![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
আমাদের রক্তে মিশে আছে শত জন্মের পাপ
অংশীদার সেই চৌদ্দ পুরুষ আর ইহকাল
হিসেবের খসড়ায় ছিল পুরনো ইতিহাস এবং আমাদের সর্বনাশ।
কত সহস্র বছর চলে গেল শুধিতে পণ
হয়নি পূরণ যা ছিল তোমার আমার ঋণ
এ শুধু ভাঙা-গড়া যেন মিথ্যের খেলা
সংসার মানেই বুঝি, ভেসে যাওয়া।
আরো পাপ, হবে চিরকাল
এভাবেই আসবে মরণ বাণ
উঠবে উঁচুতে নামবে নীচে
মাঝে ভাসবে আত্মাভিমানের ভুলে
ঠিকানা কিন্তু সেই মাটিতে।
কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
প্রামানিক বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
শেষের কথাগুলো বড়ই মূল্যবান। ধন্যবাদ ভাই সুমন কর।
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মৃত্যু এক শ্বাশত সত্যের নাম! অসাধারণ কবিতা।
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: প্রথম প্যারা এবং শেষ দুলাইন ভালো। মাঝের অংশ কেমন যেন খাপছাড়া, কাব্যিক লাগেনি তেমন। শুভকামণা রইলো।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
পাপে তাপে ভরা এই ইহকাল
সৃজিলেন যিনি তিনিই মহাকাল,
খেলিছেন নিয়ে যিনি এই বিশ্ব চরাচর
তিনিই অধরা, অবুঝ ঈশ্বর ....
++
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
সুমন কর বলেছেন: কবিতার চেয়ে আপনার চার লাইন সুন্দর হয়েছে। মর্মটি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: জীবন যেন বহতা নদী; এঁকেবেঁকে বয়ে যায় । অাছে উত্থান অাছে পতন ।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
ভাল লাগলো।
ধন্যবাদ, ভাল থাকুন।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০০
অগ্নি সারথি বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে - চরম কথা! ভালোলাগা রইল।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: শেষের দুই স্তবক দিয়ে গভীর ভাবনার কবিতা হয়ে যায় । অসাধারণ ।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: বোধোদয় হোক আমাদের।
ভাব প্রকাশে শ্রদ্ধা থাকছে।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
তানজির খান বলেছেন: দূর্দান্ত কবিতা ,কলম চলবে, অন্ধকার কাটবে একদিন ভাই। সেই স্বপ্ন দেখি খুব করে। শুভকামনা রইল সুন্দর আগামীর প্রত্যাশায়
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন , সময়ের কথা । শুভ কামনা ।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
মুসাফির নামা বলেছেন: যেন মনের গহীনে লুকিয়ে থাকা আকুতি....
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
আবু শাকিল বলেছেন: দারুন লিখেছেন সুমন দা ঃ)
আরো পাপ, হবে চিরকাল
এভাবেই আসবে মরণ বাণ
উঠবে উঁচুতে নামবে নীচে
মাঝে ভাসবে আত্মাভিমানের ভুলে
ঠিকানা কিন্তু সেই মাটিতে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
মাসূদ রানা বলেছেন: খুব ভালো লাগলো কবিতা +
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ভালো থাকুন।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
দুটো লাইনেই অনেক কিছু বলে দিয়েছেন।
খুব ভাল লাগলো।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: শুভ রাত্রি।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
আরণ্যক রাখাল বলেছেন:
কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে
বেশ ভালো। আধ্যাত্মিক আধ্যাত্মিক ভাব
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
ক্থার্ক্থা বলেছেন: অসম হয়েছে কবিতা ।++++++++++
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: আরে কাকে দেখছি !! কেমন আছেন ? অনেক দিন পর।
ধন্যবাদ।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:০৮
উল্টা দূরবীন বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে
কবিতা খুব ভালো লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: আরে কবিতাটা তো দারুন হইছে খুব ভাল্লাগছে
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৯
নিরল হৃদয় বলেছেন: অন্তরনিহিত ভাবধারা মারাত্মক গাম্ভির্যপূর্ণ, ভালোলাগল।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম...
শুভ বিকেল।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০
তাসলিমা আক্তার বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে। এটি আমার একেবারে মনের কথা। খুব ভালো লাগলো কবিতা।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫
সুমন কর বলেছেন: শুভ বিকেল।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
নেক্সাস বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে
মিথ্যা শুনিনি ভাই
হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
সুমন কর বলেছেন: ঠিক। পড়ার জন্য ধন্যবাদ।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০
অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার অন্যতম শ্রেষ্ঠ কবিতা বোধহয় এটাই। অন্তত আমার তাই মনেহয়। শুভেচ্ছা জানবেন।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
সুমন কর বলেছেন: হাহাহাহা.....আপনার মন্তব্য কম পাই। আজ আবার পেয়ে ভালো লাগল।
শুভ বিকেল।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
বার্তা বাহক বলেছেন: ভাল লাগল..ধন্যবাদ
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
সুমন কর বলেছেন: ভালো থাকবেন।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
বৃতি বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে ভাইয়া।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
সুমন কর বলেছেন: আপনি পড়েছেন বলে খুশি হলাম।
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: ধন্যবাদ, ভাইজান।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার।
সত্য অস্বীকার করে সুখ পাই কি?
তবু করি। ইতিহাস উল্টেপাল্টে যায়। যাক। চোদ্দ পুরুষ সাথে আছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: ভালো বলেছো। শুভ বিকেল।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
হাসান মাহবুব বলেছেন: পাঞ্চলাইনটা সুন্দর। প্লাস।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: হুম ! শুভেচ্ছা।
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
আলোরিকা বলেছেন: ' কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে। ' -----------------ইহাই আমাদের প্রকৃত সমস্যা ।+++
পূর্ণ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক সকল প্রাণ । ভাল থাকবেন । শুভ কামনা
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬
সুমন কর বলেছেন: ভালো থাকবেন।
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা একরাশ....
অল্পতেই বিশাল প্রকাশ
+++++++++++++
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৩২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: চমৎকার শুভকামনা রইল কবি
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত হয়েছে সুমন ভাই! বাস্তব কথাই বলেছেন!
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুর্দান্ত কবিতা সুমন দা।
আমার কাছে প্রত্যেকটি লাইনই অসম্ভব ভাল লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: বহুদিন পর আপনার মন্তব্য পেলাম......কেমন আছেন?
ধন্যবাদ।
৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল আছি সুমন দা।
আপনিও ভাল আছেন আশা করি?
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: মোটামুটি আছি।
৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
নীলপরি বলেছেন: কবিতার বক্তব্য অপূর্ব লাগলো। ++
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আমিই মিসির আলী বলেছেন:
আরো পাপ, হবে চিরকাল
এভাবেই আসবে মরণ বাণ
উঠবে উঁচুতে নামবে নীচে
মাঝে ভাসবে আত্মাভিমানের ভুলে
ঠিকানা কিন্তু সেই মাটিতে।
মাঝে মাঝে মনে হয় কবিতার লাইনগুলা অন্যজগত থেকে আসে।
+
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: হুম ! ধন্যবাদ।
৩৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
অমনিট্রিক্স বলেছেন: কবিতাটা ভালো লাগলো।লাইনগুলো অসাধারণ।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং...
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২
অলওয়েজ ড্রিম বলেছেন: আমি কবিতা কম বুঝি তাই কম মন্তব্য করি।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: আরে কি যে বলেন !!
আবারও ধন্যবাদ।
৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮
জুন বলেছেন: খৈয়ামের এক রুবাইতে পড়েছিলাম
'পাপ করেনি জন্মে যে জন
বিধির কৃপায় কি দাবী তার '!
আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল সুমন কর। অনেক ভালোলাগা।
+
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
রাজসোহান বলেছেন: শুধিতে পণ
কবিতায় কথাটা কেমন যেন সাধু চলিতের মিশ্রণ দিয়েছে। পড়তে গিয়ে বাঁধছে।
পাঞ্চ লাইনে প্লাস!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: আমিও ঐ শব্দটা নিয়ে চিন্তিত ছিলাম ! লাইন মিলাতে পারছিলাম না....তাই আর কি !
বিকল্প শব্দ বা লাইন পেলে অবশ্যই বলবেন।
ধন্যবাদ।
৪২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
জেন রসি বলেছেন: থিমটা ভালো লেগেছে ।
++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
৪৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: এই কবিতার চুম্বক অংশ এর শেষ দু'চরণ, তা পাঠকদের বহুল উদ্ধৃতি থেকেই প্রতীয়মান। চমৎকার কবিতা। + +
আহমেদ জী এস এর মন্তব্য (৫ নং) ভালো লেগেছে।
একটু সাজেশন ছিলোঃ
তৃতীয় লাইনের এই অংশটুকু ভেঙে নিয়ে চতুর্থ লাইন করলে ভালো দেখাবে/শোনাবেঃ
এবং আমাদের সর্বনাশ। -- জাস্ট মাই টু সেন্টস। বাকীটা আপনার ইচ্ছের উপর।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আসলে ধারা বজায় রাখতে গিয়ে এক সাথে রেখেছি। ৩, ৪, ৫ এবং ২।
৪৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগল কবিতা ।
ভাল থাকুন প্রিয় সুমন দা
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: তুমিও ভালো থেকো।
৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা বন্ধু! +++
বেশী বেশী পোস্ট চাই।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
সুমন কর বলেছেন: আমি তো পাঠক, বন্ধু !! তোমাদের সাহসে কিছু লিখি।
ধন্যবাদ।
৪৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
ফরিদ আহমাদ বলেছেন: শেষ স্তবকে অভিভূত
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৪৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা ভীষণ। ঠিকানা সত্যিই সেই মাটিতে। শুভকামনা জানবেন।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
সুমন কর বলেছেন: কেমন আছেন?
মন্তব্য পেয়ে ভালো লাগল।
৪৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২
খেয়ালি দুপুর বলেছেন: ধন্যবাদ। ভাল-খারাপের মাঝামাঝি থাকি আজকাল। বাস্তবতা লিখতে দেয়না মোটেও। ব্লগেও নিয়মিত নই এখন আর। আপনি কেমন আছেন?
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: আমারও একই অবস্থা ! মোটামুটি চলে যাচ্ছে। ফিরে এসে জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
ভালো থাকা হোক।
৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫
দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা+++++++++++
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫০| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯
ফারিহা নোভা বলেছেন: চমৎকার
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সরেস কবিতা.... কবি সুমন কর!
শেষের লাইনগুলো তো অসাধারণ!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৫২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
কল্লোল আবেদীন বলেছেন:
অসাধারণ কবিতা।
কবিতায়++++++++++++++
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০০
উর্বি বলেছেন: দারুন
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন: আরো পাপ, হবে চিরকাল
এভাবেই আসবে মরণ বাণ
উঠবে উঁচুতে নামবে নীচে
মাঝে ভাসবে আত্মাভিমানের ভুলে
ঠিকানা কিন্তু সেই মাটিতে।
ফিরে যতে হবে মাটিতে ।
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: এসব কি হচ্ছে !!
৫৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
সায়ান তানভি বলেছেন: শুধু কবিতাই লিখছেন ,কিন্তু আমিতো গদ্য পড়তেই বেশি পছন্দ করি ,
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: আমি অল্প গল্প বলে একটা লেখা চালিয়ে যাচ্ছি। ৫টি পর্ব হয়েছে, চাইলে পড়তে পারেন। আমি লেখার চেয়ে পড়তেই সামুতে থাকি। আপনি চাইলে পড়তে পারেন।
অল্প গল্প: তিন
আপনার মন্তব্য মনে হয় প্রথম পেলাম ! ধন্যবাদ।
৫৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ভৌতিক রসায়নবিদ বলেছেন:
আমি ব্লগে পোস্ট করতে পাচ্ছিনা , উপরের লেখাটি দেখাচ্ছে .............. কেন?
can u help me vai?
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: আজ সামুর সার্ভারের সমস্যা হচ্ছে.... ঠিক করার কাজ চলছে। আপনি কাল চেষ্টা করুন।
ধন্যবাদ।
৫৮| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল দাদা।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: হাহাহা.....ধন্যবাদ।
ভালো থাকা হোক।
৫৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
আপেল মাহমুদ অভি বলেছেন: ভালো লাগল
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬০| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১
মুহাম্মাদ শাথিল বলেছেন: বোধহয় কবিতাটা পড়ে পাপী মনের খানিকটা বোধোদয় হয়েছে।
দারুণ লিখা। শুভেচ্ছা রইলো।
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: ভালো থাকা হোক। ধন্যবাদ।
৬১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
দেবজ্যোতিকাজল বলেছেন: সংসার মানে পৃথিবীকে জীবিত রাখা ।নিজের দক্ষতার প্রমান দেওয়া
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। ধন্যবাদ।
৬২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
শরতের ছবি বলেছেন: "ঠিকানা কিন্তু সেই মাটিতে।"
"কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।"
বড় সত্য কথা দাদা বলেছেন -এই লাইন গুলোতে ।
তাই খুব খুবই ভাললেগেছে ।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
কল্লোল পথিক বলেছেন: কবিতায় এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
অ.ট.: আবার মন্তব্য করার সুযোগ পেয়েছেন বলে খুশি হলাম।
৬৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
শফিকুল ইসলাম ৮সুজন বলেছেন: সুন্দর
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম...
ধন্যবাদ।
৬৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সাদামাঠা [] ন+
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: আপনি আগেও এ পোস্টে মন্তব্য করেছিলেন আবার করলেন, ধন্যবাদ।
শুভ দুপুর।
৬৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬
Afzal hosenগ বলেছেন: খুব ভালো।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম...
ধন্যবাদ।
৬৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।শেষ লাইনগুলো বেশি ভালো লেগেছে
+
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
সুমন কর বলেছেন: ইদানিং ব্লগে কম দেখা যায় তাই আপনার ব্লগে গিয়েছিলাম। ব্যস্ত বুঝি !
মন্তব্য করে যাওয়ায় খুশি হলাম। শুভেচ্ছা।
৬৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
কালনী নদী বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে। অসাধারন হয়েছে দাদা..... প্রিয়তে গেল!!!
২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০
সুমন কর বলেছেন: পোস্টটি দেখেছিলাম। এ ধরনের পোস্টে নির্বাক থাকা ছাড়া কোন উপায় নেই !
৬৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই, দেখলেই হবে।
আপনার লেখাতেও শুভ কামনা রইল!
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৭০| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
জ্যোস্নার ফুল বলেছেন: চমৎকার কবি।
বোধ নামে জীবন কবির অসাধারণ একটা কবিতা আছে, আমার প্রিয় কবিতার মধ্য একটা।
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৭১| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
ইন্দ্রনীলা বলেছেন: মনের ঘরে বসৎ করেন ঈশ্বর।
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। আশা করি, ভালো আছেন।
ধন্যবাদ।
৭২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
হুকুম আলী বলেছেন: কবিতা অনেক ভাল লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৭৩| ০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪০
দুর-দর্ষক বলেছেন: ..."মনের ঘরের ঈশ্বর" চিন্তাটি মন ভাল করে দিলো, ধন্যবাদ দাদা !
০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম...
ধন্যবাদ।
৭৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: যতটুকু ভালো থাকা যায়। হাহহাহা.....
ধন্যবাদ।
৭৫| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১২
সিক্ত শ্রাবণ বলেছেন: দারুন ভাবনা!
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৬| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৭
কালনী নদী বলেছেন: আরেকবার ঘুড়ে গেলাম প্রিয় দাদার- আঙ্গিনায়।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
শেষ স্তবকটাই বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুমন কর।