| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
 
 
এই যে ছুটছি, সকাল-বিকাল 
কিসের টানে, কার খোঁজে !
লিখিত সময় নিয়ম করে, যাচ্ছে চলে
ঘুরছি শুধু শূন্য আমি, তুমিহীন ক্ষুদ্র বৃত্তে।
জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে
রীতি কথাতে স্বরচিত কালিমা মাখায়
আত্মজয়ের নেশায়, সবকিছু ভুলে।
বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে
কোথায় জানি বিরাট খটকা লাগে ! 
পরাজয়ের স্বাদ প্রতিনিয়ত নির্বাক হাসে।
তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৫৮
সুমন কর বলেছেন: হাহাহা.....আরে, মহা মুশকিল তো !! গল্প লিখলেও দোষ কবিতা লিখলেও !! যান খেলুম না ।। (ফান  
 ) 
প্রথমেই মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। 
২| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:০১
জুন বলেছেন: "তুমি নাকি বদলে নিয়েছো নাম "।
অসাধারন কবিতা সুমন কর ।
+
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:০৫
সুমন কর বলেছেন: আপু, অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন।
৩| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:০২
কলমের কালি শেষ বলেছেন: একি !! একি সাথে কবিতা প্রকাশ হয়ে গেলো !  
 
কবিতায় অসাধারণ লাগলো । বিশেষ করে প্রতিটা প্যারাই কোট করার মত । অনেক ভাললাগা ।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:০৭
সুমন কর বলেছেন: আরে ব্যাপার না !!  
 পোস্টতো আসবেই। আগে-পরে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৪| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৪
শায়মা বলেছেন: ভাইয়া কবিতা পড়ে মুগ্ধ হয়ে তোমাকে মিষ্টি মুখ করাতে এলাম। 
 
 
 
ভাইয়া কবিতা পড়ে মুগ্ধ হয়ে তোমাকে মিষ্টি মুখ করাতে এলাম। 
 
 
 
 
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।  
কিন্তু এতো মিষ্টি, একা খাবো !! 
সবাই অাসুক, একসাথে খাওয়া যাবে।  
  ![]()
৫| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৬
সাহসী সন্তান বলেছেন: হাসি! তাও আবার নির্বাক? দারুন ইন্টারেস্টিং!
ঘুরছি শুধু শূন্য আমি, তুমিহীন ক্ষুদ্র বৃত্তে।
কবিতাটি হয়তো এক এক জনের কাছে এক এক ভাবে ভাল লাগবে। তবে আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে এই লাইন টা! সূর্য ঘুরছে সৌর জগতের টানে; পৃথিবী ঘুরছে সূর্যের টানে; চাঁদ ঘুরছে পৃথিবীর টানে আর আমরা ঘুরছি স্বার্থের টানে! সব কিছুতেই একটা টানা টানির ভাব!
সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!!
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৯
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
যা বলেছেন, তা কিন্তু একদম মিথ্যে নয়।
৬| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:২৬
সাহসী সন্তান বলেছেন: যা বলেছেন, তা কিন্তু একদম মিথ্যে নয়। 
-নিজের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা ভাই! মিথ্যা হতে যাবে কেন? আপনি কবিতায় যে গুলো লিখছেন সেগুলো কি মিথ্যা? ভাই নিজের প্রাক্টিক্যাল জ্ঞান দিয়ে উপলব্ধি করার মত এতটা অভিজ্ঞতা বোধ হয় আর কোথাও নেই!
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: হুম, একদম সত্য। 
আবার এসে মন্তব্য করায় ভালো লাগল।
৭| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মারাত্মক কবিতা! ভালো লেগেছে ।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৫৬
উদাস কিশোর বলেছেন: জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে 
অসাধারণ............................।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৫৬
রিকি বলেছেন: কিন্তু এতো মিষ্টি, একা খাবো !! 
সবাই অাসুক, একসাথে খাওয়া যাবে। 
দাদা আমি আপনার একা একা খাওয়ার জন্য দিলাম--- আলু সিদ্ধের সাথে মেখে খাবেন !!!! 
 
 ভিটামিন সি আছে মেলাআআআআআআআআআআআআআআআআআআআ !!!!  
 আপুনির মিষ্টির ভাগ নেয়ার জন্য আমিও এলাম !!! 
  কবিতাই অনেক অনেক ভালো লাগা জানবেন------- লাল মরিচ কিন্তু আলু সিদ্ধের জন্য  !!! 
 পোস্টে প্লাস 
 
 
  
 
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: আমি একদম ঝাল খাই না !! সহ্য হয় না। 
আর মিষ্টির ভাগ অবশ্যই পাবেন।  
 এটা সবার জন্য।
অালু সিদ্ধ কিন্তু খাই !!  
 
ধন্যবাদ। মরিচ প্লাস + দেবার জন্য।  ![]()
১০| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল লিখেছেন সুমন কর ।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: অনেক দিন পর, ব্লগে দেখলাম। কেমন আছেন? মাঝে মাঝে আমাদের কবির যে কি হয় !! 
সাথে থাকা এবং পড়ার জন্য ধন্যবাদ।
১১| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই লাগলো। কালকে অন্য কিছুর অপেক্ষায় থাকলাম। প্রথম লাইনের শেষে কি প্রশ্নবোধক হবেনা?
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: না না..., কাল আর অন্য কিছু হবে না !!  
 
যেহেতু ২য় লাইনে দিয়েছি, তাই আর ১ম লাইনে দেইনি। দেবো নাকি ? 
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১২| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: 
এই যে ছুটছি, সকাল-বিকাল 
কিসের টানে, কার খোঁজে !
লিখিত সময় নিয়ম করে, যাচ্ছে চলে
ঘুরছি শুধু শূন্য আমি, তুমিহীন ক্ষুদ্র বৃত্তে। 
এভাবেই জীবিন চলে যায়।আমরা শুধু ছুটতে থাকি, ছুটতে ছুটতে একদিন থেমে যাই  ![]()
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫২
সুমন কর বলেছেন: ছুটে চলাটাই প্রকৃতির নিয়ম ! থেমে যেতে আমাদের মানা। 
ভালো থেকো।
১৩| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে.........
অনন্দময় হোক সময়।
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: হুম, সবার সময় অনন্দময় হোক। 
পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৪| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভাল হয়েছে, তবে শুরুর ভাবের সাথে শেষে এসে কেন যেন মিল ধরতে পারলাম না? কবি সাহেব একটু ব্যাখ্যা করুন প্লিজ। কবিতাটা ভাল লেগেছে, তবে পুরোটা বুঝে উঠতে পারি নাই। 
এতো বিরতি দিয়ে দিয়ে পোস্ট দিলে হবে? নিয়মিত পোস্ট চাই।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৪৫
সুমন কর বলেছেন: আরে, আমি কি ওতো শতো বুঝি !! 
আমরা ছুটে চলি, অদৃশ্য বাধঁন আমাদের টেনে ধরে, খেলার গুটি অন্য ঘরে চলে যায়, মানুষগুলো কেমন জানি বদলে যায়, আমরা কিছুই করতে পারি না.......হাহাহা....
আমি নিয়মিত মন্তব্য করি বন্ধু, পোস্ট নয় !! হাহাহা..... পাঠক যে, আমি।
তা ঈদে কোথায় বের হচ্ছো? শুভ রাত্রি।
১৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম পুর্ন বাক্যের শেষে অথবা দ্বিতীয় লাইনের শেষে আশ্চর্য্যবোধক চিহ্ন দিছেন, প্রশ্নবোধক না। বলতে ভুল হইছিলো তখন।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৫২
সুমন কর বলেছেন: আরে শতদ্রু ভাই, ব্যাপার না। আমি আবেগ বা বিস্ময় বা অবাক বুঝাতেই চেয়েছিলাম। 
এভাবেই পাশে চাই, তাহলে পারস্পরিক কাজে অানন্দ পাওয়া যায়।
শুভ রাত্রি।
১৬| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। চমৎকার।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:২৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৭| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৪৭
মধু নদীর জোলা বলেছেন: জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে 
চমৎকার কবিতা
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:৩১
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। 
মনে হয়, আপনার মন্তব্য প্রথম পেলাম। 
ধন্যবাদ।
১৮| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: 
 ভালো
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: আরে এ আমি কাকে দেখছি !!  
  
এতদিন কোথায় এবং কেমন ছিলে ?
মন্তব্য পেয়ে ভালো লাগল।
১৯| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: এতদিন যেখানে ছিলাম সেখানেই আছি | সময় পেয়ে দেখে গেলাম | ভালই ছিলাম আপনাদের সকলের দোয়ায় ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৬
সুমন কর বলেছেন: ব্লগে একদম দেখা যায় না যে !! তাই বলছিলাম। 
ভালোই ছিলে, শুনে খুশি হলাম। ![]()
২০| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০১
এস কাজী বলেছেন: সুমন দা সুন্দর হইছে। ইন্সপায়ার হচ্ছি। কবিতা টবিতা কম বুঝি, কিন্তু আপনাদের লেখা পড়ে পড়ে আস্তে আস্তে ভাবছি লেখা শুরু করব।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২২
সুমন কর বলেছেন: সামুতে অনেক বড় বড় কবি/লেখক আছে। তাঁদের সাথে সাথে আমরাও (আমি ও আপনি  
 ) কিছু কাঁচা লেখা লিখে যাচ্ছি। হাহা..
আসলে এখানে ব্লগিং করাটাই মূল বিষয়। 
ধন্যবাদ।
আর হ্যাঁ, লেখা শুরু করে দিন। আমরা পাশে আছি।  ![]()
২১| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম আর শেষ প্যারাটা বেশি ভাল লেগেছে ।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৬
সুমন কর বলেছেন: যাক, কিছু ভালো লেগেছে জেনে তৃপ্তি পেলাম।  
 
ধন্যবাদ।
২২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৩৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৭
সুমন কর বলেছেন: উৎসাহ দিয়ে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
২৩| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪৩
ডি মুন বলেছেন: জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে
রীতি কথাতে স্বরচিত কালিমা মাখায়
আত্মজয়ের নেশায়, সবকিছু ভুলে। 
---- খুব ভালো লাগল এই লাইনগুলো। 
সুন্দর কবিতা সুমন ভাই
শুভেচ্ছা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৩১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
অ.ট: তোমার গল্প পড়ে মন্তব্য করবো, এমন সময় নেট চলে গিয়েছিল। পড়া শেষ করেছিলাম। একটু পরেই যাচ্ছি....
২৪| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪৪
আহমেদ জী এস বলেছেন: 
নির্বাক হাসি মুখে মেখেই তো মানুষকে চলতে ফিরতে হয় সকাল -বিকেল , নিয়ম করে !
শুধু মানুষে রাখা  বিশ্বাস  বদলে বদলে  যায় । 
সুন্দর ।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: শুধু মানুষে রাখা বিশ্বাস বদলে বদলে যায় ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
২৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: দু'বার মন্তব্য...দু'বার ধন্যবাদ।
২৬| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৭| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
আপনি সুস্থ হয়েছেন, জেনে ভালো লাগল। ভালো থাকুন।
২৮| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:০০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান।
'বর্তমান'-এর প্রতি আগ্রহ জন্মালো!!!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: জীবন এমনি করেই চলে যায়। অতীত-বর্তমান-ভবিষ্যৎ... শুধু স্মৃতিতে থেকে যায়।
ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়। 
২৯| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১১
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩০| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৫
রেসিমিক সিরামিক বলেছেন: চমৎকার!
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:২৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩১| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:২৩
সাজিদ আল সাহাফ বলেছেন: খুব সুন্দর!
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:২৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫২
অগ্নি সারথি বলেছেন: বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে
কোথায় জানি বিরাট খটকা লাগে ! 
পরাজয়ের স্বাদ প্রতিনিয়ত নির্বাক হাসে।
 
অনেক সুন্দর ভাই।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
শুভ রাত্রি।
৩৩| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:০৮
আরণ্যক রাখাল বলেছেন: শেষ কয়েকটা চরণ সুন্দর লেগেছে
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৪| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:০৮
খেয়ালি দুপুর বলেছেন: "বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে"
সময় মতো সত্যিই বদলে যায় মানুষ। চেনা চেনা মুখ সহসা অচেনা হয়ে যেতে থাকে। বিশ্বাসে চির ধরে, ভেঙ্গে গুড়ো হয়, তারপর আবার নতুন করে নতুন কাউকে বিশ্বাস করি। গুড়ো হওয়া বিশ্বাসে দিব্বি জল ঢালি আশার, প্রত্যাশার। 
কবিতা দুর্দান্ত লেগেছে সুমন ভাইয়া। শুভকামনা অনেক।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:২২
সুমন কর বলেছেন: সুন্দর একটি মন্তব্য এবং পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩৫| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:০৭
কাবিল বলেছেন: চমৎকার হইছে। 
ভাল লাগলো দাদা।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৬| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫৬
প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৭| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:২৪
রোদেলা বলেছেন: বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে
কোথায় জানি বিরাট খটকা লাগে ! 
পরাজয়ের স্বাদ প্রতিনিয়ত নির্বাক হাসে।-------------------------অসাধারন
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৮| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
মশিকুর বলেছেন: 
হতাশা!!! কেনু??? ![]()
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫০
সুমন কর বলেছেন: নো হতাশা.... 
 
ধন্যবাদ।
৩৯| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: এত পাতলা পাতলা পোষ্ট দিলে কেমনে হয়?
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৬
সুমন কর বলেছেন: আরে, আপনি দেখি আমাকে দেখে ফেলেছেন !!  
 
আমি পাতলা মানুষ .......তাই পাতলা পাতলা পোস্ট দেই...... 
  
 হাহাহাহা 
প্রামানিক ভাই, সামুতে থাকতেই ভালো লাগে। এই যে, আপনারা আছেন। তাই মাঝে মাঝে একটু জানান দেই...
অনেক অনেক ভালো থাকুন।
৪০| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:২৩
আবু শাকিল বলেছেন: অনেক ভাল লেগেছে ভাইয়া ![]()
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০০
সুমন কর বলেছেন: মনে হল, অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। তবে আমি নিজেই পোস্ট কম দেই ! 
আশা করি, ভালো আছেন। ধন্যবাদ।
৪১| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: আপনি অনেক সুন্দর করে বর্ণনা করেন , অনেক ভালো লাগে পরতে ।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪২| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  ভোর ৫:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রইলো।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:০২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
ইদানীং ব্লগে কম দেখা যায়। আশা করি, ভালো আছেন।
৪৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:১৫
মো: আশিকুজ্জামান বলেছেন: এই যে ছুটছি, সকাল-বিকাল 
কিসের টানে, কার খোঁজে !
লিখিত সময় নিয়ম করে, যাচ্ছে চলে 
-----ভাললাগল।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:০৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪৪| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন: তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান । 
আমিও লিখব তোমার বর্তমান ...শুধু তুমি দেখবে না ........
ধন্যবাদ ।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
সুমন কর বলেছেন: মনে হয়, আপনার মন্তব্য প্রথম পেলাম। ভালো লাগল।
লেখার পর, আমাকে একটু দেখ্যাইয়েন........ 
 আমি আর কাউকে দেখাব না। 
শুভ সন্ধ্যা।
৪৫| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতায় প্লাস ++++++++++ 
মন্তব্যে পিছিয়ে পড়লেও লাইক এ প্রথম  
  ।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৬
সুমন কর বলেছেন: আরে গিয়াস ভাই, এতগুলো + না দিয়ে, একটা লাইক বাটনে ক্লিক করলেই তো বুইঝ্যা পাইতাম। হাহাহাহা....... 
  
 
মন্তব্যে আবার পিছানো কিসের !! মন্তব্য করেছেন, তাতেই খুশি। 
ভালো থাকুন। শুভ সন্ধ্যা।
৪৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা। সুন্দর আগামীর জন্য বর্তমানকেই বিনির্মাণ করতে হবে।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
সুমন কর বলেছেন: এতক্ষণ, সাহসী সংবাদ শুনছিলাম।  
 চরম !!!
সুন্দর মন্তব্য এবং পড়ার জন্য ধন্যবাদ।
৪৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৬
কবীর বলেছেন: অনেক ভালো লাগলো। 
  ![]()
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২২
এহসান সাবির বলেছেন: ওয়াও......
দারুন!
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৩৪
সুমন কর বলেছেন: হাহাহা............
ধন্যবাদ।
৪৯| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:৩৭
কিরমানী লিটন বলেছেন: একটি বিশুদ্ধ ও সুস্বাদু কবিতা খেলাম-এখনও তৃপ্তির ঢেঁকুর তুলছি ক্রমাগত,সত্যিই অসাধারণ ...
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৩
সুমন কর বলেছেন: নতুনদের মধ্যে আপনি ভালো লিখছেন এবং ব্লগিং করছেন। এ বিষয়টি ভালো লাগছে। 
কিছুদিন পরেই বুঝতে পারবেন, আমি আসলে সামুর সাধারণ পাঠক।  
  
আপনার ভালো লেগেছে, জেনে খুশি হলাম।
ধন্যবাদ। ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো।  ![]()
৫০| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:১৫
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: কবিতা তেমন একটা লিখতে পারলেও পড়তে খুব ভালো লাগে।। আর এরকম সুন্দর কবিতা হলে তো কথাই নেই। খুব সুন্দর হয়েছে কবিতাটা।।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২১
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। মন্তব্য পেয়ে ভালো লাগল। 
শুভ হোক আপনার ব্লগিং জীবন.....
ধন্যবাদ।
৫১| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪৫
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: জি ভাই। আপনার জন্য শুভকামনা রইল।।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৫৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫২| 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৯
গেম চেঞ্জার বলেছেন: সুমন ভাই কবিতা লেখে সেটা তো জানতাম না। ওয়াও!!
 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০০
সুমন কর বলেছেন: হাহাহা......কি কি জানতেন?   আমিতো সামুর পাঠক।  
 
ধন্যবাদ।
৫৩| 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৪
গেম চেঞ্জার বলেছেন: আসলে খেয়াল হয়নাই। ছবিব্লগগুলোই চোখে পড়ছে কিনা।
 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৯
সুমন কর বলেছেন: কবিতার নিচেই গল্প আছে। অল্প গল্প। তারো নিচে কিছু গল্প। .......
আপনাদের লেখা পড়তেই আমার ভালো লাগে। ভালো থাকুন।
৫৪| 
২৮ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগে তো আপনারও অনেক দিন কোন নতুন লেখা পাচ্ছি না। আজকে আবার এসে ঘুরে গেলাম। সেই ১ র পরে কোন এন্ট্রি নেই। ![]()
 
২৮ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:২৮
সুমন কর বলেছেন: হাহাহা.......আমিতো সব সময়ই বলি, আমি সামুর সাধারণ পাঠক। ব্লগে থাকি, সময় পেলে। মন্তব্য করি। 
লিখতে পারিনা,  মাঝে মাঝে ছাইপাঁশ দিয়ে আপনাদের বিরক্ত করি।  
 
আপনার লেখাটা দেখেছি, সময় করে পড়তে যাবো। না পড়ে, মন্তব্য করা ঠিক নয়। 
দেখি, আবার ১ তারিখে দেয়া যায় কিনা !!  
 
৫৫| 
১৪ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:২৭
রুদ্র জাহেদ বলেছেন: একদম বাস্তবধর্মী কবিতা।খুব ভালো লেগেছে+
 
১৫ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।
৫৬| 
২৪ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল
 
২৪ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
শুভ ব্লগিং..... ![]()
৫৭| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান। 
এই কবিতার শুরুটা এবং শেষ টা খুব ভালো লাগছে  । 
কবিতা টানা পড়ে গেলাম 
 ![]()
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:৩৫
সুমন কর বলেছেন: আপনাদের কবিতা পড়তে পড়তে দু'চার লাইন লিখে ফেলি....এরচেয়ে বেশী কিছু নয়!! 
ভালো থাকুন।
৫৮| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১:২৭
তানজির খান বলেছেন: "তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান।"
অসাধারণ লেখা। খুব ভাল লাগলো।
 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৩৪
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। 
শুভ দুপুর।
৫৯| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:১৩
তাসলিমা আক্তার বলেছেন: আমি একেকদিন একেকজনের ব্লগ পড়তে বের হই। আজ আপনার কিছু লেখা পড়বো বলে ঠিক করছি। কিছু চমৎকার ছবি দেখলাম আর এই কবিতা। একটু ছাড়া ছাড়া। এই ভাবটারও অন্যরকম সৌন্দর্য আছে। ভালো লেগেছে।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:১৮
সুমন কর বলেছেন: আজ তাহলে আমার পালা !!! হাহাহাহা....... আমি তো মাঝে মাঝে লিখি, কিচ্ছু হয়না !
পড়ার জন্য ধন্যবাদ।
৬০| 
৩১ শে মার্চ, ২০১৬  দুপুর ১:৩১
তানজির খান বলেছেন: 
তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ 
আগেও এই দুইটা লাইন লিখে মন্তব্য করেছিলাম। আজও করলাম। মাঝেমাঝে এসে এই দুইটা লাইন লিখব। আপনাকে উত্তর দিতে হবেনা ভাই। বাহিরে বৃষ্টি, মনেও বৃষ্টি, শুধু চোখটা শুকিয়ে কাঠ।
 
৩১ শে মার্চ, ২০১৬  বিকাল ৫:৫০
সুমন কর বলেছেন: চোখটা শুকিয়ে কাঠ কেন? মনের কথা খুলে বলুন, হালকা লাগবে। মনের বৃষ্টি ধুয়ে নিক, যত কষ্ট....
শুভ বিকেল।
৬১| 
৩১ শে মার্চ, ২০১৬  রাত ৮:০৭
তানজির খান বলেছেন: 
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও ।।
দেখি কতটা শক্ত আমি। যদি না পারি বলব সব খুলে।
 
৩১ শে মার্চ, ২০১৬  রাত ১১:১৫
সুমন কর বলেছেন: হুম ! ভালো থাকা হোক, সব সময়। 
সাথে আছি।
৬২| 
০৯ ই আগস্ট, ২০১৭  সকাল ৮:২৫
খায়রুল আহসান বলেছেন: মানুষ কত কারণে এমন নির্বাক হাসি মুখে মেখে ঘুরে বেড়ায়, অথচ ভেতরে তাদের অন্তর কাঁদে!
১২ থেকে ৬১ নং মন্তব্য দু'বার এসেছে।
 
০৯ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১৪
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন:
বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে
কোথায় জানি বিরাট খটকা লাগে !
পরাজয়ের স্বাদ প্রতিনিয়ত নির্বাক হাসে।-------
-- হতাশার কবিতা কেন দাদা? ভাল লাগল তবুও।