| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
সামুর নতুন ভার্সনে কোন কিছু পোস্ট করা হচ্ছে না। তাই ভাবলাম একটি ছবি ব্লগ বা ছবি পোস্ট দিয়েই শুরু করা যাক। 
  
০১. আদিবাসী জীবন
 
 
০২. আঁকা-বাঁকা পথ
  
০৩. জল-পতন
 
 
০৪. আসন-০১
 
 
০৫. স্বর্ণ মন্দির-০১
 
 
০৬. ঝুলন্ত ব্রীজ
 
 
০৭. পাহাড়ী নদী
 
 
০৮. আসন-০২
 
 
০৯. স্বর্ণ মন্দির-০২
 
 
১০. খোলা আকাশ
 
১১. স্বর্ণ মন্দির-০৩
 
 
১২. স্বর্ণ মন্দির-০৪
 
 
১৩. স্বর্ণ মন্দির-০৫ 
 
 
১৪. ক্ষীণ জল-ধারা 
 
 
১৫. ভাঙা সেতু
 
 
♠♠ সকল ছবি নিজে সংগৃহীত।
পূর্বের ছবি ব্লগ সমূহ:
♦ ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান।
♦ ছবি ব্লগ-০১।
সবাইকে ধন্যবাদ।
 
২০ শে মে, ২০১৫  রাত ১:৩৪
সুমন কর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে এলেন ! অাশা করি, ভালো অাছেন।
.........তবে কেমন হতো,
ধন্যবাদ।
২| 
২০ শে মে, ২০১৫  রাত ১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: আমার দৌড় মিরেরশরাই আর চট্টগ্রাম প্রপারে।। সুতরাং ....।।বাধকতার কারনে এতোকছু দেখা হয় নি।। আজ দেখে নিলাম মনভরে।। ধন্যবাদ।।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:২০
সুমন কর বলেছেন: দেখে নেবার জন্য অনেক ধন্যবাদ। আপনি ছবি ব্লগ-০২টা ও দেখে নিতে পারেন, ভালো লাগবে।
৩| 
২০ শে মে, ২০১৫  রাত ১:৪২
প্রবাসী পাঠক বলেছেন: আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? কিছুদিন ব্লগে আসা হয় নি। আবার নিয়মিত হবার চেষ্টা করছি সুমন দা।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:২২
সুমন কর বলেছেন: আমার, মোটামুটি চলেই যাচ্ছে ! হুম, আশা করি নিয়মিত হয়ে যাবেন। 
ভালো থাকুন।
৪| 
২০ শে মে, ২০১৫  রাত ২:১৪
ব্লগার মাসুদ বলেছেন: খুব বেশি একটা সুন্দর হলো না কারন পোস্টের সাথে কিছু লেখা হলে আর ভাল লগতো । এই যেমন আকা বাকা পথে কারহাত ধরে
গুরলেন তার পরে পা পিছলে পরে গেছেন কি না । পথের শেষ হলো কোথায় ইত্যাদি  
 । পোস্টে প্রথম ভালো লাগা সুমন ভাই ।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৩০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন, কিছু লেখা হলে মন্দ হতো না। কিন্তু হলো না ! তাই ক্যাপশন দিয়েই কাজ কমালাম। তাছাড়া নতুন ভার্সনে ট্রাই করে নিলাম।  
 
প্রথম ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ। এখন মন্তব্যই পাওয়া যায় না, ভালো লাগাতো দূরের বিষয় !!   
 
ভালো থাকুন। 
৫| 
২০ শে মে, ২০১৫  রাত ২:২০
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ০৭ নং টা স্বশরীরে সামনাসামনি দেখার ইচ্ছা জাগল এ্ই মুহুর্তে। দ্বিতীয় ভালো লাগা।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৩২
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন, ভালো লাগবে। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পারবেন চমৎকার সব দৃশ্য।
অনেক ধন্যবাদ।
৬| 
২০ শে মে, ২০১৫  ভোর ৪:০৫
ক্থার্ক্থা বলেছেন: সুন্দর একটি ছবি ব্লগ ৩য় ভালো লাগা ।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৩৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৭| 
২০ শে মে, ২০১৫  সকাল ১০:৫৪
প্রামানিক বলেছেন: ছবি দেখে ভ্রমণের ইচ্ছা জাগল। ১৯৮০ সালে একবার গিয়েছিলাম। ধন্যবাদ ভাই সুমন কর।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৩৪
সুমন কর বলেছেন: আবার ঘুরে আসুন, ভাই। ভালো লাগবে। 
অনেক ধন্যবাদ। ভালো থাকুন। 
৮| 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: ছবি ব্লগের মজা হইলো নিজের স্মৃতির সাথে মাঝে মাঝে মেলানো যায়। দেখতে ভাল্লাগতেছিলো।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৫৭
সুমন কর বলেছেন: সেটা ভ্রমণ পোস্টে করি। আমার একটি ভ্রমণ পোস্ট আছে, ঘুরে আসতে পারেন।
ভ্রমণ পোস্ট: রাঙ্গামাটির পথে পথে - এক। 
সেখানে ছবি আর বর্ণনা মিলিয়ে দেয়া হয়েছে।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন। 
৯| 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর হয়েছে বন্ধু, ছবি ব্লগের পর নিশ্চয়ই গল্প পাবো খুব শীঘ্রই। ![]()
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
 
২০ শে মে, ২০১৫  সকাল ১১:৫৯
সুমন কর বলেছেন: একটু ঝামেলায় আছি, বন্ধু ! সময় করে দিয়ে দেবো। 
বন্ধুর মনে হয়, ছবি ব্লগ ভালো লাগেনি।  
 
অনেক ধন্যবাদ। ভালো থাকো।
১০| 
২০ শে মে, ২০১৫  দুপুর ১:১৭
ক্রান্তী সৌরভ বলেছেন: বাংলাদেশে অপরুপ সৌন্দর্য লুকিয়ে, যা রেখে কিছু পরদেশ ভ্রমন করতে যায়। যেখানে নিজের দেশের সব দেখা একজীবনে সম্ভব না।
..... অসম্ভব সুন্দর তুলে ধরার জন্য।
 
২০ শে মে, ২০১৫  দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন। 
১১| 
২০ শে মে, ২০১৫  বিকাল ৩:২০
শামছুল ইসলাম বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে। তবে একটা সুন্দর মনের মানুষ(ভ্রমণের সাথে ব্যক্তিক ছোঁয়া)  ছাড়া কি ঘরের সৌন্দর্য পুরো হয়?
 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: কদম ঠিক বলেছেন। দেখি ভ্রমণ পোস্টের ২য় পর্বটি কবে দিতে পারি !
ধন্যবাদ। ভালো থাকুন। 
১২| 
২০ শে মে, ২০১৫  বিকাল ৩:৫০
ভ্রমরের ডানা বলেছেন: গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ
আমা আ আ আ র মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায়  রে
আমার মন ভুলায় রে 
অসাধারণ রাঙামাটি! ছবিগুলো দেখেই গান টা মনে পরে গেল। শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ জানবেন।
 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: গানের কলিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। 
ভালো থাকুন। 
১৩| 
২০ শে মে, ২০১৫  বিকাল ৪:২৫
জেন রসি বলেছেন: বাহ! 
চমৎকার সব ছবি।
 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১৪| 
২০ শে মে, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
কলমের কালি শেষ বলেছেন: নতুন ভার্সনে নতুন পোস্টে অভিনন্দন । 
ধারাবাহিক  সুন্দর ছবি ব্লগ । +++ 
 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৪০
সুমন কর বলেছেন: ট্রাই করে দেখলাম। তাছাড়া একটু ঝামেলায় অাছি, তাই কিছু হচ্ছে না !! 
সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। 
১৫| 
২০ শে মে, ২০১৫  রাত ৯:১১
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
সামুর নতুন ভার্সনে কোন কিছু পোস্ট করা হচ্ছে না। এটা বলে তো পার পাওয়া যাবেনা ! কারন ছবিতে ক্যাপশান দিয়েছেন । সাথে বাড়তি গোটা চার-পাঁচ লাইন বর্ননা দিলে ক্ষতি কি ছিল ? 
ভালো থাকুন । শুভেচ্ছান্তে । 
 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: গতবার ক্যাপশান দেই নাই বলে, আপনারা রাগ করেছিলেন !! তাই এবার দিলাম। তাছাড়া আগে এটকু ট্রাই করেও নিলাম। 
ছবি দিতেই তো কম বেগ পেতে হয়নি। কারণ সাইজ ঠিক মতো আসছিল না। (এটা আপনিও আপনার পোস্টে বলেছিলেন) 
দেখি সময় করে একটা পোস্ট দেয়া যায় কিনা? এখন একটু ঝামেলার মধ্যে আছি।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন। 
১৬| 
২১ শে মে, ২০১৫  রাত ১২:২৭
আরণ্যক রাখাল বলেছেন: দারুন সব ছবি
 
২১ শে মে, ২০১৫  রাত ১২:৪১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৭| 
২১ শে মে, ২০১৫  রাত ১২:৪০
রিকি বলেছেন: আহারে চট্টগ্রাম 
 সেই কবে গিয়েছিলাম...
 ![]()
 
২১ শে মে, ২০১৫  রাত ১২:৪৬
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন।  
 
নতুন সামু আবার কি করলো ?? 
১৮| 
২১ শে মে, ২০১৫  রাত ২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: ছবিগুলো যেন প্রাণের সাথে মিশে আছে!! অজস্র শুভেচ্ছা!!
ছবিগুলো যেন প্রাণের সাথে মিশে আছে!! অজস্র শুভেচ্ছা!!
 
 
আপনার জন্য এই ছবিটা দিলাম! নতুন পদ্মা সেতুর মাওয়া পারের ক্যাম্পাস (আবাসিক এলাকা)। 
 
২১ শে মে, ২০১৫  রাত ২:২৫
সুমন কর বলেছেন: সুন্দর একটি ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ রাত্রি। 
১৯| 
২১ শে মে, ২০১৫  দুপুর ২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল ভাইয়া। পাহাড়ি নদীর ছবিটা খুব ভালো লেগেছে।
 
২১ শে মে, ২০১৫  দুপুর ২:৪৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকো।
২০| 
২১ শে মে, ২০১৫  বিকাল ৩:৪৩
আহসানের ব্লগ বলেছেন:  
আমিও ছিলাম পাঁচ দিন । কিন্তু সাজিক ভিলায় যেতে পারিনি । 
 
 
২২ শে মে, ২০১৫  দুপুর ১:২১
সুমন কর বলেছেন: আমিও যেতে পারিনি। 
ধন্যবাদ। ভালো থাকুন। 
২১| 
২১ শে মে, ২০১৫  বিকাল ৪:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনারে এক ফাইল ধন্যবাদ দিলাম।
 
২২ শে মে, ২০১৫  দুপুর ১:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। 
ধন্যবাদ। ভালো থাকুন। 
২২| 
২১ শে মে, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাই।
কিছু ছবি তো অসাধারণ!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
 
২২ শে মে, ২০১৫  দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৩| 
২১ শে মে, ২০১৫  রাত ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে একটু বর্ণনা থাকলে আরো ভালো হতো।
 
২২ শে মে, ২০১৫  দুপুর ১:২৮
সুমন কর বলেছেন: ভাই, একটু ঝামেলার মধ্যে আছি। তাই .........
পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ দুপুর।
২৪| 
২৩ শে মে, ২০১৫  সকাল ১০:৩৪
জুন বলেছেন: পরিচিত দৃশ্য পরিচিত ছবি দেখে ভালোলাগলো সুমন কর ।
+
 
২৩ শে মে, ২০১৫  সকাল ১০:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৫| 
২৪ শে মে, ২০১৫  রাত ১২:০৫
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগলো । একটু বর্ণনা এড করা গেলে মনে হয় সুন্দর হবে । 
শুভকামনা সুমন দা 
 
২৪ শে মে, ২০১৫  রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: একটু ঝামেলার মধ্যে আছি। তাই আর লিখতে পারিনি। দেখি, সময় করে অারো একটি পোস্ট দেওয়া যায় কিনা ! 
অনেক দিন পর, ব্লগে তোমার মন্তব্য পেলাম। ভালো লাগল।
শুভ রাত্রি।
২৬| 
২৪ শে মে, ২০১৫  দুপুর ১:০৩
রোদেলা বলেছেন: যারা সুন্দর সুন্দর ছবি দিয়ে ব্লগ লিখে ,তাদের আমি খুব হিংসে করি।হিংসা হিংসা হিংসা 
 
 
২৪ শে মে, ২০১৫  রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: হিংসা করা ভালো না, ভালো না এবং ভালো না !! 
ধন্যবাদ। ভালো থাকুন।
২৭| 
২৫ শে মে, ২০১৫  রাত ১২:১৪
সুমাইয়া আলো বলেছেন: কিন্তু ছবি কোথায়? সুমন দা  
 
 
২৫ শে মে, ২০১৫  বিকাল ৪:৫২
সুমন কর বলেছেন: কি বলছেন !!! ২৬ জন দেখলো, আমি নিজে ৩/৪টা পিসি'তে + একটা মোবাইলেও দেখতে পেলাম। আর আপনি পাচ্ছেন না !! 
র্যাম কম/ নেট স্লো / পিসি-তে ভাইরাস, যে কোন একটা হতে পারে !!
আশা করি, পরের বার দেখতে পারবেন।
শুভ বিকাল।
২৮| 
২৭ শে মে, ২০১৫  রাত ১:২৯
তুষার কাব্য বলেছেন: আহা ! দারুন সব ছবি ! পরান ডা জুড়িয়ে গেল ![]()
 
২৭ শে মে, ২০১৫  দুপুর ১:০৩
সুমন কর বলেছেন: হুম !! ধন্যবাদ।
শুভ দুপুর।
২৯| 
০২ রা জুন, ২০১৫  সকাল ১১:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: পুরো ছবি ব্লগটিই ভাল লাগলো তবে ১ নম্বরটা বেশী ভাল লেগেছে।
 
০২ রা জুন, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
৩০| 
১০ ই জুন, ২০১৫  রাত ৯:৪৭
এহসান সাবির বলেছেন: স্বর্ণ মন্দির আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো..... ভালো কোননছবি তুলতে পারিনি.......
সুন্দর পোস্টে ভালো লাগা রইল।
 
১০ ই জুন, ২০১৫  রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩১| 
১১ ই জুন, ২০১৫  সন্ধ্যা  ৬:২৮
উর্বি বলেছেন: খুব ভালো লাগল
 
১১ ই জুন, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩২| 
১৭ ই জুন, ২০১৫  বিকাল ৪:০৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: এইসব ছবি দেখলে আমার সেখানেই চলে যেতে ইচ্ছে হয়। ভালো লাগেনা যান্ত্রিক জীবন।
 
১৭ ই জুন, ২০১৫  বিকাল ৪:৪৮
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
৩৩| 
১৯ শে জুন, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
ঢাকাবাসী বলেছেন: চাকরীর সুবাদে বছর ত্রিশেক আগে ওখানে কয়েক বছর ছিলুম, এখন তো অনেক উন্নত। আপনার ছবিগুলো খুব সুন্দর।
 
১৯ শে জুন, ২০১৫  রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৩৪| 
২৪ শে জুন, ২০১৫  রাত ১১:৪৩
উর্বি বলেছেন: ভালো লাগল
 
২৫ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৫| 
২৭ শে জুন, ২০১৫  রাত ৩:৪৫
বেকার সব ০০৭ বলেছেন: এই সুমন ভাই কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে। আসা করি সবাই ভাল আছেন, দোয়া করি সব সময় যেন ভাল থাকেন। অনেক দিন পরে সামুতে অনলাইনে আসলাম, সব কিছু নতুন নতুন মনে হচ্ছে। আর হে,
ছবি গুলো খুব সুন্দর হয়েছে, ১ম ছবিটা কোন এলাকায়
 
২৭ শে জুন, ২০১৫  দুপুর ১২:০৪
সুমন কর বলেছেন: আরে, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? বাসার সবাই ভালই আছে। 
যেহেতু অনেকদিন পর সামুতে আসলেন তাই একটু নতুন লাগবে এবং কিছুদিন পর তা ঠিক হয়ে যাবে। আশা করি, আবার নিয়মিত হবেন।
ছবিটি রাঙামাটি লঞ্চ ঘাটের।
ভালো থাকুন।
৩৬| 
২৯ শে জুন, ২০১৫  রাত ১০:৫৫
এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট চাই দাদা।
 
৩০ শে জুন, ২০১৫  সকাল ১০:০৯
সুমন কর বলেছেন: তোমার এই আবদারটি খুব ভাল লাগল। ব্যক্তিজীবন-কর্মজীবন মিলিয়ে কেমন জানি, এলোমেলো দিন যাচ্ছে !! 
দেখি কিছু দিতে পারি কিনা !!! 
ভালো থেকো, সব সময়।
৩৭| 
৩০ শে জুন, ২০১৫  বিকাল ৩:০৫
নিমা বলেছেন: সুন্দর
 
৩০ শে জুন, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৮| 
০১ লা জুলাই, ২০১৫  ভোর ৫:৫১
ইকবাল হোসাইন সুমন বলেছেন: অনেক সুন্দর মিতা ভাই ।
আমারও জায়গাগুলো ভ্রমনের সৌভাগ্য হয়েছে।
অনেক সুন্দর।
 
০১ লা জুলাই, ২০১৫  দুপুর ১২:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৯| 
০১ লা জুলাই, ২০১৫  বিকাল ৩:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই জেলায় এখনো যাওয়া হয় নাই । একটা পাহাড়ি রোড করছে মায়ানমার এর সাথে এইরকম জানছি
 
০১ লা জুলাই, ২০১৫  বিকাল ৩:৩৭
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন, ভালো লাগবে।
ধন্যবাদ। ভালো থাকুন।
৪০| 
০৪ ঠা জুলাই, ২০১৫  সকাল ১১:৩৫
কাবিল বলেছেন: সব গুলোই সুন্দর। ভাল লাগল। 
নতুন পোস্ট কবে পাচ্ছি?
 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১২:০৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আমিতো লেখার চেয়ে পড়তে ভালোবাসি। 
দেখি, আজকালের মধ্যে একটি দিতে পারি।
শুভ দুপুর।
৪১| 
০৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:০৫
অঝোরে কষ্ট বলেছেন: দারুণ ফটোগ্রাফি
 
০৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:০২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪২| 
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
 
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:১৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৩| 
২৯ শে জুলাই, ২০১৫  রাত ৮:০২
গোর্কি বলেছেন: ভ্রমণ করা এবং ভ্রমণ বিষয়ক পোস্ট বরাবরই প্রিয়। যদিও ওইসব এলাকায় বেশ কয়েকবার ঘোরা-ঘোরি হয়েছে, তারপরও ভার্চুয়ালি ভ্রমণের সঙ্গী হতে পারাটা বিশেষ আনন্দের। যে স্থানগুলো মিস করে গেছি সেগুলোর সাথে পরিচিত হওয়া যায়। ভাল এবং সুন্দর থাকুন সারাবেলা।।
 
২৯ শে জুলাই, ২০১৫  রাত ৯:১৯
সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন।
অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম, ভালো লাগল।
৪৪| 
০৬ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৫১
মুখচোরা কথক বলেছেন: আর কত দিন কেবল ছবি দেখে কাটাব।খুব শিঘ্রি যেতে চাই।
 
০৭ ই আগস্ট, ২০১৫  রাত ১২:০০
সুমন কর বলেছেন: একবার সময় করে বেরিয়ে পড়ুন, ভালো লাগবে।
ধন্যবাদ।
৪৫| 
০১ লা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
নীল-দর্পণ বলেছেন: আসন ০১ এবং আসন ০২ খুব পছন্দ হয়েছে ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:২৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৬| 
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!!! শুভেচ্ছা। ![]()
 
১২ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৫
সুমন কর বলেছেন: ভালো লেগেছে, জেনে খুশি হলাম। 
ধন্যবাদ।
৪৭| 
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:০২
রোদেলা বলেছেন: পর্যটন বিচিত্রার জন্য লেখা নিচ্ছি,সাথে ছবিও।আপ্নেরগুলাও মাইড়া দিলাম।আমার ব্লগে একবার আসেন।
 
১২ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫১
সুমন কর বলেছেন: আপনার পোস্টে গিয়ে দেখলাম, আসছে শীত সংখ্যায় সেই লেভেলের আকর্ষনীয় লেখা চাই। চাই সেইরাম ছবি,সো ফটোগ্রাফার ভাই -বোনরা তৈরি থাকেন।লেখা পাঠানোর ঠিকানা[email protected]
নির্বাচিত লেখক দের অবশ্যই ইনামী আছে। 
তা আমার লেখা কি আর ঐ মেইলে পাঠাতে হবে? আপনি তো নিয়েই গেছেন।  
 
লেখায় লেখকের নামটা ঠিক দিয়েন। সবারটাই। 
আপনাকে ফেবুতে রিকু পাঠাইছিলাম। বেশ কয়েকদিন আগে।  
 
আর হ্যাঁ, ছাপানো হইলে একটু বলে দিয়েন।  
  সবাইকে বলা যাবে। 
৪৮| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর জায়গা , যাই নাই ![]()
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
সুমন কর বলেছেন: আসলেই সুন্দর, ঘুরে আসুন.... 
 
শুভ সকাল....
৪৯| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫২
প্রণব দেবনাথ বলেছেন: সুন্দর+++
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫০| 
১৮ ই জুলাই, ২০১৬  সকাল ৮:৩৭
মাদিহা মৌ বলেছেন: বান্দরবান আর রাঙ্গামাটি একসাথে দেখেছেন? তাহলে বলব, আপনি বান্দরবানের আসল সৌন্দর্য দেখেনইনি!
 
১৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৯
সুমন কর বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন। দেখি সময় করে আরো একবার বান্দরবান যেতে হবে।
শুভ সন্ধ্যা।
৫১| 
২২ শে আগস্ট, ২০১৬  রাত ৮:০২
প্রথমকথা বলেছেন: ছবিগুলো একদম জীবন্ত, ভাল লেগেছে।
 
২২ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৫২| 
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দেখে তাৎক্ষণিক কিছু অনুভূতিঃ 
০১. আদিবাসী জীবন -- এই তো জীবন!
০২. আঁকা-বাঁকা পথ -- মায়াভরা পথ।
০৩. জল-পতন -- প্রপাতের শব্দ শুনি।
০৪. আসন-০১ -- শূন্য আসন। 
০৬. ঝুলন্ত ব্রীজ -- নীরব জলের বেদনাও সাক্ষী।  
০৭. পাহাড়ী নদী -- বয়ে যায় নিরবধি।
০৮. আসন-০২ -- মুখোমুখি বসিবার...
১০. খোলা আকাশ -- আকাশে আজ মেঘের ভেলা।
১৪. ক্ষীণ জল-ধারা -- বরষার অপেক্ষায়।
১৫. ভাঙা সেতু -- বিপজ্জনক! 
স্বর্ণ মন্দির এর সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে।
পোস্টে ভাল লাগা + +
 
১১ ই জুলাই, ২০১৭  রাত ১০:০৭
সুমন কর বলেছেন: ২ দিন ধরে খুব ব্যস্ত আছি। তাই সময় মতো প্রতি উত্তর দিতে না পারার জন্য দুঃখিত। 
আপনার তাৎক্ষণিক অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগল। দারুণ বলেছেন। +। 
* সময় করে আপনার ভ্রমণের ২য় পর্বে যাবো।
৫৩| 
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: ০৬. ঝুলন্ত ব্রীজ -- নীরব জলের বেদনাও সাক্ষী। -- এটা পড়তে হবে ০৬. ঝুলন্ত ব্রীজ -- নীরব জলের বেদনার সাক্ষী। 
 
১১ ই জুলাই, ২০১৭  রাত ১০:০৮
সুমন কর বলেছেন: হুম, বুঝতে পেরেছি। 
ধন্যবাদ। ভালো থাকুন।
৫৪| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৭
স্রাঞ্জি সে বলেছেন: 
রাঙামাটি কোথায় কোথায় গেছেন....????  
এই ব্লগের ছবিগুলো দারুণ তুলেছেন।  
++++ নেন।
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: রাজবন বিহার, চাকমা বাড়ি, কাপ্তাই হৃদ, জলঝিরি সুবলং, ঝুলন্ত ব্রীজ ......যতটুকু মনে পড়ছে। 
+ গ্রহণ করা হইল।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫  রাত ১:৩০
প্রবাসী পাঠক বলেছেন: ২ নং ছবিটা দেখে একটা গানের কথা মনে পরে গেল।
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত...