| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
 
তুমি ছুটি নিয়ে গেছো, ওপারে
আর আমি, ভেসে যাচ্ছি মিথ্যের সংসারে।
প্রতিদিন সকাল হয়, বিকেল ও আসে নিয়ম করে
ন'টা-পাঁচ'টার অফিস সেরে, ফিরে আসি শূন্য ঘরে।
আলমারি ঘেটে পুরোনো স্মৃতি নিয়ে বসি
ধূসর অ্যালবামগুলো যেন, কথা বলে ওঠে
বেহালায় বেজে যাওয়া বিষাদ সুর, নীরবে শুনি
বোবা আর্তনাদ অনেক জমেছে এ বুকে।
চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি। 
আর কত, যুদ্ধ করা যায় নিজের সাথে
দেয়াল ঘড়ির কাঁটা কি, আজকাল ধীরে চলে ?
রঙিন ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে বয়সের হিসেব বাড়ে
দাঁড়াও তুমি, আসছি আমি তোমার সাথে চলতে।
ওরা ভাবে, আমি নাকি তোমায় ভুলে গেছি !
বলো, এটা ও কি সম্ভব ?
যত সব নির্বোধের দল।।  
 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:০৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বন্ধু....... ঘটনা কি?  
 
দারুণ কবিতায় +++
শুরুর চয়নগুলো দারুণ সুন্দর!
তুমি ছুটি নিয়ে গেছো, ওপারে
আর আমি, ভেসে যাচ্ছি মিথ্যের সংসারে।
প্রতিদিন সকাল হয়, বিকেল ও আসে নিয়ম করে
নয়-পাঁচ'টার অফিস সেরে, ফিরে আসি শূন্য ঘরে।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:১৬
সুমন কর বলেছেন: বন্ধু, ৪র্থ লাইনে ন'টা হবে। ভুলে নয় লিখে ফেলেছিলাম। দুঃখিত।   
   ঠিক করে দিয়েছি।
আর ঘটনা, কিছু না। ............ 
ভালো থাকা হোক। শুভ সন্ধ্যা।
৪| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:২০
মশিকুর বলেছেন: 
সুন্দর! সুন্দর! 
স্মৃতির বিড়ম্বনা ![]()
ভাল লাগা জানিইয়ে গেলাম ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:১৮
সুমন কর বলেছেন: হুম, স্মৃতির বিড়ম্বনাই...
অনেক ধন্যবাদ। ব্লগে নিয়মিত হলে ভালো লাগবে।
৫| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: বেশ লাগলো।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২০
সুমন কর বলেছেন: মন্দ হলে জানিয়ে যাবেন, সংশোধনের সুযোগ পাবো।
সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।
৬| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:৩৩
 আমিনুর রহমান বলেছেন: 
অসাধারণ।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
সুমন কর বলেছেন: আমি'তো ভেবেছিলাম, আপনি আর আমার পোস্টে মন্তব্য করবেন না। যাক, পেয়ে ভালো লাগল।
অনেক ধন্যবাদ।
৭| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:৪০
রিকি বলেছেন: চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি। 
 
+++++++++++
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২৯
সুমন কর বলেছেন: লাইন দু'টো কি পছন্দ হলো !!  
 হাহাহা...........
ভালো থাকা হোক। শুভ সন্ধ্যা।
৮| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:৫৩
আমি মিন্টু বলেছেন: ভাললাগচ্ছে দাদু  ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৪
সুমন কর বলেছেন: আচ্ছা, একটি প্রশ্ন !!! আপনি আমার নাতি হতে কেন চাচ্ছেন ? আমার কিন্তু সত্যিই নাতি-নাতনি আছে। আরো কি একটা বাড়ল? 
ধন্যবাদ। ভালো থাকা হোক।
৯| 
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১:৫৯
জেন রসি বলেছেন: মনের এক পা থাকে অতীতে, আর অন্য পা থাকে ভবিষ্যৎ এর দিকে। বর্তমান কি তবে শুধুই হাহাকার?? 
 
চমৎকার কবিতায় +++
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫২
সুমন কর বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। 
অতীতকে আমরা ভুলতে পারিনা, ভবিষ্যতকে জানতে পারিনা আর বর্তমানকে বুঝতে পারিনা !!! 
ভালো থাকা হোক। শুভ সন্ধ্যা।
১০| 
০৪ ঠা জুলাই, ২০১৫  বিকাল ৪:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় গানের মত এক রকম ছন্দ আছে। সুর বসালে চমৎকার হত!
শুভ বিকেল।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৭
সুমন কর বলেছেন: আমিও তাই ভাবছিলাম। সুর বসিয়ে কেউ ট্রাই করলে ভালো হতো।  
 
তা আপনি কিছুদিন পরপর কোথায় যে ডুব দেন, বুঝতে পারিনা !!
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১১| 
০৪ ঠা জুলাই, ২০১৫  বিকাল ৪:৪৯
শতদ্রু একটি নদী... বলেছেন: শুরুটা চমৎকার হইছে, কিন্তু বিস্তারটা ওইভাবে হয়নি। ছন্দময় শুরু কিন্তু ছন্দের পতন হইলো বইলা মনে হইলো। আবার শেষটা দারুন হইছে।
ভালোলাগা আর শুভকামনা রইলো। ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১০
সুমন কর বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আরে, আমি কি এত্তসব বুঝি নাকি !!! ছন্দ আর কিছু কথা মিলিয়ে লিখলাম।   
 
শুরু এবং শেষ ভালো লেগেছে জেনে খুশি হলাম। 
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১২| 
০৪ ঠা জুলাই, ২০১৫  বিকাল ৫:৪৪
ইকবাল হোসাইন সুমন বলেছেন: অনেক সুন্দর মিত।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৯
রিকি বলেছেন: হ্যাঁ মনে ধরেছে  ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৪
সুমন কর বলেছেন: কানে কানে আমিও বলে যাই, আমারও ধরেছে।  ![]()
১৪| 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
কাবিল বলেছেন: জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষের শোকার্ত অধ্যায়গুলো উন্মোচন করেছেন। 
অনেক অনেক ভাল লাগল কবিতায়।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৬
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। আসলে আমরা সবাই একা।।
অনেক ধন্যবাদ। 
অ.ট.: দিয়ে দিলাম একটা পোস্ট, হাহাহাহা.........
১৫| 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩২
বাড্ডা ঢাকা বলেছেন: মুটামুটি লাগলো ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক।
১৬| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ৮:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরুটা অসাধারণ লাগল। কেমন আছেন?
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ৯:০৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর তোমাকে ব্লগে দেখলাম এবং মন্তব্য পেলাম। কোথায় ডুব দিয়েছিলে? পরীক্ষা/জব/ছুটি/....?
এইতো আছি মোটামুটি।
১৭| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:০০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।
 আর কত, যুদ্ধ করা যায় নিজের সাথে
দেয়াল ঘড়ির কাঁটা কি, আজকাল ধীরে চলে ?
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:০৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি। 
নির্বোধের মতো এই লাইন দুটিতেই সমর্পিত ....
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:১৬
সুমন কর বলেছেন: প্রিয় দু'টি লাইন কোট করার জন্য ধন্যবাদ। আমি কিন্তু লেখা শুরু করেছিলাম এ দু'টি লাইন দিয়ে। 
নির্বোধের মতো আমরা বাস্তবের সাথে যুদ্ধ করে যাই।
অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।
১৯| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:২৭
এহসান সাবির বলেছেন: আলমারি ঘেটে পুরোনো স্মৃতি নিয়ে বসি...... প্রতি দিনই..!!
চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি। 
এক গুচ্ছ ভালো লাগা।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:০১
সুমন কর বলেছেন: তোমাদের জন্য নতুন পোস্ট দিয়েই দিলাম।  
 
ভালো থাকা হোক। সব সময়।  
অ.ট.: প্রতি উত্তর দেবার সময় আমার ইউনিজয় কাজ করছে না। তবে সেটা শুধুমাত্র আমার ব্লগে। কিন্তু বাকিদের ব্লগে ঠিকই কাজ করছে। তুমি একটু সময় করে বলে যেও, এটা কি আমার সমস্যা নাকি তোমাদেরও? তারপর মডুরে জিজ্ঞেস করতে হবে।
২০| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি।
আমিও আজ ক্লান্ত স্মৃতির গ্লানি টেনে।
অনেক ভালো লাগা রেখে গেলাম কবি ও কবিতার তরে।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:০৪
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২১| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১০:৩৬
পার্থ তালুকদার বলেছেন: ভালো লাগলো দাদা।
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:০৬
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। নাকি আমার ভুল ! কারণ পুরোনোদের দেখলে অনেক ভাল লাগে। 
ভালো থাকা হোক। সব সময়।
২২| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: দাদা আমি ফনেটিক দিয়ে কাজ করি, ইউনিজয় দিয়ে নয়।
আমি ঠিক বুঝতেছি না কোথায় সমস্যা।
দেখতেছি দেখি........
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:২৩
সুমন কর বলেছেন: ওকে ওকে, দেখে জানাইনো...ব্যস্ত হবার দরকার নেই। 
তবে অন্যের পোস্টে গিয়ে ইউনিজয়তে প্রতিউত্তর লিখে পেস্ট করতে বেশ কষ্ট হচ্ছে !!!  ![]()
২৩| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসাধারণ ছন্দ সুমন কর ভাই
 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। 
অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
২৪| 
০৪ ঠা জুলাই, ২০১৫  রাত ১১:৫৭
কলমের কালি শেষ বলেছেন: পুরো কবিতায় ঘোরলাগা ঘোমটভাব । 
ওরা ভাবে, আমি নাকি তোমায় ভুলে গেছি !
বলো, এটা ও কি সম্ভব ?
যত সব নির্বোধের দল।।
 
এই তিনটা লাইনে যেন মিশে আছে তার সর্বোচ্চ পরিসমাপ্তি । অসাধারণ ।
 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:১১
সুমন কর বলেছেন: শেষটা আমি এভাবেই দিতে চেয়েছিলাম। আপনাদের ভালো লেগেছে জেনে শান্তি পেলাম। 
সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।
২৫| 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:০২
ব্লগার মাসুদ বলেছেন: অনেক অনেক ভাললাগা থাকলো সুমন ভাই ।
 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:১২
সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
২৬| 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:০৪
হারুনর রশিদ কায়সার বলেছেন: 
শ্রদ্ধেয় 
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো নিয়মিত পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো । আমার ইমেইলঃ- [email protected]
 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:১৯
সুমন কর বলেছেন: কিছু মনে করবেন না, আজ দেখলাম আপনি একই মন্তব্য প্রায় বেশ কয় জায়গায় করেছেন। তা কয়টি ছাপাবেন ?
আর একটি অনুরোধ, প্রকৃত লেখকের অনুমতি ছাড়া ছাপাবেন না এবং লেখা চুরি (শব্দটি ব্যবহার করার জন্য দুঃখিত, কারণ আজকাল অনেক হচ্ছে) করবেন না। আপনার উদ্যোগ অবশ্যই ভালো।
অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
২৭| 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:২৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বাস্তব মুখি ছড়া । পড়ে ভালো লাগলো ।
 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১২:৩২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
২৮| 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ২:২২
সচেতনহ্যাপী বলেছেন: ওরা ভাবে, আমি নাকি তোমায় ভুলে গেছি !
বলো, এটা ও কি সম্ভব ?
যত সব নির্বোধের দল।।  শুধু এটুকুই আমার বলা।।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২৯| 
০৫ ই জুলাই, ২০১৫  সকাল ৯:৩৩
সুফিয়া বলেছেন: মানুষের নির্মোহ চেতনার দুয়ারে করাঘাতের মতো কবিতাটি । খুব ভাল লেগেছে।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫১
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।
অনেক ধন্যবাদ।
৩০| 
০৫ ই জুলাই, ২০১৫  সকাল ৯:৪৪
প্লাবন২০০৩ বলেছেন: ফাটাফাটি, সুমন ভাই। আরও লেখা পাবার আশা রইল।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫৩
সুমন কর বলেছেন: আরে, আপনার মন্তব্য কি প্রথম পেলাম !!
অনেক ধন্যবাদ।
৩১| 
০৫ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৩৯
জুন বলেছেন: অপুর্ব
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩২| 
০৫ ই জুলাই, ২০১৫  দুপুর ১২:০০
অরুদ্ধ সকাল বলেছেন: আর কত, যুদ্ধ করা যায় নিজের সাথ..।
অনেক অনেক ভালো লাগিল কবি ভ্রাতা।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫৫
সুমন কর বলেছেন: আহা ! কবির মন্তব্য পেলাম। অনেক ভালো লাগল। 
ভালো থাকুন।
৩৩| 
০৫ ই জুলাই, ২০১৫  দুপুর ১২:০৮
বারীশ বলেছেন: বেশতো!
কবিতাও এতো আবেগ ঘন হয়!
খুব ভালো লাগলো।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫৭
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ। ভালো থাকুন।
৩৪| 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:০২
ফা হিম বলেছেন: চাইলেই তো আর ভুলে থাকা যায় না। ভালো লাগল।
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৫| 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৩৫
রাবার বলেছেন: অনেক দিন পর একেবারে ছক্কা মারলেন সুমন কর । পিলাচ হাকাইলাম ![]()
 
০৫ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:০১
সুমন কর বলেছেন: হাহাহা........ পিলাচ পেয়ে আমি খুশি  
 
ধন্যবাদ। ভালো থাকুন।
৩৬| 
০৫ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৯
মৃত্তিক মাসুম বলেছেন: সুন্দর কবিতা।
 
০৫ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৭| 
০৫ ই জুলাই, ২০১৫  রাত ৯:৫৩
ঢাকাবাসী বলেছেন: কবিতাটি বেশ ভাল লাগল।
 
০৬ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৫৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৮| 
০৬ ই জুলাই, ২০১৫  রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লাগলো । সুন্দর কবিতা!  ![]()
 
০৬ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৫৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৯| 
০৬ ই জুলাই, ২০১৫  ভোর ৪:০১
মাহমুদ০০৭ বলেছেন: কবিতার এঙ্গেল হিসেবে বলতে গেলে মোটামুটি লাগছে । আর সাধারণভাবে ভালো লাগছে। 
 শুভেচ্ছা রইল সুমন ভাই । অনেক দিন পর কবিতা দিলেন । 
 
 
০৬ ই জুলাই, ২০১৫  সকাল ১১:০৩
সুমন কর বলেছেন: আরে, আমি'তো পাঠক ! এই মাঝে মাঝে তোমাদের উৎসাহ পাই বলে কিছু ছাইপাঁশ লিখে ফেলি।  
 
এসে, মন্তব্য করে যাওয়াতে খুশি হলাম।
ভালো থাকা হোক।
৪০| 
০৬ ই জুলাই, ২০১৫  সকাল ৮:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগা রইল । ভাল থাকুন সব সময় ।
 
০৬ ই জুলাই, ২০১৫  সকাল ১১:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হোক।
৪১| 
০৬ ই জুলাই, ২০১৫  দুপুর ২:২৫
দর্পণ বলেছেন: স্মৃতি পিছু ছাড়েনারে ভাই। দারুন কবিতা।
 
০৬ ই জুলাই, ২০১৫  দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন
৪২| 
০৭ ই জুলাই, ২০১৫  সকাল ৭:১৩
প্রবাসী পাঠক বলেছেন: চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি। 
ভালো লাগা নং ২১।
 
০৭ ই জুলাই, ২০১৫  সকাল ৯:৫২
সুমন কর বলেছেন: অনেক ভাল লাগলো। ধন্যবাদ। ভাল থাকুন।
৪৩| 
০৭ ই জুলাই, ২০১৫  রাত ১১:৫০
শহুরে আগন্তুক বলেছেন: কবিতায় ভালো লাগা +++ ![]()
 
০৮ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৪৬
সুমন কর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে এলেন এবং মন্তব্য করলেন। ভালো লাগল। ধন্যবাদ।
৪৪| 
০৮ ই জুলাই, ২০১৫  ভোর ৪:০১
কালের সময় বলেছেন: অসাধারণ ভাবনা ফুটে ওঠেছে লেখায় । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
 
০৮ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৪৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৪৫| 
০৮ ই জুলাই, ২০১৫  রাত ৯:৩৩
রোদেলা বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
 
০৮ ই জুলাই, ২০১৫  রাত ৯:৪১
সুমন কর বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৪৬| 
০৯ ই জুলাই, ২০১৫  দুপুর ১:৫৯
নতুন অভিনেতা বলেছেন: খুব ভালো লাগল । শুভেচ্ছা নিবেন ।
 
০৯ ই জুলাই, ২০১৫  দুপুর ২:৩৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৪৭| 
১০ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
 
১০ ই জুলাই, ২০১৫  সকাল ১০:৩৪
সুমন কর বলেছেন: আপনার কবিতায় এইমাত্র মন্তব্য করে এলাম। 
ধন্যবাদ।
৪৮| 
১৩ ই জুলাই, ২০১৫  রাত ১:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো । শুভেচ্ছা।
 
১৩ ই জুলাই, ২০১৫  সকাল ৮:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৪৯| 
১৫ ই জুলাই, ২০১৫  রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একখান কবিতা পড়লাম ++++++++++++++
 
১৫ ই জুলাই, ২০১৫  রাত ৯:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫০| 
১৬ ই জুলাই, ২০১৫  সকাল ৮:১১
চাঁদগাজী বলেছেন: 
জীবন সংগীত
 
১৬ ই জুলাই, ২০১৫  দুপুর ১:১৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫১| 
১৬ ই জুলাই, ২০১৫  রাত ৮:১৮
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল ফিতরের শুভেচ্ছা সুমন দা।
 
১৬ ই জুলাই, ২০১৫  রাত ৮:৩১
সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও ঈদ উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা  
 
অ.ট.: ঈদে আসছি, বিশাল ফান পোস্ট নিয়ে !
৫২| 
১৬ ই জুলাই, ২০১৫  রাত ৯:১৭
বিদেশী বাঙালী বলেছেন: ডানের জন হযরত গাউসুল আযম আব্দুল ক্বাদির জ্বিলানী(রহঃ)-এর। আর বাঁয়ের জন হচ্ছেন- ইমাম আররাফি (রহঃ).
ধন্যবাদ।
 
১৭ ই জুলাই, ২০১৫  সকাল ১১:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৩| 
১৬ ই জুলাই, ২০১৫  রাত ১০:৪৬
কাবিল বলেছেন: ঈদ মোবারক
 
১৭ ই জুলাই, ২০১৫  সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনাকেও ঈদ উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা 
 
অ.ট.: ঈদে আসছি, বিশাল ফান পোস্ট নিয়ে !
৫৪| 
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
 
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। তোমাকেও ঈদের শুভেচ্ছা। ভালো কাঁটুক সারা বছর। 
অ.ট.: আমার ইউনিজয় সমস্যা ঠিক হয়ে গেছে।
৫৫| 
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩২
সোজা কথা বলেছেন: অনেক বেশি ভাল লাগলো।
 
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
৫৬| 
২৬ শে জুলাই, ২০১৫  রাত ৩:১৬
ইকবাল হোসাইন সুমন বলেছেন: অনেক ভাল লাগল ভাই।
 
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। 
শুভ দুপুর।
৫৭| 
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:৪০
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। লিখতে থাকুন। শুভ কামনা।
 
২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৩৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৫৮| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম প্যারাটা খুব ভাল লেগেছে ।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৯| 
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৮:৩১
ভ্রমরের ডানা বলেছেন: কুছপরোয়া নেহি।
ভালবাসা জলবেই
বুকের হাপড়ে পুড়ে লাল হবে শত 
শত্রু কথা-শর।
তবুও জলবে 
উনুন, দাউ দাউ
কোন নগর পুড়বে না।
কোন লেলিহান শিখা জলবে না
শুধু ছাই গুলো উড়ে গেলে জেতেও পারে।
 
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: লাইনগুলো শেয়ার করা এবং পড়ার জন্য ধন্যবাদ।
৬০| 
২৭ শে মে, ২০১৬  রাত ৯:১০
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম।
 
২৭ শে মে, ২০১৬  রাত ১১:১৮
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৬১| 
১১ ই জুলাই, ২০১৬  রাত ৮:৩৩
প্রথমকথা বলেছেন: চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি।   
ভাললাগা রেখে গেলাম। সুন্দর কবিতা। 
 
১১ ই জুলাই, ২০১৬  রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬২| 
২৭ শে জুলাই, ২০১৭  রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: এটাও কি প্রয়াত মাকে নিয়ে লেখা কবিতা? কেন যেন আমার তেমনই মনে হলো।
দেয়াল ঘড়ির কাঁটা কি, আজকাল ধীরে চলে? - চমৎকার আত্মজিজ্ঞাসা। 
কবিতায় আটাশতম ভাল লাগা + +
 
২৮ শে জুলাই, ২০১৭  রাত ১২:০১
সুমন কর বলেছেন: না, তেমনটি নয়। 
পড়া এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫  দুপুর ১২:৫২
লেখোয়াড়. বলেছেন:
অসাম!!
+++++++++++++++