| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

তুমি আমি, পেরেছি কি সব ভুলে যেতে 
স্মৃতিগুলো নিশ্চুপ রাত হয়ে কথা বলে
রাত শেষে নিয়ম করে, দিন আসে চলে
অবাক পৃথিবী যাচ্ছে চলে, আপন পথে ঘুরে।              
সময়ের ঘুড়ি উড়ে যায় আকাশে
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে
সে ঘুড়ি হয়ত, কবেই গিয়েছে ছিঁড়ে
আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে।  
ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ অসাধারণ আপনার শব্দের সাথে শব্দের মেলবন্ধন । যেন কবিতাটি ক্লাসে বেশ পরিপাটি হয়ে আসা ভাল ছাত্রটি যে সবার দৃষ্টি কাঁড়ে !
চমৎকার লেগেছে প্রতিটি স্তবকের থমকে দেয়া ভাবনাগুলো ।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: আপনাদের মতো কবিদের মন্তব্য পেলে, ভালো লাগে। হয়ত আমি, আমার কথাগুলোই লিখে যাই। আপনারা উৎসাহ দেন তাই মাঝে মাঝে পোস্ট দিয়েই ফেলি.......!! 
কবিতাটি আপনার দৃষ্টি কেঁড়েছে....ধন্যবাদ। ভালো থাকুন।
৩| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৯
বই এর পাগল বলেছেন: সুন্দর হইছে ধন্যবাদ
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৪| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৫০
ইমরান আল হাদী বলেছেন: "তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।"
চমৎকার, লিখে জান অবিরত।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:০১
অপ্সরা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:০৪
সুমন কর বলেছেন: আহা রে, অনেক দিন পর আপু আসলো !!! কেমন আছেন? 
তা, ভালো লাগায় তো ক্লিক করলেন না................হাহাহাহাহা। ধন্যবাদ।
৬| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:০৩
আনিসা নাসরীন বলেছেন: 
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
- খুব সুন্দর
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৭| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:০৮
ঋতো আহমেদ বলেছেন: শেষ স্তবক যেন হঠাৎই চলে এসছে কবিতার সমাপ্তি নিয়ে । ভাল লাগল । শুভ কামনা ।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১১
সুমন কর বলেছেন: হুম, পড়ার জন্য ধন্যবাদ।
৮| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১১
আহা রুবন বলেছেন: এই বোকা দেয়ালের জন্যই তো পৃথিবীর ছ্যাড়াব্যাড়া অবস্থা। দারুণ লাগল!
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১৩
সুমন কর বলেছেন: ঠিক ! ভালো থাকুন। ধন্যবাদ।
৯| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১৩
অপ্সরা বলেছেন: কে বলেছে করিনি!!!!!!!!! 
উফ তুমি দেখি অধৈর্য্য হয়ে গেছো ভাইয়া!!!!!
একটু ওয়েট করলেই দেখতে লাইক। 
 
 ![]()
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১৬
সুমন কর বলেছেন: ঠিক ঠিক ঠিক ! ........একটু মজা করলাম। 
অফিসের ঝামেলায় সত্যি অধৈর্য্য হয়ে গেলাম........ ![]()
১০| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:১৯
অপ্সরা বলেছেন: অফিসের ঝামেলা অফিসে রেখে আসবে ভাইয়া!!!!!!!!!
আর বাসায় শুধুই আমেলা মানে আনন্দ!!!!!!!!!! ![]()
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:২৪
সুমন কর বলেছেন: চাইলেই কি সব পারা যায় !! মাথায় পোকা গিজ গিজ করে.......
দেখি, একটু আমেলার সাথে যোগাযোগ করতে পারি কিনা... ![]()
১১| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩১
ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল!! প্রতিটি স্তবকই সুন্দর।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
১২| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৩
অপ্সরা বলেছেন: ঠিক ঠিক দরকার হলে আমার থেকে আমেলা ডক্টরনীর ঠিকানা নিয়ে নিও ভাইয়া!!!!!!!!
সব ঝামেলা তিনি ঝেটিয়ে বিদায় করেন!!!!!!!!
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৪
সুমন কর বলেছেন: ওকে, যাবো....যাচ্ছি.....যেতে হবে !!!
১৩| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৩
স্বৈতী ইসলাম বলেছেন: এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।
ভালো লাগলো ![]()
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
১৪| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!! 
মানুষ সসীম বলেই বোধকরি অসীমে বড়ভয়! মুক্তি.... তে অসীমত্বে তার শংকা....
তাই সবকিছুতেই- জ্ঞাতে অজ্ঞাতে বোকা দেয়ালেই স্বস্তি খুঁজে ফেরে!!!!
+++
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৫০
সুমন কর বলেছেন: মাঝে মাঝে এ বোকা দেয়াল বেশ ভারী হয়ে উঠে, ভাঙা যায় না ! তখন অসীমের দিকে যাওয়া বোকামী নয় !!
ধন্যবাদ। 
১৫| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৫২
কবীর বলেছেন: 
সময়ের ঘুড়ি উড়ে যায় আকাশে
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে
সে ঘুড়ি হয়ত, কবেই গিয়েছে ছিঁড়ে
আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে। 
 
বিধাতা  স্ক্রিপ্ট লিখে বসে আছেন। আমরা শুধু অভিনয় করে যাচ্ছি ।সবকিছু নীতিনির্ধারক একমাত্র তিনিই।
আর আমরা সাময়িক অপ্রাপ্তিতে হাহাকার করে যাচ্ছি। 
কবিতা ভালো লাগলো +++
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ১০:০১
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
১৬| 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ১১:১৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা: বোকা দেয়াল পাঠে ভাল লাগার সাথে স্মৃতিকে নিয়ে যায় অনেক দুরে  নেদারল্যন্ডের  ছোট শহর লে্ডইনে যেখানে  কবিতাও দেয়ালে ঠাই পেয়ে গড়তে পারে ইতিহাস ঐতিহ্য । বলা যায় দেয়াল কবিতার কারণে লেইডেনের মতো শত কবিতার শহর দুনিয়ায় আর একটিও নেই বর্তমানে ।  শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনের দেয়ালে ১০১টি কবিতা। দেয়ালে দেয়ালে রঙে লিখে ও খোদাই করে এই কবিতার প্রকল্প শুরু করেছিল ‘টেখেন ব্লিড’ নামে সাহিত্যপ্রেমী একটি দল। ১৯৯২ সালে বেসরকারি উদ্যোগে এ কাজ শুরু হয় রাশিয়ান কবি মারিনা তেসভেটজেভার একটা কবিতা খোদাইয়ের মাধ্যমে। আর এ দেয়াল-কবিতার কাজ শেষ হয় স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার প্রোফুন্দিস কবিতার মধ্য দিয়ে। দেয়ালে কবিতা লেখার পেছনে উদ্যোক্তাদের যুক্তি ছিল, এর মধ্যদিয়ে শহরে এমন আবহ তৈরি হয়, যা পথচারীদের মনে বিশেষ ভাবের সৃষ্টি করতে পারে। বিশ্ববিদ্যালয় শহর হওয়ায় যুগে যুগে লেইডেনে আগমন ঘটছে গুরুত্বপূর্ণ লেখক, কবি, বিজ্ঞানী ও দার্শনিক ও বিদ্বানদের। পিট পালজেন্স, জে সি ব্লুম, মার্টিন বিসহুভেল, ইয়ান ওলকারস, মার্টিন হার্ট ও আলবার্ট আইনস্টাইনের মতো জগতসেরা গুণীরা বাস করেছেন এ শহরে। বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুরও গিয়েছিলেন এ শহরে। লেইডেন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের একটি ভাস্কর্যও আছে। বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতেই উদ্যোক্তারা দেয়াল-কবিতার এই প্রকল্প হাতে নিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত কবিতা সেই ভাষাতেই স্থান পেয়েছে শহরের ১০১টি দেয়ালে। প্রতিটি কবিতার নিচে ইংরেজি ও ডাচ অনুবাদ থাকায় দেশি-বিদেশি পর্যটকরাও সেগুলো পড়তে পারেন। এ অনন্য উদ্যোগের মধ্যদিয়ে লেইডেন এখন দেয়াল-কবিতার শহর। নীচের ছবিতে আরবীতে লিখা দেয়াল কবিতার একটি দৃশ্য দেখা যেতে পারে । 
 
 
 আমরা কি পারিনা  লেইডেনের মত কবিতা লিখে আমাদের দেশের বোকা দেয়াল গুলিতে কবিতা লিখে  আমাদের  দেশের ইতিহাস , ঐতিহ্য ও সংস্কৃতি দেশী বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরতে । 
ধন্যবাদ কবি সুমন কর কে , বোকা দেয়াল  কবিতায় কিছু প্রাসঙ্গিক  অনুভুতির প্রকাশ ঘটানোর সুযোগ করে দেয়ার জন্য । 
শুভেচ্ছা রইল ।
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ১১:২২
সুমন কর বলেছেন: আপনার জানার পরিধি দেখে অবাক হতে হয়। আপনার কাছে বিশাল জ্ঞানের ভান্ডার রয়েছে। সহ ব্লগার হিসেবে আপনাকে পেয়ে অনেক কিছু জানতে পারছি। 
দেয়াল-কবিতার শহর লেইডেন সম্পর্কে তথ্য দেয়া এবং কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন।
১৭| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ১২:০৪
উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ লেখা। ভীষণ ভালো লেগেছে।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
১৮| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:০১
অগ্নি সারথি বলেছেন: তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। - অসাধারন।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।
১৯| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৫০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগল!
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।
২০| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৭
এই আমি রবীন বলেছেন: "এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।"
এবং মানুষ শেষ পর্যন্ত বোকা দেয়াল গড়তে ভালোবাসবে।
ভাল লাগা জানিয়ে গেলাম।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২১| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: সহজ কিন্তু অনেক গভীর পুরাতনের। যেন সৃষ্টির আদি থেকে অন্ত।
কবিতা: বোকা দেয়াল।
শিরোণামে এভাবে গল্প না কবিতা না রম্য তা লেখার দরকার আছে বলে মনে করি না।
ধন্যবাদ।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২৪
সুমন কর বলেছেন: আমি প্রতিটি কবিতায় এভাবেই শিরোনাম দিয়েছি। তাই এটাও করলাম। আমি তো কম পোস্ট দেই, তাই নিজের ব্লগের জন্যই দিয়ে থাকি। বলতে পারেন, এটা আমার একটা ধরন। 
সৃষ্টির আদি থেকে অন্ত --- এভাবেই চলছে !! দেয়ালগুলো রুখে দেয় আমাদের পথ চলা। 
শুভ সকাল। ধন্যবাদ।
২২| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল ।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২৩| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: সব মানুষই কোন না কোন বোকা দেয়াল গড়তেই থাকে। 
কবিতায় ভালোলাগা++++++
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
২৪| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:২৬
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি। তবে শেষের লাইনটা সুন্দর। সব ভালো যার/ শেষ ভালো তার!  ![]()
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৩০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২৫| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
অনেক সুন্দর। শুভেচ্ছা সুমন ভাই।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:২৯
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
২৬| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৪৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২৭| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:১০
বিজন রয় বলেছেন: আমার ইচ্ছা আপনি ওই ধরনটা পাল্টাবেন!!
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩১
সুমন কর বলেছেন: আচ্ছা, চেষ্টা থাকবে।
২৮| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
প্রামানিক বলেছেন: তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।
চমৎকার কবিতা। খুবই ভালো লাগল কাব্য কথামালা।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৯| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৭
জেন রসি বলেছেন: শেষের লাইনটাই অনেক কিছু বলে দেয়। 
 সব মানুষই  স্বপ্ন দেখে, আবার দেয়াল তুলে দেয়! কিন্তু ভাঙতে পারে খুব কম মানুষ। কবিতায় সে মানুষ হতে না পারার আক্ষেপ আছে।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। ধন্যবাদ।
৩০| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪৮
অনিন্দ্য অবনী বলেছেন: একরাশ মুগ্ধতা. ।।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩১| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
আমরা শুধু বোকার দেয়ালই গড়ে গেলুম জীবনভর ! 
সহব্লগার  "ডঃ এম এ আলী"র মন্তব্যে যেমন দেয়াল , আমাদের তোলা সে বোকা দেয়ালে  তেমন কোনও কবিতা  ঠাই পেয়ে গড়ে     
যেতে  পারেনি  ইতিহাস ঐতিহ্য । 
অনেককাল আগে  এক বোকা মানুষের পিঠের দেয়ালে দেখে ছিলুম লেখা - " স্বৈরাচার নিপাত যাক " ! 
পরে আর এক দেয়ালে লেখা ছিলো - " কষ্টে আছে আইজদ্দি "  । 
দু'টোই ইতিহাস ।  শেষের  ইতিহাসটাই  আমাদের জীবনযাত্রার দেয়ালে এখনও  হাস-ফাঁস করে ভারে । 
আর কোনও দেয়ালেই আমরা লটকে দিতে পারিনি যাবতীয় সুখের বিজ্ঞাপন ।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ১০:০০
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা। ভালো থাকুন, সব সময়। 
ধন্যবাদ।
৩২| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ১০:১৮
এডওয়ার্ড মায়া বলেছেন: সুমন দা - অনু কবি থেকে পুরা কবি হয়ে গেছেন  
 
আপনার কবিতা গুলো ভাল হচ্ছে ।
আমি কয়েকবার কবিতা লেখার চেষ্টা করছি কিন্তু হয় না । 
আপনার কবিতা পড়ে ভাবলাম -আপনার মত করে দু একবার চেষ্টা করতে হবে।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪০
সুমন কর বলেছেন: হাহাহা....চেষ্টা করুন, হয়ে যাবে। 
ভালো থাকুন। ধন্যবাদ। 
৩৩| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ৭:৪৯
কয়েস সামী বলেছেন: বেশ লেগেছে সুমন কর।
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:১০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৪| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ৮:৩৩
নীলপরি বলেছেন: রাত শেষে নিয়ম করে, দিন আসে চলে
অবাক পৃথিবী যাচ্ছে চলে, আপন পথে ঘুরে।  
লগ ইন করেই আপনার কবিতাটা পড়লাম । যদিও দেরী হয়ে গেছে ! 
দক্ষতার সাথে সহজ করে গভীর কথাগুলো বলেছেন । এককথায় অনবদ্য লাগলো । 
কবিতায় +++++++
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:১১
সুমন কর বলেছেন: সময় করে এসেছেন, ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৫| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়ের ঘুড়ি উড়ে যায় আকাশে
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে
সে ঘুড়ি হয়ত, কবেই গিয়েছে ছিঁড়ে
আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে।  
সুন্দর!!
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:১২
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩৬| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম তুমি কবি জীবন ফিরে পাচ্ছ
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৭| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে -- কবিতা পড়া মাত্র এ হাহাকার দু'টি বুক ছেড়ে অন্য বুকেও ছড়িয়ে পড়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে - অনবদ্য ভাবনা!
কথাকথিকেথিকথন এবং ডঃ এম এ আলী এর মন্তব্য দুটো ভাল লেগেছে।
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৮| 
০৬ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
সুন্দর। +++
 
০৬ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: ভালো থেকো। শুভেচ্ছা।
৩৯| 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০২
শাব্দিক হিমু বলেছেন: স্মৃতিই কষ্ট, তাই সে সুখের হোক কিংবা দুখের। এড়ানো যায়না। থেকে যায়। কখনো স্বশব্দে আবার কখনো নিঃশ্চুপ নিরিবীলি।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৫১
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। ধন্যবাদ।
৪০| 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৭
আমি তুমি আমরা বলেছেন: 
ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।  
আহা। বিংশ ভাল লাগা ![]()
 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৫২
সুমন কর বলেছেন: ভালো থেকো। শুভেচ্ছা।
৪১| 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:১৬
আলোরিকা বলেছেন: আসুন সবাই মিলে বোকা দেয়ালগুলো ভেঙে ফেলি  ![]()
 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৫৩
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪২| 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০০
অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: অসাধারণ
 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৩| 
০৭ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১১:৫০
কামরুল হাসান জনি বলেছেন: অনেক ভাল ললেগেছে। মর্মার্থে ভরপুর। বোকা দেয়ালের মর্মার্থ কী বোঝানো হয়েছে একটু বলবেন প্লিজ।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। এটি রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। অজ্ঞতা-ধর্মের গোড়ামি-শ্রেণি বৈষম্য-জাত-কূল-কুসংস্কার-............আরো অনেক বাঁধাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাকিটা পাঠকের হাতেই। 
ভালো থাকুন।
৪৪| 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১:২৩
কামরুল হাসান জনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৪৫| 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
অরুনি মায়া অনু বলেছেন: সহজ চাওয়া গুলোর বিরোধিতা করাই মানুষের স্বভাব। এই কারণেই পূর্ণতা পায়না অনেক সম্পর্ক। পদদলিত হয় মানুষের মন।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৬| 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১:০১
ভ্রমরের ডানা বলেছেন: 
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
অসাধারণ কবিতা!!! আপনার কবিতায় আসলেই কিছু শেখার থাকে!! খুব ভাল লাগা!
 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪৭| 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:১৬
গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা।
 
১০ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪২
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪৮| 
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা
 
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
সুমন কর বলেছেন: ব্লগে অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৪৯| 
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ কবিতা দাদা। 
অনেক দিন পর কেমন আছেন???? ![]()
 
১৫ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৪০
সুমন কর বলেছেন: তোমার মন্তব্যও অনেক দিন পর পেলাম। ভালো থেকো। 
এইতো, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।
৫০| 
১৫ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:২০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর একটা কবিতা। ভাল লেগেছে।
 
১৫ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৫১| 
১৬ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: খুবই ভালো লেগেছে,আমি অনুপ্রানিত।
 
১৬ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৫২| 
১৬ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
জুন বলেছেন: কিছু মানুষ বোকা দেয়াল গড়লেও অনেক সময় তা গুড়িয়ে দেয়ার লোজের অভাবও নেই।  যেমন করে গুড়িয়ে দিয়েছে ঐতিহাসিক বার্লিন দেয়াল।  ভালোলাগা রইলো কবিতায়। 
+
 
১৬ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫৩| 
২০ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
 
২১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১২:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৪| 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১২:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা তো বোকা দেয়াল টপকে গেছে , মন্তব্য ও প্রতিমন্তব্য মিলে  সেঞ্চুরী পারি দিয়েছে । 
কবিতাটির দ্বিতীয় পাঠেও রেখে গেলাম এক রাশ মুগ্ধতা । 
শুভেচ্ছা রইল ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১:৪০
সুমন কর বলেছেন: এ মাসে একটু ঝামেলায় আছি......বোকা হয়ে গেছি !!! ..........হাহাহাহা। 
আবার এসেছেন বলে, ধন্যবাদ। শুভ রাত্রি।
৫৫| 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  রাত ২:০৬
ডঃ এম এ আলী বলেছেন: আরে  এটাতো খুশীর খবর , আপনার কবিতা বোকা দেয়াল পারি দিয়ে গেছে অনেক আগেই  
  
  
  
 
ধন্যবাদ শুভেচ্ছা রইল ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩২
সুমন কর বলেছেন: আবারো, ধন্যবাদ।
৫৬| 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৯:৪০
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: অসাধারণ লেখা।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩২
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫৭| 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৪০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন ভাই!![]()
 
২৩ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৮| 
২৯ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২৯
অদৃশ্য বলেছেন: 
চমৎকার সুমন দা...
শুভকামনা...
 
২৯ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
সুমন কর বলেছেন: কাল এসেই ঘুরে গিয়েছিলেন, পড়ার জন্য ধন্যবাদ।
৫৯| 
২৯ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১১:৩৮
আমিই মিসির আলী বলেছেন: কবিতার ভাষাগুলা এত মধুর হয় কিভাবে!!
অতি চমৎকার কবিতা।
বেশ ভালো লাগলো।
 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬০| 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আমরা বোকা মানুষ, তাই ভালোবাসার দেয়াল গড়ি, কিন্তু কিছু দেয়াল সেই ভালবাসার পথকেই রুদ্ধ করে রাখে........কবিকে শুভেচ্ছা
 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৬১| 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: এইবার বুঝতে পারছেন তো কবিদের ব্লগ আমি কেন মারাইনা? কবিতা আমি বরাবরই কম বুঝি  ![]()
 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:১২
সুমন কর বলেছেন: কেন, কি হলো আবার ? ঠিকই তো বলেছেন।
৬২| 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছি নাকি!! তাহলে কিছু কবিতা পাঠ করা যায়  ![]()
 
৩০ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:১৯
সুমন কর বলেছেন: আরে করে ফেলুন, কোন ভয় নেই !!  ![]()
৬৩| 
৩১ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
 
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ৮:১২
সুমন কর বলেছেন: আপনাকেও নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।
৬৪| 
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ১২:৩৯
নীলপরি বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো ।
 
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ৮:১৩
সুমন কর বলেছেন: আপনাকেও নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।
৬৫| 
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ২:১৭
ডঃ এম এ আলী বলেছেন: 
ইংরেজী নব বর্ষের রইল লিলি ফুলেরশুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক  এ কামনাই করি । 
 
 
০১ লা জানুয়ারি, ২০১৭  রাত ৮:১৪
সুমন কর বলেছেন: আপনাকেও নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।
৬৬| 
০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ১:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা
 
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৭| 
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:২৯
ধ্রুবক আলো বলেছেন: বোকা মানুষেরা শুধুই দেয়ালই গড়তে পারে  দেয়াল ভাঙতে পারে না।
কেমন আছেন ভাই, অনেক কোন লেখা পোষ্ট করছেন না!!!
 
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: আমি'তো পাঠক, আপনাদের সাথেই আছি। 
ভালো থাকুন। ধন্যবাদ।
৬৮| 
১০ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: 
ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। 
 ------  অসাধারণ!!!   
শুভকামনা নিরন্তর!!
 
১০ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৩৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৬৯| 
১৩ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১১
খোলা মনের কথা বলেছেন: তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।  অসম্ভব সুন্দড়র হয়েছে।
আমরা চিন্তা করি এক আর করি আর এক। আমরা আকাশে উড়তে চাই, বাতাসে ভাসতে চাই, দিগন্তে ছুটতে চাই।
কিন্তু বাস্তবে আমাদের পা শিকলে বেধেঁ ফেলেছি.....
খুব বেশি ভাল লাগা রইল....
 
১৩ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭০| 
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর কথামালা -- পড়তে সাবলীল -------
’’তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। ’’-------- অসাধারণ
 
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আমার ব্লগে এলেন, পড়লেন এবং মন্তব্য করলেন। 
ধন্যবাদ। ভালো থাকুন।
৭১| 
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা ব্লগে লিংক যোগ করবো কিভাবে জানাবেন কি একটু।
শুভেচ্ছা জানবেন
 
১৩ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:৫২
সুমন কর বলেছেন: প্রথমে যে লিংকটি যুক্ত করবেন, তার এইচটিটিপি বা ইউআরএল লিংকটি কপি করে লাল চিহ্ন দেয়া প্রতিকে ক্লিক করলে দু'টো ফাঁকা ঘর আসবে। 
 
 
 
২য় ঘরে ঐ এইচটিটিপি বা ইউআরএল লিংকটি পেস্ট করে, ১ম ঘরে যে কোন শিরোনাম দিয়ে, লিংক যুক্ত করুনে ক্লিক করলে হয়ে যাবে। 
শুভেচ্ছা।
৭২| 
১৩ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
তবে অামি লিংক যোগকরতে পারলাম না।
অামি ও গুলি অাগেই পড়েছি। চেষ্টা করেছি পারছিনা।কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।
 
১৩ ই জানুয়ারি, ২০১৭  রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: আরে কষ্টের কিছুই নেই। তবে আপনার শততম পোস্টের মন্তব্যে একটা লিংক যুক্ত করেছেন (এখন নেই) দেখে ভাবলাম, হয়ে গেছে। 
উপরের ভাবে চেষ্টা করে দেখুন, হয়ে যাবে।
৭৩| 
১৪ ই জানুয়ারি, ২০১৭  রাত ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা, ভাল লাগল।
 
১৪ ই জানুয়ারি, ২০১৭  রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৭৪| 
১৫ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
জীবন সাগর বলেছেন: বিনিসুতর বন্ধনে আবদ্ধ থাকতে পারলেই বুঝি সার্থকতা খুঁজে পাওয়া যায়। সে বন্ধন টুটে গেলেই বিষাদময় পৃথিবী।
মনের বন্ধনেই বান্ধা পড়ুক মানুষে মানুষ।
কবিকে শুভেচ্ছা
 
১৫ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। পড়ার জন্য ধন্যবাদ।
৭৫| 
১৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:৫৪
এফ.কে আশিক বলেছেন: ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।
দারুণ লিখেছেন
শেষ লাইন দু’টো বেশি ভালো লেগেছে... 
কবিতায় মুগ্ধতা..... +++ 
 
 
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০২
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৭৬| 
১৬ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:২৩
অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম
 
১৬ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৭৭| 
১৯ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম । 
শুভেচ্ছা রইল
 
১৯ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭৮| 
১৯ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:১৩
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর প্রকাশ। ভালবাসা রইল।
আমি ব্লগে নতুন, পাশ থাকবেন।
 
১৯ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। শুভ ব্লগিং........ 
 
ভালো ভালো লেখাগুলো পড়ুন, মন্তব্য করুন। আর লিখতে থাকুন। ধন্যবাদ।
৭৯| 
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভেঙ্গে যাক আছে যতো ভেদাভেদের দেয়াল। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষের মাঝে গড়ে উঠুক ভেদাভেদহীন বৈষম্যবিহীন সুন্দর সমাজ।
আপনার কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
 
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। 
ভালো থাকুন। ধন্যবাদ।
৮০| 
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
 
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৮১| 
২৩ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৭
ভাবুক কবি বলেছেন: মানুষগুলো সেই ছোট্ট বিশ্বাস নিয়েই দেয়াল গড়তে ভালবাসে। 
অসম্ভব ভাললাগার কবিতা ভাই। 
আমার জগতেও স্বাগতম, আমার কবিতার কিছু ছোট্ট ছোট্ট ভুলের দেয়ালগুলো শুধরানোর জন্য।
 
২৩ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ।  
সময় করে অবশ্যই যাবো।
৮২| 
২৩ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৪
তারেক ফাহিম বলেছেন: ওয়াও, খুব সুন্দর লাগল, অাপনার কবিতার ভাববস্তু
 
২৩ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৮৩| 
২৪ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:১৫
সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভালই লাগল।
"ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।"
 
২৪ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৮
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন। ধন্যবাদ।
৮৪| 
২৪ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতার মর্ম বুঝিনি, তবে কবিতা শুধু ভালই নয় অনেক ভাল লেগেছে।
 
২৪ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:২৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৮৫| 
২৬ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৪৪
আরাফআহনাফ বলেছেন: "এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।"
ভালোবেসে অবশেষে এবং নি:শেষে - মানুষ - বোকা দেয়াল গড়তে ভালোবাসে, 
ভালোবাসা এমনই।
অভিনন্দন আপনার চিন্তা প্রকাশে - বেশ ছুঁয়ে গেল।
ভালো থাকুন - অহর্নিশ।
 
২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮৬| 
৩১ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:১০
নিয়াজ সুমন বলেছেন: ভাললাগায় ছুয়ে গেল কবিতাখানি... 
 
৩১ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩০
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮৭| 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:৪০
এম এ কাশেম বলেছেন: তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে। ------ সুন্দর।
শুভেচ্ছা কবি।
 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:০২
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৮৮| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১০:২৫
গেম চেঞ্জার বলেছেন: আসলেই আমরা একটা ইল্যুশন এর মধ্যে ঘুরপাক খাচ্ছি! সময়ের পাকে পড়ে গড়ে তুলছি বোকা দেয়াল!
কবিতায় ভাললাগা!
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮৯| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১১:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন: দাদা কেমন আছেন?
অনেক দিন পর এলাম ।
দাদা আমি সমাজের দেয়াল ভাঙতে চাই । তবে পাশের বাসার না । হা হা হা হা
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১১:১০
সুমন কর বলেছেন: আসলেই অনেক দিন পর, এলেন। একটু ব্যস্ততার মধ্যে আছি। 
হাহাহা......ঠিক আছে.... ভাঙুন, তবে পাশেরটা বাদ দিয়ে....
৯০| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ৮:০৬
সুমন কর বলেছেন: সামুর লেখা প্রায় সবাই চুরি করে। বিভিন্ন অন লাইন পত্রিকাও করে। কি আর করবেন বলুন, তারা কপি করতে করতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে !!  
 
কপিবাজরা একদিন হারিয়ে যাবে, আপনি লিখতে থাকুন। কোন চিন্তা করবেন না।
৯১| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ৮:০৮
বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ!![]()
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭  রাত ৮:১৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৯২| 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:২২
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ লেখনি ![]()
 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৯৩| 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৭
প্রথমকথা বলেছেন: 
সময়ের ঘুড়ি উড়ে যায় আকাশে
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে
সে ঘুড়ি হয়ত, কবেই গিয়েছে ছিঁড়ে
আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে।   
খুব সুন্দর লাইন গুলো। মনে হয়, কবি কোথায় হারিয়েছে পথ, অদৃশ্য পথে। খুব সুন্দর।
 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৯৪| 
১৮ ই মার্চ, ২০১৭  রাত ১০:১১
দৃষ্টিসীমানা বলেছেন: অবাক পৃথিবী যাচ্ছে চলে , আপন পথে ঘুরে - অপূর্ব , প্রতিটি লাইনই চমৎকার, তাই প্রিয়তে নিলাম ।
 
১৮ ই মার্চ, ২০১৭  রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
৯৫| 
১৩ ই এপ্রিল, ২০১৭  রাত ১১:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম। বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে।
 
১৩ ই এপ্রিল, ২০১৭  রাত ১১:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনার প্রতিও রইলো, বাংলা নববর্ষের শুভেচ্ছা .... ![]()
৯৬| 
২৪ শে এপ্রিল, ২০১৭  রাত ৯:০১
ইসফানদিয়র বলেছেন: ভালো লেগেছে
 
২৪ শে এপ্রিল, ২০১৭  রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৯৭| 
০৭ ই মে, ২০১৭  বিকাল ৫:২৪
ইসফানদিয়র বলেছেন: মন্তব্য করছি না। অনুভূতি নিয়ে গেলাম।
 
০৭ ই মে, ২০১৭  রাত ৮:৫৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৯৮| 
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০০
রাকু হাসান বলেছেন: 
ভাইয়ার পোস্ট কম  ,সময়ের তুলনায়। কিন্তু দেন তা মণিমুক্তার মত । দারুণ কবিতা । 
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে 
সে ঘুড়ি হয়ত কবেই ছিড়ে গিয়েছে --ভালো লাগছে । 
এই খেলার খেলনা আমরা । সব মিলিয়ে দারুণ কবিতা পড়লাম  । + ![]()
 
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
সুমন কর বলেছেন: মাত্রই আপনার এপিক পোস্টে ঘুরে এলাম......
হুম, ব্লগে থাকতে আমার কেন জানি ভালো লাগে !! তাই আপনাদের সাথে থাকছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬  রাত ৮:২৮
এফ.কে আশিক বলেছেন: ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।
অসাধারণ লিখেছেন ভাইয়া........