঙ্গি পরার আগে কি পরা ছিলেন!!! 
হা হা হা । 
@ মুন, সবাইকে ডেকে আনো। কিন্তু দেইখো তারা আবার আমার দলে যাতে না চলে আসে। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: সবাই অাসছে.............
কামিন সুন 
 
৩৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:২৯
ডি মুন বলেছেন: 
সবাই মিষ্টি খেয়ে দোয়া করেন মহান ব্লগার ডি মুনের জন্যে। যেন ফেব্রুয়ারীর ১৪ তারিখের আগেই তার কিছু একটা হয়ে যায় 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: অামিন। 
 
 এতো ছোট বয়সে কুকাম কিছু করিছ নারে............. 
 
৩৪| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩০
প্রবাসী পাঠক বলেছেন: @ শাকিল ভাই, কুতায় হারিয়ে গেলেন??
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: উনি মনে হয়, ভাবীর জন্য কেক অানতে গেছে........... 
 
৩৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩১
ডি মুন বলেছেন: 
ছি প্রবাসী ভাই, 
কালি শেষ ভাইকে আপত্তিকর প্রশ্ন করেন কেনু !!!!! 
আপনারে মাইনাস - - -- -- - - - --  -
কালি শেষ ভাই 
প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে মানহানীর মামলা দেন। পিলিজ 
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: উনারে অাগে দেশে অানা হোক............... 
 
৩৬| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন:  @মামুন রশিদ  বোলগ পান মানে ?  
  
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: অাপনি করেন..........
কি মিষ্টি না........ 
 
৩৭| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৩
ডি মুন বলেছেন: 
সুমন দা 
রাতের খাবার হজম হয়ে গিয়েছে। 
আবার খাইতে হবে মনে হচ্ছে। 
ইদানিং যে কি হইলো, খাওয়ার শেষে আর কিছু খাইতেই পারি না !!!!  
 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: সামুতে অনেক অভিজ্ঞ ডাক্তার অাছে..........
তারা কোথায়............এখানে জলদি চলে অাসুন, একজন মুমূর্ষু রোগী না খেয়ে খেয়ে হালকা-পাতলা হয়ে যাচ্ছে......... 
 
৩৮| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
এখন কাউরে কিছু কমু না সুমন দা। 
 
আগে দেইখা লই  
 
দেখছেন মাঈনুল ডি মুন ভাইয়ের মাথায় কি বুদ্ধি!!!! পুরা মাথার উপ্রে দিয়া গেল
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: ঠিক কইছেন................
মাথা খালি খালি লাগতাছে..............
৩৯| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেলিম ভাই আর প্রবাসী ভাইয়ের ওখানে কি হ্যাপী নিউ ইয়ার কখন থেকে শুরু হবে ------- !!!!
''বাইরে কত ধরণের বাজনা বাজতিছে, কত আলোর ফুয়ার উইরা উইরা যাইতেছে---দেখ দেনি -- এই যে পোলাপাইনরা এইহানে বইসা বইসা কি সব লেহা লেহি করতেছে -----''
ঢোল বাজে ঢোল বাংলাদেশের ঢোল
তালে তালে বোল ছাড়ে বাংলাদেশের ঢোল---------
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: অামিও বাহিরে অনেক বাজনা শুনতে পাচ্ছি............
তবে ঢোল না, দুম দুম দুম..............
৪০| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৯
ডি মুন বলেছেন: 
আমি আগেই জানতাম 
আমার প্রতিভায় সবাই মুগ্ধ হবেই 
ইয়া হু 
  
  
   
থেংকু বঙ্গভূমি ভাই 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: নতুন বছরে অারো প্রতিভা বিকশিত হোক।
৪১| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪১
ডি মুন বলেছেন: 
পরিবেশ বন্ধু 
আপনি বন্ধু হয়ে আমার হাত ভেঙে গুড়িয়ে দিতে বলছেন। 
আপনারে কইষ্যা মাইনাস  - - - - - - - - - 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: দেয় মাইনাস - - -
৪২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
 হে খোদা যে আশা কইরা ডি মুন ভাই মিস্টি খাইয়ালো তার মনের সকল আশা অপূন্য রাইখো। 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০০
সুমন কর বলেছেন: অামিন কমু না,,,,,,, জিভ কাটুম বুঝবার পারছি না  
 
৪৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৩
কলমের কালি শেষ বলেছেন: লুঙ্গি একদম গিট্টু দিয়া বইছি । খোলার কোন চান্সই নেই !...  
  
  
  
  
 
প্রবাসী ভাই.. আড্ডায় কি কেউ ফরমাল ড্রেস পরে নাকি ! নাহ আপনার মন কালা হইয়া গেছে ! ঝার ফুক দেওয়া লাগবো ।
ডি মুন ভাই... আমি এখনি আমেরিকান কোর্টে  লুঙ্গি আইন ০০৭   ধারায় মামলা করতে যাইতাছি । আপনাকে কিন্তু সাক্ষী বানালাম !.. 
 
সুমন ভাই...  হুম রাতের খাবার কমপ্লিট । আপনার হয়েছে ?
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০১
সুমন কর বলেছেন: অামিও খেয়ে বসেছি।
৪৪| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: @ডি মুন ভাইয়া,
একটা পরামর্শ দিই । যাই করেন ১৪ ফেব্রয়ারির পরে করেন । অন্তত আরো একটা ভালুবাসা দিবসের #বাজেখরচা থেকে বেঁচে যাবেন 
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৩
সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক কথা...
৪৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ডি মুন ভাই কি দিয়া খাইলেন।
বলেন কি! খাওয়ার শেষে আর কিছু খাইতে পারেন না? জলদি  কলিকাতা হারবালে........... 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৪
সুমন কর বলেছেন: সে নাকি, ঠিকানা হারাইয়া ফেলছে........... ![]()
৪৬| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ডি মুন-- সাদা মিষ্টি নিয়ে এসে ভালই করেছেন ----- বিকালে অফিসে কেকসহ অন্যান্য খাবারের আয়োজন করেছিল ------আগামীকাল অফিস বন্ধ --- । কাজকে বললাম,'কাজ তুমি তফাৎ যাও-- আড্ডা আছে-- আড্ডা-------
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৫
সুমন কর বলেছেন: গুড.............'কাজ তুমি তফাৎ যাও-- আড্ডা আছে-- আড্ডা-------হবে।
ব্লগের কোন দিকটি আপনার ভাল লাগে? 
৪৭| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৭
আবু শাকিল বলেছেন:  @ প্রবাসী পাঠক ভাই  নববর্ষের শুভেচ্ছা ।হারিয়ে যাই নাই।হাত বাড়ালেই খোঁজে পাবেন। 
রাতে কি ক্লাবে যাবেন নাকি ?? 
@ সুমন দা বছরের শেষে এসে গার্ল_ ফ্রেন্ড বিসর্জন দিছি। 
কাম কাজ নাই বেকার সময় পার করছি। 
তারপর ও দুনিয়াতে বাইচ্চা আছি, আলহামদুল্লিলাহ।
 
@ ডি মুন ভাই-  সামনের বছর আপনাকে সিজ্ঞেল দেখতে চাইনা।সাথে বাচ্চা কাচ্চা সহ বউ দেখতে চাই 
 
@ লাইলী আরজুমান খানম লায়লা পু বাসায় কি বার বি কিউ পার্টি রাখেন নাই ??
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৩
সুমন কর বলেছেন: এতো খারাপ সংবাদ একসাথে অাশা করিনি। অাশা করি, নতুন বছরটি ভাল কাঁটবে।
লাইলী আরজুমান অাপু কই????? অামাদের দাওয়াত দেন।  
 
৪৮| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ডি মুন আমারে কোন্দলে রাখবায় না আমি ইদানিং মুক্ত , হা হা হা  
  
  
 
৪৯| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু@ 
আজকের রাত পিনিকের রাত, আকন্ঠ পান করার রাত । তো আপনার বেয়াইনের ভয়ে ভালো কিছু পান করার জো নেই, তাই বিষাদবদনে বোলগ পান করছি ।
 
  
 
৫০| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৮
প্রবাসী পাঠক বলেছেন: @লাইলী আরজুমান খানম লায়লা আপা, 
আমার এখানে আরও ২ ঘণ্টা পর নতুন বছর শুরু হবে। আমার বাসার বারান্দায় দাঁড়ালেই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটা দেখা যায়। এখানে প্রতি বছর আতশ বাজি হয়। ব্যালকনিতে দাড়িয়ে দাড়িয়ে আতশবাজি দেখব। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৫
সুমন কর বলেছেন: ব্যালকনিতে দাড়িয়ে দাড়িয়ে আতশবাজি দেখতে গিয়ে অাবার পড়ে যাইয়েন না............
২ ঘণ্টা পর নতুন বছর শুরু হবে  
 
তাহলে অাড্ডা চলুক.........
৫১| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন:  ডি মুন ভাই...  ১৪ ফেব্রুয়ারীর আগে কি যেন ইয়ের কথা কইলেন !..  
  
 
টেনশান নিবেন না আপনার ইয়ে অবশ্যই হবে । আমি আপনার সাথে আছি । শুধু ইয়ে মানে আমারটাও যদি একটু দেখতেন...  
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৭
সুমন কর বলেছেন: মুন, কালি শেষ কিন্তু নতুন বছরের প্রথম কাজ দিয়ে ফেলেছে।  
 
উনারও ইচ্ছে হয়েছে....
৫২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫২
প্রবাসী পাঠক বলেছেন: মামুন ভাইয়ের কমেন্টে সুপ্পার লাইক। মুন যাই করো ১৪ ফেব্রুয়ারির পরেই কইরো। 
@ শাকিল ভাই, আমি ক্লাবে যাই না ভাই। ক্লাবের চেয়ে বলগ ভালু। শত হইলেও আমি ভালু ছেলে। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৮
সুমন কর বলেছেন:  ক্লাবের চেয়ে বলগ ভালু। শত হইলেও আমি ভালু ছেলে।  
  
 
৫৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: আমার ঘুমের টাইম অলরেডি পাঁচ মিনিট অতিক্রম করে গেছে । ভাবছি কষ্ট করে আরো দশ মিনিট জেগে ১১টা ৫৫ মিনিটে ঘুমিয়ে পড়ব । তাহলে পুরো আগামি বছরটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে পারবো...
 
  :-<  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৮
সুমন কর বলেছেন: অাজ এতো অাগে ঘুমিয়ে পইরেন না....... 
 
উনি যাতে না ঘুমায়, তাই উনাকে অাগে নক করলাম।
৫৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০২
সুমন কর বলেছেন: 
৫৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০২
পাজল্ড ডক বলেছেন: সবার ২০১৫ সাল ভাল কাটুক ,আমিন![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৯
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন?
৫৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৫
পাজল্ড ডক বলেছেন: বাংগালি খেপছে ! বুম বুম!! 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২১
সুমন কর বলেছেন: অামিও দুম দুম বুম বুম...............শুনছি + একদল পোলাপান চিৎকার করে গান গাইছে.......... 
 
৫৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৮
শায়মা বলেছেন: শুভ নতুন বছর পিচকি ভাইয়া।![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, অাপু। অাপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? 
অ.ট.: অাপুর কাছে ভাইরা সবসময়ই ছোট।
৫৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৯
ডি মুন বলেছেন: 
@ কালিশেষ ভাই 
 
এই নেন লুঙ্গি স্ট্যাপল করে বসেন , শত হইলেও ইজ্জতের মামলা !! 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২২
সুমন কর বলেছেন:  
  
 
৫৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:০৯
প্র_পা বলেছেন: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৩
সুমন কর বলেছেন: দুম দুম বুম বুম..........
ওখানে কি একাই থাকেন, মানে রূমমেট সহ কিনা?
৬০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১১
ডি মুন বলেছেন: 
@ মামুন রশিদ ভাই 
বাহ এই না হইলে বড় ভাইয়ের মতো কথা !!!  
দারুণ পরামর্শ দিয়েছেন। একদিন পিছাইয়া ডেডলাইন ১৫ ফেব্রুয়ারি দিয়ে  দিলাম তাহলে  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৪
সুমন কর বলেছেন: অামিন।  
 
৬১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৩
ডি মুন বলেছেন: 
@ আবু শাকিল ভাই 
আপনি তো একদম দুতো গতির ইন্টারনেটের চাইতেও ফাস্টুক্লাস 
পেমিকার অভাবে দিন দিন শুকাইয়া যাইতাছি। আর আপনি দোয়া কইরাই বউ বাচ্চকাচ্চার হিসাব মিলাইয়া ফালাইতাছেন ![]()
সুবহানাল্লাহ আপনার মুখে ফুল চন্দন পড়ুক
আর আমার কপালে সুন্দরী বউ জুটুক 
আমিন । চুম্মামিন 
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৬
সুমন কর বলেছেন: @শাকিল ভাই কই............ 
 
৬২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:১৬
ডি মুন বলেছেন: 
প্র পা নিকের নামে রিপোর্ট করতাম ছাই। 
ফালতু একটা নিক।  পুরান পাগলে ভাত পায় না, হেতে আইছে সহনিক নিয়া 
 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৮
সুমন কর বলেছেন: মাল্টি নিক নাকি এখনকার হাল ফ্যাশান  
  
 
৬৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৩
প্র_পা বলেছেন: প্রিয় মুন ভাই, 
আমি নতুন ব্লগার দেখে আপনি আমাকে এভাবে বলতে পারলেন। সত্যিই মনে খুব কষ্ট ( আনন্দ ) পেলাম। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩০
সুমন কর বলেছেন: @মুন, নতুন বছরের শুরুর দিন কুনু কষ্ট দেয়া যাবে না।
৬৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৮
ডি মুন বলেছেন: 
দেখবেন প্রিয় প্র_পা ভাই 
কষ্টে কষ্টে যেন কৌষ্ঠকাঠিন্য না হয়ে যায় !!! 
 
আমার শুভেচ্ছা ও প্যাদানি জানবেন
ইতি 
বিনয়ে অজ্ঞান হয়ে যাওয়া 
মহান ব্লগার
মহাসাধক ডি মুন 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩২
সুমন কর বলেছেন:  
  
 
@ প্র_পা
৬৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৮
পার্থ তালুকদার বলেছেন: শুভেচ্ছা দাদা---------
প্রবাসী ভাই জানাইলো, তাই ঘুম থাইকা আড্ডা দিতে চলে আসলাম.।।
এবার চা খাওয়াতে হবে কিন্তু   ;;;;
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? 
চা নেন....
৬৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:২৮
প্র_পা বলেছেন: আমরা ৫ জন থাকি এক সাথে সুমন দা। 
@ শায়মা আপু, 
হ্যাপি নিউ ইয়ার। 
৬৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩২
আবু শাকিল বলেছেন: আড্ডা হবে !! গান হবে না ।
তা হবে তা হবে না। আমার কানে হেডফোনে বাজছে ,আপনারাও বাজাতে পারেন... আরাম পাবেন  
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: ঠিক গান-নাচ ছাড়া চলবে না।
@শায়মা অাপুর কাছে পুতুলের নাচ সংগ্রহ করা অাছে।
শীতে অারাম দরকার।
৬৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩২
প্র_পা বলেছেন: আড্ডায় স্বাগতম পার্থ দা।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: উনি মনে হয়, পার্টিতে ছিল  
 
৬৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৩
ডি মুন বলেছেন: 
@ লায়লা আপু ,  শায়মা আপু  
হ্যাপি নিউ ইয়ার 
 
৭০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৪
ডি মুন বলেছেন: 
পার্থ দা আপনাকে ছা গু ত ম জানাই 
  
 
৭১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৩৫
পাজল্ড ডক বলেছেন: আছি আলহামদুলিল্লাহ। আপ্নার খবর কি সুমন দা?
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪১
সুমন কর বলেছেন: এইতো মোটামুটি আছি। 
ব্লগিং কেমন লাগছে?
৭২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪৫
অপু তানভীর বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় কে ফেসবুকে মেসেজ দিলাম সে তো কুনো রিপ্লাই দিলু না !
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫০
সুমন কর বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় দৃষ্টি অাকর্ষণ করছি.........
অপু কিন্তু ভাল পোলা। 
 
৭৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: @ মুন, 
তুমি নিরীহ পাইয়া প্রপা কে এটাক করো! দাড়াও আমি চলে আসছি। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫১
সুমন কর বলেছেন: এসেছেন, গুড..........
রাতের খাওয়া হয়েছে? 
৭৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪৯
আবু শাকিল বলেছেন: 
লেপের নীচে ঊম দিতে গেলাম।
 
  
 
 শুভ রাত্রি ! 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৩
সুমন কর বলেছেন: অাড্ডা দিবেন না.........?
অারো গেস্ট কিন্তু অাসছে........ 
 
৭৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫০
ইমিনা বলেছেন: আমার সংকলনে এখনই আপনার এই পোস্ট অন্তর্ভূক্ত করে দিচ্ছি। তারপর আড্ডা দেয়া যাবে। 
এখনই আমার পোস্টে চলে যাচ্ছি। ওহ্ হা, যাবার পূর্বে নতুন বছরের শুভেচ্ছা জানাতে তো আর বেশি সময় লাগবে না। তাই -
haPpY neW yEaR, 2015
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৬
সুমন কর বলেছেন: Happy New Year 2015 !   
  
 
এখনই এ্যাড কইরেন না, কতগুলো অাড্ডা (মন্তব্য) হয় দেখবেন না...
অাড্ডায় চলে অাসুন। আপনি জব হিসেবে কি করেন? 
৭৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: রাতের খাবার মাত্র রান্না হচ্ছে। বিরিয়ানি রান্না করছি। সবার দাওয়াত রইল।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। দাওয়াত কবুল করলাম। 
এরটু বেশীই খাইয়েন .. 
 
৭৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৪
পার্থ তালুকদার বলেছেন: চা দিছেন, কিন্তু টা দেননি কিল্লাই   !!!! 
 
মুন ভাই  গত বছরের এই দিনটায় একটা ছ্যাকা খাইছিল, তাই আজ তার মনে ক্যাচুমেচু করতাছে ।।
আহারে -----
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০৩
সুমন কর বলেছেন: জাতি এক নতুন তথ্য পাইলো....... 
 
পার্থ'দা এ জন্য আপনাকে ধন্যবাদ।
৭৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৪
ডি মুন বলেছেন: 
প্রবাসী ভাই, আপনি আজেবাজে কথা বলেন কেন হ্যাঁ। আমি তো কাউকে কিছু বলি নাই। সব মিডিয়ার সৃষ্টি। আমি একদম নিষ্পাপ । 
বি দ্রঃ থার্টি ফার্স্ট বইলাও কিছু নাই। আমি একটু আগেই জানতে পারলাম সবকিছু মিডিয়ার সৃষ্টি 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০৮
সুমন কর বলেছেন: মিডিয়াকে এখন কিন্তু চিটিয়া বলা হয়।
খালি চিটিং বাজজজজজজজজজজজজজ
৭৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৫
 আমিনুর রহমান বলেছেন: 
সেই খানা দিয়ে আসলাম তাই একটু দেরী হয়ে গেলো।
তা এখানে কি স্পেশাল কুনু ব্যবস্থা আছে নাকি 
 ![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০৬
সুমন কর বলেছেন: এসেছেন, অনেক ধন্যবাদ। 
তা এতো কিছু আমাদের ছাড়াই খাইলেন  
 
এখন কোথায় আছেন? ট্যুর শেষ?
৮০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৬
সোহেল মাহমুদ বলেছেন: অপু ভাই আপনার ম্যাসেজ পাইছি কিন্তু কি বলমু সব আউলায়া গেছেগা তাই ওই সুময় দিতে পারি নাই। আজকে একটু আগে নেটে বসলাম। 
একটু পরের দিয়া দিমুনে । মাইন্ড খাইয়েন না।
অপু কিন্তু ভাল পোলা সুমন ভাই আমারে ভূই দেখাইলেন নাকি অপু ভাইরে চামে.... 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১২
সুমন কর বলেছেন: আপনাকে আড্ডায় পেয়ে খুশি হলাম। নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? 
আমি কাউকে .........করি না।
দু'দিন আগেই অপু একটি ভুল করেছিল এবং তার যথার্থ উত্তর পেয়েছিল।
৮১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৭
ডি মুন বলেছেন: @ পার্থ দা 
নাহ, আমার ছ্যাকা খাওয়ার ভূয়া কাহিনী  দেশ বিদেশে ছড়াইয়া যাইতেছে।   
বিখ্যাত হওয়ার এই এক জ্বালা। কতো গুজব তৈরি হয়। 
নাহ !!! আমি এতু বিখ্যাত ক্যারে । । 
 
  
   
 
৮২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামু’তে আমার সব চেয়ে যে বিষয়টি ভাল লাগে তা হলো বিপদে আপদে সবাই সবাইকে মানসিক শক্তি জোগায়, পাশ দাঁড়ায়--------
তাছাড়া বিভিন্ন ধরনের লেখালেখি হয় এখানে-- যেন একের ভিতর ১০০ -- টক ঝাল মিষ্টি------। আমি উপভোগ করি, কাজের ফাঁকে উঁকি দেই ব্লগে ----। তবে আগের মত আর আসা হয় না ----। এক সময় ছিল ব্লগে না এলেই মনটা কেমন ভারী হয়ে উঠতো---। মাঝের পরিবেশ তেমন একটা সুবিধারও ছিল না ---তবে এখন আবার যেন কিছুটা আগের অবস্থানে যাওয়ার চেষ্টা করছে সামু---
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১৯
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভাল বলেছেন। আমার কিন্তু সামুতে থাকতেই ভাল লাগে। 
নতুন বছরে সবাই যেন তাঁর কর্ম এবং ব্যক্তিজীবনকে পাশে রেখেই কিছুটা সময় ব্লগে দেয়। এতে সামু তার পূর্বের জনপ্রিয়তা ফিরে পাবে।
৮৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০২
ইমিনা বলেছেন: এ্যাড করে দিয়েছি এবং এটাও উল্লেখ করে দিয়েছি যে. আড্ডা দারুন ভাবে চলছে। তারপর আড্ডা পর্ব্ শেষ হয়ে গেলে ফাইনাল আপডেট দিব  
  
  
 
আর আমি নিজে আড্ডা পর্বগুলো ভয় পাই। জানি না কেন  
  
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২১
সুমন কর বলেছেন: কেন ভয় পাবেন? কুনু গুপুন তথ্য ফাঁস হবে না।  
 
আগের প্রশ্নের উত্তর কই?
৮৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:০৮
 আমিনুর রহমান বলেছেন: 
প্রামািনক 
মামুন রশিদ ভাই
বশর সিদ্দিকী 
আলম দীপ্র 
সেলিম আনোয়ার ভাই
মাঈনউদ্দিন মইনুল ভাই 
এম মশিউর 
নিমচাঁদ ভাই
বঙ্গভূমির রঙ্গমেলায় 
লাইলী আরজুমান খানম লায়লা আপু
পরিবেশ বন্ধু 
কলমের কালি শেষ 
শায়মা 
পাজল্ড ডক  
অপু তানভীর  
আবু শাকিল  
ইমিনা
প্রবাসী পাঠক 
পার্থ তালুকদার 
ডি মুন 
সোহেল মাহমুদ
সবাই কে নতুন বছরের শুভেচ্ছা।
৮৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১০
 আমিনুর রহমান বলেছেন: 
ডি মুন নাকি একজনের কাছে ৩ বার ছ্যাকা খাইছে - আমি এইটা ডি মুন এর কাছে শুঞ্ছি ![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৩
সুমন কর বলেছেন: ভাই, আমারও কিন্তু বিশ্বাস হইতেছে না  
 
কানে আর চোখে এসব কি শুনি আর দেখি ?  
 
৮৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: 
 
সবাই কেমন আছেন???? 
পার্টি শেষ করে আসলাম তাই একটু দেরি হয়ে গেলো......... 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১৬
সুমন কর বলেছেন: আমি এইমাত্র, এই কথাটিই তোমার বৌদিকে বললাম। স্নিগ্ধ পার্টি করে আসবে।  
 অনেক আয়ু তোমার।
তা পার্টি কেমন হল? 
৮৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:১৫
ঢাকাবাসী বলেছেন: এ ভেরি হ্যাপি নিউইয়ার।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৪
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? দেশে নাকি বাহিরে?
৮৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২০
ডি মুন বলেছেন: 
সব গুজব আমিন ভাই 
কই, এরকম কিছু তো আমি বলি নাই। (মাথা চুলকানোর ইমো হইবেক )  
তবে নিন্দুকেরা বলে আমি নাকি একজনের কাছ থেকে দুই বার ছ্যাকা খাইছি। 
লোকে আজেবাজে কতো কিছুই তো বলে 
আর ভদ্রলোকেরা সেসব কিছুই মনে না রাখে 
  
হি হি হি 
৮৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২১
 আমিনুর রহমান বলেছেন: 
ট্যুর শেষ। ঢাকাতেই আছি এখন ... তুমি কেমন আছো? আর বউ মা কে নববর্ষের শুভেচ্ছা জানিও
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৬
সুমন কর বলেছেন: এইতো মোটামুটি আছি। শুভেচ্ছা পৌছে দিয়েছি।
ভাবী + শীর্ষ কেমন আছে? 
৯০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: বৌদিকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। 
পার্টি ভালো হয়েছে...... 
বেশিদিন আয়ু পাওয়াটা বেশ কষ্টকর হবে। যত কম বেঁচে থাকবো ততই ভালো। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৭
সুমন কর বলেছেন: যত কম বেঁচে থাকবো ততই ভালো। এর সাথে সহমত।
এখনো কি জব করা হয়? 
৯১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ডি মুন --হ্যাপি নিউ ইয়ার -----। সাথে সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার
৯২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৪
 আমিনুর রহমান বলেছেন: 
যাহা সত্য তাহা কি আর চাপা যায় রে বালক ডি মুন
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৯
সুমন কর বলেছেন: পৃথিবীতে দুইটা কাজ কঠিন। 
১। সত্য বলা। 
২। সত্য শোনা।
৯৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ইমিনা ও শায়মা আপুর কাছ থেকে দুই খান গান শুনবার ইচ্ছা করতেছে  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩২
সুমন কর বলেছেন: ইমিনা আপু ভয় / লজ্জা পায়  
 আড্ডায় আসে না। 
অনেক কিছু অপূর্ণ থেকে যায়। 
@শায়মা আপু, আমরা সবাই গান শুনতে চাই।
৯৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৬
পাজল্ড ডক বলেছেন: আমিনুর ভাই আপনাকেও শুভেচ্ছা  
 
ভালই লাগছে.....আমি এখনও শিক্ষানবিশ 
 @ সুমন দা
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৫
সুমন কর বলেছেন: কোথায় বলা যাবে?
৯৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৭
প্রবাসী পাঠক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার @ আমিনুর ভাই, শোভন ভাই। 
@ আমিনুর ভাই, মুন গত বছর ৩ টা ছ্যাকা খাইছে। আর এই বছরে ওর প্ল্যান আরও ৫ টা ছ্যাকা খাবার। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৭
সুমন কর বলেছেন: মোট ৮টা !!!!!!! 
  
 
ও মোর খোদা, মুনরে দ্যাইখা রাখিছ..........
৯৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:২৮
পাজল্ড ডক বলেছেন: গান হবে নাকি!! আমি কিন্তু  বইসা পড়ছি  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৮
সুমন কর বলেছেন: অপেক্ষায় করুন। সবুরে ম্যাউয়া মেলে........ 
 
৯৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৩
পাজল্ড ডক বলেছেন: আমি কিন্তু ভালো হাত তালি দেই 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৯
সুমন কর বলেছেন: শব্দ শোনা যাচ্ছে না  
  আরো জোরে হবে....
৯৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
এখনো জীবনটাকে খুঁজছি তাই পুয়েলের মজুদের ব্যাবস্থায় ছুটছিনা সুমন দা ....  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪৩
সুমন কর বলেছেন: হুম ! ভাল বলেছো। সেদিন দেখা + কথা হওয়াতে ভালই লেগেছিল।
সবার সাথে দেখা হল।
৯৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৪
সুমন কর বলেছেন: আমার এই পোস্ট নির্বাচিত পাতায় নাই কেন???
কা_ভা কাদের নিয়ে যে, কই গেল............... কেউ কি হ্যারে দেখছেন? 
 
১০০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ব্লগারদের অংশগ্রহনের কথা বিবেচনা করে পোস্টটি স্টিকি করার আহব্বান জানাচ্ছি।
সকলে সমর্থনে তারস্বরে চেচাইয়া উঠেন না ক্যারে.......
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪৭
সুমন কর বলেছেন: জানা আপু আর কা_ভা ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না  
 
কাল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে হবে।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫০
সুমন কর বলেছেন: জানা আপু আর কা_ভা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  
 
কাল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে হবে।  
 
১০১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার প্রবাসী পাঠক ভাই  
আপনার হাতে কি ? 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৪
সুমন কর বলেছেন: উনার হাতে বই !!! তুমি কালো চশমা খুললেই দেখতে পাবে। 
 
১০২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই আপনি দেখলাম ফেবুতে চটি পেইজে লাইক দিয়ে ভাসায়াইলছেন...... 
কাহিনী কি ? 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫২
সুমন কর বলেছেন: এ সব কি বলছো, শোভন !!! 
বঙ্গভূমি আপনি কোথায়?
১০৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪২
 আমিনুর রহমান বলেছেন: 
ছি প্রবাসী তুমি বদদোয়া দাও কেনো ডি মুন ছেলেটাকে ! বলো  এই বছর প্রতি মাসে ১ খানা করে বছরে ১ ডজন পুরন করবে ইনশাআল্লাহ্। আমিন
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৭
সুমন কর বলেছেন: প্রতি মাসে বিয়ের দাওয়াত !! কন কি আমিনুর ভাই  
 
পেটে সমস্যা হবে না  
 
১০৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪৩
পার্থ তালুকদার বলেছেন:  হ্যাপি নিউ ইয়ার @ আমিনুর ভাই, শোভন ভাই। 
এবং সকল ভাই-বোন।
তবে মুন বেটারে ক্ষেপাইয়েন না.।।   বেচারি খুব পেরেশানিতে আছে।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৮
সুমন কর বলেছেন: মুন, তুমি কই...................
জাতি হারিক্যান দিয়া তোমারে খুঁজবার লাগছে..... 
 
১০৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪৬
 আমিনুর রহমান বলেছেন: 
শোভন  তুই এইডা কিতা কস  
  বঙ্গভূমির রঙ্গমেলা কতা হাচা নাকি 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০০
সুমন কর বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হোক ! 
 
১০৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৪৯
পার্থ তালুকদার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার @ আমিনুর ভাই, শোভন ভাই।
আপনি বিখ্যাত হননি, যারা আপনাকে ছ্যাকা দিছে তারাই বিখ্যাত হইছে   
   @ মুন ভাই
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৬
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
১০৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫১
প্রবাসী পাঠক বলেছেন: ভাই আতশবাজি দেখে আসি। ১৫ মিনিট পর ফিরছি আড্ডায়।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৩
সুমন কর বলেছেন: দেখে আসুন, আমরা আছি।
১০৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: পার্থ তালুকদার দাদা হ্যাপি নিউ ইয়ার   
  
  
  কেমন চলছে উৎযাপন? 
আমিন ভাই এই লিঙ্কে ক্লিক করে নিজেই দেখে আসেন  
 
১০৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৮
 আমিনুর রহমান বলেছেন: 
আড্ডা একটা চমৎকার বিষয়। বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে। কিন্তু সেই পোষ্ট অতটা গুরুত্ব বহন করে না যে নির্বাচিত পাতায় যেতে হবে। এমনিতেই এই পোষ্টে সকলে আগমন হবে। আড্ডা হবে জোরে শোরে
আগের কমেন্টটা ডিলেট করে দিও। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৪
সুমন কর বলেছেন: মুছে দিয়েছি। আরে আমি তো, কা_ভা ভাইয়ের সাথে ...........
আশা করি সবাই আসবে......... আড্ডা হবে জোরে শোরে .........
শুধু আড্ডা হবে.............
কাল কোন প্রোগ্রাম আছে?
অ.ট.: তবে এ ধরনের সব পোস্ট কিন্তু গিয়েছিল। (এটার কোন উত্তর দিবেন না)
১১০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১:৫৯
মাহমুদ০০৭ বলেছেন:  হ্যাপি নিউ ইয়ার সুমন ভাই 
 
 কিন্তু কি হচ্ছে এখানে  
  
মুন ভাই এমুন করছে কেনু ?  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০৩
সুমন কর বলেছেন: আপনি এসেছেন, ভাল লাগল। 
নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? 
ব্লগ ডে'তে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল এবং শেষ পর্যন্ত তা পূরণ হয়েছে। যদিও আর একটু হলেই মিস হয়ে যেত।
১১১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০০
সোহেল মাহমুদ বলেছেন: অনেক ভাল আছি সুমন দা। আপনি কেমন আছেন?
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৬
সুমন কর বলেছেন: এইতো মোটামুটি আছি। নতুন বছরের শুভেচ্ছা।
১১২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০০
মৃদুল শ্রাবন বলেছেন: এক ঘুম দিয়া আইলাম। পোষ্ট খুইজ্যা পাইতে অনেক দেরি হল। পোষ্টটিকে সাময়িক ভাবে স্টিকি করার দাবী জানাই। 
সব্বাইকে ঈদ মোবারক থুক্কু হ্যাপি নিউ ইয়ার। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০৭
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? 
পোষ্ট খুইজ্যা না পাবার পেছনে কা_ভা ভাইয়ের কারসাজি আছে। :!> 
ঘুম মনে হয় ভালই হইছে.....একবারে ঈদের চাঁদ দেখে ফেলেছেন।  
 
তা আপনার রূপচর্চা সম্পর্কে জাতি কিছু জানতে চায়.... 
 
১১৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: মাহমুদ ভাই এতক্ষণ কোথায় চিলেন? 
 হ্যাপি নিউ ইয়ার। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০৯
সুমন কর বলেছেন: একজন দেখি আরেক জনকে খুঁছতেছে, ব্যাপার কি.........?
১১৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০৪
মাহমুদ০০৭ বলেছেন:  আরে আপনি এখানে শোভন  ভাই 
 ? যাক বাচা গেল !!
 আপ্নাকেই খুজছিলাম  
  
 এতদিন কুথায় ছিলেন  
  
 
১১৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন: 
 
  
 
  
কে খুলবে প্রথম 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৮
সুমন কর বলেছেন: একজন খুললেই হবে............খাওয়াটাই বড়...........
১১৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
মৃদুল ভাই  ভাবীকে হ্যাপি নিউ ইয়ার জানান আমার পক্ষ থেকে  
 
১১৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১২
মৃদুল শ্রাবন বলেছেন: এখানে আবার কেউ ছবি দেখাইখাই টাল হয়ে যাইতে পারে। @শোভন ভাই 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২২
সুমন কর বলেছেন: ফাঁস করে দেবো নাকি.......... 
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৪
সুমন কর বলেছেন: ভাবীকেও আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েন...
১১৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৪
মাহমুদ০০৭ বলেছেন:  ভাল আছি সুমন ভাই । সেদিন জ্যাম ভাল ভোগাল । 
  নাহলে সবার সাথেই দেখা হত । 
 আপনার সাথে আমারো দেখা করবার ইচ্ছে ছিল । 
  শেষ পর্যন্ত আশা পুরণ হয়েছে। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৭
সুমন কর বলেছেন: হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছেই তা হয়েছে। 
তা এতক্ষণ কি পার্টিতে ছিলেন?
১১৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: খাবার দাবারের আয়োজন কম মনে হচ্ছে । তাছাড়া মিউজিক ছাড়া ৩১স্ট নাইট বোর হয়ে গেল । জেলো আপার ওয়েটিং ফর টুনাইট গান টা হলে ভাল হতো । যাক যারা আড্ডায় আসছেন সবাইকে হ্যাপী নিউ ইযার।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২১
সুমন কর বলেছেন: 
১২০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: @শোভন ভাই, আমার হাতে একটা বই। যদিও বইয়ের ভিতরে এক সুন্দরী রমণীর ফটুক আছে। 
@ আমিনুর ভাই, বদ দোয়া দেই নাই তো। মুন নিজেই আমকে বলছে এই বছরে অন্তত ৫ টা ছ্যাকা খাবে। 
মাহমুদ ভাই পার্টি করে আসল তাই এত দেরি। 
@ মৃদুল ভাই , হ্যাপি নিউ ইয়ার। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৯
সুমন কর বলেছেন: সুন্দরী রমণীর ফটুক , মুন দেখবার চায়..........
১২১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২১
 আমিনুর রহমান বলেছেন: 
ঢাকাবাসী
শোভন
মৃদুল
মাহমুদ
তোমাদের কে নববর্ষের শুভেচ্ছা। 
১২২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২২
প্রবাসী পাঠক বলেছেন: শোভন ভাই কি দেখাইলেন!! 
বোতলের ছিপি খোলা হলে আমাকে এক মগ দিয়েন ভাই। 
১২৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২২
মৃদুল শ্রাবন বলেছেন: আপ্নের ভাবী বাজী কিনতে গিয়ে বাজারে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। সকালে বলুম নে। @শোভন ভাই 
যাক মাহমুদ ভাই আর শোভন ভাই এর মনস্কামনা পূর্ণ হয়েছে। আমরা তাতেই খুশি।  
 
১২৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: সেলিম ভাই   হ্যাপি নু ইয়ার 
এত খাওয়ারের পর আরো খাইতে চান..... 
 
আপনার জন্য স্পেশাল 
 বলেনতো কি?  
 
১২৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার কমেন্ট গেল কই ????
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩০
সুমন কর বলেছেন: সেলিম ভাই, অাছে তো ..........
আপনা জন্য কেক অানালাম, পেয়েছেন তো  
 
১২৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: 
মৃদুল ভাই বাজী ফুটছে নাকি ফুটে নাই? 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৩
সুমন কর বলেছেন: গোপন সূত্রে খবর পাওয়া গেল, বাজী কুয়াশার কারণে ফুঁটে নাই......ডেম হয়ে গেছে 
  
 
১২৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:  
  
প্রবাসী পাঠক ব্রো টেক ইট  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৪
সুমন কর বলেছেন: শুধু প্রবাসীরে দিলে হপ্পে না, অামিনুর ভাই কিন্তু রাগ করবে........
১২৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:  হ্যাপি নিউ ইয়ার(২য় বার) আমিন ভাই   
 
১২৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: এই মাত্র খবর পাইলাম ডি মুনের পুরান প্রেমিকা আবার তারে ফোন দিছে । 
কবি তুমি ২০১৫ তে আবারো একবার হৃদয় শক্ত করে বাঁচার অপেক্ষাই থাকো  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪২
সুমন কর বলেছেন: খবর মনে হয় সত্য !!! 
অনেকক্ষণ তার কোন অাওয়াজ পাচ্ছি না।  
 
১৩০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ শোভন বুঝলাম না ওটা কি ? ওটা কি মানুষের হার্ট নাকি ?
১৩১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৯
মাহমুদ০০৭ বলেছেন:  হাহাহা , ঘরোয়া পার্টি । নিজেদের মত করে একটু আনন্দ করলাম । - সুমন ভাই । 
 আহ ! শোভন ভাই দেখি ভাল জিনিসই আনছে  
 ' 
 প্রিয় আমিনুর ভাই , আপ্নাকেও হ্যাপি নিউ ইয়ার । আপনার জীবন সুন্দর কাটুক। শীর্ষ কে ও অনেক আদর আর শুভেচ্ছা।  
 শ্রাবণ ভাই - আপনার খুশিতে আমিও খুশি  
  হ্যাপি নিউ ইয়ার ভাই । 
 ভাল কাটুক আপনার দিন । 
 আতশ বাজির খেলা দেখতে দেখতে মন টা খুব ভাল হয়ে গেছে। 
 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪৭
সুমন কর বলেছেন: ঘরোয়া পার্টির কথা শুনলে মনটা ভরে যায় অাবার বিষাদ ভর করে।
মা............র জন্য সব ফাঁকা। 
১৩২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: সেলিম ভাই  
Casanova cocktail, a orange and brandy drink recipe with Cayenne pepper.... ...  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৫০
সুমন কর বলেছেন: নাম শুনেই খেতে ইচ্ছে করছি, আমি কিন্তু খাই নি.......
১৩৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু শোভন ভাই। 
মুনের পুরান প্রেমিকা তো অন্যের ঘরণী। সে যদি এইবার মুন কে ফুন দেয় তাহলে মুনের খবর হইয়া যাবে। এতদিন শুধু ছ্যাকা খাইছে। এইবার তাহলে পরকীয়া প্রেমের ছ্যাকা খাবে। 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৫৭
সুমন কর বলেছেন: পরকীয়া ..ছিঃ ছিঃ ছিঃ.........
প্রবাসী ভাই এসব কি সত্য !!
১৩৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাবি ঘুমানোর কারণে মৃদুল ভাইর খুশির কারণ কি?   
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৫৫
সুমন কর বলেছেন: জাতি জানতে চায়...........
১৩৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৪৭
 আমিনুর রহমান বলেছেন: 
শোভন এসব ভালো না। তোর এইসব ছবি দেখে ডি মুন বসে বসে এই গান শুনছে 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৫২
সুমন কর বলেছেন: চরম গান দিছেন, ভাই...........
কিন্তু মুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
১৩৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ২:৫৭
দীপংকর চন্দ বলেছেন: হাজিরা দিয়ে গেলাম।
ব্লগের সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভেচ্ছা ব্লগ পরিচালনার নেপথ্যের প্রতিটি মানুষকে।
সকলের জন্য আমার শুভকামনা রইলো অনিঃশেষ।
ভালো থাকবেন সবাই। সবসময়।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:০০
সুমন কর বলেছেন: হাজিরা দেবার জন্য ধন্যবাদ। কেমন আছেন? 
নতুন বছরের শুভেচ্ছা।  
  
 
ব্লগিং করতে কেমন লাগছে? 
১৩৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: আমিন ভাই বোতল খুলছেন সো মাইন্ড করবেন না... উনি । নিচের ছবিতে প্রমাণ আছে 
 
  
ক্যামেরার সাইজ ছোট তাই মাথা আসে নাই  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:০৩
সুমন কর বলেছেন: ক্যামেরার সাইজ অাসলেই ছোট.......... 
 
নতুন লেখা কই?
১৩৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:০৩
দীপংকর চন্দ বলেছেন: হাজিরা দিয়ে গেলাম।
ব্লগের সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা।
শুভেচ্ছা ব্লগ পরিচালনার নেপথ্যে সক্রিয় প্রতিটি মানুষের জন্য।
শুভকামনা রইলো সকলের প্রতি। অনিঃশেষ।
ভালো থাকবেন সবাই। সবসময়।
১৩৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন: লেখালেখি প্রায় বন্ধ এই নিকে  
  
দেখি সামনে দিতে পারি কিনা 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:১২
সুমন কর বলেছেন: তাহলে কোন নিকে লেখা হয় !!  
  
  অামাকে বলা হয়নি কেন?
কাল ফেবুর ইনবক্সে বলে দিও।
সামনেরটার অপেক্ষায় থাকলাম।
১৪০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: বললেইতো মজা শেষ হয়ে গেলো... আপনি নিয়মিত পড়েন  
 
সো নো চিন্তা 
 দাদা 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২১
সুমন কর বলেছেন: অামি ভাল লেখাগুলো অবশ্যই পড়ার চেষ্টা করি, কোন নাম দেখে নয়। 
তবে অফিসের ব্যস্ততার কারণে এখন সব পোস্ট দেখতে পারি না। সময় পেলে দু'দিন পর হলেও পড়ি। 
যদি পারো বলে দিও। অামি বলব না। অামার সম্পর্কে হয়তো কিছুটা জানো। তোমার অনুমতি ছাড়া বলব না, কথা দিচ্ছি।
১৪১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২২
প্রবাসী পাঠক বলেছেন: আহ আমিনুর ভাই কি গান দিলেন!! 
গান আর বোতল দেইখা তো ভাব চলে আসল। মুন আপনি কুতায় ??? 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২৫
সুমন কর বলেছেন: অামি বলছি, গান আর বোতল দেইখা তো ভাব চলে আসল। মুন আপনি কুতায় ???
১৪২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ঠিক আছে দাদা  
 
তয় আড্ডাবাজরা  সবাই কি ক্লান্ত হইয়া পরছেনি  :-& 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২৬
সুমন কর বলেছেন: তাই তো মনে হচ্ছে  
  
বলো তো, এখন কি করা যায়?
১৪৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:২৯
প্রবাসী পাঠক বলেছেন: কাল আবার আড্ডা দেয়া যাবে। আপাতত সবাইকে শুভ রাত্রি।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  ভোর ৪:০০
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন, কাল অাবার......
শুভ রাত্রি। 
১৪৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: প্রবাসী পাঠক ভাই শুভ রাত্রি  
 
১৪৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ৩:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ উইশটা এই ফাঁকে করে নিই। সবাইকে ২০১৫ সালের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। কখন কোথায় থাকি, কাকে উইশ করা মিস করে ফেলি বলা তো যায় না, তাই এই মহতী আড্ডাখানায় শুভকামনা জানিয়ে গেলাম। দয়া করে পরে কেউ বলবেন না যে আমি জন্মদিনের উইশ করি নাই।
২০১৪ সালে যারা ছ্যাঁকা খেয়ে হৃৎপিণ্ড ফালি ফালি করে ফেলেছেন, তাদের জন্য শুভ কামনা থাকলো, ২০১৫ সালটা আপনার। যারা ছ্যাঁকা দিয়ে মজা লুটেছেন, তাঁদের জন্য আমার বাণী- ভালো হইয়া যান, ভালো হইতে মাত্র ১০০০ টাকা লাগে (জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, ইত্যাদি কেনার জন্য)।
সবাই ভালো থাকুন।
সুমন ভাইকে বিশেষ ধন্যবাদ আড্ডার আয়োজন করার জন্য।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  ভোর ৪:০৮
সুমন কর বলেছেন: দেরী হলেও অাপনার শুভেচ্ছা অামরা পেয়েছি। 
অনেক অনেক ধন্যবাদ।
১৪৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  ভোর ৪:০০
*কুনোব্যাঙ* বলেছেন: আমি কি লেট কইরা ফেল্লাম নাকি
 
০১ লা জানুয়ারি, ২০১৫  ভোর ৪:১০
সুমন কর বলেছেন: না, কি যে বলেন.........কোন লেট হয়নি। ........
দেরী হলেও অাপনার শুভেচ্ছা অামরা পেয়েছি।
অনেক অনেক ধন্যবাদ। 
১৪৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  ভোর ৪:২৯
ডি মুন বলেছেন: 
কি ব্যাপার !!!!! 
এখানে হচ্ছে টা কি হ্যাঁ !!!! পুলিশ ডাকব নাকি। 
পরচর্চা ছাড়া ব্লগে এখন দেখছি আর কিছুই হয় না। 
না না না , এটা কিছুতেই মেনে নেয়া যায় না। 
ডি মুন নামের একটি ভদ্র ছেলেকে নিয়ে আপনারা এভাবে ফুটবল খেলছেন , এটা কিছুতেই মেনে নেয়া যায় না। 
ডি মুন ভাই আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। নিন্দুকের কথায় কান দেবেন না। 
 
  
হি হি হি 
( নিজেরে নিজেই সাহস দিলাম, যে অবস্থা চলতেছে আমারে নিয়ে, এ বছরে আমার প্রেমের আর কোনো সম্ভাবনা নাই 
 
আল্লাগো তুমি ইহাদের সকলকে হেদায়েত দাও 
আর আমাকে একটা সুন্দরী পেমিকা দাও, আমিন  
 )
 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৫৩
সুমন কর বলেছেন: আল্লাগো তুমি ইহাদের সকলকে হেদায়েত দাও
আর মুনকে একটা সুন্দরী পেমিকা দাও, আমিন  
  
 
১৪৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৫২
তুষার কাব্য বলেছেন: খুব মিস করে ফেলছি...একটা পার্টি তে থাকায় হাজার ইচ্ছে থাকা সত্তেও আসতে পারলাম না.....যাইহোক সকালে হলেও হাজিরা দিয়ে গেলাম.... ![]()
হ্যাপী নিউ ইয়ার সবাইকে...
 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? তা পার্টি কেমন হলো?
হাজিরা দিয়েছেন বলে খুশি হলাম।
১৪৯| 
০১ লা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: আহারে! মিসাইলাম আড্ডাটা  
  
  
  
  
  
  
  
  
 
ধুরু মিয়া, আগে নোটিশ দিবেন না! আপনি এমন আড্ডাবাজ , জানা ছিল না 
 ভালো লাগলো খুব! 
শুভ ইংরেজি নববর্ষ ভ্রাতা   
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:০২
সুমন কর বলেছেন: অামি কাল দুপুরেই অামার ফেবুতে সামুর যেসব ব্লগার ছিল তাঁদের নোটিশ দিয়েছিলাম। অাপনি হয়তো ছিলেন না !!! 
তাছাড়া অাপনি হলেন, বিগ সুপার ব্লগার তাই অামাদের এই ছোট আড্ডায় সময় দিতে পারেননি। 
অামরা কিন্তু কাল আড্ডা দেবার সময় অাপনাকে অন্য পোস্টে ও অনলাইনেই দেখতে পেরেছি।  
 ইচ্ছে করলেই অাসতে পারতেন। 
যা হোক ভ্রাতা এসেছেন, অনেক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা।  
 কেমন আছেন? 
১৫০| 
০১ লা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৫
তুষার কাব্য বলেছেন: খুব মিস করে ফেললাম...একটা পার্টি তে থাকায় শত ইচ্ছে থাকা সত্তেও থাকতে পারলাম না এই আড্ডায় ... ![]()
সকালে হলেও তাই এসে হাজিরা দিয়ে গেলাম....  
  মুন তো দেখি একাই একশ... 
 
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...
১৫১| 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: মনটা খারাপ ছিল তাই গত রাতে অংশ গ্রহন করতে পারি নি, দু:ক্ষিত।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:০৭
সুমন কর বলেছেন: মন খারাপ কেন ভ্রাতা !! 
একটা গোপন কথা বলে দেই, অামারও কিন্তু কাল মন খারাপ ছিল। তবে এ আড্ডা মনটাকে  কিছু হালকা করে দেয়।  
 
এসেছেন, ভালো লাগল। 
অাজ সন্ধ্যায় কান্ডারী ভাই অাসতে পারে এ আড্ডায়। তখন চলে অাসুন।
নতুন বছরের শুভেচ্ছা। 
১৫২| 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: আড্ডা তো একটা চলমান বিষয় তাই আমি সব সময়।
 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: ওকে, তাহলে পরে কথা হবে।
শুভ দুপুর।
১৫৩| 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ২:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
আড্ডা শেষ....?
আমার প্রশ্নের উত্তর কই?  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
সুমন কর বলেছেন: জ্বী না, চলতে থাকবে। তা কাল কোথায়, কি করে কাঁটালেন?
অামি না উত্তর দিলাম, হয় না... 
 
১৫৪| 
০১ লা জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৪
খাটাস বলেছেন: আসি আসি করে ও প্রথম পর্বে শরিক হতে পারলাম না। রাইতে শরিক হব আশা রাখি।
আপাতত সবাইকে নববর্ষের পাইকারি শুভেচ্ছা।  
  
  
 
 
এটা আমার তরফ থেকে।  
  
  
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৯
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।  
 
কেমন অাছো? ব্লগ ডে'তে দেখার করার ইচ্ছে ছিল। হলো না।
রাতে অাসার অামন্ত্রণ রইলো।
১৫৫| 
০১ লা জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩১
ডি মুন বলেছেন: 
আরেকজন দুপুর ২ টার পরে এসে  বোতলের ছিপি খুলতেছেন !!!!  
প্রিয় খাটাস ভাইরে কইষ্যা মাইনাস - - - - - -  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৩
সুমন কর বলেছেন: অাজ সে রাতে আসবে.......... 
 
না আসলে কইষ্যা মাইনাস - - 
১৫৬| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
হাই এভ্রিওয়ান 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: অাপনি এসেছেন-খুশি হলাম। 
কেউ মনে হয় নাই....... 
 
তা পড়াশুনার অবস্থা কেমন? শেষ?
১৫৭| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
পড়ালেখা শেষ? মাত্র তো শুরু। বাকি আরো অনেক বছর। 
সামুর প্রবলেম আছে। ১০০ এর পরের কমেন্ট ক্লিক করে দেখতে হয়। এভাবে কি আর আড্ডা দেয়া যায়?
আপনাদের নিউ ইয়ার রেজোলুশান কি।
আমার আগে ছিল না, কিন্তু এবার অনেকগুলো আছে 
  
  
 বড় হয়ে গেছি 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:০৯
সুমন কর বলেছেন: হুম ঠিক বলেছেন.........১০০ এর পরের কমেন্ট ক্লিক করে দেখতে হয়।
সময় লাগে। 
কোন রেজোলুশান নাই........... 
 
তা অাপনার অনেকগুলো থেকে একটা বলুন?
১৫৮| 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
আগামী ২৫ দিনে মলিকুলার বায়োলজির ৩০ টা চ্যাপ্টার শেষ করা 
  
  
 
বাই দ্যা ওয়ে, আমি আপনার ছবি দেখেছি 
  
  
 
 
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৪
সুমন কর বলেছেন: প্রতিদিন গড়ে ১.২ চ্যাপ্টার !!!!!!!! অাপনি দেখি বেশ ভাল ছাত্রী  
 
কই অামিতো দেখি নাই !  
 
১৫৯| 
০২ রা জানুয়ারি, ২০১৫  রাত ১:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: কঠিন আড্ডা হল দেখছি! 
জেগে থেকেও সময় মত খবর পেলাম না! 
 
০২ রা জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:২০
সুমন কর বলেছেন: অাপনি জেগে থেকেও খবর পেলেন না বলে, দুঃখ পেলাম।
তবে হাজিরা দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
১৬০| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন: 
রি-স্টার্ট দেয়া হৌক, আমি বোর্ড।
হ্যাপ্পি নিউ ইয়ার, পিঁপ পিঁপ !!  
 
 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:১০
সুমন কর বলেছেন: অাড্ডায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। 
হ্যাপ্পি নিউ ইয়ার  
  
 
অনেকদিন পর ব্লগে, তা কেমন অাছেন?
১৬১| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
হাই, ইমরাজ কবির মুন। হাউ ওয়াজ ইউর প্রজেক্ট?
হ্যাপি নিউ ইয়ার।
১৬২| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:০৭
ইমরাজ কবির মুন বলেছেন: 
হ্যালোো কিড। ইট ওয়াজ গুড, বাট দ্যা রেজাল্ট ওয়াজ ডিজ্যাস্ট্রাস।
এইগুলা বানাইসিলাম-
 
১৬৩| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
হাউ ওয়াজ ইউর গ্রেড অন দ্যা ক্লাস 
 
১৬৪| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১৪
ইমরাজ কবির মুন বলেছেন: 
রেজাল্ট হ্যাভ নট পাবলিশড ইয়েট।বাট এ একটা কোর্সের জন্য অন্য সাবজেক্টগুলাতেও ঘোড়ার ডিম পাবো শিওর ||
১৬৫| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
ভাল 
 
১৬৬| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:২৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
নাাাা, গত দেড়-দুই মাস খুব ধকল গেসে।ঠিকমতো ঘুমাইতে পারিনাই। চোোখার নীচে কালি-টালি পড়ে আমার সুদর চেহারার ব্যাড়া-ছ্যাড়া অবস্থা !  
  
 
১৬৭| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
এহ!
আমি পুরো সেমেস্টারে প্রতিদিন মাত্র ৩/৪ ঘন্টা ঘুমিয়ে পড়ালেখা করেছি। লাস্ট ফিউ ডেইজ বিফোর দ্যা ফাইনালস পাসড উইদাউট এনি স্লিপ।
১৬৮| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
আমার বানানের একি অবস্থা !
আরে কোথায় আপনি এক্সট্রাটেরেস্ট্রিয়াল, আর কোথায় আমি আবুল একজন পৃথিবীবাসি।আপনার সাথে আমার ব্যাপার-স্যাপার মিলাইলে তোঘবেনা ||
১৬৯| 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
ইমরাজ কবির মুন বলেছেন: 
হেয়া সুমন, আমি ভালো; আপনার কি খবর ?
 
০৩ রা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৫
সুমন কর বলেছেন: চলে যাচ্ছে, না যাবার মতো করে..... 
 
১৭০| 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৩১
আমি তুমি আমরা বলেছেন: ৩১০ তম মন্তব্য 
 
 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: কেমন অাছেন?
১৭১| 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: বেশ ভাল। আপনি কেমন আছেন?
 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:০২
সুমন কর বলেছেন: হরতাল নাকি অবরোধ !!!!! কোন বাস নাই, রিকশায় অফিসে আসলাম, ক্যামনে যে বাসায় যামু???  
  
 
বড়ই চিন্তিত  
  ভাল থাকা যায় না ..
১৭২| 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:২৮
এহসান সাবির বলেছেন: মিস করলাম..........।
 
  
  
  
 
 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৩
সুমন কর বলেছেন: হুম, আপনাকে কিন্তু আমরা খুঁজেছি..........
কেমন আছেন?
১৭৩| 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৫০
এহসান সাবির বলেছেন: আছি খারাপ না দাদা। 
একটু ঘোরা ঘুরির উপর ছিলাম 
 
 
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৫৯
সুমন কর বলেছেন: তাহলে দিনতো ভালই যাচ্ছে.........
১৭৪| 
০৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:২৩
এহসান সাবির বলেছেন: না দাদা আসলে তা না... 
কিছুটা ঠেকায় পড়েও ঘুরতে হচ্ছে.....!!
 
০৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৭
সুমন কর বলেছেন: ইচ্ছের বিরূদ্ধে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়।
১৭৫| 
০৬ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১:৪৮
খাটাস বলেছেন: সুমন দা আসার কথা বলে ও আসতে পারি নি কিছু ব্যক্তিগত ঝামেলার কারনে। 
 আড্ডা মিস। ক্ষমাপ্রার্থী। ![]()
তবে আল্লাহ্ বাঁচাইলে সামনেরবার মিস হবে না। ![]()
ডি মুন ভায়া মাইনাস মাথা পাতিয়া নিতে হল। পরে শোধ দিবানে। ![]()
সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা। 
 
০৬ ই জানুয়ারি, ২০১৫  রাত ৮:৫০
সুমন কর বলেছেন: ব্যাপার না !!!!!!!!!!
১৭৬| 
১৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এই পোষ্ট মিস হয়ে গিয়েছিল, লেটে এসেও অন্যদের মতামত পড়তে দারুন মজা লাগলো। ![]()
 
১৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:৪০
সুমন কর বলেছেন: হুম !!!! লেট হয়ে গেল বৈকি ..............
শুভ রাত্রি।
১৭৭| 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে, সবাই কত মজা করে আড্ডা দিল, আর আমি কোথায় রইলাম। কষ্ট আর কষ্ট 
 
 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:২২
সুমন কর বলেছেন: হুম, মিস করেছি অামরা !! 
ব্যাপার না, পরবর্তীতে অাবার হবে কিংবা চাইলে এখন !!  
 
১৭৮| 
২২ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: খুব মজা হয়েছিল, বোঝাই যাচ্ছে। দু'বছর পর এসে মন্তব্যগুলো পড়ে গেলাম, তাও খুব ভাল লাগলো। 
২০১৬ এর ৩১ ডিসেম্বরে আড্ডার ব্যবস্থা করেন নাই?
 
২২ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:২০
সুমন কর বলেছেন: দেবো, দেবো করে দেয়া হয়নি। একটু ব্যস্তও ছিলাম। 
মন্তব্যগুলো পড়া এবং এসে মন্তব্য করে যাওয়ায় জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল সুমন দা।
 নতুন বছর ভালো কাটুক।