![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
(১)
কিছু কথা আর নীরব চোখের ভাষা
গোপনে সঙ্গী করে চলছি আমি একা
কমে যাচ্ছে কাছের মানুষের সংখ্যা
বুকের জমিন আস্তে আস্তে হচ্ছে ফাঁকা।
(২)
অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
(৩)
তবুও ভালো, জেনেছি তুমি আছো ভুলে
এখন রাত্রি নামে, অন্য কারো’র সুখে
অতিথি হয়ে এসেছিলাম আমি, নাকি তুমি !
সহজেই বদলে গেল, তোমার মনের ছবি।
(৪)
একদিন হারাবো
অজানা পথের প্রান্তে
শুধু তোমায় খুঁজে যাবো
ঠিকানা কিন্তু আমার জানা নেই
তাই বলে ভয় পেয় না, আমি পথিক
যদি আসে বন্ধুর পথ, করে নেবো সঠিক
তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ।
(৫)
অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি।
(৬)
কত কথা বলি সারাক্ষণ
চিন্তায় ধরেছে নতুন পচন
পুরনো স্মৃতিগুলো লাগছে নতুন
এ যেন আমার স্ব-নির্বাসন।
........................♦...........................
অণুকাব্য:
❂ অণুকাব্য: দুই !
❂ অণুকাব্য: এক !
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: পড়েছেন তো !!
ধন্যবাদ।
২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
বিজন রয় বলেছেন: পড়িনি বলেই কবিতা নিয়ে কিছু বলিনি।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: হাহাহা....তাই তো বলি !!
৩| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
কল্লোল পথিক বলেছেন: অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুঁটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
চমৎকার কবিতা গুচ্ছ।
কবিতায়+++++++++
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
বিজন রয় বলেছেন: প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য কে লিখবে
এই যান্ত্রিক যুগে।
প্রেম ভরা ওই যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
বিষয়টি খেয়াল করেন তো সুমনদা।
আমাকে জানাবেন।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: ওই নিদিষ্ট অর্থে আর কোন অনিদিষ্ট অর্থে বুঝাতে ব্যবহৃত হয়। আমি অনিদিষ্টকে বোঝাতে চেয়েছি।
ধন্যবাদ।
৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৩
বিজন রয় বলেছেন: তাহলে .....
কোন ও কে
এবং
ওই ও সে দিলে শিল্প শীর্ষ স্পর্শ করতো।
হা হা হা হা ..................
কবিতা পড়িনি।
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: সাধারণই থাক...............
৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৮
বিজন রয় বলেছেন: আচ্ছা, থাক।
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১২
সুমন কর বলেছেন: ওকে।
৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১২
নীলপরি বলেছেন: অনেক পাঠকের মনই এই কবিতাটার সাথে রিলেট করতে পারবে । লেখনীর এইরকম মুনশীয়ানার জন্য অভিনন্দন । ++
ছুঁটে < ছুটে হবে ?
পুরনো স্মৃতিগুলো লাগছে নতুন
এ যেন আমার স্ব-নির্বাসন।
এই লাইনগুলো আলাদা করে ভালো লাগলো ।
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:২১
সুমন কর বলেছেন: মন্তব্যে লাইক। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ঠিক করে দিলুম।
ভালো থাকা হোক।
৮| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুতে অনুতে যেন মুক্তোর দানা
দারুন ভাবনা আর অনুভবে মুগ্ধতা।
++++++++++++++++
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬
জেন রসি বলেছেন: ৪, ৫, ৬ বেশী ভালো লেগেছে।
শুভেচ্ছা।
++
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:০০
সুমন কর বলেছেন: ৪-কে এককভাবে একটি কবিতা বানাতে চেয়েছিলাম, পারিনি..............পরে অণুই থাকল।
ধন্যবাদ।
১০| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৮
দীপংকর চন্দ বলেছেন: তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ।
ভালো লাগলো ভীষণ!!!
অনেক শুভকামনা কবি।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৩
জেন রসি বলেছেন: ৪ এর থিমটা দিয়ে আসলেই একটা পরিপূর্ণ কবিতা লিখে ফেলা যেত। ৬ নিয়েও লিখে ফেলতে পারেন। তবে আপনি সম্ভবত অণুকাব্য লিখতেই পছন্দ করেন।
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: দেখি লিখতেও পারি...!! অণুকাব্যের সংখ্যাও বেশি না !!
আমি থাকি আপনাদের সাথে, এই আর কি ! ধন্যবাদ।
১২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ৩ অার ৪ বেশি ভাল্লাগছে বিষয়বস্তুর বিচারে । তিনটা ছন্দে বাকী তিনটা ছন্দ ছাড়া! রহস্য কী?
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:২১
সুমন কর বলেছেন: ২টি ছন্দ ছাড়া তো ! লিখে ফেললাম।
পড়ার জন্য ধন্যবাদ।
১৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
অণুকাব্য: তিন এ সবই হাহাকার
আপনার মনে এ কি করেছে ভর
প্রিয় সুমন কর ?
শেষেরটি ভালো লেগেছে বেশী । মানুষ তো আসলে নির্বাসনেই থাকে জীবনভর , স্বেচ্ছায় ।
০৬ ই জুন, ২০১৬ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: কি করব বলুন,
জীবন মানেই নির্মম, এ সত্য মানি।
ভালো থাকুন, সব সময়।
১৪| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুন..... বিশেষ করে ২... ৬!!!
কবিকে অনেক শুভেচ্ছা
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
১৫| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ৩,৪, ৬ বেশী ভালো লেগেছে..
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১৩
শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম।
হৃদয়ের অকৃত্রিম আবেগটা আপনার অণুকাব্য গুলোয় ফুটে ওঠেছে।
//অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।//
.
.
//কত কথা বলি সারাক্ষণ
চিন্তায় ধরেছে নতুন পচন
পুরনো স্মৃতিগুলো লাগছে নতুন
এ যেন আমার স্ব-নির্বাসন।//
ভাল থাকুন। সবসময়।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২২
সুমন কর বলেছেন: প্রিয়তে নেয়া আর পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৭| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৯
হাসান মাহবুব বলেছেন: পরিপাটি এবং ছিমছাম।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
১৮| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২
পুলহ বলেছেন: আমার কাছে ২ নং টা বেশি ভালো লেগেছে দাদা, এরপর ৬....
শুভকামনা!
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৯| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৬
উল্টা দূরবীন বলেছেন: অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি
১,৪,৫ অনেক অনেক বেশি ভালো লেগেছে।
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২০| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সবগুলোই মোটামুটি। তেমন ভালোলাগেনাই আমার।
শুভকামনা রইলো।
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২১| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলিই ভাল , ছন্দহীন গুলি একটু কম ভাল লেগেছে ,তবে ১১ তম প্লাসটা হাঁকিয়েই গেলাম !
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: হাহাহাহা..........ধন্যবাদ।
২২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: এক তিন ছয় বেশি ভাল লেগেছে । তবে সবগুলোই পড়তে মন চাইবে এমনভাবে লেখা ।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: ভালো থাকুন, সব সময়।
২৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৪
কিরমানী লিটন বলেছেন: অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
চমৎকার ছুঁয়ে যাওয়া অতলের অবগাহন- ভালোবাসা নিরন্তর ...
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ১ম, আর ৫মটা, বুকে এসে লাগল।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৪
সুমন কর বলেছেন: শুনে অনেক খুশি হলাম। ধন্যবাদ।
২৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৩
সায়েম মুন বলেছেন: গুটিগুটি কাব্যে বেশ ভাললাগা রইলো। লিখে যান অবিরাম।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: কবিদের মন্তব্য বাড়তি প্রাপ্য।
ভালো থাকুন এবং ধন্যবাদ।
২৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: কবি, ধন্যবাদ। আশা করি, ভালো আছেন।
২৭| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে। ১৭ তম প্লাস
০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন এবং ধন্যবাদ।
২৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: কিছু কথা আর নীরব চোখের ভাষা
গোপনে সঙ্গী করে চলছি আমি একা
কমে যাচ্ছে কাছের মানুষের সংখ্যা
বুকের জমিন আস্তে আস্তে হচ্ছে ফাঁকা।
অতি সত্য কথা মনে বাজছে
এ যে মোর জী্বন গাথা ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২৯| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
দারুণ কবিতা। ধন্যবাদ
০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৩০| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কেমন আছেন?
অস্তিত্বের পুরোটায় কাউকে অধিষ্ঠিত করতে নেই। শুন্য রয়ে যায় শেষমেশ।
০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: সুন্দর বলেছ।
ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি....
৩১| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪২
শায়মা বলেছেন: (৪)
একদিন হারাবো
অজানা পথের প্রান্তে
শুধু তোমায় খুঁজে যাবো
ঠিকানা কিন্তু আমার জানা নেই
তাই বলে ভয় পেয় না, আমি পথিক
যদি আসে বন্ধুর পথ, করে নেবো সঠিক
তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ।
একটু আগে কমেন্ট দিয়ে ঘুমাতে গেলাম। ঘুমিয়ে এসে দেখি কমেন্ট নাই!
০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৯
সুমন কর বলেছেন: কি হলো, ভালো হয়নি বুঝি !!
না, না আপনি মন্তব্য করেন নি, লাইক দিয়ে চলে গিয়েছিলেন ! আমি কিন্তু ঘুম থেকে উঠে এসে উত্তর দিলাম।
৩২| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:১৬
মহা সমন্বয় বলেছেন:
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৩| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সবগুলোই ভাল লাগল। সাবলীল!!
কিন্তু এই দুই লাইন বেশি ভাল লাগছে।
অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি।+++
ভাল থাকুন নিরন্তর।
১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৩৪| ১১ ই জুন, ২০১৬ রাত ১:৪২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কিছু কথা আর নীরব চোখের ভাষা
গোপনে সঙ্গী করে চলছি আমি একা
কমে যাচ্ছে কাছের মানুষের সংখ্যা
বুকের জমিন আস্তে আস্তে হচ্ছে ফাঁকা। ভাল্লাগলো সুমন ভাই।
১১ ই জুন, ২০১৬ সকাল ১১:০১
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩৫| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:০৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লাগলো এসব অনুকাব্য। প্রথম আর শেষেরটা বেস্ট!
তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ - বাহ, বাহ, কি সুন্দর করে বলে গেলেন কথাটা! মুগ্ধ হ'লাম।
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৩৬| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫২
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তবুও ভালো, জেনেছি তুমি আছো ভুলে
এখন রাত্রি নামে, অন্য কারো’র সুখে
অতিথি হয়ে এসেছিলাম আমি, নাকি তুমি !
সহজেই বদলে গেল, তোমার মনের ছবি।
অনন্য ।।
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯
মুসাফির নামা বলেছেন: অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি।
(৬)
কত কথা বলি সারাক্ষণ
চিন্তায় ধরেছে নতুন পচন
পুরনো স্মৃতিগুলো লাগছে নতুন
এ যেন আমার স্ব-নির্বাসন।
শেষের দুইটি স্তবকে চিন্তার ভ্রান্তি আছে এবং সেসাথে স্ব-বিরোধিতা।
প্রথমগুলো ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৬ রাত ১:৩৩
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৩৮| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১
অনিক চন্দ্র বলেছেন: ভালো লাগা রইলই....
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৯| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭
ঢাকাবাসী বলেছেন: অনেক ভাল লাগা।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪০| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: (২)
অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
অনবদ্য....
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৪১| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:২৭
ডঃ এম এ আলী বলেছেন: (৪)
একদিন হারাবো
অজানা পথের প্রান্তে
শুধু তোমায় খুঁজে যাবো
ঠিকানা কিন্তু আমার জানা নেই
তাই বলে ভয় পেয় না, আমি পথিক
যদি আসে বন্ধুর পথ, করে নেবো সঠিক
তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ
সময় অভাবে সেদিন হয়নি দেখা তেমনটি ভাল করে
তাই এলেম ফিরে । ভাল লাগল সিড়ি তুল্য স্তবকখানি পড়ে ।
শুভেচ্ছা রইল তব পরে ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ও ভাবেই লিখেছিলাম। পড়ার জন্য ধন্যবাদ।
৪২| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
অদৃশ্য বলেছেন:
অনুকাব্য যত চটকদার হবে ততই মজা... আপনার লিখাগুলোর ভেতরে তিনটি লিখা অনুকাব্য হিসেবে আমার খুব ভালো লেগেছে... আশাকরছি ভালো আছেন আপনি... আমি ভেবেছিলাম আপনার এদিকে এসেছি, খেয়াল করে দেখলাম না আজকেই এলাম...
সুমনদার জন্য
শুভকামনা...
১৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: কোন তিনটি বললেন না তো !! ব্যাপার না, ভালো লেগেছে এতেই অনেক খুশি।
ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আপনিও ভালো থাকুন।
শুভেচ্ছা।
৪৩| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩
আমার কোন নাম নাই বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
আমি একটু সমস্যায় পড়েছি ।
আমি অনেক দিন যাবৎ আমার ব্লগ -শরতের ছবিতে ঢুকতে পারছি না ,খুব ই কষ্ট হচ্ছে । আমি আমার নাম হারিয়ে ফেলেছি ।তাই নতুন নাম -"আমার কোন নাম নাই " এই নামে রেজিস্টার করেছি । আমার সার্ভার থেকে কোন ক্রমেই ঢুকতে পারছিলাম না ।আজ কিভাবে যেন ঢুকতে পারলাম । হঠাৎ করে নতুন পাসওয়ার্ড চাইল ,আমি দিলাম ।আমার ইমেইলে ব্লগের নিরদেশনা মত সব ই করলাম ।তারপর বলে কি জানি টেকনিক্যাল সমস্যা আছে ।সেই থেকে আমি নাম হারা । এ ব্যাপারে কোন সাহায্য চাই -যেন আমার সেই নাম ফিরে পেতে পারি ।
ধন্যবাদ ।
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: বেশ কিছু আইএসপি থেকে সামু কিছু দিন বন্ধ ছিল। তাই আপনি সামুতে প্রবেশ করতে পারেন নি। আমিও পারিনি। এখন হয়তো ঠিক হয়ে গেছে।
আপনার নাম পরিবতর্ন কিংবা অন্যান্য সমস্যা জানিয়ে [email protected] এখানে মেইল করুন। আশা করি, সমাধান পাবেন।
ধন্যবাদ।
৪৪| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: এখানে আবার আসলাম ধন্যবাদ জানাতে । আমার মেঘদূতের কথন পরিদর্শনের জন্য অনেক ধন্যবাদ । আমার দেয়া পোষ্টটা আপাতত আমি নিজেই মুছে দিয়েছি তেমন ভাল হয়নি বলে । তাই সেখানে প্রতি উত্তর করতে পারিনি বলে দু:খিত ।
ভাল থাকার শুভ কামনা রইল
১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: এখানে এসে জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।
৪৫| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
আমার কোন নাম নাই বলেছেন: দাদা আপনাকে ধন্যবাদ,help করার জন্য। তবে সমস্যার সমাধান কিছু হয়নি।ভাল থাকবেন ।
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: মেইল করুন। সমাধান পাবেন।
৪৬| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:০২
আমার কোন নাম নাই বলেছেন: আচ্ছা ।
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৮| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:১৩
-কবি বলেছেন: দারুন কবিতা সুমন দা। নতুন নিক নিতে হল পুরানোটায় ঢুকতে পারছি না। পোষ্টে ++++++++
১৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। সমাধান পাবেন।
তবে যে মেইল দিয়ে নিক খুলেছেন, সেটা ছাড়া কিন্তু উদ্ধার করা যাবে না।
৪৯| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭
খোলা মনের কথা বলেছেন: কিছু কথা আর নীরব চোখের ভাষা
গোপনে সঙ্গী করে চলছি আমি একা
কমে যাচ্ছে কাছের মানুষের সংখ্যা
বুকের জমিন আস্তে আস্তে হচ্ছে ফাঁকা। অসাধারন
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫০| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম দাদাকে দেখতে। খালি হাতে যাই কি করে
নিয়ে গেলাম 'তোমার মনের ছবি''
তবুও ভালো, জেনেছি তুমি আছো ভুলে
এখন রাত্রি নামে, অন্য কারো’র সুখে
অতিথি হয়ে এসেছিলাম আমি, নাকি তুমি !
সহজেই বদলে গেল, তোমার মনের ছবি।
২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: পড়ে যাবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৫১| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৫২| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:১৪
ডঃ এম এ আলী বলেছেন: আপনিও ভাল থাকুন এ কামনা থাকল ।
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: হুম।
৫৩| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এহসান সাবির বলেছেন: দাদা আপনার অনু কাব্য গুলো বেশ লাগে।
আপনার কাছ থেকে ভিন্ন টাইপের পোস্ট পাচ্ছি না অনেক দিন।
শুভেচ্ছা।
২৭ শে জুন, ২০১৬ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: আরে, আমার তো সামুতে থাকতেই ভালো লাগে। পোস্ট দেই, আর না দেই। তোমাদের জন্যই মাঝে মাঝে পোস্ট দেই।
ভিন্ন রকম বলতে কি চাচ্ছ, কি বুঝলাম না ?
দেখি পরবর্তীতে একটা ছবি ব্লগ কিংবা ঈদ উপলক্ষে সংকলনও দিতে পারি (ঠিক নাই)।
ভালো থেকো।
৫৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ৮:২৪
জুন বলেছেন: সুমন কর কি যেন এক বিরহের কবিতা, মন কেমন করা কবিতা,আবেগ ভরা কবিতায় প্লাস
+
২৮ শে জুন, ২০১৬ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: অনেক দিন পর এলেন। আশা করি, ভালো আছেন।
ধন্যবাদ।
৫৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ৮:১৩
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর কথামালা । শুভেচ্ছা নিবেন কবি । অসংখ্য ধন্যবাদ ভাইয়া
২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৫৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪৩
আর. এন. রাজু বলেছেন: ভালো লাগলো ভাই।
২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৭| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন:
(৩)
তবুও ভালো, জেনেছি তুমি আছো ভুলে
এখন রাত্রি নামে, অন্য কারো’র সুখে
অতিথি হয়ে এসেছিলাম আমি, নাকি তুমি !
সহজেই বদলে গেল, তোমার মনের ছবি
সুন্দর
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৫৮| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০২
ডঃ এম এ আলী বলেছেন: অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি
এ সত্যটা আমিও মানি ।
ভাল লাগা রইল
০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: জীবনমুখী অনুকাব্য!
১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: অনেক দিন পর এলেন। ধন্যবাদ।
৬০| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: আমি লিখতে বসে কখনই ভাবিনা ভাল কবিতা লিখি । সব সময় মাথার মধ্যে ঘোরপাক খায় ,নাচেনা ভাষার কবিতা । যেমন ফেলে দেওয়া জিনিষ দিয়ে ভাল শিল্পকর্ম করা যায় । আমার একজন করিতা লেখার গুরু আছে তিনি আমাকে গাইড করেন ,বলে নতুন কিছু চাই , তাছাড়া মানুষ মনে রাখবে না ।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬১| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
দারুণ সত্য।
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: ভালো থেকো।
৬২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৯
অপরিচিত মানব শুণ্য বলেছেন: চমৎকার লিখা,
১ নং আর ৩ নং টা বেশ মন ছোঁয়ানো।
আসলে ভালোবাসাটা একটা মরণ ফাঁদ,
একবার আটকে গেলে আর সহজে বের হওয়া যায়
না.....
একটি ব্যার্থ ভালবাসায়
তিলে তিলে শেষ হয় একটি জিবন!
অসমাপ্ত থেকে যায় একটি জিবনের গল্প!
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভালো বলেছেন এবং পড়ার জন্য ধন্যবাদ।
৬৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলেগেছে+
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
সুমন কর বলেছেন: ভালো থাকুন এবং ধন্যবাদ।
৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর অণুকাব্য গুলো। এমন লেখা আরও চাই।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
সুমন কর বলেছেন: চেষ্টা থাকবে। ধন্যবাদ।
৬৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
জাহিদ অনিক বলেছেন:
বড্ড অভিমান সুমন দা !
০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: হুম ! ভালো থাকুন এবং ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।