![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
কবি ছিলাম সে তো বহু দিন আগে
ভুলে গেছি আজ, যত ছন্দ ছিল মনে
কবিতার খাতা পড়ে রয় অলস দুপুরে
অনেক রাত ভোর হয়েছে একটি লাইনের খোঁজে।
আগে হেসে কথা বলতো রঙিন ফুল
এখন দেখছি সবই ছিল আমার মনের ভুল।
উপমাগুলো শ্রী হারিয়েছে, বদলে নিয়েছে রূপ
এসব দেখে শব্দেরা অতলে দিয়েছে ডুব।
প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।
তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
শব্দগুলোকে আকাশের ঠিকানায় দিলাম ছুটি
ভাবছি, ফিরে যাবো না আজ বাড়ি।
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: "আগে হেসে কথা বলতো রঙিন ফুল
এখন দেখছি সবই ছিল আমার মনের ভুল।
উপমাগুলো শ্রী হারিয়েছে, বদলে নিয়েছে রূপ
এসব দেখে শব্দেরা অতলে দিয়েছে ডুব।
প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।"
এখন দুঃসময়! শব্দের খরা চলছে! স্বতঃস্ফূর্তভাবে কাব্য আসে না; জোর করে আনতে হয় ।
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। ভালো থাকুন।
৩| ০২ রা মে, ২০১৬ রাত ৮:০২
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর। দারুণ
আচ্ছা, মন খারাপ থাকলে কবিতা আসে না মন ভালো থাকলে?
০২ রা মে, ২০১৬ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: হাহাহা...ধন্যবাদ।
মনে হয়, মন খারাপ হলেই আসে !
৪| ০২ রা মে, ২০১৬ রাত ৮:১৩
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: দারুন লিখেছেন
০২ রা মে, ২০১৬ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৩
মুসাফির নামা বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
চমৎকার।
০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুমন কর, আপনি তো এসময়ের কবিদের মনের কথাটি ধরে ফেলেছেন। ভালো লেগেছে
০২ রা মে, ২০১৬ রাত ৮:৪৪
সুমন কর বলেছেন: হাহাহা...তাহলে তো ভালো হয়েছে। ধন্যবাদ।
৭| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
হ্যা ...... চাল-ডাল-তেল-নুনের হিসেব কষতে কষতে, বাসের হ্যান্ডেল ধরে বাদুর ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে কবিতা যে কোথায় পালিয়ে যায় ! অমোঘ নিয়তি কবিকেও নেহাৎ ছা-পোষা কেরানী বানিয়ে ছাড়ে । তার কবিতার উপমাগুলো শ্রী হারিয়ে ফেলে খানা-খন্দে ভরা রাজপথে । বেঁচে থাকাটা তাকিয়ে রয় জুলুজুলু চোখে, প্রিয় মুখেরা অস্পষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে ।
তবে শেষ স্তবকের শেষটাতে অন্ত্যমিল নেই কেন্ ? বাড়ী যাবেন বলে অন্ত্যমিলকে দিলেন ছুটি ?
০২ রা মে, ২০১৬ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: অমোঘ নিয়তি কবিকেও নেহাৎ ছা-পোষা কেরানী বানিয়ে ছাড়ে । তার কবিতার উপমাগুলো শ্রী হারিয়ে ফেলে খানা-খন্দে ভরা রাজপথে । বেঁচে থাকাটা তাকিয়ে রয় জুলুজুলু চোখে, প্রিয় মুখেরা অস্পষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে । -- সত্য।
শেষ দু'প্যারাতে দু'লাইন করে দিয়েছি। বুক<মুখ<রোদ<অবরোধ এবং কবিতা<রসিকতা<ছুটি<বাড়ি।
ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০২ রা মে, ২০১৬ রাত ৯:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন:
ভাল লেগেছে
০২ রা মে, ২০১৬ রাত ৯:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা মে, ২০১৬ রাত ৯:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। লেখা বন্ধ করবেন না প্লিজ!
০২ রা মে, ২০১৬ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
১০| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৫৬
জুন বলেছেন: চমৎকার কবিতায় প্লাস সুমন কর।
+
০২ রা মে, ২০১৬ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১১| ০২ রা মে, ২০১৬ রাত ১০:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন হয়েছে সুমনদা।
০২ রা মে, ২০১৬ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১২| ০২ রা মে, ২০১৬ রাত ১১:২৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লিখেছেন।
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৩ রা মে, ২০১৬ সকাল ৭:৫৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
১৩| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৫২
হুকুম আলী বলেছেন: সুন্দর কবিতা, খুব ভালো লাগল তবে এত পাতলা পাতলা লেখেন কেন?
০৩ রা মে, ২০১৬ সকাল ৭:৫৮
সুমন কর বলেছেন: আমি'তো পাঠক তাই লিখি কম।
ধন্যবাদ। শুভ সকাল।
১৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫১
তানজির খান বলেছেন: কবিতা আর আসেনা, যা আসে তা আমার মৃত্যু যন্ত্রণা।
কবিতা ভাল লাগল ভাই
০৩ রা মে, ২০১৬ সকাল ৭:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
১৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১:৪৫
কাব্য পূজারি বলেছেন: সাধুবাদ জানাচ্ছি।
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০২
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম....
ধন্যবাদ। শুভ সকাল।
১৬| ০৩ রা মে, ২০১৬ রাত ৩:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অনেক ভালো লেগেছে পড়তে।
কবির শুন্যতার কারনে সুন্দর একটা কবিতা পড়তে পারলাম।
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
১৭| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০৬
জনৈক অচম ভুত বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
কে বলেছে লেখা হয় না? এই যে দেখুন কত সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন!
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১৯
সুমন কর বলেছেন: হাহাহা.......ধন্যবাদ। শুভ সকাল।
১৮| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আহারে!
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২০
সুমন কর বলেছেন: কি হল আবার !
ধন্যবাদ। শুভ সকাল।
১৯| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৬
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
কবিতায়+++++
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
শুধু চিহ্ন দিলে হবে !
২০| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লিখেছেন, ভাল লাগল কবি।
০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২১| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২৫
শামছুল ইসলাম বলেছেন: লাইন গুলো পড়ে নিজের কাছেই কেমন শূন্য শূন্য লাগছেঃ
//কবি ছিলাম সে তো বহু দিন আগে
ভুলে গেছি আজ, যত ছন্দ ছিল মনে
কবিতার খাতা পড়ে রয় অলস দুপুরে
অনেক রাত ভোর হয়েছে একটি লাইনের খোঁজে।//
-- মনটা হালকা হয়ে হাওয়ায় ভাসতে চাইছে, অলস দুপুর আর রাত গুলোয় না-লেখার বেদনায় কাতর কবির হৃদয়ের নীল কষ্টটুকু যেন আমাকেও ছুঁয়ে গেল !!!
সেই না-লেখার অভ্যাসে বদলে গেছে রঙিন ফুলের ভাষাঃ
//আগে হেসে কথা বলতো রঙিন ফুল
এখন দেখছি সবই ছিল আমার মনের ভুল।
উপমাগুলো শ্রী হারিয়েছে, বদলে নিয়েছে রূপ
এসব দেখে শব্দেরা অতলে দিয়েছে ডুব।//
--হারিয়ে গেছে প্রথম বর্ষা, প্রিয়ার মুখঃ
//প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ। //
শব্দগুলোকে আকাশের ঠিকানায় পাঠিয়ে,
বেদনায় নীল কবি বাড়ি যাবেন না - পথ কি তাকে দেবে কবিতার খোঁজ?
//তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
শব্দগুলোকে আকাশের ঠিকানায় দিলাম ছুটি
ভাবছি, ফিরে যাবো না আজ বাড়ি।//
ভাল থাকুন। সবসময় ।
০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩৩
সুমন কর বলেছেন: আপনি আগে মনে হয়, ঘুরে গিয়েছিলেন ! বিস্তারিত মন্তব্য পেয়ে ভালো লাগল।
ধন্যবাদ।
২২| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৪৯
শামছুল ইসলাম বলেছেন: হ্যা, সুমন ভাই।
একবার ঘুরে গিয়েছিলাম।
তারপর ভেবেছি, আপনার কবিতা নিয়ে।
আমার প্রায়ই এমন হয়, খুব ভাল লাগার লেখা গুলো নিয়ে আমি আপন মনে ভাবি, ওদের সাথে কথা বলি।
তারপর আবার ফিরি, কিছু লিখি - এটাই আমার আনন্দ, বিনে পয়সার।
ভাল থাকুন। সবসময়।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: আবার এসেছেন এবং কিছু বললেন, বলে খুশি হলাম।
ভালো থাকুন। ধন্যবাদ।
২৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল , তবে প্লিজ বাড়ি ফিরে যান । শুভ কামনা ।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: হাহাহা....না, যাবো না !!
ভালো থাকুন। ধন্যবাদ।
২৪| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শৈশবের সূখের কথা মনে আছে?
কৈশোরের প্রেমের শিহরণ
যৌবনের আগুন অনুভব..
যেকোনটাতে থিতু হয়ে যান। দেখবেন ফল্হুধারার মতো কাব্য রস চুইয়ে পড়ছে
আমাদের মনটা যখন জিএস ভাইয়ের তত্ত্বে ক্লান্ত হয়ে যায়- তখনই কাব্যরা নেয় ছুটি। আর সব শেষেও যদি ভাবে ধরে রাখতে পারেন তারে- চির তরুন্যে... আপনিই চির তরুন কবি।
নো ছূটি- আসুক কাব্যের কালবোশেখী
+++
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: বেশ বলেছেন। ভেবে দেখতে হবে !!
ভালো থাকুন। ধন্যবাদ।
২৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
সত্যি তাই বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা।আপনার মত সমস্যা আমারও এখন আর আগের মত কবিতা লেখা হয় না।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: সময় করে লিখতে থাকুন......
ভালো থাকুন। ধন্যবাদ।
২৬| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
শব্দগুলোকে আকাশের ঠিকানায় দিলাম ছুটি
ভাবছি, ফিরে যাবো না আজ বাড়ি। ছুটি নামঞ্জুর করা হল, এখন আবার কবিতা লিখতে বসেন কবি সাহেব। ফাইজলামি পাইছেন, যখন তখন ছুটি চান...
কবিতা সেইরকম দারুন হইছে। +++++ আর ভালোলাগা অবশ্যই। প্রিয়তে রাখলাম না, কারণ কবি নিজেই তো প্রিয় তালিকায় আছেন।
অনেক শুভকামনা, লেখালেখি আরেকটু বেশী হোক এই কামনায়।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৬
সুমন কর বলেছেন: বন্ধু, ছুটি জমে গেছে অনেক ! ভাবছি মাঝে মাঝে ছুটি নেবো কিন্তু নেয়া আর হয় না !
কারো প্রিয় তালিকায় থাকাটা বিরাট ব্যাপার। ভালো থেকো, সব সময়।
আর হ্যাঁ, বেশি কিন্তু লিখতে পারবো না, ছুটি চাই....!
২৭| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৬
আলোরিকা বলেছেন: কবিতার না আসা নিয়েই কবিতা ! ভালই
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: হুম, ধন্যবাদ।
২৮| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
ছন্ধবদ্ধ পুরো কবিতাটাই ভাল লাগলো । তবে ''নতুন''তো অনেক দূর ! জীবনে দুই লাইনই মিলাতে পারিনি ।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪০
সুমন কর বলেছেন: পারবেন, অবশ্যই পারবেন।
শুভ বিকেল, ধন্যবাদ।
২৯| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:০৭
প্রামানিক বলেছেন: কবিতা সেইরকম হইছে। অনেক ভাল লাগল। ধন্যবাদ
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: শুভ বিকেল, ধন্যবাদ।
৩০| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৩৪
শরতের ছবি বলেছেন: শব্দরা অবরোধ করেছে বলে ই আরেক টা কবিতা হয়ে গেলো ! যেকোন অবস্থায় কবিতা লিখুন ,সেই আশা করছি ।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৩১| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর। ভাল লাগল
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৩২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালোই। +
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: শুভ বিকেল, ধন্যবাদ।
৩৩| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৭
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৩৪| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর হয়েছে।
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৫| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৩২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার লিখেছেন সুমন ভাই।
০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৬
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৩৬| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:৫২
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: সুন্দর হইছে অনেক ভাল লাগল
০৩ রা মে, ২০১৬ রাত ১০:৫৯
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম....
শুভকামনা।
৩৭| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক রাত ভোর হয়েছে একটি লাইনের খোঁজে -- এরকম তো আমারও হয়েছে বহুবার।
কবিতার না আসা নিয়েই এ কবিতা এসেছে। ভালো লেগেছে।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৪
রিপি বলেছেন: অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে ছুটি নেওয়া ভালো।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২১
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৩৯| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:৩৬
নীলপরি বলেছেন: রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।
অবরোধেও এতো সুন্দর শব্দের সমাহার !
বহু প্রতীক্ষার পর যখন বৃষ্টি আসে তখন তাকে অনেক বেশী অপরূপ লাগে । আপনার কবিতাও সেরকম । খুব ভালো লাগলো পড়তে । +++++++
তবে পড়তে একটু দেরী করে ফেললাম ।
শুভকামনা ।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২২
সুমন কর বলেছেন: আরে, পড়েছেন এতেই খুশি।
ভালো থাকুন, ধন্যবাদ।
৪০| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৩২
অগ্নি সারথি বলেছেন: আপনার মত স্পষ্ট ভাষায় আমিও বলতে চাই কবি, কবিতা ভাল হয়েছে।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৪১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৪৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: শব্দগুলোকে আকাশের ঠিকানায় দিলাম ছুটি
কবিতা ভাল হয়েছে
ভাল লাগলো।
ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
৪২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৩৮
বিতার্কিক সাধু বলেছেন: খুব সুন্দর
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: শুভকামনা, ধন্যবাদ।
৪৩| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
++
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: শুভকামনা, ধন্যবাদ।
৪৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৯
আহা রুবন বলেছেন: কবিতা, শব্দ না এলে ভারি বিরক্তিকর ব্যাপার। আপনি বাড়ি যেতে চান না, আর আমি কদিন আগে গ্রামের বাড়ি ঘুরে এলাম। ভেবেছিলাম লেখার গতি ফিরে আসবে। কিন্তু কোনও লাভ হল না। একটা গল্পের খানিক লিখে আর লিখতে পারছি না। মনের কথাগুলোই লিখেছেন। সুন্দর কবিতা, খুব ভাল লেগেছে।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: আশা করি, দ্রুতই লিখতে পারবেন। পড়ার জন্য ধন্যবাদ।
৪৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: সুমন দার কবিতা কি আগে পড়া হয়েছিলো কিনা মনে করতে পারছি না। দারুণ লাগলো
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: কবিতা পড়েছ কিনা, মনে পড়ে না কিন্তু তুমি ব্লগে অনেক দিন পর এলে ! সময় করে ব্লগে আসতে পারো।
ভালো থেকো।
৪৬| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:৫৬
ইন্দ্রনীলা বলেছেন: লেখা না হয়েও কবিতা হয়ে গেলো।
০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১১
সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।
৪৭| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
আক্কাসের বাপ ঝাক্কাস বলেছেন:
কেমুনাছেন্দাদা?
০৮ ই মে, ২০১৬ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: আগে কি পরিচয় ছিল ?
ভালোই আছি। ধন্যবাদ।
৪৮| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫১
আমিই মিসির আলী বলেছেন:
আগে হেসে কথা বলতো রঙিন ফুল
এখন দেখছি সবই ছিল আমার মনের ভুল।
উপমাগুলো শ্রী হারিয়েছে, বদলে নিয়েছে রূপ
এসব দেখে শব্দেরা অতলে দিয়েছে ডুব।
কবিতা ভালো লাগছে।
একটা বেদনার ছাপ আছে
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:০০
এহসান সাবির বলেছেন: আমিও কবি ছিলাম সে তো বহু দিন আগে.....
আছে কিছু টুকটাক লেখা, পুরানো ডাইরী ঘাটলে পাওয়া যেতে পারে।
কবিতায় এক গুচ্ছ ভালো লাগা দাদা।
১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭
সুমন কর বলেছেন: হাহাহা....ভালোই লিখেছো।
ভালো থেকো।
৫০| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ....
দারুন লেখনি।
১৩ ই মে, ২০১৬ রাত ১১:১০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম....
ধন্যবাদ।
৫১| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৫২
মনিরা সুলতানা বলেছেন: বৈরাগ্য ছাড়া কবি হওয়া যায় না , এখন দেখি কবি ও বিবাগী !!!
লেখায় ভালোলাগা
১৩ ই মে, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য অনেক দিন পর পেলাম। ভালো লাগল আর ভালো বলেছেন।
ধন্যবাদ।
৫২| ১৫ ই মে, ২০১৬ রাত ১:০১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
লাইনটা চমৎকার। কবিতা ভাল লেগেছে।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:২৫
আব্দুল্লাহ বোরহান বলেছেন: বাহ.।.।.।.।.। অসাধারণ
১৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৫৪| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই মে, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: অনেক দিন পর কবির মন্তব্য পেলাম। ভালো থাকুন।
ধন্যবাদ।
৫৫| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৩
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে লিখাটি... বহুতদিন পর আপনার কোন লিখা পড়া হলো ... আশাকরছি ভালো আছেন...
শুভকামনা...
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: হুম, আসলেই অনেক দিন পর আমার ব্লগে এলেন। মোটামুটি আছি, চলে যাচ্ছে আর কি !
ভালো থাকুন, ধন্যবাদ।
৫৬| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কবিতাটি । ভাল কবিতায় ভাল লিখায় এবং কথায় অনুপ্রানিত হই ভীষন ভাবে সব জায়গায় সর্বত্রই। আমার পাশাপাশি দুটো কবিতা পোষ্ট করা ভাল না লাগায় একটি পোষ্ট সানন্দে মুছে দিয়েছি । অনিচ্ছাকৃতভাবে ভাল না লাগার হেতু হওয়ায় দু:খ প্রকাশ করছি । সামুতে এসেছি মাত্র ২ মাসের মত হল । এখনো পাঠকদের ভাল লাগা না লাগা বুঝে উঠতে পারিনি । পাশাপাশি ঘন্টাখানেকের ব্যাধানে দুটো পোষ্ট যে পাঠকের ভাল লাগেনা তা বুঝতে পারিনি । অগ্রজদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে।
ভাল লাগা না লাগার এ গুরুত্ব পুর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য অনেক ধন্যবাদ । ধারনা ছিল লিখা যে কোন সময় পোস্ট করা যাবে , সামুর ডাউনলোড এবং প্রকাশ সিসটেম তার ধারাাহিকতা মেইনটেন করবে এবং সে অনুযায়ী তা প্রকাশ করবে , কিন্তু তা হয়নি, অামারি অজ্ঞতায় পাঠকের ভাল না লাগার কারণ হয়েছি ।
যাহোক, ভাল থাকুন এ শুভ কামনা থাকল নিরন্তর ।
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: আসলে প্রথম পাতায় একই ব্লগারের ২টি পোস্ট (একটির বেশি) দেখতে ভালো লাগে না। কারণ এতে অন্য একজন ব্লগারের ১টি পোস্ট প্রথম পাতায় আসার সুযোগ কমিয়ে দেয়। তাছাড়া শুধু পোস্ট দিয়ে ব্লগিং-এ টিকে থাকা যায় না। ভিন্ন ভিন্ন ব্লগারের সাথে পারস্পিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে ব্লগিংটা বেশ উপভোগ্য হয়ে উঠে। আমার কাছে যেটা খারাপ লেগেছিল, সেটা সরাসরি বলে দিয়েছি। এতে আমার কোন লাভ নেই। আশা করি, কয়েক মাস পর আপনি তা নিজেই বুঝতে পারবেন।
শুভ কামনা, সব সময় রইলো। ধন্যবাদ।
৫৭| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বিষয়টা অামার জানা ছিলনা । কৃতজ্ঞতা রইল ।
১৯ শে মে, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৫৮| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবির ভুল ভাঙল না পাঠকের? পড়ছি তো কবিতাই
আশা করি ভাল আছেন সুমন।
১৯ শে মে, ২০১৬ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: আপনার গল্প পড়ে আসলাম, বেশ লেগেছে।
ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি ! মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫৯| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
অপ্সরা বলেছেন: ভাইয়া!!!
ঐ বাড়িতে ঢুকতে পারিনা!!!!!!!!!!
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সুমন কর বলেছেন: কোন বাড়িতে ? পাসওয়ার্ড পরিবর্তন করে ঢুকতে পারবেন।
৬০| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
অপ্সরা বলেছেন: কেমনে করবো??? আমি তো সেই মেইলেই অনেকদিন হলো সেই ২০১০ থেকে ঢুকতে পারিনা!
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: হুম ! তাহলে তো সমস্যা হবে ! আপনি উনাদের একটা মেইল করেন, ঠিক করে দেবে।
৬১| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
অপ্সরা বলেছেন: এইটাও ঠিক আছে না বলো!!!!!!!!
২০ শে মে, ২০১৬ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: এটাও চলবে, ব্লগিং করে যান.....
৬২| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কে বল্ল এখন আর আপনি কবি নন!
২০ শে মে, ২০১৬ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: হাহাহা.....ধন্যবাদ।
৬৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: আপনি অনেক ভাল লেখেন।
+++
২২ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩
সুমন কর বলেছেন: যাক, শেষ পর্যন্ত আপনার মন্তব্য পেলাম। মনে হয়, মাঝে একটু ব্যস্ত ছিলেন।
ভালো থাকুন। ধন্যবাদ।
৬৪| ২২ শে মে, ২০১৬ রাত ১০:২৪
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ রোমান্টিকতা!!
সুমন ভাই,খুব ভাল লেগেছে।
২২ শে মে, ২০১৬ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
৬৫| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:০৬
সানোফি মহিন বলেছেন: মনটাই ভালো হয়ে গেলো
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম....
পড়ার জন্য ধন্যবাদ।
৬৬| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৫
☺ বলেছেন: শুন্যতার অবসান হয়ে আসুন পুর্ণতা। জীবনে আসুক শান্তি, হাসিতে ভরে যাক আপনার জীবন।
২৩ শে মে, ২০১৬ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৬৭| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: শব্দের পরিবর্তন ঘটাও ঃ
শব্দ তৈরী করে কবিতা লেখ ঃ
নতুন শব্দের কবিতা চাই
২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৭
সুমন কর বলেছেন: চেষ্টায় আছি !! ধন্যবাদ।
প্রোপিক পরিবর্তন করলেন বুঝি ? এটা কি আপনি ?
৬৮| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম
২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৬৯| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪২
ফয়সাল রকি বলেছেন: তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
সুন্দর.... কাছে কবিতা তো জীবনের থেকে কম কিছু নয়।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৭০| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৫
কালনী নদী বলেছেন: প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।
অনবদ্য হয়েছে দাদা!
২৭ শে মে, ২০১৬ রাত ১১:২০
সুমন কর বলেছেন: হাহাহা....আজ দেখি আমার পোস্ট পড়া শুরু করে দিলেন।
শুভেচ্ছা।
৭১| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:১৫
কালনী নদী বলেছেন: জ্বি ভাইয়া, সবসময় পড়তে চাই- আমি বর্তমানে সাইবার ক্যাফেতে নেট ব্যবহার করছি তাই ইচ্ছা থাকলেও নীয়মিত হতে পারছি না।
২৮ শে মে, ২০১৬ রাত ১০:১২
সুমন কর বলেছেন: ওহ....আচ্ছা। ব্যাপার না, সময় এবং সুযোগ মতো আবার নিয়মিত হয়ে যাবেন, আশা রইলো।
৭২| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৩| ২৯ শে মে, ২০১৬ রাত ১:২০
মহা সমন্বয় বলেছেন: দারুণ কবিতা, ছন্দের দারুণ সমাহার ঘটিয়েছেন।
ভাবছি আমিও ফিরে যাব না বাড়ি। আপনার ব্লগেই থাকব।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: হাহাহা....শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ।
৭৪| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:৫৮
পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: অন্যরকম দাদু ।
৩০ শে মে, ২০১৬ সকাল ১১:৫৪
সুমন কর বলেছেন: নাতি কি আবার নিক হারাইলা !! নতুন নিক যে !!
ধন্যবাদ।
৭৫| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩০
স্বরব্যঞ্জ বলেছেন: অসাধারন কবিতা, অনেক ভালো লিখেছেন, আর
"কবি ছিলাম সে তো বহু দিন আগে
ভুলে গেছি আজ, যত ছন্দ ছিল মনে"
লাইন দুটা ভালো লাগলো
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৭৬| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১১
সিক্ত শ্রাবণ বলেছেন: অসাধারণ!
না পড়লে সত্যিই মিস করা হতো!
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬
কালনী নদী বলেছেন: আবার পড়ে গেলাম দাদা! নীয়মিত হবার চেষ্টা করছি এখনও
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
৭৮| ৩০ শে জুন, ২০১৬ রাত ১০:৪৪
আলম দীপ্র বলেছেন: ভালোই লাগল ।
৩০ শে জুন, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: ভালো থেকো।
৭৯| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা। এগিয়ে যান কবি।
শুভকামনা রইল ।
২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮০| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
গোফরান চ.বি বলেছেন: প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ।
পোস্টে ভালো লাগা রো । আমাকে ভুলে গেলেন এতো তাড়াতাড়ি ?
আপাতত পোস্ট ও কমেন্ট ব্যান আছি। এটা নতুন নিক।
২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সুমন কর বলেছেন: না, না....আপনাকে ভুলিনি।
আশা করি ব্যান কাঁটিয়ে দ্রুত ফিরে আসবেন। ধন্যবাদ।
৮১| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
গোফরান চ.বি বলেছেন: নতুন নিকেই লিখছি।
২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
সুমন কর বলেছেন: লিখতে থাকুন।
৮২| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
গোফরান চ.বি বলেছেন: সেফ করেনা । লিখে লাভ কি ?
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: ভালো ভালো মন্তব্য করুন এবং পোস্ট দিন, হয়ে যাবে।
৮৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮
গোফরান চ.বি বলেছেন: ঠিক আছে
চাটগাইয়া বিরিয়ানি খান
ঠিক আছে
চাটগাইয়া বিরিয়ানি খান
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৮৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬
মানবী বলেছেন: কবিতা আজ তোমায় দিলাম ছুটি নাহয়ে নিজস্ব স্টাইলে কবি নিজেই ছুটি নিয়েছেন! :-)
শব্দরা সব ডুব দেবার পরো এমন সুন্দর কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ প্রিয় সুমন কর।
৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৯
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৮৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: 'শূন্যতা'য় আমার মন ভরে গেল ভাই। আমি তৃপ্ত কবিতায়।
কবিতা আর আমি-
নির্বাক নিঃশব্দ আর
নিঃস্বতা'র পৃথিবী।
শূন্যতায় ডুবে থাকি-
ধ্যান-জ্ঞান আমার
স্বপ্নের রাজ্যেশ্বরী।।
তম সঙ্গমে ডুবি-
খুঁজি তৃপ্তির সমাহার
হয় স্বপ্নরা জয়ী।
সহস্রাব্দের ঝুড়ি-
ভরা সুখিত কল্পনার
সে অমর সঙ্গিনী।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০
সুমন কর বলেছেন: বাহ্....ভালো লিখেছেন। ধন্যবাদ।
৮৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮
সফেদ বিহঙ্গ বলেছেন: ভালো লাগলো লেখা.........
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম....
পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
baah. sundor Likhsen Suman.