| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
 
ঈদের আগে বৃষ্টির কারণে অফিস বন্ধ থাকা সত্ত্বেও বাইরে বের হতে পারিনি। বৃষ্টি না থাকলেও যানজটের ভয়ে বের হতাম না। চার-পাঁচ ঘণ্টা, এক জায়গায় বসে থাকার কোন মানে হয় না। তাই ঈদের পর ২৭ সেপ্টেম্বর ঘুরে আসার জন্য বের হয়ে পড়ি। কিন্তু প্রথমে যে গন্তব্যে যাবার কথা ছিল, সেটি বন্ধ থাকায় হুট করেই সিদ্ধান্ত নেই আহসান মঞ্জিলে চলে যাবার। তাই একটা সিএনজি নিয়ে দুপুর প্রায় সাড়ে তিনটার দিকে সেখানে পৌঁছে যাই। রাস্তা ফাঁকা। আহ, সারা বছর যদি ঢাকা শহর এমন থাকতো ! মোট সদস্য চারজন। তাহলে চলুন ঘুরে আসা যাক আহসান মঞ্জিলে .....
০১। আহসান মঞ্জিল  
 
 
 
০২। ও পাশে বুড়িগঙ্গা 
 
 
০৩। অফিস কক্ষের ছাদ
  
  
০৪। সিঁড়ি
  
  
লোকজনের যন্ত্রণায় খালি আহসান মঞ্জিলের ছবি তুলতে পারিনি।  
  লোকজনের মধ্যেই কিছু ছবি তোলা হয়। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাই যাদুঘরের ভিতরে। বিধি রাম ! এখানে দেখছি লোকজনে ঠাসা।  
  পা ফেলে অপেক্ষায় করার সুযোগ নাই। আপনি না চাইলেও, আপনাকে লোকজনই সামনের দিকে নিয়ে যাবে। ঈদের ছুটি থাকার কারণেই এই ভিড়। অনেকগুলো কক্ষ। তাই হাঁটতেই হবে। 
লোকজনের যন্ত্রণায় কোন ছবিও তুলতে পারছি না। তার উপর কিছুক্ষণ পর একজন লোক এসে বলে, ছবি তোলা যাবে না।  
  দাঁড়িয়ে ভালো করে দেখতে পারছি না, আবার ছবিও তুলতে পারব না ! তাহলে আর পোস্ট তৈরি করি কিভাবে !! যা হোক, তবুও কয়েকটা ছবি তুলেছি। তাই শেয়ার করলাম। আর হ্যাঁ, প্রতিটি কক্ষেই তাদের লোকজন উপস্থিত। যাতে কেউ ছবি তুলতে না পারে। 
০৫। লৌহ সৈনিক 
  
  
০৬। যুদ্ধের পোশাক 
  
  
০৭। নবাবদের আহারের কক্ষ
  
 
০৮। রৌপ্য এবং তারজালির তৈরি আহসান মঞ্জিলের মডেল 
  
  
০৯। হাতির দাঁত  
  
১০। বিলিয়ার্ড গেমের কক্ষ 
  
 
১১। তৈল চিত্র 
  
  
১২। বিছানা
 
  
১৩। লোহার সিন্দুক (এ কক্ষে আরো অনেকগুলো সিন্দুক আছে) 
  
 
১৪। সাদা সিমেন্টের তৈরি ভাস্কর্য 
   
 
১৫। নবাবদের বংশ তালিকা
  
 
১৬। শেষ বিকেলের আহসান মঞ্জিল ০১  
  
 
১৭। শেষ বিকেলের আহসান মঞ্জিল ০২ 
  
  
 
সন্ধ্যার আগেই বাঁশি বাজিয়ে একজন এসে জানিয়ে দিল, সময় শেষ। চলে যেতে হবে। এরপর আমাদের অন্য আরেকটি জায়গায় যাবার কথা, তাই আর নৌকা করে বুড়িগঙ্গায় ঘোরা হলো না। আগামীতে কোন একদিন এসে ঘুরে যাওয়া যাবে।  
সকল ছবি নিজে সংগৃহীত।
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আশা করি, ঈদ ভালো কেঁটেছে।
২| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪৭
দর্পণ বলেছেন: দারুন পোস্ট সুমন ভাই। মঞ্জিলে ভিতরে ছবি তুলতে দেয় আজকাল?
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫০
সুমন কর বলেছেন: না, ভিতরে ছবি তুলতে দেয় না !!!  
 বর্ণনায় লেখা আছে। আমি একটু একটু ফাঁকি দিয়ে, আপনাদের জন্য নিয়ে এলাম।  
 
ধন্যবাদ।
৩| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৫
দর্পণ বলেছেন: ভেরি গুড। অনেকদিন পর আহসান মঞ্জিলের ছবিগুলি দেখে নস্টালজিক হলাম। ভালো লাগলো সুমনভাই।
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:২২
সুমন কর বলেছেন: হুম, আপনাদের ভালো লাগায়--আমার ভালো লাগা।
ধন্যবাদ। শুভ দুপুর।
৪| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৬
রিকি বলেছেন: আহা বড়ই সৌন্দর্য। এভাবেই ঘোরা হয়ে যায় আমাদেরও 
 
 ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:২৪
সুমন কর বলেছেন: ঠিক তাই !  ডিজিটাল ভ্রমণের জন্য ব্লগ বেস্ট।  
 
ধন্যবাদ।
৫| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ৭। নবাবদের আহারের কক্ষ
কক্ষটির পাশে এসে আমি হারিয়ে গিয়েছিলাম অজানা অতীতে। আপনার ছবি দেখে তা মনে পড়লো ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: অজানা অতীতটি কি, মইনুল ভাই?  
  
আমার পোস্ট আপনাকে সেই কথা মনে করিয়ে দিয়েছে, তাহলে তো খুব ভালো !!
ভালো থাকুন।
৬| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৩
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। এত বাধার মধ্যেও কিভাবে তুললেন ছবিগুলো! যারা বাধা দেয় তারা জানেনা কেন বাধা দিচ্ছে। কেউ তাদের বলেনি, তবু বাঙালি মাতবরির চান্স পেলে ছাড়েনা! ওটার যে প্রধান রক্ষক সেও কিছু জানেনা। ধন্যবাদ। এরকম পোস্ট আরো দিবেন।
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন। 
আরে বাবা !! ছবিগুলো তুলে শেয়ার দিলে দেশের লোক সহ, সারা বিশ্ব দেখতে পারবে। দেশী-বিদেশী পর্যটক আসবে। দেশের সমৃদ্ধি হবে। লোকজনের যন্ত্রণায় বেশী তুলতে পারিনি। 
চেষ্টা থাকবে। ধন্যবাদ।
৭| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:২২
কাবিল বলেছেন: এবার ঈদে কোথাও বেড়ানো হয়নি। আপনার ছবি ব্লগের মাধ্যমে একটু তৃপ্তি মেটালাম আর কি । 
অনেক ভাল লাগলো।
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: তাহলে তো, পোস্টটি আপনার কাজে লেগেছে.. 
 
ধন্যবাদ। ভালো থাকুন।
৮| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩৭
রেজাউল করীম বলেছেন: ছবি গুলো দেখে তৃপ্তি পেলাম। ধন্যবাদ এরকম ছবি ব্লগের জন্য।
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: আপনি তৃপ্তি পেয়েছেন বলে, আমি খুশি হলাম। 
ধন্যবাদ। ভালো থাকুন।
৯| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ২:০২
আবুল হাসান নূরী বলেছেন: লক্ষ্য করেছেন কি, আহসান মঞ্জিলের মূল ভবনে কোনো টয়লেটের ব্যবস্থা রাখা হয়নি।   ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ২:১৩
সুমন কর বলেছেন: হুম ! অফিস কক্ষের সাথে আছে। তখনকার আমলে হয়তো ছিল। পরে যাদুঘর করার কারণে হয়তো সরিয়ে ফেলেছে বা বিকল্প কিছু একটা করেছে। 
ধন্যবাদ। ভালো থাকুন।
১০| 
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
তেমন রহস্যময় কিছু নয় ![]()
সেদিন আমি ভাবতেছিলাম, সেখানে কারা খেতে বসতেন... কে কোথায় বসতেন... তারা কী খেতেন... তখন কী ছিলো তাদের আলোচ্য বিষয়...।  বেশকিছু ছবিও ছিলো... স্মৃতিজাগানিয়া! ইতিহাস।  পুরাকীর্তি... ঐতিহাসিক নিদর্শনে আমার অবসেশন আছে।
শুভেচ্ছা জানবেন, প্রিয় সুমন কর!
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৬
সুমন কর বলেছেন: আবার এসে মন্তব্য করে যাওয়ায় খুশি হলাম।
ভালো থাকুন।
১১| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:২৭
কমরেড নীল বলেছেন: অনেকদিন পর আহসান মঞ্জিলের ছবিগুলি দেখে নস্টালজিক হলাম। প্রায় ২৫ বছর
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৮
সুমন কর বলেছেন: প্রায় ২৫ বছর ! দীর্ঘ সময়। 
যাক, আমার পোস্টের মাধ্যমে হয়তো আপনার কিছুটা স্মৃতি মনে পড়ে গেল। 
ভালো থাকুন।
১২| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:২৯
রোদেলা বলেছেন: কোন এক বাচ্চা বেলায় আহসান মঞ্জিল গিয়েছিলাম।আপনার তোলা ছবি আমাকে পেছনে নিয়ে গেল,আহা আবার যদি কল্পনায় রানী হতে পারতাম।
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৩
সুমন কর বলেছেন: হয়ে যান, কল্পনায় রানী !!! কল্পনায় কারো হাত নেই, বাঁধা নেই। 
ভালো থাকুন।
১৩| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৩২
প্রামানিক বলেছেন: নবাবদের আহারের কক্ষ দেখে তাদের আহার সম্পর্কে বড় জানতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে। চমৎকার ছবি এবং বর্ননা।
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৭
সুমন কর বলেছেন: তাঁদের আহার সম্পর্কে আমার জানা নেই, প্রামনিক ভাই !!  
  হবে বিশেষ বিশেষ নবাবী নবাবী খাবার...
ধন্যবাদ।
১৪| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৫
জেন রসি বলেছেন: আমি একবার গিয়েছিলাম।তবে বন্ধ ছিল। আমি আবার আয়োজন করে কোথাও গেলে কোন এক বিশেষ কারনে সেদিন সেখানে প্রবেশই করা যায়না!!! 
চমৎকার পোষ্ট। ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৯
সুমন কর বলেছেন: আপনি যেদিন যাবেন তার আগের দিন, আমাকে বলেন !! আমি যামু না.... 
 হাহাহা.........
ধন্যবাদ। ভালো থাকুন। 
১৫| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৭
দরবেশমুসাফির বলেছেন: নবাবদের সব কক্ষ, প্রাসাদের গম্বুজ, হলের ছাদের ডিজাই্ন, সবই অষ্টকোন বিশিষ্ট। আট সংখ্যাটার প্রতি নবাবদের অবসেসন ছিল মনে হয়।
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০১
সুমন কর বলেছেন: আট সংখ্যাটার প্রতি নবাবদের অবসেসন ছিল। চমৎকার তথ্যটি দেবার জন্য এবং পোস্টটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন।
১৬| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: জেন রসি বলেছেন: আমি একবার গিয়েছিলাম।তবে বন্ধ ছিল। 
আমারও ওই একই অবস্থা। আবার একদিন যেতে হবে , তবে ঈদ বা পূজার ছুটিতে নয়।
এসব সময়ে মানুষের ভিড়ে কিছু দেখা দূরে থাক, অস্থির হয়ে বেরিয়ে আসতে হয়।
অনেক ভাল লাগল দাদা আপনার ক্যামেরায় আহসান মঞ্জিল ।
অনেক অনেক শুভেচ্ছা দাদা!
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৪৫
সুমন কর বলেছেন: আমি ভেবেছিলাম, ঈদে সবাই বাড়ি গেছে। রাস্তা ফাঁকা, একটু ঘুরে আসি। রাস্তা ফাঁকা ছিল, তবে আহসান মঞ্জিল নয়। 
সময় করে ঘুরে আসুন। 
ধন্যবাদ। ভালো থাকুন।
১৭| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৫৬
আবুল হাসান নূরী বলেছেন: 
# গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
# শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
#  বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে।
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৫:০৫
সুমন কর বলেছেন: তথ্যগুলো দেওয়াতে সবার সুবিধা হলো। 
আমি যেদিন গিয়েছিলাম, সেদিন ছিল রবিবার। তাই ৫.৩০মিনিটে বন্ধ হবার বাঁশি দেয়। 
ধন্যবাদ।
১৮| 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৫৬
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ুন্দর লেখা আর পোস্ট ।
 
০১ লা অক্টোবর, ২০১৫  বিকাল ৫:০৭
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। 
সময় করে দেখা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৯| 
০১ লা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ক্যাপচার ভঙ্গি বেশ ভাল । ছবিগুলো চমৎকার ।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২০| 
০১ লা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
অগ্নি সারথি বলেছেন: দিলেন তো ভাই পুরান দিনের কথা মনে করিয়ে। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে একবার গিয়েছিলাম সেখানে। তারপর সে আমাকে ছাড়ল আর আহসান মঞ্জিল বলে যে দুনিয়াতে কিছু একটা আছে, ছিল আমি তাও ভূলে গিয়েছিলাম।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:০৭
সুমন কর বলেছেন: যান, বিরহের গান শুনেন গিয়ে.... 
  আমাকে ধন্যবাদ দেন, পুরনো স্মৃতি মনে করিয়ে দেবার জন্য।  
 
ভালো থাকুন।
২১| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ৮:৪৫
কবীর বলেছেন: ছবিগুলো চমৎকার। 
  ![]()
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:০৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২২| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। অনেক।
একেবারে অল্পও তো নয় ছবি!!!
সুন্দর আয়োজন!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৩| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ৯:০৬
জুন বলেছেন: অনেক আগে গিয়েছিলাম সুমন কর। খুব ভভালোলাগলো ছবি দেখে। আমি যতদুর জানি মিউজিয়ামে ছবি তুলতে না দেয়ার কারন ফ্লাশের আলোয় সেখানে রাখা আর্টিফেক্সের রঙ নষ্ট হয়ে যায় বলে । দুনিয়ার বেশিরভাগ যাদুঘরেই এটা প্রযোজ্য। মিশরে আবু সিম্বলের মন্দিরের ভেতর এক মার্কিনি মোবাইল দিয়ে ছবি তুলতে গেলে তার মোবাইল কেড়ে নেয়। বহুত কাকুতি মিনতির পর ফেরত পায়। তবে পিতল তামা কাসা বা মাটির জিনিসের কিছু হয় কি না জানি না।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:১২
সুমন কর বলেছেন: তথ্যসমৃদ্ধ মন্তব্য পেয়ে ভালো লাগল। কিন্তু সেখানে বেশীরভাগই ছিল পিতল, কাঠ, লোহা, কাঁচ, কাপড়ের তৈরি। তবে বেশ কিছু তৈলচিত্র ছিল, সেগুলোর জন্য কিনা বলতে পারবো না ! 
ধন্যবাদ।
২৪| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: যাওয়া হয় নাই।ছবিগুলো ভালো লাগলো।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:১৩
সুমন কর বলেছেন: ঘুরে আসুন সময় করে, দেখা হয়ে যাবে। 
ভালো থাকুন।
২৫| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ ঘোরাঘুরি ওইথ ছবি ! খুব ভাল লেগেছে ক্যামেরায় আঁটকানো ভেতরের দৃশ্য ।
 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১১:১৫
সুমন কর বলেছেন: হাহাহা.....সব আপনাদের জন্য।  
 
ভালো থাকুন।
২৬| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:০৫
কিরমানী লিটন বলেছেন: চমৎকার সব ছবি-দক্ষতার ছাপ রয়েছে প্রতিটিতে।ইতিহাসের নৈবদ্য অবগাহনের সুযোগ করে দেয়ার জন্য-অজস্র অভিবাদন প্রিয় সুমন কর দাদাভাইয়ের জন্য...
সাথেই আছি,সুন্দরের ... !!!
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৭| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ১০ লাইক। বাংলার ইতিহাস জাগ্রত থাকুক চিরকাল।
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
কিন্তু ক্লিক করেন নাই, ১০ম লাইক বুঝে পাই নাই !!!  (ফান)
২৮| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:১৫
সচেতনহ্যাপী বলেছেন: অনেক পিচ্চিবেলায় দেখা আহসান মঞ্জিলকে দেখলাম নূতন করে।। যদিও জন্ম এবং বেড়ে উঠাসহ সবকিছুই ঢাকাতেই তবু কেন যেন আর যাওয়া হয় নি।। হয়তো মক্কার লোক হজ্জ পায়না প্রবাদটিকে সফল করতেই।।
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:১৭
সুমন কর বলেছেন: মক্কার লোক হজ্জ পায়না  হাহাহা......ঠিক বলেছেন। 
সময় করে একবার ঘুরে আসুন।  
 
ধন্যবাদ। ভালো থাকুন।
২৯| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৩৯
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার ভ্রমন পোস্ট। আর ছবি গুলোও ভাল।
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি।
৩০| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৩৯
কষ্টের পৃথিবী বলেছেন: ভাল লাগলো। ![]()
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি।
৩১| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৪৭
নতুন বলেছেন: আমাদের জন্য কস্টকরে ছবি তুললেন বেশ ভাল লাগলো... যাওয়া হয়নি... কিন্তু অনেক কিছুই দেখা হয়ে গেলো। ধন্যবাদ।
 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১২:৫৩
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য কি অনেক দিন পর পেলাম !! ?? ভালো লাগল। 
ধন্যবাদ। শুভ রাত্রি। 
৩২| 
০২ রা অক্টোবর, ২০১৫  রাত ১:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর ছবি আর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছেন , অনেক ভালো লাগলো । ওখানে যাওয়া হয়নি আমার । আপনার বর্ণনা আর ছবি গুলো দেখে যেতে ইচ্ছা হচ্ছে । আমার পুরাতন আর্কিটেকচার এবং রাজা বাদশাদের লাইফ স্টাইল সম্পর্কে যানতে খুব ভালো লাগে ।
 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:১৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৩| 
০২ রা অক্টোবর, ২০১৫  সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঈদে বেশ বেড়ালে
মঞ্জিলে আহসান;
শেয়ারটি করেছো
শাহী পোষ্ট একখান।
ঝকঝকে ছবি সব
বেশ মজা পাচ্ছি;
মনে হলো প্রাসাদেতে
নিজেই বেড়াচ্ছি।
ছবি দেখি ৭নং,কক্ষটা
আহারের, আ হা রে;
খেতে কতো আয়োজন
খানদানী বাহারে।
১০নং বিলিয়ার্ড,কক্ষটা 
দেখে হই শক্
সে আমলে নবাবদের
ছিলো কতো ঢক।
১২নং এ বিছানা
দেখ দেখি কান্ড;
এ জীবনে দেখি নাই
খাট এতো প্রকান্ড।
১৩নং এ ওরে বাবা
ভারী রামসিন্দুক;
ভেতরে কি রাখা আছে
সোনা-দানা,বন্দুক?
প্রাসাদেরও ছবি আছে
তালিকাও বংশের;
দেখে বড় শ্বাস ছাড়ি
আমি ছাগু শমসের।
স্বপ্ন দেখেছি কত
আমিও শাহী নবাব;
সুমন করকে সাথে নিয়ে
খাচ্ছি তেংড়ি কাবাব।
স্বপ্নেই নবাব আমি
বাস্তবে কড়ি ফুটি;
বংশালে গিয়ে খাই
দু'টাকার ক্ষীরি-বটি 
  
  
 
যত আমি জ্বলে মরি
কি বা তাতে এসে গেলো;
ক্ষনিক ভেবে নবাব হলুম
পোষ্টটা ব্যপক মজা দিলো........ 
  
  
  
  ![]()
 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:২১
সুমন কর বলেছেন: প্লাস প্লাস প্লাস..... 
   এতো সুন্দর একটি ছড়া উপহার দেবার জন্য।  এগুলোই হলো ব্লগের প্রাণ !!!
ভালো থাকুন। ধন্যবাদ।
৩৪| 
০২ রা অক্টোবর, ২০১৫  সকাল ৮:৩৮
মানবী বলেছেন: সুন্দর ফটোগ্রাফী, বিশেষ করে কোলাজটা খুব ভালো হয়েছে।
ধন্যবাদ সুমন কর।
 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
স্টিকি মোবারক..... ![]()
৩৫| 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:০৪
আব্দুল্যাহ বলেছেন: আপনাকে কী নতুন করে কিছু বলতে হবে দাদা!
তারপরও ভালো হয়েছে।
 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:২৬
সুমন কর বলেছেন: আরে আপনি, কেমন আছেন? অনেক দিন পর দেখলাম। খুব ব্যস্ত বুঝি !! 
ধন্যবাদ।
৩৬| 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:০৩
টয়ম্যান বলেছেন: আপনের সাথেই ঘুরলাম দাদা ,  সুন্দর ছবি ![]()
 
০২ রা অক্টোবর, ২০১৫  দুপুর ২:২৭
সুমন কর বলেছেন: আমার সাথে ঘুরে আসার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৭| 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪০
আবু শাকিল বলেছেন: অনেক আগে গিয়েছিলাম।ভিতরে কি আছে না আছে।
মনে নাই।
আপনার পোষ্টে এসে অনেক কিছুই মনে পড়ছে ।
ধন্যবাদ সুমন দা
 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৭
সুমন কর বলেছেন: মনে পড়েছে জেনে খুশি হলাম। 
ধন্যবাদ।
৩৮| 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উপস্থাপনা । আহসান মঞ্জিল সম্পর্কে জানা গেল । নতুন করে দেখাও হলো ।
 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০৫
সুমন কর বলেছেন: আমি আসলে বর্ণনা দেইনি। নেটে সার্চ দিলেই পাওয়া যাবে। আমার ভ্রমণ এবং ছবিগুলো শেয়ার দিলাম। 
ভালো থাকুন। ধন্যবাদ। 
৩৯| 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:২১
গেম চেঞ্জার বলেছেন: দারুন হয়েছে। ছবি ব্লগ! আপনার সাথে যাওয়ার সৌভাগ্য হলে খুব ভাল হতো। ছবি গুলো দেখে মোগলদের যুগের একটি ছবি মনের আয়নায় ভেসে ওঠল।
 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৩০
সুমন কর বলেছেন: হাহাহা..........পরে কোন একদিন অবশ্যই সাথে করে নিয়ে যাবো। 
ভালো থাকুন।
৪০| 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন ছবিব্লগ। ভাল্লাগছে। আমি মাঝে মাঝে এমনি এমনি ঢাকা জাদুঘরে যাইতাম ঢু মারতে। পুরান আমলের জিনিসপত্র দেখতে ভাল্লাগে অনেক। অদ্ভুত একটা অনুভুতি কাজ করে দেখবার সময়।
 
০২ রা অক্টোবর, ২০১৫  বিকাল ৪:৪১
সুমন কর বলেছেন: পুরান আমলের জিনিসপত্র দেখতে ভাল্লাগে অনেক। অদ্ভুত একটা অনুভুতি কাজ করে দেখবার সময়।  -- ঠিক বলেছেন। 
ভালো লেগেছে জেনে খুশি হলাম। 
ধন্যবাদ।
৪১| 
০৩ রা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন ভালো লাগলো। এ ধরণের পোস্ট আরও আশা করছি।
 
০৩ রা অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
দেখি, এমন আরো একটি পোস্ট কিছুদিন পরে দেওয়া দেয়া যায় কিনা... তাহলে তো সব ছবি ব্লগ হয়ে যাবে !!  
 
ভালো থাকুন।
৪২| 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৩
চাঁদগাজী বলেছেন: 
ওখানে কি লেখা ছিল, সরবশেষ কারা ওখানে বাস করেছিলেন?
 
০৩ রা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৩
সুমন কর বলেছেন: সেদিন প্রচুর লোক ছিল। যাদুঘরে দাঁড়াবার উপায় ছিল না। তাই পড়তে পারিনি। আপনার উত্তর দিতে না পারার জন্য দুঃখিত।
ধন্যবাদ।
৪৩| 
০৪ ঠা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি আর বর্ণনায় অসাধারণ পোস্ট !!!
 
০৪ ঠা অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৪| 
০৪ ঠা অক্টোবর, ২০১৫  রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন: 
ওকে, এক সময় জানলে হবে।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৫  রাত ১১:০৬
সুমন কর বলেছেন: জানতে পারলে আপনার পোস্টে গিয়ে জানিয়ে আসবো।  
 
ভালো থাকুন। 
৪৫| 
০৫ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার একটি পোষ্ট। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও কিছুই দেখা হয়নি সেটাই আবার মনে পড়লো।তবু ধন্যবাদ অন্তত একটা দেখার সুযোগ করে দেবার জন্য।
 
০৫ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৪
সুমন কর বলেছেন: আপনার মতো আমারও অবস্থা।  
 আমারও জন্ম এবং বেড়ে উঠা ঢাকায়, তবুও অনেক কিছু দেখেনি। 
ব্লগে এসে অনেক কিছুই দেখতে পারছি এবং হয়তো আরো পাবো। 
ধন্যবাদ। ভালো থাকুন।
৪৬| 
০৬ ই অক্টোবর, ২০১৫  রাত ১২:৫১
খেয়ালি দুপুর বলেছেন: বেশ সুন্দর লেগেছে ছবিগুলো, সিঁড়িটা সবথেকে। আহসান মঞ্জিলে যাওয়া হয়ে ওঠেনি কখনও। সময় করে একবার যাওয়ার উদ্যোগটা দেশে গেলে শুধু প্ল্যান করা অব্দিই ঝুলে থাকে। 
 শুভকামনা।
 
০৬ ই অক্টোবর, ২০১৫  রাত ১:০১
সুমন কর বলেছেন: এবার দেশে এলে, প্ল্যানগুলোকে আর ঝুলিয়ে রাখবেন না..... 
 
এরকম সিঁড়ি আরো কয়েকটি ছিল। 
ভালো থাকুন।
৪৭| 
০৬ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:১৯
গোর্কি বলেছেন: 
খুব সুন্দর পোস্ট। আমি বছর তিনেক আগে আহসান মঞ্জিলে গিয়েছিলাম। সাধারণ একটি ছুটির দিনে।লোকজন তেমন ছিল না। আপনাদের ভাগ্য ভিড়ের বদৌলতে সুপ্রসন্ন ছিল। ভেতরের বেশ কিছু ছবি তুলতে পেরেছেন। আমরা গোটা দুয়েক ছবি তোলার পরই ক্যামেরা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বের হবার পূর্বে অবশ্য ফেরত দিয়ে দেয়। ভেতরের রক্ষীরা পেছন পেছন ঘুরছিল আর কিছু বর্ণনা করার চেষ্টা করছিল বকশিশ পাবার আশায় হয়তবা। পোস্টে +++++++
 
০৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
সুমন কর বলেছেন: গোটা দুয়েক ছবি তোলার পরই ক্যামেরা বাজেয়াপ্ত করে নিয়ে যায়।  -- আহারে কি খারাপ কথা !! 
তাহলে তো লোকজন বেশী হওয়াতেই ভালো ছিল। আমিতো লোকজনের যন্ত্রণায় দাঁড়াতেই পারছিলাম না !  
 
অনেক দিন পরপর আপনার মন্তব্য পাই !! ভালো লাগে। আশা করি, ব্যস্ততা কাঁটিয়ে নিয়মিত হবেন।
ধন্যবাদ।
৪৮| 
০৬ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৪:২০
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে এবং সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হ'লাম। অনেক ধন্যবাদ চুপিসারে তোলা ছবিগুলো শেয়ার করার জন্য।
 
০৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আপনার মন্তব্য প্রথম পেলাম।
লেখা এবং ছবিগুলো ভালো লেগেছে বলে, খুশি হলাম। 
ধন্যবাদ।
৪৯| 
০৭ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:০২
রমিত বলেছেন: আহসান মঞ্জিল আমার কাছেও খুব ভালো লাগে।
চমৎকার পোস্ট দিয়েছেন আপনি।
 
০৭ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৩১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫০| 
০৯ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মনোমুগ্ধকর ছবি! চক্ষু জুড়িয়ে গেলো ।
 
০৯ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫১| 
০৯ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভালো লাগা থাকল ছবি ব্লগে ।
 
০৯ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫২| 
১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩২
কালের সময় বলেছেন: 
 দিয়েছি
 
১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫০
সুমন কর বলেছেন: 
  
 ধন্যবাদ।
৫৩| 
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ৯:১৩
হানিফ রাশেদীন বলেছেন: বেশ সুন্দর লাগলো।
 
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ১০:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৪| 
১৮ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
চাঁদগাজী বলেছেন: 
নিজেই যাব, অনেক মিস করছি
 
১৮ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৯
সুমন কর বলেছেন: হাহাহা........সময় করে ঘুরে আসুন।
৫৫| 
১৯ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২২
এহসান সাবির বলেছেন: আমিও আপনার সাথে ঘুরে আসলাম।
ঈদ ভালো কেটেছে দাদা।
 
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ভালো থেকো। 
ব্লগে কম দেখা যায় !!
৫৬| 
২০ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক আগে আমিও গিয়েছিলাম... এত্তদিন পর আপনার ছবি ব্লগের সাথে আবার ঘুরে এলাম!
 
২০ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৭| 
২১ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:৪২
প্রবাসী পাঠক বলেছেন: শারদীয় শুভেচ্ছা সুমন দা।
 
২১ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:৪৭
সুমন কর বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। 
শুভ সকাল।
৫৮| 
২১ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১৪
আনু মোল্লাহ বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে। যাওয়ার ইচ্ছা আছে।
 
২১ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:৪৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। সময় করে ঘুরে আসুন।
৫৯| 
২২ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৬
নেক্সাস বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ছবিগুলো সুন্দর
 
২২ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬০| 
২২ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৪০
বনমহুয়া বলেছেন: আমি এইখানে প্রতি সপ্তাহে যাই।
 
২২ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম... 
 
প্রতি সপ্তাহে যান !!!!! কেন কাছাকাছি বাড়ি নাকি অন্য কোন কারণ..............হাহাহাহা
মন্তব্য করে ভালো লাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ। 
৬১| 
২২ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৪৫
বনমহুয়া বলেছেন: বাড়িও কাছকাছি। অন্য কারণও আছে।
 
২২ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৫১
সুমন কর বলেছেন: হুম !! কাহিনী তাহলে এই............. 
 
ভালো থাকুন।
৬২| 
২২ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৬
বনমহুয়া বলেছেন: ভাই আপনার ব্লগে আবার আসতে হলো। একটু আগে আপনার একখানা কমেন্ট দেখলাম একজন কপিপেস্ট ব্লগারের পোস্টে। সেই ব্লগার সকাল থেকে আমার সাথে কি রকম আচরণ করছেন আপনি প্লিজ দেখে আসুন আমার ভ্রান্তিবিলাস (১) পোস্টে। আমি দুদিনের ব্লগার নিজেরে কি ভাবি এইসব যা তা বলেছেন উনি আমাকে। উনি একজন হিট সিকিং মেন্টালিটি তাই আমাকে এইভাবে বলেছেন। আমার কমেন্ট টি মুছে দিবেন। কিছু বলতে চাচ্ছিলাম না কিন্তু উনার ব্লগে আপনার কমেন্ট টি দেখে আপনাকে জানালাম।
 
২২ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
সুমন কর বলেছেন: মন্তব্যটি থাকলেও কোন সমস্যা নেই। কারণ সামুতে অনেক ব্লগার। যারা নিয়মিত শুধু তারাই বুঝবে।
আপনার ঐ পোস্ট গিয়ে দেখে আসলাম। উনি প্রথমে আপনাকে ফান করে বলেছিল। যেহেতু আপনি নতুন, তাই একটু পরে ফান করা উচিত ছিল। আর আপনিও সেটি সিরিয়াসলি নিয়েছেন। তারপর একটু রাফ-টাফ হয়ে গেছে।
ব্যাপার না !! ব্লগিং এ এসব হয়ে থাকে। ![]()
আর আমি, ভালো না হলে সরাসরিই বলি।
৬৩| 
২২ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪১
বনমহুয়া বলেছেন: ![]()
 
২২ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৩
সুমন কর বলেছেন: ![]()
৬৪| 
২৩ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৮
আহমেদ জী এস বলেছেন: সুমন কর   , 
আমার দেখা হয়নি ঘরের বাইরে দুইপা ফেলিয়া । আপনার চক্ষুতেই দেখে নিলুম । 
 
২৩ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:২১
সুমন কর বলেছেন: হোক না দেরী, তবুও আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। 
ঘুরে আসুন।  ![]()
৬৫| 
২৩ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৯
অভ্রনীল হৃদয় বলেছেন: ছবিগুলো চমৎকার। অনেক ভালো লাগলো।
 
২৩ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬৬| 
২৩ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৩
গেম চেঞ্জার বলেছেন: সুমন ভাই। পরবর্তী পোস্টের অপেক্ষায় আছি।
 
২৩ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
সুমন কর বলেছেন: হাহাহা..........সব সময়ই বলি, আমি সামুর সাধারণ পাঠক। কাজ ছাড়া বাকি সময়টুকু সামুতেই থাকি...........
আসছে, অল্প গল্পের পরবর্তী পর্ব...........
৬৭| 
২৬ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:০৫
পাঠক মানব বলেছেন: এই মাসে গিয়েছিলাম কিন্তু এত ভীড় ছিল যে বলার বাইরে । জগন্নাথে মনে হয় ভর্তি পরীক্ষা ছিল। মানুষের ভীড়ে ভিতরে দাড়াতে পারিনি। আপনার ছবি গুলো চমৎকার হয়েছে।
 
২৬ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৮
সুমন কর বলেছেন: আসলে ছুটির দিনগুলোতে ওসব জায়গায় যাওয়া ঠিক নয়। ভালো ভাবো ঘুরে দেখা যায় না। 
আমার ব্লগে এসে, দেখে যাওয়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬৮| 
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২২
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর চিত্র।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৯| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সেই আমলে বাংলাদেশে বিলিয়ার্ড ছিল ! ! ! 
আমিতো পারিনা 
 
 
 
পুরনো দিনের দালান বাড়ি এইসবের ছবি দেখি বিভিন্নজনের ব্লগে ।
ভালো লাগে । 
মাঝে মাঝে নিজে এইসব জায়গা ঘুরে বেড়াই
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:২৩
সুমন কর বলেছেন: আমি কিন্তু বিলিয়ার্ড পারি না .. 
  
আপনি দেখি, সব পোস্ট আজই পড়ে ফেলছেন... 
 
আপনাদের লেখা পড়তে এবং মন্তব্য করতেই ভালো লাগে......তাই সুযোগ পেলে ব্লগেই থাকি।
৭০| 
১৩ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:০০
ইমিনা বলেছেন: আহসান মঞ্জিলে নাকি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না? 
 ![]()
 
১৩ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:১৩
সুমন কর বলেছেন: আপনাকে দেখলাম মন্তব্য করতে, তাই আপনার ব্লগে ঘুরতে গিয়েছিলাম। নতুন পোস্ট দিলেন নাকি !!
তা ব্লগে দেখা যায় না যে !! ব্যস্ত আছেন কি নিয়ে?
যাদুঘরে ক্যামেরা নিয়ে প্রবেশ এবং মোবাইল দিয়েও ছবি তুলতে দেয় না। কিন্তু এর বাহিরে ছবি তুলতে কোন নিষেধ নেই। আমি লুকিয়ে তুলেছি।  
 
শুভেচ্ছা।
৭১| 
১৩ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:১০
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো ছবিগুলো দেখে।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:১৬
সুমন কর বলেছেন: দেখার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
৭২| 
২৬ শে জুন, ২০১৬  সকাল ১১:৩৫
ইকবাল হোসাইন৪২০ বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে। যাওয়ার ইচ্ছা আছে।অনেক সুন্দর হয়েছে
 
২৬ শে জুন, ২০১৬  দুপুর ১:০৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭৩| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
স্রাঞ্জি সে বলেছেন: 
এই ব্লগের ছবি গুলো দেখে ভাল লাগল। এখানে যাওয়া হয়নি।
কোন একদিন যাব। 
পোস্টে +++
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪৫
সাহসী সন্তান বলেছেন: দারুন ছবি ব্লগ! আপনার সাথে যাওয়ার সৌভাগ্য না হলেও ছবি গুলো দেখে তৃপ্তি পেলাম!
ধন্যবাদ ছবি ব্লগের জন্য! শুভকামনা জানবেন!