![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
সামহোয়্যার ইন ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল-আযহা’র প্রাণঢালা শুভেচ্ছা।
সামুতে ব্লগিং শুরু করার পর থেকে আমি, এখন পর্যন্ত তিনটি সংকলন করেছি। তারমধ্যে দুইটি ছিল মাসিক সংকলন এবং অপরটি ছিল ঈদ-উল-ফিতর ২০১৪ উপলক্ষে। কিন্তু কখনো ঈদ-উল-আযহা উপলক্ষে সংকলন করা হয়নি। তাই ভাবলাম এবার ঈদ-উল-আযহা উপলক্ষে একটি সংকলন করা যাক। তাছাড়া সবাই এখন কুরবানী নিয়ে ব্যস্ত !! যেহেতু এ সময় আমার তেমন কোন কাজ নেই, তাই সবার সুবিধার্থে কাজটি আমিই করলাম।
আসন্ন ঈদ উপলক্ষে সকল ব্লগারকে অনুরোধ করবো মজাদার, সুন্দর এবং ভালো কিছু লেখা উপহার দিতে। সেটা হতে পারে গল্প, কবিতা, ছড়া, অণুগল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, রম্য রচনা, রান্নার রেসিপি কিংবা মজার সব বাস্তব অভিজ্ঞতা।
একটি সংকলন ব্লগে ঈদ, পূজো, বড়দিন কিংবা যে কোন অনুষ্ঠানের আমেজ ছড়িয়ে দিতে এবং স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করে। যা পরবর্তীতে ব্লগের একটি সম্পদ।
যেহেতু এটি একটি সংকলন, তাই সব পোস্ট নেওয়া হবে না। তুলনামূলক গ্রহণযোগ্য পোস্টসমূহ সংকলনে সংযুক্ত করা হবে। আমি আমার সহ ব্লগারদের কাছ থেকে পূর্ণ সহায়তা কামনা করছি এবং পোস্ট নির্বাচনে আমাকে সাহায্য করার বিশেষ অনুরোধ রইলো।
সংকলনটির জন্য যে কোন উপদেশ এবং সাহায্য আন্তরিকতার সহিত গ্রহণ করা হবে।
তাহলে আর দেরী কেন জটপট লিখে ফেলুন চমৎকার একটি লেখা ! আমি দেখামাত্রই তা সংকলনে সংযুক্ত করে দেবো। সকল ব্লগারকে তাদের পোস্টের লিংক, মন্তব্যের ঘরে দিয়ে যাবার জন্য অনুরোধ করছি।
সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু গল্প:
♦ জামালের ঈদ ।। - রোদেলা
♦ কোরবানির ঈদ নিয়ে অনেক আগে লেখা আমার একটা গল্প বন্ধুদের জন্য শেয়ার করলাম। সময় পেলে পড়তে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। - রেজা ঘটক
♦ গল্প: পরীক্ষা - Shahjahan Ali
♦ চাঁদহীন আকাশের টানে - নাসিম আহামেদ বিজয়
♦ গোয়েন্দা রহস্য গল্পঃ কে খুনি? - আমি কাল্পনিক সজল
♦ শিশুতোষ গল্পঃ এটা আমাদের সবার গরু!! - শতদ্রু একটি নদী...
♦ গল্পঃ ডিলিউশান - একলা চলো রে
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু কবিতা:
♦ হয়তো এ চিঠি পড়বে না চোখে তোর - দীপংকর চন্দ
♦ চৈত্রের গল্প - ইনকগনিটো
♦ ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই - সেলিম আনোয়ার
♦ এক হৃদয়ের শীতসকালে - জেন রসি
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু ছড়া:
♦ ঈদ আনন্দ - বিএম বরকতউল্লাহ
♦ কোরবানী দেয় ফ্রিজ দেখে - শহীদুল ইসলাম প্রামানিক
♦ আসুক,এবার ঈদে - কিরমানী লিটন
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু বিশেষ পোস্টসমূহ:
♦ আদর্শবাদী ব্লগার বনাম সৃজনশীল ব্লগার বনাম ফেইসবুকিং ব্লগার বনাম...-মাঈনউদ্দিন মইনুল
♦ বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য - শায়মা
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু সচেতনামূলক পোস্ট:
♦ মনের পশুর কোরবানী....হোক! ✔✔✔ আব্দুর রহিম - নুর আয়শা আব্দুর রহিম
♦ মসজিদে - শহুরে আগন্তুক
♦ কুরবানির ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় - আশিক আহমাদ
♦ ঈদে ইচ্ছেমত গরুর মাংস খেয়েও সুস্থ থাকার ছোট্ট ৫ কৌশল - কামরুন নাহার বীথি
♦ ঈদ-উল আযহাঃ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব - যাযাবর চিল
♦ কোরবানি নিয়ে অপ্রিয় কিছু কথা - মঞ্জুর চৌধুরী
সময়ের সাথে সব কিছু বদলে যায়। ইচ্ছে করলেও আমরা তা, ধরে রাখতে পারি না। বদলে যায় যুগ এবং জীবনের ধারা। তবুও মনের অজান্তে আমরা এখনো খুঁজে ফিরি হারানো সময়কে। স্মৃতিগুলো কথা বলে উঠে। মনে হয় যেন, সবকিছু পাশে আছে। চাইলেও ছুঁয়ে দিতে পারবো। কিন্তু নাগরিক জীবন, কখনো তা হতে দেয় না। তবুও মন ভেসে চলে স্মৃতির ভেলায়। এ রকম কিছু স্মৃতিবিজড়িত পোস্ট নিয়েই তৈরি হয়েছে আমাদের এবারের বিভাগটি।
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা কিছু স্মৃতিবিজড়িত পোস্ট:
♦ পারিবারিক সামাজিক পরিবর্তন - ন্যানো ব্লগার ইমু
♦ হারিয়ে ফেলা সেই ঈদ আর ঈদের আনন্দ। - বিপ্লবের সাগর
♦ ঈদ ও কোরবানি... - হাবিবুর রহমান জুয়েল
♦ কোরবানির বীভৎসতা!!! - মহান অতন্দ্র
♦ ঈদ আসে, ঈদ যায়। - আবুশিথি
প্রিয়জনদের দেশের মাটিতে রেখে, প্রবাসে ঈদ উদযাপন করাটা বেশ কষ্টকর। এ যেন সব কিছু থেকে ও, কিছু না থাকার মতো। নিজের দেশে ঈদ পালন করা আর সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ পালন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেখানে খুঁজে পাওয়া যায় না কোন প্রিয়মানুষের চেনা মুখ। মনটা হয়তো নীরবে কেঁদে উঠে। তবুও জীবনে থেমে যেতে নেই। এখানে থেমে যাওয়া নিষেধ।
সামহোয়্যার ইন ব্লগে বেশ কিছু ব্লগার আছেন যারা প্রবাসে ঈদ পালন করে থাকেন। প্রবাসে থাকা সত্ত্বেও ঈদ নিয়ে তারা তাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করে থাকেন। তাদের এ অনুভূতি নিয়েই নিচের বিভাগটি তৈরি করা হয়েছে।
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা প্রবাসীদের কিছু পোস্ট:
♦ আমার প্রবাস জীবনে প্রথমবার ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করা হয়নি! - চাটগাইয়া জাবেদ
♦ আম্মার যন্ত্রণা নাই, ঈদের সেই মজাও নাই (প্রবাসী কথন) !! - রফিকুজজামান লিটন
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক দেশের সব শ্রেণির প্রতিটি মানুষের কাছে। সকল দুঃখ, কষ্ট আর বেদনার অবসান হোক। হাসি ফুটে উঠুক প্রতিটি মানুষের মুখে আর চোখের কোণে। তাই এবারের পর্বটি সাজানো হয়েছে, এরকম কিছু মজাদার এবং ভিন্নধর্মী পোস্ট নিয়ে।
♣♣ ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে ব্লগে আসা মজাদার এবং ভিন্নধর্মী কিছু পোস্ট:
♦ আইজুদ্দিনের ঈদ যাত্রা ও লাই ডিটেক্টর স্ক্যানার !!!! - বিদ্রোহী ভৃগু
♦ রাশি রাশি ভালবাসি - ফয়সাল হিমু
♦ গাবতলি পশুর হাট (ছবি ব্লগ) - গাজী তারেক
♦ বিরিয়ানির পরে ডেসার্ট ...ভালো তো, ভালো না---আসুন ঈদের আনন্দ ডাবল করতে চারটি ভিন্ন রেসিপির, ভিন্ন স্বাদের মুভি দেখে ফেলি
- রিকি
♦ এক যে ছিল ছেয়ে খরগোশ আর এক ছিল হোৎকা কুমীর (থাইল্যন্ডের উপকথা ) - জুন
সবাইকে ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: যদি কিছু মনে না করেন, একটি প্রশ্ন ছিল। যৌথ ব্লগিং ব্যাপারটা ঠিক বুঝলাম না !
প্রথম পাতায় সুযোগ পেয়েছেন, জেনে খুশি হলাম। শুভ ব্লগিং...
সংকলন কতদিন চলবে এখনো ঠিক করিনি। আগের ঈদ সংকলনটি সাতদিনের হয়েছিল। এবার দেখা যাক !!
যেহেতু প্রথম পাতায় সুযোগ পেয়েছেন, লিখে ফেলুন একটি চমৎকার পোস্ট।
অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: আমিও ঈদ উপলক্ষ্যে একটা পোস্ট লিখেছিলাম ভাইয়া!!! মেজাজ খারাপ থাকায় পাবলিশই করবো না ভাবছিলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬
সুমন কর বলেছেন: আপুমনি...তা হবে না !!!
ঈদ উপলক্ষে তোমার বিশেষ রান্নার পোস্ট চাই চাই......
মেজাজ খারাপ করার কোন কারণ নাই। ওসব তুচ্ছ বিষয় ভুলে যাও, তাড়াতাড়ি পোস্ট দাও। আমি কিন্তু আসছি... আমার আলাদা ম্যানু মনে আছে তো !!
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
শায়মা বলেছেন: নো রান্না বান্না এই ঈদে!!!!!
মেজাজ খারাপ নিয়ে রান্না করলে রান্না বাজে হবে!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
সুমন কর বলেছেন: হায় হায়.....আমার ভাইজান এবং ভাগ্নে-ভাগ্নি কি না খেয়ে থাকবে !!
তুমি রান্না করো কিন্তু খেয়ো না (মেজাজ ঠিক হলে খেও) কিন্তু তাঁদের না খায়িয়ে রাখা চলবে না।
মেজাজ ঠিক করে ফেলো এবং কাল বিকালের মধ্যে পোস্ট দিয়ে দিও...
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮
শায়মা বলেছেন: নো নান্না বান্না ভাইয়ু!!!!!!!!!
এই নাও এইটা ঈদের অনুষ্ঠানে কচিকাঁচাদের আসর!!!!!!!
যদিও শিক্ষামূলক .......
http://www.somewhereinblog.net/blog/saimahq/30073117
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২
সুমন কর বলেছেন: তোমার পোস্টে মন্তব্য করে এসেছি..........
আবার যাবো....
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩
জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭
সুমন কর বলেছেন: আপনার কাছ থেকে কিন্তু একটা চমৎকার গল্প/কবিতা/পোস্ট চাই.....
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর আয়োজন।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩
সুমন কর বলেছেন: আপনার বাস্তব অভিজ্ঞতা কিংবা যে কোন একটি চমৎকার পোস্ট চাই।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: স্কৃর্নসট ফটো আকারে দিলাম!
আমরা স্বামী স্ত্রী!!! দুজন একই নিকে লিখতে চাই....!
আল্লাহ সুস্থ রাখলে ইনশাআল্লাহ লিখব।
আশা করি বুজতে পেরেছেন। ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। এখন বুঝতে পারলাম।
অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: ক্ষমা চাইছি।। অনেক ভাল ভাল লেখকদের লেখায় আপনার প্রচেষ্টা একটা সুন্দর রূপ পাক।। সর্বান্তঃকরনে সাফল্য কামনা করছি।।
ঈদ মোবারক।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৩
সুমন কর বলেছেন: দেখুন পরে, সময় করে হয় কিনা !! আপনারা পাশে থাকলে অবশ্যই হবে।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১
প্রবাসী পাঠক বলেছেন: নতুন কিছু লেখা হয় না অনেকদিন হল!
পুরাতন পোস্ট রি পোস্ট করলে কি সংকলনে জায়গা পাওয়া যাবে
ঈদ মোবারক সুমন দা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৯
সুমন কর বলেছেন: আরে লিখে ফেলুন, সময় করে !!
যদি রি-পোস্ট (সামুতে পূর্বে পোস্ট করা) হয়ে থাকে, তাহলে নেওয়া হবে না। দুঃখিত। (আমি কিন্তু সরাসরিই বলি
)
আশা করি, আমার অপারগতা আপনারা বুঝবেন। কারণ এটি ২০১৫ সালের জন্য করা হচ্ছে। নতুন সব পোস্ট।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১
প্রবাসী পাঠক বলেছেন: সুমন দা ফান করলাম। রি পোস্ট করার কোন কারণ নেই। আর নতুন করে কিছু লেখা হয়ত হবে না এই সর্ট টাইমে। আমি পাঠক হিসাবেই আছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: হাহাহা.... আমিও পাঠক হিসাবেই আছি।
যদি কোন পোস্ট চোখে পড়ে তাহলে লিংক দিয়ে যাবার অনুরোধ রইলো।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৮
মহান অতন্দ্র বলেছেন: হুম দাঁড়ান আমিও লিখব, সংকলন মিস করতে চাইনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
সুমন কর বলেছেন: গুড, ভেরী গুড।। শুনে খুশি হলাম।
আপনাদের অংশগ্রহণেই সংকলনটি সার্থক হয়ে উঠবে। লিখে ফেলুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
অগ্রীম ঈদ মোবারক।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার অলংকরন
ঝকঝকে একটি পোষ্ট....
বড্ড লোভ হচ্ছে কিছু লিখে নিজের নামটা জুড়াতে
কিন্তু মাথা কাজ করছেনা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: আরে, ছড়াকার !!! চমৎকার একটি ছড়া চাই..... আপনাদের জন্যই তো ছড়া বিষয় সংযুক্ত করা হয়েছে।
তাড়াতাড়ি লিখে ফেলুন.......নাম মিস করা যাবে না।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
কাবিল বলেছেন: সুন্দর আয়োজন।
ঈদ মোবারক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক।
লেখা চাই........
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আয়োজন । এই মাত্র একটা কবিতা প্রচেষ্টা চালিয়েছি । শুভকামনা থাকলো ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: কবি, কবিতা চাই.... প্রচেষ্টা চলুক.....সাথে আছি..... লিখে ফেলুন।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
অগ্রীম ঈদ মোবারক।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর সঙ্কলন । ঈদমুবারক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
সুমন কর বলেছেন: লিখে ফেলুন চমৎকার একটি লেখা...
অগ্রীম ঈদ মোবারক।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
রিকি বলেছেন: দাদা গল্প, ছড়া, কবিতা, রেসিপি সব আছে----কিন্তুউউউউউউউউউউউউউউউউউউউ নির্মল, কোমল, সুবিমল গানা বাজানা, সিনেমা, নাটক কিছুই নাই ??????????????????????
এ অন্যায় !!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: আরে, আপনি এতো চিন্তা না করে পোস্ট দেন.... আমি আছি না............
আপনার জন্য দরকার পড়লে আলাদা একটা বিভাগ খুলবো, আলোচনা করে।
অগ্রীম ঈদ মোবারক।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
প্রামানিক বলেছেন: এমন একটি পরিশ্রমী উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আপনার পরিশ্রম সফলতা লাভ করুক। আপনি এগিয়ে যান আমরা সাথে আছি। ধন্যবাদ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১
সুমন কর বলেছেন: আপনারা আছেন, তাই সব.... সাথে আছেন জেনে খুশি হলাম।
অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
জুন বলেছেন: ঈদ সংকলনে আমার দূক্কের কথা পোষ্টটা দেয়া যাবে না সুমন কর
ঠিক আছে ব্লগের সবার পিচ্চি পুচ্চিদের জন্য একটি উপকথার অনুবাদ দিচ্ছি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: আপু, আপনার আবার দুক্ক কিসের !!!! ঈদের অানন্দে কেঁটে যাবে সব দুঃখ-কষ্ট।
ওটাই দিন, আমাদের পুচ্চি ব্লগারদের জন্য (বাবা-মা'রা বড় ব্লগার, তারাই পড়ে শুনিবে.... ).....
অগ্রীম ঈদ মোবারক। ভালো থাকুন।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: এখনও স্টিকি হয়নি!!!!!!!
ঈদ তো চলেই আসলো ভাইয়া!!!!!!!!
রিকিমনি ছায়াছন্দ পোস্ট দাও। জুন আপুনি ঈদ আনন্দমেলা পোস্ট দাও.......
কি করি আজ ভেবে না পাই ভাইয়া তুমি এ্ত্তা ছলা বলো! কাবিলভাইয়া তুমি একটা গান শুনাও!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: আমার সহ-ব্লগাররা থাকলেই হপ্পে...
রিকিমনির জন্য আলাদা বিভাগ খোলা হবে... নামটা একটু সাজেশ করো তো !!!
জুনাপু, আসছেন.....
আমি তো ছলা পারি না.... কাবিল ভাই........একটা গান হবে, শুধু আমাদের জন্য !!!!
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
থিওরি বলেছেন: চমৎকার কার্য!
বাদ যাবে নাা কোন পোস্টু!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
সব পোস্টতো নেওয়া যাবে না। একটি ভালো কাজ আপনাদের উপহার দেবার চেষ্টা থাকবে।
অগ্রীম ঈদ মোবারক।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
রিকি বলেছেন: নেন ঈদ উপলক্ষ্যে কয়েক ঘণ্টায় তৈরি করে ফেললাম, কাঁচি মেরে আর কি---ব্লগার থেকে টেইলর !!!!
অনেকদিন আগে একটা ফেসবুক গ্রুপে লিখেছিলাম, ওটাই ঠিকঠাক করে দিয়ে দিলাম।
view this link
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
রাতেই সংযুক্ত করতে পারি..........
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন:
দাদা তুমি এগিয়ে চল, সাথে আছি সাথে আছি!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
আপনার একটি পোস্ট সংযুক্ত করা হবে। সো অপেক্ষায় থাকুন.........
অগ্রীম ঈদ মোবারক।
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমার সহ-ব্লগাররা থাকলেই হপ্পে...
রিকিমনির জন্য আলাদা বিভাগ খোলা হবে... নামটা একটু সাজেশ করো তো !!!
ভাইয়া রিকিমনির জন্য বিভাগের নাম - রিকি দ্যা টেইলর !!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: রিকি দ্যা টেইলর !! --- হাহাহা, ভালো বলেছেন।
ভেবে দেখি.......
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: পোস্টটা লিঙ্কে লিঙ্কে পেটমোটা হোক।
ঈদ মুবারাক সুমন ভাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনার কিন্তু একটা পোস্ট চাই..
অগ্রীম ঈদ মোবারক।
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: সময় পেলে সব বিষয়ে একটা করে পোস্ট দিতাম । সুযোগ নেই । তবে অধীর আগ্রহে অপেক্ষায় আছি ইদের পোস্টগুলো নিয়ে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: কবি, একটা যোগ হয়েছে। সময় করে আরো লিখে ফেলুন।
ধন্যবাদ।
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
রিকি বলেছেন: রিকিমনির জন্য আলাদা বিভাগ খোলা হবে... নামটা একটু সাজেশ করো তো !!!
ভাইয়া রিকিমনির জন্য বিভাগের নাম - রিকি দ্যা টেইলর !!!!!!!!
আর আপুনির বিভাগ আপুনি দ্য সেইলর---পপ পপ (পপাই দ্য সেইলরের বড়বোন) !!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: আপুনি দ্য সেইলর---পপ পপ (পপাই দ্য সেইলরের বড়বোন) !!!!
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আইজুদ্দিনের ঈদ যাত্রা ও লাই ডিটেক্টর স্ক্যানার !!!!
আমার পোষ্ট দেন নাই! কাট্টি!
সুন্দর আয়েজন করেছেন। ধন্যবাদ।
ঈদ মোবারক!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ধন্যবাদ, বিদ্রোহী ভাই। আমি পোস্টটি তৈরি করেছি ২৪ তারিখ রাতে। তার আগে আমিই জানতাম না , এ সংকলন করবো। হঠাৎ করেই এ আয়োজন করি। তাই আগের পোস্টগুলো দেখিনি।
আপনার ঐ পোস্টে আমি কিন্তু ঐ তারিখেই মন্তব্য করি। সুতরাং, আপনার পোস্ট আমি মিস করিনি। নো কাট্টি।
দেখি সময় করে, কিছু করা যায় কিনা !!
অগ্রীম ঈদ মোবারক।
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
শায়মা বলেছেন: http://www.somewhereinblog.net/blog/myblog
ভাইয়া দ্যা রিয়েল কোরবানী ঈদ পোস্ট!!!!!!
শিঘ্রী এ্যাড করো!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: পোস্টের শুরুতে আমি কি বলেছি !!!! গ্রহণযোগ্য পোস্ট !!!
লিংক দিয়ে যাবার জন্য ধন্যবাদ। আরো একটু বড় হলে ভালো হতো ...
সাথে থাকা চাই। লাইক বাটনে তোমার নাম নাই....
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
মামুন ইসলাম বলেছেন: ঈদমুবারক ।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
সুমন কর বলেছেন: আপনার কিন্তু একটা পোস্ট চাই..
অগ্রীম ঈদ মোবারক।
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
শহুরে আগন্তুক বলেছেন: এক সাথে সব .... ধন্যবাদ !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
সুমন কর বলেছেন: সংকলন মানেই তো, সব এক সাথে...........
ভালো কাঁটুক, ঈদের ছুটি।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
জুন বলেছেন: পোষ্ট দিলাম কিন্ত সংকলনে নাই
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সুমন কর বলেছেন: কাজ চলছে.........
ছবি সংগ্রহ করা বেশ কষ্টকর.......
আশা করি, রাতে আপডেট করবো।
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: আশা করছি সংকলনটি স্টিকি হবে আগামীকাল কালের মধ্যে....। চালিয়ে যান ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আমার সহ-ব্লগাররা থাকলেই হবে।
রাতে আপডেট হবে..........
সাথেই থাকুন।
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
সাহসী সন্তান বলেছেন: চলতে থাকুক আপডেট! অনেক কষ্ট সাধ্য পোস্ট! ইচ্ছা ছিল ঈদে একটা দারুন ফান পোস্ট প্রকাশ করবো! আপডেটও প্রায় কম্পিলিট বাট আনফরসুনেটলি প্রকাশ করতে পারছি না!
ভাই কেমন আছেন? ঈদ মোবারক!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: কেন কেন !!! প্রকাশ করে ফেলুন। সংকলনে নতুন একটি বিভাগ খোলা হচ্ছে। একটু পরেই আপডেট করবো।
আমি মোটামুটি আছি। ভালো আর খারাপের মাঝামাঝি !!
ঈদ মোবারক!! ভালো কাঁটুক, ঈদের ছুটি।
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১
...নিপুণ কথন... বলেছেন: গল্প: যে আকাশে উড়তে নেই বাধা / দেব দুলাল গুহ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
আপনার ঐ গল্প আমি দেখেছি। যখন পোস্ট করেছিলেন তখনই দেখেছিলাম। আমি প্রতিদিন চেষ্টা করি সব পোস্টে যাওয়া। কাজ থাকলে অবশ্যই পরে হলেও যাই।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভালো থাকুন।
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
সাহসী সন্তান বলেছেন: সম্ভব না ভাই, অনেক সমস্যা! তবে ঈদ পরবর্তি আকর্ষন হিসাবে অবশ্যই থাকবে! আপনার অপডেট টা মাঝে মাঝে দেখে গুরুত্বপূর্ন পোস্ট গুলো পড়তে বেশ সুবিধা হচ্ছে! ধন্যবাদ চমৎকার পোস্টের জন!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
সুমন কর বলেছেন: অপেক্ষায় রইলাম..........
পোস্ট কেমন হচ্ছে ? কোন ভুল আছে !! ভালো পোস্ট দেখলে জানাবার অনুরোধ রইলো। সবার প্রতি।
ভালো থাকুন।
৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২
দর্পণ বলেছেন: অসাধারণ উদ্যোগ সুমন কর। ঈদ মুবারক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ, কবি। এবার যে একটা কবিতা চাই.....
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।
৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭
Shahjahan Ali বলেছেন: এখনো লিংক দেওয়া যাবে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২
সুমন কর বলেছেন: অবশ্যই....সংকলন কখনো একদিনের হয়না। তার উপর এটা আবার ঈদ সংকলন।
তবে এখন ২৪ তারিখের পর থেকেই নিচ্ছি। নতুন একটা লিখে ফেলুন।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো ঈদ মোবারক।
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১
দর্পণ বলেছেন: কবিতা লেখার টাইম নাইরে ভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪
সুমন কর বলেছেন: আপনি জাত কবি.....(কিছুটা জানি )
আরে লিখে ফেলুন। কয়েকদিন করার ইচ্ছে আছে.....!!
অপেক্ষায় থাকলাম........
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: এখানে দেখি আমিও আছি! ধন্যবাদ
একের ভেতর সব, খুবই দারুণ হয়েছে আপনার ঈদ সংকলন।
অবশ্যই পোস্টের মান বিবেচনায় আসলে এটাও যোগ করতে পারেন। কুরবানির গোশত বণ্টনের উত্তম পদ্ধতি...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। সংকলন মানেই তো, সব এক সাথে...........
ভালো থাকুন।
৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
গোল্ডেন গ্লাইডার বলেছেন: সংকলন ভালো হইসে দাদা
++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
আয়োজন ভালো; তবে, ঈদের উপর লেখা কোনটাই ভালো লাগেনি; মনে হয়, ঈদের উপর লেখার মতো কিছু নেই; জাবরকাটা, একই কথা বারবার, "শিশুকালে ঈদের আনন্দ ছিলো, এখন নেই", এটার বড় লজিক্যাল ব্যাখ্যা আছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সুমন কর বলেছেন: "শিশুকালে ঈদের আনন্দ ছিলো, এখন নেই" -- ভালো বলেছেন।
ধন্যবাদ।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
...নিপুণ কথন... বলেছেন: লিংকের গল্পটিতে সরাসরি কোরবানির ঈদের কথা বলা নাহলেও অন্যরকম কোরাবানির কথা বলা আছে। মায়ের কথার অবাধ্য নাহয়ে প্রেমিকার ভালোবাসা হাসিমুখে কোরবানি দেয়া.. শেষে মায়ের কষ্ট লাঘবের জন্য, বোনের ভবিষ্যতের জন্য নিজেকেই কোরবানি দেয়া..
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
৪৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
দর্পণ বলেছেন: লেখক বলেছেন: আপনি জাত কবি.....(কিছুটা জানি )
আরে লিখে ফেলুন। কয়েকদিন করার ইচ্ছে আছে.....!!
অপেক্ষায় থাকলাম........
আর কইয়েন না ভাই। কি যে কন। কবিতা লিখুম না। ব্লগের নয়া আন্টিরুপি সাইয়া বলছে আমার কবিতা নাকি কেডা লিখা দেয়। দুঃখের সীমা নাই। এ জীবন রাখবোনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: আপনের কবিতা কেডা লেইখ্যা দেয়, উনি জানলো কেমনে.. উনি কি তারে চিনে !! তাহলে নাম বলে দিক কিংবা পারলে একটা সুন্দর কবিতা।
দুঃখ কইরেন না...ঐসব নয়া আন্টিরুপি সাইয়া দিয়েই ব্লগ ভরে যাচ্ছে।
কবিতা লিখেন...
শুভেচ্ছা রইলো।
৪৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
রিকি বলেছেন: আমার নামে আলাদা বিভাগ হয়নি, রিকি দ্য টেইলর------------ বেঁচে গেছি !!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
সুমন কর বলেছেন: না না, তা হয়নি....সবার জন্য হয়েছে।
৪৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২
শায়মা বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
সুমন কর বলেছেন:
৪৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
শায়মা বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: দুপুর ১টায় রুটি.......খামু না
৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
শায়মা বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: কি আপু !! তোমার না মেজাজ খারাপ !! রান্না-বান্না করবে না !!! তাহলে এসব কে করলো !! আন্টি !!
আমার ম্যানু মনে আছে তো...
৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
শায়মা বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন:
৪৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
শায়মা বলেছেন:
সব ঈদের খানা পিনা সাত সকালের দিয়ে দিলাম!!!! নতুন করে আর ঈদ পোস্ট দেনার দরকার নেই ভাইয়ু!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
সুমন কর বলেছেন: তুমি জানো না, এসব কালো কোক-টোক খাওয়া ভালো না !! সামুতেই তো এ নিয়ে বিরাট বিরাট পোস্ট এসেছিল। প্রতি ১০ মিনিট পরপর কি কি জানি বিক্রিয়া হয় !!
আমার সাদা লাগবে।
৫০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
রিকি বলেছেন: আপুনি যে দেখছি কোকাকোলা কোম্পানি কিনে নিয়েছে---দুই একটা মিরিন্ডা, ফান্টা, মাউন্টেন ডিউ, পেপসিও দিতেন!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: আমার সাদা লাগবে, বলে দিয়েছি....
৫১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: রিকিমনি দুইটা কোকে একটা বাচ্চা ফ্রি পেয়েছিলাম তো! নাইলে কে কিনে এত কোক!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: ফ্রি জিনিস খাওয়া ভালো না...
৫২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
আবু শাকিল বলেছেন: সুন্দর সংকলন ।
ঈদের শুভেচ্ছা সুমন দা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: শাকিল ভাই, ঈদ কেমন কাঁটলো?
ধন্যবাদ।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৫৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
রিকি বলেছেন: শায়মা বলেছেন: রিকিমনি দুইটা কোকে একটা বাচ্চা ফ্রি পেয়েছিলাম তো! নাইলে কে কিনে এত কোক!!!!
ও বলদ-গরুর জোড়া নিয়ে আসলে বকনা বাছুর ফ্রি দিচ্ছে !!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: ও বলদ-গরুর জোড়া নিয়ে আসলে বকনা বাছুর ফ্রি দিচ্ছে !!!!
আমি এবার গরুর হাটে যাইনি তাই এ বিষয়ে কিছু বলতে পারলাম না।
আপু, একটু পরে এসেই আমাদের বলবে।
৫৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রমে করা চমৎকার পোস্ট। ভাল লাগল্ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৫৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: তুমি জানো না, এসব কালো কোক-টোক খাওয়া ভালো না !! সামুতেই তো এ নিয়ে বিরাট বিরাট পোস্ট এসেছিল। প্রতি ১০ মিনিট পরপর কি কি জানি বিক্রিয়া হয় !!
আমার সাদা লাগবে।
হায় হায় এই কারনেই তো ১০ মিনিট পর পর মাথা কেমন যেন আউলা ঝাউলা লাগে!!!!
রিকি বলেছেন: শায়মা বলেছেন: রিকিমনি দুইটা কোকে একটা বাচ্চা ফ্রি পেয়েছিলাম তো! নাইলে কে কিনে এত কোক!!!!
ও বলদ-গরুর জোড়া নিয়ে আসলে বকনা বাছুর ফ্রি দিচ্ছে !!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬ ০
লেখক বলেছেন: ও বলদ-গরুর জোড়া নিয়ে আসলে বকনা বাছুর ফ্রি দিচ্ছে !!!!
আমি এবার গরুর হাটে যাইনি তাই এ বিষয়ে কিছু বলতে পারলাম না।
আপু, একটু পরে এসেই আমাদের বলবে।
ঠিক ঠিক বাছুরটা এখন আমাদের বাসায়। ছবি তুলে একটা বাছুরফি দিয়ে দেবো কালকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: জাতি বাছুরফি দেখতে চায়....
৫৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
এস কাজী বলেছেন: শায়মা মামনি কোক খেয়ো না। তোমার জামাই বাবাজিও খায় না। আর একই খাবার সবাইকে দিচ্ছ
সুমন দা পোস্ট ভাল হচ্ছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: আরে কাজী ভাই, রান্না তো একই হবে........... খালি আমাদের দাওয়াত দেয় নাই....
ঈদ কেমন কাঁটলো??
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৫৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: জামাই বাবাজী রাগ করেনা। তোমাকে দেবার পর যে সব বেঁচে ছিলো সেসব এদেরকে দিয়েছি। নইলে এত খাবার নষ্ট হবেনা বুঝি!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: শায়মা বলেছেন: তোমাকে দেবার পর যে সব বেঁচে ছিলো সেসব এদেরকে দিয়েছি।
আমরা খুব রাগ করলাম..
আমরা ফ্রেশ চাই...ফ্রেশ চাই...
৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
আমি মিন্টু বলেছেন: চমৎকার সঙ্কলন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
৫৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
এস কাজী বলেছেন: হায় হায় এঁটো খাওয়াইছো? হাহাহাহা অকা অকা। নো প্রবলেম। সবাই খেয়ে দেয়ে ঈদ কাটাই।
সুমন দা ঈদ ভাল কেটেছে আলহামদুলিল্লাহ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা বলেছেন: তোমাকে দেবার পর যে সব বেঁচে ছিলো সেসব এদেরকে দিয়েছি।
আমরা খুব রাগ করলাম.. (
আমরা ফ্রেশ চাই...ফ্রেশ চাই...
ফ্রেশ নাতো কি!!!
আমার জামাই বাবা কি এঁটো করেছে নাকি!!!!!!!!!!
এস কাজী বলেছেন: হায় হায় এঁটো খাওয়াইছো? হাহাহাহা অকা অকা। নো প্রবলেম। সবাই খেয়ে দেয়ে ঈদ কাটাই।
সুমন দা ঈদ ভাল কেটেছে আলহামদুলিল্লাহ
জামাই হয়ে শত্রুতা ভালো না বাবা!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ঈদ কেমন কাঁটলো? ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো...
৬২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সংকলন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০
একলা চলো রে বলেছেন: তেরতম ভালো লাগা গ্রহণ করুন, আনলাকি নাম্বার যদিও। সুন্দর প্রচেষ্টার জন্য সাধুবাদ জানবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: আমি এসব বিশ্বাস করিনা.. হাহাহা...
কিছু করার চেষ্টা ছিল। তাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্ঠা। ভালো থাকুন।
৬৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: এখন কি খাবার দাবারের মুবাইল স্টল দিয়েছেন তিনি ।বাড়ী থেকে রাগ করে বের হয়ে গিয়ে বাসায় বাসায় খাবার বেলিভারী ।তবু আবার এটো খাবার !!!!!!!! গরুর আইটেম ও আছে ।বাহ । ব্যবসায় নামলে ওটার বিকল্প নেই ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
সুমন কর বলেছেন: বাড়ী থেকে রাগ করে বের হয়ে গিয়ে বাসায় বাসায় খাবার বেলিভারী। -- হাহাহাহা.....
৬৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩
শিপন মোল্লা বলেছেন: বাহ এ তো দেখছি আপনি বিশাল আয়োজন করে ফেলেছেন ভাই। অনেক কষ্ট করে এক সাথে ঈদের সব অনুভূতি আপনি প্রকাশ করছেন । ধন্যবাদ অবশ্যই আপনি পাবার হোক রাখেন, ভাল লাগলো আপনার এই পোস্ট । ধন্যবাদ ভাই আমার পোস্টটি সংযোগ করে দেবার জন্যে। ঈদ মোবারক
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে, ছড়াকার !!! চমৎকার একটি ছড়া চাই..... আপনাদের জন্যই তো ছড়া বিষয় সংযুক্ত করা হয়েছে।
তাড়াতাড়ি লিখে ফেলুন.......নাম মিস করা যাবে না।
ধন্যবাদ। অগ্রীম ঈদ মোবারক।
ভেবেছি অনেক,গোবর মাথায়
আসছে নাতো কিছু;
ছন্দ আসবে কোত্থেকে ভাই
থাকলে গরুর পিছু।
ঈদ মোবারক সুমন ভায়া
কাটলো কেমন ঈদ
ভুলে সকল হানাহানি
আর মনের পোষা জিদ।
কি দিয়েছো এবার ভায়া
পশু ঈদের কোরবানী;
গরু,ছাগল,উট বা দুম্বা?
হাস-মুরগী নয়,তা জানি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
সুমন কর বলেছেন: ছড়া সুন্দর হয়েছে। +।
ঈদ মোটামুটি কাঁটলো।
৬৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাপ্পু,,,,,,,,
হুহহহ....
রাঁধবে কতো কিপ্টে আপু
হরেক রকম রেসিপি
দিলুম নযর,বুঝবে এবার
কত খানায় কত ডাইপার আর ন্যাপি.........
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: কত খানায় কত ডাইপার আর ন্যাপি.........
হোহোহো..........
৬৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওমা এমন একটি মেগাপোস্ট রেখে আমি কোথায় ছিলাম
দারুণ কাজ হয়েছে
আপনি ঈদের আনন্দ পূর্ণ করে দিলেন।
বহুদিন পর... সুমন করের একটি সংকলন পেলো ব্লগার জাতি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: আপনার ঈদের আনন্দ পূর্ণ করে দেবার জন্য নিজেই মহা আনন্দিত হলাম।
মইনুল ভাই, সামু এখন আর মনে হয় সংকলন পছন্দ করে না। এ পোস্ট নির্বাচিত পাতায় নেই কিভাবে দেখবেন? হাহাহাহা...
আর হয়তো কখনো সংকলন করা হবে না !!!
দেখবো আর কোনদিন সংকলন পোস্ট নির্বাচিত পাতায় যায় কিনা ?? হাহাহাহাহোহোহোহোহ.......
ভালো থাকুন, সব সময়।
৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার 'হাহাহা হোহো' দেখে মজার পেলাম
আপনি বরং পাঠক/ব্লগারদেরকে উদ্দেশ্য করে পোস্ট দিতে থাকুন।
তাতে হতাশ হবার সম্ভাবনা কম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
সুমন কর বলেছেন: আমি মোটেও হতাশ না !!! কারণ আমি সামুর সাধারণ পাঠক এবং সবার জন্য ব্লগিং করি। তার প্রমাণ আমার সহ-ব্লগারই জানে।
৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুশি হলাম... আমি ঠিক সেটিই বলতে চেয়েছি
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
রোদেলা বলেছেন: উফ,এতো লেখা ।সাথে আবার মজাদার খাবার ।কই যাই,আমি কই যাই
কঠিনতম কাজটা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্যে স্বাগতম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: আয়োজনটা ভাল ছিল ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
কলমের কালি শেষ বলেছেন: ভিন্নধর্মী সংকলন আয়োজন । মিস করে ফেললাম ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
সুমন কর বলেছেন: আরে ধুর মিয়া !! হাম্বা খুঁজতে-কিনতে-খাইতে কই ছিলেন !! আপনেরে খুঁজতেছিলাম !! একটা সুন্দর কবিতা পেতাম..
ব্লগে ছিলেন না, তাই পেলাম না।
আশা করি, ঈদ ভালো কেঁটেছে।
ধন্যবাদ।
৭৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: ঈদ সংকলন অনেক পরিশ্রমের কাজ। আমার ছড়া সংকলনের অন্তর্ভুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
সুমন কর বলেছেন: আপনাদের অংশগ্রহণে তা পূর্ণতা পেয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
৭৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৫
ব্লগার মাসুদ বলেছেন: অসাধারন একটি ঈদ আনন্দ পূর্ণ সঙ্কলন । ভালো লাগা রইল ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম।
ধন্যবাদ।
৭৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
সাদা মনের মানুষ বলেছেন: পরিশ্রমী পোষ্ট, ঈদ মোবারক
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
ক্থার্ক্থা বলেছেন: সুন্দর সঙ্কলন । ভালোলাগা রইল ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনাকে ব্লগে দেখলাম। আশা করি, ঈদ ভালো কেঁটেছে।
ধন্যবাদ।
৭৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৮
কিরমানী লিটন বলেছেন: ওয়াও!!! সংকলনে সব গুণীদের উদ্ভাসিত আলোর ভিড়ে-নিজের মলিন ছায়া দেখতে-ভীষণ পরিতৃপ্তি আর পুলক অনুভব করছি।যাদের মেধা-মননে সুন্দরের আবগাহন,বিনম্র স্যালুট তাদের জন্য-বিশেষ করে সুমন দা'র কথা না বললেই নয় ... আমরা যারা-পড়ে যেতে যেতে দাঁড়ানোর চেষ্টায়,তখন যার বিশ্বস্ত হাত-হেঁটে দৌড়ে,লক্ষ্যে পৌঁছার স্বপ্ন দেখায়-সে তুমি,সুমন দা-বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদা,প্রিয় সাথী ...!!!আসছে আগামী তোমারই চরণে,আশ্রয় খুঁজুক-অনন্ত ভালোবাসা সামু পরিবারের সবাইকে ...ওয়াও!!! সংকলনে সব গুণীদের উদ্ভাসিত আলোর ভিড়ে-নিজের মলিন ছায়া দেখতে-ভীষণ পরিতৃপ্তি আর পুলক অনুভব করছি।যাদের মেধা-মননে সুন্দরের আবগাহন,বিনম্র স্যালুট তাদের জন্য-বিশেষ করে সুমন দা'র কথা না বললেই নয় ... আমরা যারা-পড়ে যেতে যেতে দাঁড়ানোর চেষ্টায়,তখন যার বিশ্বস্ত হাত-হেঁটে দৌড়ে,লক্ষ্যে পৌঁছার স্বপ্ন দেখায়-সে তুমি,সুমন দা-বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদা,প্রিয় সাথী ...!!!আসছে আগামী তোমারই চরণে,আশ্রয় খুঁজুক-অনন্ত ভালোবাসা সামু পরিবারের সবাইকে ...
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: হাহাহা........সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা। চেষ্টা থাকবে সব সময় আপনাদের পাশে থাকার।
ধন্যবাদ।
৭৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
আমি ময়ূরাক্ষী বলেছেন: ঈদ সংকলনটি স্টিকি হতে পারতো। অশেষ ধন্যবাদ সুমন কর প্ররিশ্রমলদ্ধ পোস্টটির জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।
ভালো কাঁটুক আপনাদের নতুন জীবন। মা'মনিকে সাথে নিয়ে।
ধন্যবাদ।
৮০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার যতদূর মনে পড়ে এই পোস্টটা নির্বাচিত পাতায় ছিল।
আপনি ঈদের আগের রাতে দিয়েছিলেন। খুব সংগত কারনেই তখন একটু তাড়াহুড়া ছিল। আমি বিষয়টি অনুসন্ধান করে দেখছি। তবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সাথে আমার যোগাযোগ আছে, আপনি চাইলে আমাকে জানাতে পারতেন, আমি হয়ত দ্রুত ব্যবস্থা নিতে পারতাম।
যাইহোক, সুমন দা, অন্য একটি পোস্টে আপনার মন্তব্য আমার দৃষ্টি আকর্ষন করেছে। সেই প্রেক্ষিতে হয়ত আপনাকে কিছু কথা হয়ত বলতে পারতাম। বলার আগে হয়ত বলতাম, প্লীজ কিছু মনে করবেন না। তবে আমি জানি, আপনি মনে করবেন। তাই অহেতুক কথা এড়াতে আর তা বলছি না।
আপনার পোস্ট নির্বাচিত পাতায় যায় নি দেখে দুঃখ প্রকাশ করছি।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
সুমন কর বলেছেন: আমি প্রতিদিন দেখেছি। আজই গেল একটু আগে।
৮১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: ইশ্, কবে যে সংকলনে লেখা দেওয়ার মত হব।।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: আপনি তো ভালো কবিতা লিখেন। লিখতে থাকুন, কোন কোন সংকলনে স্থান পেয়ে যাবে।
ধন্যবাদ।
৮২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
দীপংকর চন্দ বলেছেন: শেষ দিকে এলেও ভাবার কারণ নেই আপনার পরিশ্রমী কাজটি চোখে পড়েনি আমার!
চোখে পড়েছে শুরু থেকেই।
অনেক দুঃখপ্রকাশ অনেক দেরিতে শুভকামনা জানানোর জন্য।
শত হলেও মন্ত্রী যে!!!
দেরি করাটা মন্ত্রনালয়ের রেওয়াজ!!
হা হা হা হা
ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১২
সুমন কর বলেছেন: সকালে একটি মজার মন্তব্য পড়ে ভালো লাগল।
আপনি থাকলে আপনার কাছ থেকে চমৎকার একটি লেখা পেতাম।
শুভ সকাল।
৮৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: আরে আমি এই লেখাটা পড়ে গেছি আর মন্তব্য করি নাই !!!!
নিজেকে এত আহম্মক আর কখনও মনে হয়নি !!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: আরে, কি যে বলেন আপু !! আপনাদের অংশগ্রহণই তো এই পোস্টটিকে সার্থক করে তুলেছে।
ফিরে এসে মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৮৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার দেয়া কোন একটা লিংকে ঢুকে, চলে গেছিলাম অন্য পথে !!!
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: হুম !! মনে আছে।
ধন্যবাদ।
৮৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫
অগ্নি সারথি বলেছেন: দুঃখিত লেখক। সুন্দর পোস্টটি আমি মিস করেছিলাম। অপু তানভীরের কারনে দেখা হল। অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: ব্যাপার না ! সামুতে অনেক পোস্ট আসে, তাছাড়া মাঝে মাঝে আমাদের কাজের চাপও বেড়ে যায়। এই যেমন, ২দিন ধরে আমি একটু একটি ব্যস্ত। তাই কম দেখছেন।
ভালো লাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
৮৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কালেকশন। সময় করে পড়বো সবগুলো।
"প্রিয়জনদের দেশের মাটিতে রেখে, প্রবাসে ঈদ উদযাপন করাটা বেশ কষ্টকর। এ যেন সব কিছু থেকে ও, কিছু না থাকার মতো।"
কথাগুলো ভেতরে গিয়ে নাড়া দিয়ে গেল। আমি নিজে জানি এর অনুভূতিটুকু কতটা তীব্রতর। ভাল থাকা হোক সুমন ভাইয়া।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮
সুমন কর বলেছেন: ......এ অনুভূতিটা আমিও সব সময় অনুভব করি।
ভালো থাকুন, সব সময়।
শুভ রাত্রি।
৮৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক পরে হাজিরা দিলাম । চমৎকার সংকলন ।
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ সকাল।
৮৮| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা কাজ করে গেলেন, বেশ পরিশ্রমসাধ্য এ কাজটা, তা বেশ বুঝি। এজন্য আপনাকে অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। সংকলনের চমৎকার সব লেখাগুলো একে একে পড়ে যাবার আশা রাখি, সময় করে। এজন্য লেখাটি "প্রিয়"তে রাখলাম।
আপনার এক্কেবারে প্রথম লেখাটাতে, "কিছু কথা - ১" এ আমারও কিছু কথা রেখে আসলাম, আশাকরি সময় করে পড়ে দেখবেন।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
সুমন কর বলেছেন: প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ। আশা করি, সময় করে পড়তে পারবেন।
আর সে পোস্টের উত্তরই আগে দিয়ে আসলাম। আবারো ধন্যবাদ।
ভালো থাকুন।
৮৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম ।
সুন্দর পোস্ট
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
সুমন কর বলেছেন: প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ।
শুভ রাত্রি।
৯০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: সংকলনটিতে অনেক যত্নের ছোঁয়া, হৃদয়ের ছোঁয়া। যথেষ্ট পরিশ্রম আর মনযোগ রয়েছে এর পেছনে। সময় করে লেখাগুলো পড়ার আশা নিয়ে পোস্টটি "প্রিয়" তে রাখলাম।
একটা ভাল কাজের জন্য অভিনন্দন!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: অভিনন্দন জানানো এবং প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ। আগে সামু ভালো লেখায় ভরপুর ছিল। এখন অনেক কমে গেছে। এটা সামুর জন্য চিন্তার বিষয়। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: আমরা যৌথ ব্লগিং করার প্রত্যয়ে নতুন আইডি খোলার পর আজ প্রথম পাতায় সুযোগ পেলাম! আজকেই প্রথম পোস্টটি দিলাম!! কেমন লিখলাম পাঠকেরা বিবেচনা করবেন।
সংকলন পোস্ট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তা জানিয়ে দিলে ভালো হতো।
নতুন হিসাবে কোন পরামর্শ দিতে পারলাম নাহ্।
সুন্দর উদ্যোগ ধন্যবাদ।