![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
সিভিল ৬৪(জি) ব্যাচের আমন্ত্রণে হঠাৎ করেই ০৭.০২.২০১৬ তারিখে ঘুরে এলাম, কুমিল্লা জেলা। ছাত্রদের সাথে চমৎকার একটি দিন কাঁটালাম। সাথে ছিল ঘোরা-ঘুরি, খাওয়া-দাওয়া, মজা করা, ফুটবল খেলা আর ছবি তোলা। প্রথমে গেলাম, কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি ওয়ার সিমেট্রিতে। চলুন, ছবিগুলো দেখে নেয়া যাক।
০১। বিনম্র শ্রদ্ধা-০১
০২। বিনম্র শ্রদ্ধা-০২
০৩। বিনম্র শ্রদ্ধা-০৩
০৪। বিনম্র শ্রদ্ধা-০৪
০৫। বিনম্র শ্রদ্ধা-০৫
০৬। বার্মায় যুদ্ধ ১৯৪১-১৯৪৫
তারপর চলে এলাম, শালবন বিহারে। পাশেই ছিল, ময়ামতি জাদুঘর। কিন্তু সেদিন বন্ধ থাকার কারণে যেতে পারলাম না। এবার দেখে নেয়া যাক, শালবন বিহারের ভিতরের ছবিগুলো। বলে রাখা ভালো, বিহারে প্রবেশ করতে জনপ্রতি খরচ হবে বিশ টাকা।
০৭। শালবন বিহার-০১
০৮। শালবন বিহার-০২
০৯। শালবন বিহার-০৩
১০। শালবন বিহার-০৪
১১। শালবন বিহার-০৫
শালবন বিহারের বিপরীত পাশেই আছে একটি বৌদ্ধ মন্দির। তবে মন্দিরের সংস্কারের কাজ চলছিল নাকি নতুন করে নির্মাণ করা হচ্ছে, সে বিষয়ে সঠিক তথ্য নিতে পারি নাই। তাই মন্দিরের ভিতরে প্রবেশ করে ছবি তুলতে পারা যায়নি। তবুও দূর থেকে যেক’টা তুলতে পেরেছি, তাই দিলাম।
১২। বিগ্রহ-০১
১৩। বিগ্রহ-০২
১৪। নির্মানাধীন মন্দিরের মডেল
এরপাশেই দ্বিতীয় তলাতে ছিল ছোট আরো একটি বৌদ্ধ মন্দির। এখানে নিয়মিত পূজা-অর্চনা হয়। তারই কিছু ছবি।
১৫। বিগ্রহ-০৩
১৬। ঘণ্টা
১৭। বিগ্রহ-০৪
খেলাধূলা আর একটু বিশ্রাম করে চলে আসি, ইটাখোলা মন্দির ও বিহার ঘুরতে। সেখানে একটি বৌদ্ধ বিগ্রহ আছে, যার উপরের অংশটুকু চুরি হয়ে গেছে। তাই এখন এটিকে লোহার বেড়ি দিয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এবার ইটাখোলা বিহারের ছবি।
১৮। ইটাখোলা বিহার
এরপর সেখান থেকে চলে আসি বার্ড, মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে। আমরা কোন পরিকল্পনা ছাড়া সেখানে গিয়েছিলাম। তাই ভিতরে প্রবেশ করতে অনুমতি লাগে, সে বিষয়টি ভুলেই গিয়েছিলাম। সেখানে যার সাথে কথা বললে অনুমতি পাওয়া যায়, তিনি তখন অনুপস্থিত। তাই সবাইকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমি একটু ঘুরেই চলে আসি। কারণ সবাইকে ছাড়া ঘুরতে খারাপ লাগছিল। দু'টো ছবি তোলা হয়েছিল।
১৯। ফুলের বাগান-০১
২০। ফুলের বাগান-০২
এসব ঘুরতে ঘুরতে প্রায় দুপুর তিনটার বেশি বেজে যায়। তাই সবাই মিলে একটি হোটেলে দুপুরের খাওয়া শেষ করে, হোটেলের বাহিরে কিছুক্ষণ বসে বেরিয়ে পড়ি, শিব ও চন্ডী মায়ের মন্দির তথা চন্ডীমুড়ার উদ্দেশ্যে। সেখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে পৌঁছাতে একজন ছাড়া বাকি সবাই হাঁপিয়ে গিয়েছিল। তাছাড়া খাওয়া-দাওয়া করে সবার মাঝে একটু ঘুমঘুম ভাব আর ক্লান্তি চলে এসেছিল। তবে মন্দিরে গিয়ে সবাই সেসব একদম ভুলে গেল। কারণ অনেক উঁচুতে থাকা মন্দিরের পরিবেশ আর প্রাকৃতিক সৌর্ন্দয আমাদের ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয়।
২১। মন্দির
২২। শিব মন্দির
২৩। চন্ডী মন্দির
মন্দিরে কিছুটা সময় অতিক্রম করে, মন্দিরে পাশেই টিলার মতো দু'টো উঁচু জায়গায় ঘুরতে যাই। উঁচু-নিচু রাস্তা, আমাদের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি এনে দিয়েছিল। উপরের ঠান্ডা পরিবেশ খুব ভালো লেগেছে। প্রকৃতির রূপ বান্দরবানের মতো সুন্দর না হলেও একদম খারাপ লাগেনি। সবচেয়ে অবাক হয়েছিলাম, জনশূন্য এরকম উঁচু টিলার শেষ প্রান্তে একটি চায়ের দোকান দেখে। কারণ দূর থেকে দেখতে একটি বসত বাড়ির মতো লাগছিল। যাবো কি যাবো না বলে যখন গেলাম, তখন খুব খুশি হয়েছি। কারণ তখন আমাদের চায়ের খুব দরকার ছিল। এই সেই চায়ের ঘর।
২৪। চায়ের ঘর
সেখানে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত বসে চা খেলাম আর আড্ডা দিলাম। ইচ্ছে হচ্ছিল, আরো কিছুটা সময় কাঁটিয়ে দেই। কিন্তু সন্ধ্যা ছয়টার মধ্যে বাস, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেবার পরিকল্পনা ছিল। তাই সবাই মিলে বাসে ফিরে গেলাম।
ভালো থেকো, কুমিল্লা। সবাইকে ধন্যবাদ।
♠♠ সকল ছবি নিজে সংগৃহীত।
পূর্বের ছবি ব্লগ সমূহ:
♦ ছবি ব্লগ-০১।
♦ ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।
♦ ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট দাদা।
পোস্টে প্রচ্ছদ টা অনেক সুন্দর।
শুভেচ্ছা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: ভালো থাকা হোক।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
পুলহ বলেছেন: ইটাখোলা বিহার আর চন্ডি মন্দিরে যাওয়া হয় নি, তাছাড়া প্রচলিত অন্য স্পটগুলোতে গিয়েছি। কোথায় যেনো পড়েছিলাম- মন্দিরের স্থাপত্য খুব সম্ভব নতুন করে করা হয়েছে দাদা।
এরকম একেকটা পোস্ট আসলে পুরনো স্মৃতিতে নাড়া দিয়ে যায়... ধন্যবাদ পোস্টের জন্য
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
সুমন কর বলেছেন: আমি এর আগে যাইনি তাই বলতে পারি নাই। মনে হয়, পুরনো স্মৃতি মনে করিয়ে ভালোই করেছি।
শুভেচ্ছা রইলো।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
টয়ম্যান বলেছেন: ভালো থেকো, কুমিল্লা। চমৎকার ছবি! +++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো থাকুন।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২২ ও ২৩ নং শিব মন্দির ও চণ্ডী মন্দিরের অত্যুজ্জ্বল রঙ দেখে ভালো লাগলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মিশু মিলন বলেছেন: দারুণ সব ছবি!
শুভেচ্ছা.........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: অনেক স্মৃতিময় কুমিল্লা । ওয়ার সিমেট্রি, শালবন বিহার, বিগ্রহ - বৌদ্ধ মন্দির , চায়ের দোকান আর চন্ডী মন্দির সব ছবির সাথে সাথে আমিও ঘুরে আসলাম সুমন কর । অনেক ভালোলাগা ।
আসল মাতৃভান্ডারের রসমালাই খেয়েছেন নিশ্চয়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
সুমন কর বলেছেন: আপু, আর বলিয়েন না !! ওখানে যাওয়ার সময় করে উঠতে পারিনি। গাড়ি থাকলে হয়তো একটা চেষ্টা করা যেত কিন্তু বাস থাকাতে আর হলো না। পরের বার মিস যাবে না।
ভালো থাকুন।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
দিশেহারা আমি বলেছেন: খুব ভালো লাগলো ছবি দেখে।
এর খুব কাছেই আমার নানাবাড়ি কিন্তু কখনোও ভিতরে যাওয়া হয়নি।
আসলে গ্রামে যাওয়া হয়না ইনফেক্ট বাংলাদেশেও তেমন যাওয়া হয়না।
ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: একবার সময় করে আসুন, দেশে। ঘুরে যেতে এবং কাছের মানুষদের দেখে যেতে পারবেন।
ধন্যবাদ। ভালো থাকুন।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ওয়ার সিমেট্রি, শালবন বিহার, বিগ্রহ - বৌদ্ধ মন্দির , চায়ের দোকান আর চন্ডী মন্দিরসহ সব ছবির সাথে সাথে আমিও ঘুরে এলাম কুমিল্লা। চমৎকার ছবি ব্লগ ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার পোস্ট দাদা। অল্প কিছুদিন আগেই আমিও ঘুরে এসেছি।
শিব মন্দির দেখেছিলাম না, আপনার কল্যাণে দেখা হলো!
ভাল থাকবেন!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: হুম, তাহলে তো ভালোই হলো।
ভালো থাকুন।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
জসিম বলেছেন: চেনা জায়গা আবার নতুন করে চেনা হলো
ভালো লাগা রইলো.
ধন্যবাদ.
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস পোস্ট সুমন।
আমার কখন যাওয়ার সুযোগ হবে কে জানে ||
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। একদিন সময় বেরিয়ে পড়ুন......
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
আজাদ মোল্লা বলেছেন: এক কথায় চমৎকার ছবি ব্লগ ।
তবে 23নং ও 24 টা অনেক সুন্দর ।
আর এমন চায়ের ঘর আমার খুব ভালো লাগে , আমার মনের মত ছবি ।
++ ++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: এই কারণেই তো চায়ের ঘর লিখেছি !!
ভালো থাকুন।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সময় আসে, সুযোগ আর টাকা নাই ||
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: সুযোগটাই সমস্যা, টাকা তেমন খরচ হবে না। যদিও এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি কোথায় থাকেন? যেহেতু সময় আসে বেরিয়ে পড়ুন...
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
ধমনী বলেছেন: আমিও গিয়েছি। ওয়ার সিমেট্রির সারিবদ্ধ ফলকগুলো দেখে সমাধির প্রক্রিয়াটা বুঝতে পারিনি। নাকি এগুলো সিম্বোলিক?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: সেখানে ৭৩৬টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সেসময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। -- উইকিতে পেলাম। আমি কাউকে জিজ্ঞেস করার মতো দেখিনি।
ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: চমৎকার পোস্ট সুমন ভাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কু + মিল্লা = কুমিল্লা। সময় করে যাবো । ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
প্রবাসী পাঠক বলেছেন: এখানে যাই নি কখনো। ছবিগুলো দেখেই ভ্রমণের স্বাদ নিলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: আগে দেশে আসুন। তারপরে যাওয়া যাবে.....
ধন্যবাদ।
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: একদিনের জন্য দারুণ ঘোরা বলা যায় । ছবগুলো সুন্দর এসেছে । চায়ের দোকানটা দেখে তো আমারও ওখানে বসে চা খেতে ইচ্ছে হচ্ছে !!! হা হা
ভ্রমণ গল্প ভাল লেগেছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
সুমন কর বলেছেন: আসলেই একদিনে কম ঘুরিনি। চা কিন্তু ভালো হয়নি তবে পরিবেশ ছিল শান্ত আর ঠাণ্ডা !!!
শুভ রাত্রি।
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
আবু শাকিল বলেছেন: সুমন দা পোষ্টে কি জানি মিসিং হইছে??
বলেন ত কি দেন নাই??
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
সুমন কর বলেছেন: পোস্টে, নাকি শেষে...!! আগের ১, ৩, ৫-ইচ্ছাকৃত দিয়েছে। জোড়ের সময় বিজোড়। নাকি ক্যামেরার নাম ?
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২
আবু শাকিল বলেছেন: ওহ আল্লাহ আপ্নে দেখি পুরাই সিরিয়াস!!
সুমন দা কুমিল্লা মানেই রসমালাই।পোষ্টের প্রথমে কুমিল্লার রসমালাই দিবেন তারপর ময়নামতি,শালবন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
সুমন কর বলেছেন: আরে কিসের সিরিয়াস..!! ওটার জন্য তো, হইয়াও হইলো না !!! ছাত্ররা বললো, ওটা প্রোগ্রামে নেই, তাই আর হলো না। তাছাড়া সময়ও কম ছিল।
ভালো থাকুন।
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫
মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার পোস্ট সুমন দা
শুভেচ্ছা রইল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৩
সুমন কর বলেছেন: ভালো থেকো।
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৬
তানজির খান বলেছেন: ইশ কি সুন্দর জায়গা তার সাথে মিশে আছে কত ইতিহাস। আপনাদের ভ্রমণ পোস্ট পড়ি আর টুকে রাখি যে একদিন যাব। আমার মুক্তি হলে সব ঘুরে আসবো। শুভকামনা ভাইয়া
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
সুমন কর বলেছেন: দ্রুত মুক্তি পেয়ে যান, সে আশা রইলো। তারপর ঘুরে আসুন।
শুভ সকাল।
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
প্রিন্স হেক্টর বলেছেন: দারুন লোকেশন। অসাধারন ছবি। কিন্তু ছবিতে পোষ্ট দাতা নাই কেন?
ছবি ব্লগ ভালো লেগেছে সুমন ভাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। আশা করি, নিয়মিত হবেন। হাহাহাহা....ছবি ব্লগে আমার ছবি থাকে না....
শুভ সকাল।
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩
রাবার বলেছেন: দেখি নাই
তবে আপনার ছবিতে দেখলাম।
ভালোলাগা ++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলান অসাধারণ হইছে দাদা।
+++++
বর্ণনার সাথে ঘুরে এলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
সুমন কর বলেছেন: হুম ! শুভ সকাল।
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭
তার আর পর নেই… বলেছেন: কাছাকাছি থাকায় অনেক বার যাওয়া হইছে। তবে মন্দিরটা দেখা হয়নি। আমার কাছে শালবন বেশি ভালো লাগতো। +++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
সুমন কর বলেছেন: মন্দিরে উঠতে কিন্তু বেশ কষ্ট !!! আমার কাছে প্রতিটি ভালো লেগেছে।
শুভ সকাল।
৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগল আপনার আনন্দময় ভ্রমনের ইতিকথা।
ভাল থাকুন সুমন দা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Nice and informative post ।thanks
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
জেন রসি বলেছেন: বেশ কয়েকবার যাওয়া হয়েছে। যতবার গিয়েছি মনে হয়েছে অতীতেই ফীরে গিয়েছি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভকামনা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
সঠিক পথের সন্ধানী বলেছেন: খুব ভালো পোস্ট। ইতিহাস চর্চায় সহায়ক
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
ধন্যবাদ।
৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: গত মাসেই ঘুরে আসছি। আপনার চমৎকার ছবিতে আবার দেখলাম।ভালো লাগল ছবিব্লগ
প্লাস
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
ঝকঝকে ছবিতে সুন্দর পোষ্ট । এই সুন্দরতা আরো চকচকে হতে পারতো যদি সাথে খানিকটা ইতিহাস থাকতো ।
শুভেচ্ছান্তে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন। আসলে ছোট আকারে ছবি ব্লগ হিসেবে প্রকাশ করতে গিয়ে আর ইতিহাস সংযুক্ত করিনি।
সময় করে দেখে যাবার জন্য ধন্যবাদ।
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
আলোরিকা বলেছেন: সুন্দর !
শুভ হোক ঘোরাঘুরি
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
এস কাজী বলেছেন: ভাল লাগল ছবি ব্লগ সুমন দা। সাথে হালকা বর্ণনা ও ভাল লাগলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
মিঃ এলিয়েন বলেছেন: অনেক সুনন্দন লিলা ভূমি.যা হয়তো কখনো দেখতে পারতাম না.আপনার মাধ্যমে দেখে অনেক ভালয় লাগল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ।
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
হাসান মাহবুব বলেছেন: কুমিল্লা চমৎকার জায়গা। এ বছর হয়তো যাবো একবার। না দেখা জায়গা গুলো দেখবো। পোস্টে ভালো লাগা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: ভালো, সময় করে ঘুরেই আসুন। ভালো লাগবে।
শুভকামনা।
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
আমি তুমি আমরা বলেছেন: কুমিল্লা গিয়েছিলাম ২০০৯ এর শেষে বা ২০১০ এর শুরুতে। ঠিক খেয়াল নেই। ময়নামতি আর বার্ড। পোস্ট দেখে সেই দিনটার কথা মনে পড়ে গেল।
ছবির সঙ্গে আরেকটু বর্ণনা থাকলে পোস্ট আরো উপভোগ্য হত।
ময়নামতি আর ইটখোলা কি আলাদা নাকি?
পোস্টে বিশতম ভাল লাগা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১
সুমন কর বলেছেন: দেখলে তো, আমার পোস্টের জন্য তোমার মনে পড়ে গিয়েছে !!
হালকা বর্ণনা দিয়েছি তো.... হ্যাঁ, ময়নামতি আর ইটখোলা দু'টি ভিন্ন জায়গা।
ভালো থেকো।
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি সহ কুমিল্লার ঐতিহাসিক জায়গাগুলো খুব সুন্দর লাগল। বহু বছর আগে থেকে দেখছি, কতদিন ভাল থাকে জানিনা। ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: আশা করি, ভালো থাকবে। কারণ এর সাথে দেশের ঐতিহ্য জড়িত।
ভালো থাকুন।
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: এখনো ঘুরা হয়নি , আসলেই ঘুরা দরকার । ভ্রমণ পোস্টগুলোর ব্লগে অনেক আগ্রহ নিয়ে আসি
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখে, ভালো লাগল। আমিও যাবো না যাবো করে, বেরিয়েই পড়লাম !! সো, সুযোগ ও সময় মতো বেরিয়ে পড়ুন।
ধন্যবাদ।
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
ফেরদৌসা রুহী বলেছেন: নতুন করে এখন যে কাজগুলি হচ্ছে এগুলি ছাড়া আর বাকি সব কিছুই চেনাজানা। ২ বার গিয়েছি এসব দেখতে।
কুমিল্লা বার্ডে ছিলাম ২ দিন।
অনেক সুন্দর হয়েছে আপনার তোলা ছবিগুলি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
রোমেল রহমান বলেছেন: ছবিতে নতুন কোন মাহাত্য নাই। এসব ছুব এবং ঐতিহাসিক স্থান প্রায় সকলেই দেখেছে। মুসলমানদের কবর দেখার পর শ্রদ্ধা জানাবার পদ্ধতি রয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ !
৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ছবিগুলো। পোষ্টটা দেখতে দেখতে আর পড়তে পড়তে বেড়ানো হয়ে গেলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো লাগল।
৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার ছবিব্লগ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।
৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২১
ভ্রমরের ডানা বলেছেন: কুমিল্লা অনেক ইতিহাসের সাক্ষী। সেই সাক্ষ্যপ্রমাণ ব্লগে তুলে দিয়ে অনেক অজানা কিছু জানালেন। ছবি ব্লগ খুবই ভাল লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। শুভ দুপুর।
৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৪
শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছবি পোস্ট।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য কি প্রথম পেলাম ? ধন্যবাদ।
শুভ দুপুর।
৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
শুভ্র বিকেল বলেছেন: হয়ত বা। আগে কখনো আপনার পোস্টে মন্তব্য করেছি বলে মনে পড়ছে না। সুতরাং এটাই প্রথম ধরে নিতে পারেন। আপনাকেও ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: আমারও তাই মনে হচ্ছিল সেজন্যই প্রশ্নটি করেছিলাম ! যা হোক, আমার ব্লগে স্বাগতম !!
ভালো থাকুন।
৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ আমার ব্লগেও আমন্ত্রণ থাকল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। একটু আগে ঘুরে এসেছি, পরে আবার যাবো।
৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
বিজন রয় বলেছেন: ++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
সায়েম মুন বলেছেন: শালবন বিহারটা পরিচিত। খুব ভাল লাগলো আপনার ছবিপোস্ট।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে এলেন। ভালো লাগল।
শুভেচ্ছা।
৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ও প্রানবন্ত লাগলো আপনার ছবি ব্লগ ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
কুমিল্লায় যে কতবার গেছি তার কোন হিসাব নাই। ছবিগুলো ভাল হইছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
সুমন কর বলেছেন: কুমিল্লায় আগে যাওয়া হয়েছিল কিন্তু ঘোরাঘুরি এবারই প্রথম করলাম। মন্তব্য পেয়ে ভালো লাগল।
৫৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
অগ্নি সারথি বলেছেন: ছবিগুলো চমৎকার তুলেছেন সুমন দা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
এযুগেরকবি বলেছেন: অসম্ভব ভাললাগা জানবেন কবি
সকল ভাললাগা রেখে গেলাম আপনার আঙ্গিনা জোড়ে
পারলে একটু ধুলু দিয়েন
+++++++++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
সুমন কর বলেছেন: হাহাহা....মজার মন্তব্য !!
শুভেচ্ছা....
৫৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
পার্থিব লালসা বলেছেন: সুন্দর !
শুভ হোক ঘোরাঘুরি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: খুব ভাল লাগলো, ধন্যবাদ ছবি গুলো শেয়ার করার জন্য, ইনশাআল্লাহ দেশে আসলে ঐ জায়গা ভ্রমনের ইচ্ছা আছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
সুমন কর বলেছেন: আগে দেশে ফিরে আসুন, তারপর ঘোরা যাবে।
আমার ব্লগে স্বাগতম....
ধন্যবাদ।
৫৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
নুরএমডিচৌধূরী বলেছেন: খুব ভাল লাগলো, ধন্যবাদ ছবি গুলো শেয়ার করার জন্য,
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
প্রণব দেবনাথ বলেছেন: ডকুমেন্ট হিসেবে খুব ভাল ছবি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৬২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। পুরানো জায়গাটাকে আবার দেখার সুযোগ পেলাম, বিশাল একটা ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
জুনজুন বলেছেন: ভাল লাগল। সুন্দর
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৬৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৯
এম.এ.জি তালুকদার বলেছেন: অনেক আগেই স্বীকৃত দেশের একটি পুরাকীর্তি দেখলাম,পড়লাম ও আপনাকে কষ্টকর পোস্টের জন্য ধন্যবাদ দিলাম।পরসমাচার-- সিরাজঞ্জ জেলার তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলার স্মৃতিবিজরিত কুপ নিয়ে আমি একটি আংশিক লেখা পোস্ট করেছি। প্লিজ লেখাটি দেখবেন!! এবং প্রয়োজনীয় পরামর্শদান পূর্বক হারানো স্মৃতিকে নতুন আলোয় আনার বিষয়ে পূর্ন সহযোগিতা করবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
সুমন কর বলেছেন: শুভ সকাল।
সময় করে অবশ্যই যাবো।
৬৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাল লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
সুমন কর বলেছেন: শুভ বিকেল। ধন্যবাদ।
৬৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৮
বর্ণহীণ বলেছেন: সুন্দর।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
সুমন কর বলেছেন: শুভ রাত্রি।
৬৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৩১
সচেতনহ্যাপী বলেছেন: আমার যাওয়া সেই '৭০ দশকে।। কুমিলার চান্দিনা,বিহার,উকিলপাড়া,কান্দীরপাড়।। থাকা কখনো হোটেলে, কখনো বা যেখানে রাত,সেখানেই কাত।। চোখ থাকথতেও মেলিয়া দেখার সময় ছিল না।।
তবে আপনার ছবিগুলি দেখে মনে হলো বদলে গেছে অনেককিছুই (আমাদের মানসিকতার মতই)।। সুন্দর সব ছবি দেখতে ভালই লাগলো ।।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
সুমন কর বলেছেন: সময় করে ছবি ব্লগ দেখে যাবার জন্য ধন্যবাদ।
৬৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার এই ছবি ব্লগ দেখে ও পড়ে স্মৃতিকাতর হয়ে পড়লাম। চাকুরী জীবনের শুরুতে এক বছর এবং শেষে আড়াই বছর এই কুমিল্লাতেই কাটিয়ে এসেছি। আর কী আশ্চর্য! এই শুরুটা হয়েছিলো আজ থেকে ঠিক ৪১ বছর আগে, আজকের এই দিনেই, ০৯ এপ্রিল ১৯৭৫ তারিখে!
যদিও ছবির সবকিছুই আগের দেখা, তবুও আবার দেখতে খুব ভালো লাগলো। চা ঘরের ছবিটা খুব ভালো লেগেছে এবং অনেক স্মৃতিকে উস্কে দিয়েছে।
সুন্দর পোস্টের জন্য সাধুবাদ!
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯
সুমন কর বলেছেন: আমার এ পোস্ট আপনাকে সেই ১৯৭৫ সালে নিয়ে গেছে জেনে খুশি হলাম। বিস্তারিত মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
৬৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০
খায়রুল আহসান বলেছেন: শুধু তাই নয়। আপনার পোস্টটা পড়ে এ বিষয়ে স্মৃতিচারণ করে একটা ব্লগ লিখছি। আজই হয়তো আরো কিছু পরে সেটা পোস্ট করতে পারবো।
০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: আশা করি, আপনার কাছ থেকে চমৎকার একটি স্মৃতিচারণ পাবো। অবশ্যই পড়ে নেবো।
৭০| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৬
কালনী নদী বলেছেন: অনবদ্য ভ্রমণ ও ছবিব্লগ হয়েছে দাদা! ++++
কুমিল্লা আমার অনেক পছন্দের জায়গা।
২৭ শে মে, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।
৭১| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
আর. এন. রাজু বলেছেন: চমৎকার।
০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: হাহাহাহা...........ধন্যবাদ।
৭২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৩
মাদিহা মৌ বলেছেন: আমি কত কিছু মিস করেছি!! :'(
কষ্ট লাগছে খুব! :'( :'(
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: ব্যাপার না ! আবার সময় করে ঘুরে আসবেন। দেখার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
অগ্নি কল্লোল বলেছেন: পোষ্ট এর জন্য ধন্যবাদ।